Elite Mart CPL

Elite Mart CPL Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Elite Mart CPL, Medical supply store, Asia Tower(5th & 6th Floor), Muradpur, Chittagong.

বাংলাদেশের জনপ্রিয় ব্রান্ড এলিট কর্পোরেশন নিয়ে এসেছে আপনাদের জন্য সকল ন্যাচারাল পণ্য। এলিট বাংলাদেশের একটি ব্র্যান্ডেড সংস্থা। এলিট গত ১২ বছরে সুনাম অর্জন করেছে। অভিজাতরা মানসম্পন্ন পণ্য উৎপাদনে সেরা। এটি একটি স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানকারী প্রতিষ্টান। আমা‌দের সকল পণ‌্য স্থা‌য়ী সমাধান যোগ‌্য, সকল পন‌্য সম্পন্ন ন‌্যাচারাল এবং আ‌মি‌রেক থে‌কে ইনপু‌ডেট শুধু তাই নয় লাভ ফরএভার বাংলাদেশ সাইন্স ল্যাব পারমিটেড একমাত্র পণ্য। কাজেই ১০০% পার্শপ্রতিক্রিয়া মুক্ত।

নকল প্রমানে ১ লক্ষ টাকা পুরুষ্কারগ‌্যারা‌ন্টি কার্ড না দে‌খে ক্রয় কর‌বেন না01830048215কা‌রো ভা‌লোবাসা হা‌রি‌য়ে যা‌বে ত...
28/08/2021

নকল প্রমানে ১ লক্ষ টাকা পুরুষ্কার
গ‌্যারা‌ন্টি কার্ড না দে‌খে ক্রয় কর‌বেন না
01830048215

কা‌রো ভা‌লোবাসা হা‌রি‌য়ে যা‌বে তা তো আমরা হ‌তে দি‌তে পা‌রি না।
অ‌'নেক কিছু চেষ্ট ক‌রে‌ছেন ফলাফল শূন‌্য অন‌্য দি‌কে আপনার গি‌ন্নি হ‌চ্ছে বারবার না খুস ত‌বে এবার নিন স্পেশাল সা‌জেশন, এবার আপনার ভা‌লোবাসা ঠিক‌বে আ‌রো বে‌শি সময় নিয়ে স্থা‌য়ি ভা‌বে।

মানুষ অনলাইন থে‌বে নানান কিছু চেষ্ট ক‌রে বারবার ঠক‌চ্ছে কিন্তু আমা‌দের মূল লক্ষ‌্যই হ‌চ্ছে মানু‌ষের বিশ্বাসকে বজায় রাখা। দে‌রি না ক‌রে এখনই SMGঅপশ‌নে ক্লিক করুন।

ফেসবুব প‌লি‌সির জন‌্য বিস্তা‌রিক পোস্ট লিখা হয়‌নি ইনবক্স করুন, ইনবক্স এ নাম্বার দিন আমা‌দের প্রোডাক্ট স্পেশা‌লিস্ট আপনা‌কে কল দি‌বে অথবা সরাস‌রি কল করুন 01830048215

28/08/2021
''টাক (ইংরেজি: ''Baldness)  বলতে'' চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার চুল।[১] মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ...
28/08/2021

''টাক (ইংরেজি: ''Baldness) বলতে'' চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার চুল।[১] মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সাধারণত টাক হওয়া প্রকাশ পায়। পুরুষের ক্ষেত্রে এটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা "পুরুষের টাক" নামে পরিচিত। এটি পরিণত মানুষ ও অন্যান্য প্রজাতিতে দেখা যায়। টাকের পরিমাণ ও বিস্তৃতি অনেক বেশি হতে পারে এবং এক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে ভিন্নতা দেখা যায়। মাথার কিছু অংশের চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া এরিয়াটা ও পুরো মাথার চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া টোটালিস বলে। চুল পড়ে যাওয়ার আরো একটি মারাত্মক প্রকাশ হচ্ছে অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস। এক্ষেত্রে মাথাসহ সমস্ত শরীরের লোম ঝরে যায়। অনেক সময় এই সমস্যা মানসিক চাপের জন্যও দায়ী।

যদি আপনার বা আপনার পরিবারে কারো ডায়াবেটিস থাকেআশা করি ১ মিনিট সময় দিয়ে আমার লেখাটি পড়বেনবিস্তারিত জানতে- 01830048215 এই ...
28/08/2021

