24/07/2025
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৪-২০২৫ (১ম ব্যাচ) শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।
কর্মপ্রিয় ও নীতিজ্ঞান সম্পন্ন আদর্শ চিকিৎসক হওয়ার আহবান।
==========================================
আজ ২৪.০৭.২০২৫ তারিখে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৪-২০২৫ (১ম ব্যাচ) শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়–য়ার সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ ওমর ফারুক ইউসুফ। অনুষ্ঠানের শুরুতে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগের মধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশসহ অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। উক্ত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সভায় দোয়া করা হয়। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গত ২২ শে জুলাই বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। উক্ত হতাহতের ঘটনায় কোমলমতী শিশুদের সংখ্যা বেশি। মাইলস্টোন ট্রাজেডিতে যারা নিহত হয়েছে, তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সভায় দোয়া করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রধান অতিথি ফিতা কেটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা সৃষ্টি করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব এস.এম. মোরশেদ হোসাইন, ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি এবং অত্র মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের জয়েন্ট ম্যানেজিং ট্রাস্টি জনাব মোঃ জাহিদুল হাসান, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী ও ডা. মোঃ বেলায়েত হোসেন ঢালী এবং ডা. মোহাম্মদ সারোয়ার আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, আপনারা ইতিহাসের অংশ হতে চলেছেন। আপনারা এই প্রতিষ্ঠানের বি.ডি.এস কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন যে, আপনারা আপনাদের সন্তানদের জন্য একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে নির্বাচন করেছেন। মেডিকেল শিক্ষায় এই প্রতিষ্ঠানের আলাদা সুনাম ও খ্যাতি রয়েছে। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভ কামনা জানান এবং অভিভাবক শিক্ষক, শিক্ষিকা, পরিচালনা পর্ষদসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের উপদেষ্ঠা অধ্যাপক ডা. এ.এস.এম. মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ নূরুল হক এবং পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ.কে.এম. আশরাফুল করিম। অত্র মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান ডাঃ মোঃ কামরুল হাসান স্বাগত বক্তব্য হিসাবে মেডিকেল কলেজের ইতিহাস, বি.ডি.এস কোর্সের অবকাঠামো সুযোগ সুবিধা, শিক্ষার্থীদের পেশাগত পরীক্ষা, শিক্ষক/শিক্ষিকাদের পরিচিতি এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের কারিকুলাম এর উপর সংক্ষিপ্তভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বক্তব্য তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ফেইজ-১ এর কো-অর্ডিনেটর এবং ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সাহেদা খানম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরমান পারভেজ (রোল # ২৬, সেশন ২০২৩-২০২৪), পবিত্র গীতা পাঠ করেন অংকিতা ভট্টাচার্য (রোল # ৮৬, সেশন ২০২৩-২০২৪) ও পবিত্র ত্রিপিটক পাঠ করেন ঐশী বড়–য়া (রোল # ৩৪, সেশন ২০২৩-২০২৪)। বি.ডি.এস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী ফাতিন নেওয়াজ (রোল # ৮, সেশন ২০২৪-২০২৫, বি.ডি.এস কোর্স) ও আকসা হোসনাইন চৌধুরী (রোল # ১৩, সেশন ২০২৪-২০২৫)। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোঃ আল ফোরকান।
অত্র মেডিকেল কলেজ এর বায়েকিমিষ্ট্র বিভাগের প্রভাষক ডা. জেরিন তাসনিম এবং এনাটমি বিভাগের প্রভাষক ডা. মোঃ সাদ উল্লাহ চৌধুরীর প্রানবন্ত উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রতিষ্ঠানের প্রি-ক্লিনিক্যাল, প্যারা-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগ সমূহের অধ্যাপকসহ বিভাগীয় প্রধানবৃন্দ।