Chittagong Doctor. Hospital. Diagnostic help & Informeson Center

Chittagong Doctor. Hospital. Diagnostic help & Informeson Center চট্টগ্রাম এ সকল ধরনের ডাক্তার,হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ইনফরমেশন ও সেবা দেওয়া হয়!

🛑 বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। তো...
01/10/2022

🛑 বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। তো, লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো, এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই।
⭕ কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন?
--------------------------------------------------------------
❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলোনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।
❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলোনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।
❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলোনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন।
❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।
#এরপর-
----------
❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।
❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন।
❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।
❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।
❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।
-
---------------
আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেনো ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন।
#তাহলে_হতাশা_কেনো?
----------------------------
❒ কেনো একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না?
❒ কেনো আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন?
❒ কেনো বলেন আমি আর বাঁচতে চাইনা?
❒ কেনো বলেন আমি হেরে গিয়েছি?
এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেনো হতাশ হয়ে পড়েন? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন-কি প্রতিভা আছে আপনার? মনের চাওয়া কে সব সময় মূল্য দিন। দেখবেন আপনি জিতে যাবেন,
শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন, আপনি জিতবেনই। ✌️✌️✌️

25/09/2022
23/09/2022

পুরুষদের জন্য!

23/09/2022

কখনো আপনার বাচ্চাকে একা খেলা করতে দিবেন না তার পাশে থাকুন সবসময় 🙏

কারণ আপনার অসতর্কতার জন্য দুর্ঘটনা ঘটতে পারে 😢

[সুস্থ্য থাকুক ঘরের সকল নারী] [আপনার পার্টনারের যত্ন নিন]  টিন এজ মেয়েদের পিরিয়ডের সমস্যা বা পূর্ণবয়স্ক নারীদের যে কোন গ...
22/09/2022

[সুস্থ্য থাকুক ঘরের সকল নারী]
[আপনার পার্টনারের যত্ন নিন]

টিন এজ মেয়েদের পিরিয়ডের সমস্যা বা পূর্ণবয়স্ক নারীদের যে কোন গাইনী সম্পর্কিত সমস্যায় সামান্যতম অবহেলাও ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ; এমনকি হারাতে হতে পারে গর্ভধারণের ক্ষমতাও। তাই এ ধরণের সামান্যতম সমস্য্যায় কোন রকম দেরী না করে দ্রুততম সময়ে গাইনী ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ।

Chevron Eye Hospital & Research Center
Chittagong Doctor's chamber Chittagong Doctors Information eDoctors PSG - Paris Saint-Germain The Medical City Health-BD: Doctor's info in Chittagong Hospital & Doctors Info

অভিনন্দন 💐💐💐
22/09/2022

অভিনন্দন 💐💐💐

22/09/2022


Address

Bohoddarhat
Chittagong
4242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Doctor. Hospital. Diagnostic help & Informeson Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category