যদি আপনার বা আপনার পরিবারে কারো ডায়াবেটিস থাকে
আশা করি ১ মিনিট সময় দিয়ে আমার লেখাটি পড়বেন
বিস্তারিত জানতে- 01830048215 এই নাম্বারে কল করবেন।
ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রনে Dia Control এক নতুন আবিষ্কার।
১৫ দিনের মধ্যে আপনার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রনে।
Dia Control প্রতিদিন খাবারের আগে ২/৩ বার সেবন করলে ১৫ দিনের মধ্যে আপনি পাবেন চমৎকার রেজাল্ট।
অবশ্যই সেবনের পূর্বে আপনার সুগারের মাত্রা পরিক্ষা করে সেবন করবেন,তা হলে এর রেজাল্ট দ্রুত দেখতে পাবেন।
আপনার ডায়াবেটিস থাকবে সম্পূর্ন ভাবে নিয়ন্ত্রীত (১০০%গ্যারান্টি )
* দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভূগছেন ?
* কোন ভাবেই সুগার নিয়ন্ত্রনে আনতে পারছেন না ?
* ইনসুলিন নিয়ে ও সুগার নিয়ন্ত্রণ করতে পারছেন না ?
* দিন দিন বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে হতাশাগ্রস্ত ?

আপনি একটি ফাইল সেবন করে পরিক্ষা করে দেখুন।
১৫ দিনের মাঝেই আপনার সুগার নিয়ন্ত্রনে চলে আসবে।
Dia Control সেবনের পূর্বে অবশ্যই সুগার মেপে সেবন শুরু করুন। আর ১৫ দিন পর আবার পরিক্ষা করে দেখুন ইনসাআল্লাহ আপনার সুগার স্বাভাবিক মাত্রায় চলে আসবে।

আমাদের Dia Control আপনাকে এনে দিবে সচ্ছল জীবন ও সুস্থতায় প্রতিদিন।
Dia Control এটি কোনভাবেই আপনার রক্তের গ্লুকোজের মাত্রা বারাতে দেয়না তাই আপনি সবদিক থেকে থাকবেন নিরাপদ। একবার যাচাই করে দেখুন ইহার জাদুকরি গুনাগুন

 #সুখবর_সুখবর_সুখবর১ মিনিট একটু দেখুন #বর্তমান_করোনা_পরিস্থিতিতে_এমনিতেই_সবাই ক'ঠিন সময় পার করছি। এর পাশাপাশি ঋতু জ'নিত ...
28/08/2021

#সুখবর_সুখবর_সুখবর
১ মিনিট একটু দেখুন

#বর্তমান_করোনা_পরিস্থিতিতে_এমনিতেই_সবাই ক'ঠিন সময় পার করছি। এর পাশাপাশি ঋতু জ'নিত কারণে কম বেশি সবাই জ্বর, সর্দি, কাশি , মাথা ব্যথা, গলা ব্যথা নানান সমস্যায় ভুগছেন।
- আপনার এই সমস্যা গুলোর সেরা প্রাকৃতিক সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে।

#তুলসী_প্লাস_চা এবং #শরবত
- এই প্রথম আমরাই নিয়ে এসেছি তুলসী পাতা , বাসক পাতা , যষ্টি মধু , আমলকি , গোল মরিচ এবং আরো বিভিন্ন রকম মশলাসহ সর্বমোট ৩৫ টি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরী তুলসী প্লাস চা এবং শরবত!!

-যাদের কিছু দিন পরপরই জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, ইত্যাদি সমস্যা হয় বা সমস্যা গুলো লেগেই থাকে, তারা এই সমস্যাগুলো দূর করতে পারেন বহু প্রাকৃতিক ভেষজ উপাদান ও ভেষজ গুণাগুণে সমৃদ্ধ তুলসী প্লাস চা বা শরবত খেয়ে।

#তুলসী_চা_তৈরি_প্রণালী:একদম সহজ। প্রতি ১কাপে আধা 'চা' চামচ হিসাবে তুলসী চা পাউডার গরম পানিতে ফুটিয়ে নিয়ে শুধু পরিমান মত চিনি মিক্স করে সেবন করবেন।
#একইভাবে তুলসী প্লাস শরবতও এক গ্লাস পরিমান পানিতে এক চা-চামচ এবং পরিমাণ মতো চিনি মিক্স করে মজা নিতে পারেন সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর শরবতের।
#সাথে_অতিরিক্ত_কোনো_মশলা_দেওয়ার_প্রয়োজন_নেই। কেননা এতে সব ধরনের মশলা দেওয়া বা মেশানো আছে।

"১ কোটা তুলসী প্লাস চা দিয়ে প্রায় ৭৫ কাপ চা হবে।"
"১ কোটা তুলসী প্লাস শরবতে আপনি ৫০ গ্লাস শরবত পান করতে পারবেন"

