11/12/2025
Panthenol- যাকে প্রো-ভিটামিন B5ও বলা হয়। এটি ইমোলিয়েন্ট এবং হিউমেক্ট্যান্ট বহুমুখী একটি উপাদান। এটি স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করে। এটি একটি powerful ingredient যা স্কিনের sensitivity কমায়। স্কিনের ইরিটেশন, লালচভাব, বার্ণ ও ইচিং তাৎক্ষণিক ভাবে দুর করে। স্কিনকেয়ার পণ্যগুলি ব্যবহার করে আপনার ত্বককে শুধু হাইড্রেট করবে এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এই উপাদানটি দীর্ঘসময় ধরে ময়েশ্চার ধরে রাখার ক্ষমতা অর্জন করে। আপনার স্কিনের ইলাস্টিসিটি বুস্ট করতেও সাহায্য করে এটি।
আজকে এই শক্তিশালী প্যানথেনলযুক্ত একটি ময়েশ্চারাইজারের কথা বলবো।
🤍 ANUA 3 CERAMIDE PANTHENOL MOISTURE BARRIER CREAM (100ml) 🤍
এই ময়েশ্চারাইজারটি 3টি শক্তিশালী সেরামাইড, প্যানথেনল এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদান দিয়ে সমৃদ্ধ, যা স্কিনকে গভীরভাবে হাইড্রেট করে, স্কিন ব্যারিয়ার রিপেয়ার ও প্রোটেক্ট কর। এছাড়া এটি স্কিনকে কোমল, মসৃণ এবং সুস্থ রাখতে সাহায্য করে।
➡ এর মূল উপাদান ৩ধরনের CERAMIDES - সেরামাইডগুলি স্কিনের প্রাকৃতিক লিপিড বাধা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি স্কিনের ময়েশ্চার ধরে রাখে এবং পরিবেশগত আক্রমণ থেকে স্কিনের রক্ষা করে। সেরামাইড স্কিনের ইলাস্টিসিটি উন্নত করে এবং স্কিন সেন্সিটিভিটি দূর করে।
🔹Panthenol (Pro-Vitamin B5) - শুরুতেই এই চমৎকার উপাদান সম্পর্কে বলেছি। প্যানথেনল স্কিন ব্যারিয়ার মেরামত করতে সাহায্য করে। এটি স্কিনকে হাইড্রেটেড রাখে এবং জ্বালাপোড়া, লালচেভাব কমাতে দ্রুত কাজ করে। এছাড়া স্কিনের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রদান করে।
🔹Hyaluronic Acid - স্কিনকে ডিপলি হাইড্রেট করে এবং স্কিনের ময়েশ্চার লক করে রাখে। ফলে স্কিন কুচকে যাওয়া, ড্রাইনেস, ফাইনলাইন এবং ডিহাইড্রেশনের সমস্যা দূর হয়।
🔹আরও আছে Niacinamide - নিয়াসিনামাইড
মাল্টি-ফাংশনাল স্কিনকেয়ার উপাদান, যা ব্রণ, পিগমেন্টেশন, ডিহাইড্রেশন, পোরস ইত্যাদি সমস্যা সমাধানে সহায়ক। এটি স্কিনকে উজ্জ্বল ও সমান টোন করতে সহায়তা করে। এছাড়া এটি excess oil production নিয়ন্ত্রণ করে।
🔹রয়েছে Rice Extract যা স্কিনকে ব্রাইটেনিং কর্যে হেল্পফুল হবে। এছাড়া এতে Adenosine, Allantoin, Sodium Phytate, Xanthan Gum, Alpha-Arbutin এর মতো শক্তিশালী উপাদান রয়েছে।
➡️ময়েশ্চারাইজারটি যেকোনো টাইমে ব্যবহার করতে পারবেন।
➡️এটি সব ধরনের স্কিনেই মানানসই।
✅নন-কমেডোজেনিক
✅Fungal acne safe
✅No Harsh Chemical Contains
✅Sulfate, Silicone Free
➡️Inbox for order
⛔পোস্ট কপি করা নিষেধ ⛔