#অর্ডার_করতে_আপনার_নাম,ঠিকানা ও মোবাইল নাম্বার ইনবক্স এ মেসেজ করুন।
#বিস্তারিত_জানতে_কল_করুনঃ 01830048215 নাম্বারে অথবা নিচের Send Message অপশনে ক্লিক করুন।

#হেড_অফিসঃ এলিট কর্পোরেশন_জালাল প্লাজা ৪র্থ ও ৫ম তলা, মুরাদপুর, পাচলাইশ, চট্টগ্রাম।
#শাখা_অফিসঃ মা-বাবা মেডিকেল হল, নিচ তলায়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

#আমাদের_ওয়েবসাইটঃ WWW.BDELITES.COM

বিঃদ্রঃ ভেজাল বা কেমিক্যাল প্রমানে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে।

এলার্জি, এ্যাজমা/হাপানি এবং শ্বাসকষ্ট এই বিষয়গুলি একে অপরের সাথে ঘনিষ্ঠ। দেখা যায় এলার্জির তীব্রতা বাড়লে এ্যাজমা আক্রান্...
28/08/2021

এলার্জি, এ্যাজমা/হাপানি এবং শ্বাসকষ্ট এই বিষয়গুলি একে অপরের সাথে ঘনিষ্ঠ। দেখা যায় এলার্জির তীব্রতা বাড়লে এ্যাজমা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টও বেড়ে যায়। তাই যারা এ সমস্যায় ভুগছেন তাদের কিছুটা নিয়ন্ত্রিত জীবন যাপন করাই উচিত। ঔষুধ ছাড়া শুধুমাত্র নিয়ন্ত্রিত জীবন যাপন করলেও এ সমস্যার তীব্রতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এই সংক্রান্ত রোগীদের চলাফেরা, ওঠাবসা, খাবার-দাবার এক কোথায় জীবনযাত্রার সকল বিষয়ে সচেতন থাকা জরুরি। নিচে তার জন্য কিছু করণীয় এবং বর্জনীয় টিপস উপস্থাপন করা হলো।

করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ
ধূলাবালি থেকে বাচতে রাস্তা ঘটে চলাচলের সমসয় মুখে মাস্ক ব্যবহার করুন।
বাসা বাড়িতে কার্পেট ব্যবহার না করাই অতি উত্তম।
ঘরে ধূঁপ ব্যবহার করেবেন না ।
উচ্চ মাত্রার সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকুন।
যেকোন প্রকার স্যাঁতস্যাঁতে পরিবেশ এড়িয়ে চলুন।
বাসায় বিড়াল, কুকুর বা অন্য কোনো প্রাণী পোষা থেকে বিরত থাকুন।
ঘর ঝাড়ু দেওয়ার সময় মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।
মশার কয়েলও শ্বাসকষ্ট সৃষ্টি করে থাকে এর থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
স্প্রে করার সময় নিরাপদ দূরত্বে অবস্থান করুন কারণ এটাও বেশ ক্ষতিকর।
যে কোনো উপায়ে ধূমপান পরিহার করা অপরিহার্য।
ঠান্ডা জল এবং শীতল খাবার গ্রহণ করা পরিহার করুন।
বাসা বাড়িতে ফ্রীজে রাখা খাবার ভালো করে গরম করে গ্রহন করুন।
পুরাতন বই পত্র এবং বিছানা বা কার্পেট ঝেড়ে নেওয়ার সময়ও মাস্ক ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ঢেকে রাখুন।
শীতকালে লেপ-তোষক ভাল করে রোদে শুকিয়ে ব্যবহার করুন।
শীতের সময় শীতবস্ত্র ধুঁয়ে ব্যবহার করুন ।
শীত থেকে বাচতে উলেন কাপড়ের পরিবর্তে সুতি অথবা জিন্সের কাপড় ব্যবহার করুন।
ছোট বা বড় ফুল ধরা গাছের নিচে বা তার আশেপাশে বসবেন না । ফুলের পাপড়ি আপনার শ্বাসকষ্ট বাড়াবে।
রান্না করার সময় মশলার ঝাঁঝাঁলো গন্ধ এড়াতে মাস্ক বা শুকনো কাপড় ব্যবহার করুন।
ঘরে যাতে তেলাপোকা এবং ছারপোকা বাসা বাধতে না পারে সেদিকে দৃষ্টি রাখুন।
লক্ষ্য রাখুন কি কি কারণে আপনার এলার্জি, এ্যাজমা ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন আরো কি কি করা দরকার।

Address

Asia Tower(5th & 6th Floor), Muradpur
Chittagong
4209

Telephone

+8801877995723

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elite Mart CPL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Elite Mart CPL:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram