ALYAL'S

ALYAL'S Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ALYAL'S, Chittagong.
(1)

Visit our website: www.alyalsbd.com
– your trusted destination for authentic beauty and skincare essentials. ✨ Discover premium Korean products, exclusive deals, and everything you need for healthy, glowing skin! 💖

Panthenol- যাকে প্রো-ভিটামিন B5ও বলা হয়। এটি ইমোলিয়েন্ট এবং হিউমেক্ট্যান্ট বহুমুখী একটি উপাদান। এটি স্কিন ব্যারিয়ার র...
11/12/2025

Panthenol- যাকে প্রো-ভিটামিন B5ও বলা হয়। এটি ইমোলিয়েন্ট এবং হিউমেক্ট্যান্ট বহুমুখী একটি উপাদান। এটি স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করে। এটি একটি powerful ingredient যা স্কিনের sensitivity কমায়। স্কিনের ইরিটেশন, লালচভাব, বার্ণ ও ইচিং তাৎক্ষণিক ভাবে দুর করে। স্কিনকেয়ার পণ্যগুলি ব্যবহার করে আপনার ত্বককে শুধু হাইড্রেট করবে এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এই উপাদানটি দীর্ঘসময় ধরে ময়েশ্চার ধরে রাখার ক্ষমতা অর্জন করে। আপনার স্কিনের ইলাস্টিসিটি বুস্ট করতেও সাহায্য করে এটি।

আজকে এই শক্তিশালী প্যানথেনলযুক্ত একটি ময়েশ্চারাইজারের কথা বলবো।

🤍 ANUA 3 CERAMIDE PANTHENOL MOISTURE BARRIER CREAM (100ml) 🤍

এই ময়েশ্চারাইজারটি 3টি শক্তিশালী সেরামাইড, প্যানথেনল এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদান দিয়ে সমৃদ্ধ, যা স্কিনকে গভীরভাবে হাইড্রেট করে, স্কিন ব্যারিয়ার রিপেয়ার ও প্রোটেক্ট কর। এছাড়া এটি স্কিনকে কোমল, মসৃণ এবং সুস্থ রাখতে সাহায্য করে।

➡ এর মূল উপাদান ৩ধরনের CERAMIDES - সেরামাইডগুলি স্কিনের প্রাকৃতিক লিপিড বাধা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি স্কিনের ময়েশ্চার ধরে রাখে এবং পরিবেশগত আক্রমণ থেকে স্কিনের রক্ষা করে। সেরামাইড স্কিনের ইলাস্টিসিটি উন্নত করে এবং স্কিন সেন্সিটিভিটি দূর করে।

🔹Panthenol (Pro-Vitamin B5) - শুরুতেই এই চমৎকার উপাদান সম্পর্কে বলেছি। প্যানথেনল স্কিন ব্যারিয়ার মেরামত করতে সাহায্য করে। এটি স্কিনকে হাইড্রেটেড রাখে এবং জ্বালাপোড়া, লালচেভাব কমাতে দ্রুত কাজ করে। এছাড়া স্কিনের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রদান করে।

🔹Hyaluronic Acid - স্কিনকে ডিপলি হাইড্রেট করে এবং স্কিনের ময়েশ্চার লক করে রাখে। ফলে স্কিন কুচকে যাওয়া, ড্রাইনেস, ফাইনলাইন এবং ডিহাইড্রেশনের সমস্যা দূর হয়।

🔹আরও আছে Niacinamide - নিয়াসিনামাইড
মাল্টি-ফাংশনাল স্কিনকেয়ার উপাদান, যা ব্রণ, পিগমেন্টেশন, ডিহাইড্রেশন, পোরস ইত্যাদি সমস্যা সমাধানে সহায়ক। এটি স্কিনকে উজ্জ্বল ও সমান টোন করতে সহায়তা করে। এছাড়া এটি excess oil production নিয়ন্ত্রণ করে।

🔹রয়েছে Rice Extract যা স্কিনকে ব্রাইটেনিং কর‍্যে হেল্পফুল হবে। এছাড়া এতে Adenosine, Allantoin, Sodium Phytate, Xanthan Gum, Alpha-Arbutin এর মতো শক্তিশালী উপাদান রয়েছে।

➡️ময়েশ্চারাইজারটি যেকোনো টাইমে ব্যবহার করতে পারবেন।
➡️এটি সব ধরনের স্কিনেই মানানসই।
✅নন-কমেডোজেনিক
✅Fungal acne safe
✅No Harsh Chemical Contains
✅Sulfate, Silicone Free

➡️Inbox for order

⛔পোস্ট কপি করা নিষেধ ⛔

ডাবল ক্লিঞ্জিং স্কিন কেয়ারে একটি গুরুত্বপূর্ণ স্টেপ হলো মেকআপ ও সানস্ক্রিনকে সম্পূর্ণভাবে রিমুভ করা। সঠিকভাবে ক্লিন না ক...
11/12/2025

ডাবল ক্লিঞ্জিং স্কিন কেয়ারে একটি গুরুত্বপূর্ণ স্টেপ হলো মেকআপ ও সানস্ক্রিনকে সম্পূর্ণভাবে রিমুভ করা। সঠিকভাবে ক্লিন না করলে স্কিনে ব্রণ, ক্লগড পোর এবং টেক্সচার সমস্যা দেখা দিতে পারে। শীতকালে মাইসেলার অনেক সময় স্কিনকে আরও ডিহাইড্রেটেড করে ফেলে—সেক্ষেত্রে বাম-টাইপ ক্লিনজারই সবচেয়ে কমফোর্টেবল ও সেফ।

আজকে পরিচয় করাচ্ছি ফ্রুটি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ইফেক্টিভ ক্লিনজিং বাম ✨

🌙 House of Hur Purifying Cleansing Balm – 50ml 🌙

এই ক্লিঞ্জিং বামে বেশ কিছু ফ্রুট এক্সট্রাক্ট রয়েছে, যেমন স্ট্রবেরি, চেরি ইত্যাদি। ফ্রুট এক্সট্রাক্ট যুক্ত ক্লিঞ্জিং বাম ব্যবহার করলে স্কিন শুধু পরিষ্কার হয় না, বরং পুষ্টিও পায়। বিভিন্ন ফ্রুট এক্সট্রাক্টে থাকা ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে উজ্জ্বল রাখে। নিয়মিত ব্যবহার করলে ক্লান্ত বা ফিকে দেখানো স্কিনে স্বাভাবিক গ্লো ফিরে আসে।

🍊✨এছাড়া, ফ্রুট এক্সট্রাক্টের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ স্কিনকে ফ্রি র‍্যাডিকেল ড্যামেজ থেকে রক্ষা করে, স্কিনকে রিলাক্স রাখে, সেন্সিটিভিটি দূর করে, রেডনেস কমায়। আরও ভালো দিক হলো, এতে থাকা ফ্রুট এক্সট্রাক্টগুলো স্কিনকে হাইড্রেটেড রাখে। ক্লিঞ্জিংয়ের পরও স্কিন টাইট বা শুষ্ক লাগে না, বরং হালকা ময়েশ্চারাইজড ফিল থাকে।

✨ এর বেস ফরমুলাতে সানফ্লাওয়ার সিড অয়েল, ক্যাস্টর অয়েলের মতো বেশ কিছু অয়েলও রয়েছে। এই অয়েলগুলো স্কিনে সহজেই গলে যায় এবং মেকআপ, সানস্ক্রিন ও ধুলোবালি একেবারে লিফট করে।

🌼 এছাড়া Tocopheryl Acetate (Vitamin E) স্কিনকে ব্রাইট দেখায় এবং Zea Mays (Corn) Germ Oil হাইড্রেশন ধরে রাখে।

🌼 এটি স্কিনের এক্সসেস সেবাম প্রোডাকশন রোধ করবে।

🌼 যারা ক্লিনজিং বাম ব্যবহার করলে চোখে জ্বালাপোড়া বা স্টিং অনুভব করেন, তাদের জন্য এটি খুবই কমফোর্টেবল। সহজেই ইমালসিফাই হয়ে যায়, ওয়াশ করার পর স্কিন নরম থাকে, কোনো টানটান বা ড্রাই ফিলিং হয় না।

🌼 নিয়মিত ব্যবহার করলে pore congestion কমাতে সাহায্য করে, ব্ল্যাকহেড ও হোয়াইটহেড ক্লিন হয়। যারা ডেইলি সানস্ক্রিন বা হেভি মেকআপ ব্যবহার করেন, তাদের জন্য পারফেক্ট।

ব্যবহার বিধি:

1. শুকনো হাতে পরিমাণমতো বাম নিন।
2. মুখের স্কিনে মসাজ করুন, মেকআপ, সানস্ক্রিন বা ধুলোবালি সহজেই লিফট হবে।
3. হালকা পানি দিয়ে ইমালসিফাই করুন—বাম ক্রিমে পরিণত হয়ে যাবে।
4. মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করে ডাবল ক্লিঞ্জিং এর ধাপ শেষ করুন।

✅ Suitable for all skin type
✅ No harsh alcohol
✅ Paraben free
✅ Sulfate free
✅ Pregnancy safe

💫 অর্ডার করতে ইনবক্স করুন 💫
⛔ পোস্ট কপি করা যাবে না ⛔

আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটি সানস্ক্রিন এনেছি। যেটা ইউজ করলে সেন্সিটিভ স্কিনের আপ...
11/12/2025

আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটি সানস্ক্রিন এনেছি। যেটা ইউজ করলে সেন্সিটিভ স্কিনের আপুরা প্রেমে পড়তে বাধ্য 😁

🌻Haruharu Wonder Black Rice Pure Mineral Relief Daily Sunscreen 50ml 🌻

🖐️ আগেই মিনারেল দেখে অনেক হোয়াইট কাস্ট হবে ভেবে পোস্ট এড়িয়ে যাওয়ার দরকার নেই। পুরো পোস্ট পড়তে থাকুন🥰

☀️ অনেকেই সানস্ক্রিন বেছে নিতে দ্বিধায় পড়েন — বিশেষ করে সেনসিটিভ স্কিন, রেডনেস, একনে বা প্রেগন্যান্সির সময়। Haruharu’র এই Pure Mineral Relief Daily Sunscreen ঠিক সেই জায়গাটায় সবচেয়ে বেশি কম্ফোর্ট দেয়। কারণ এটি পুরোপুরি মিনারেল/ফিজিক্যাল সানস্ক্রিন, যেখানে UV প্রোটেকশনের কাজ করে Zinc Oxide—একটি পুরোপুরি সেইফ, স্কিন-জেন্টল ফিল্টার।

মিনারেল সানস্ক্রিনগুলো কেমিক্যাল ফিল্টারের মতো স্কিনে ঢুকে কাজ না করে স্কিনের ওপরে একটি হালকা শিল্ড তৈরি করে সূর্যের আলোকে সরাসরি প্রতিফলিত করে দেয়।

এই কারণেই মিনারেল সানস্ক্রিনগুলো সাধারণত pregnancy-safe, জ্বালাপোড়া কমায় এবং সবচেয়ে সেনসিটিভ স্কিনেও irritation-freeভাবে বসে।

✨ এই সানস্ক্রিনে আরও রয়েছে Black Rice Extract + Rice Bran Oil, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই জুটি স্কিনকে পরিবেশগত ড্যামেজ থেকে রক্ষা করে, হাইড্রেশন ধরে রাখে এবং স্কিনে উজ্জ্বলতা দেয়।

✨ আছে Niacinamide, যা স্কিনের ডালনেস কমিয়ে টোন উজ্জ্বল করে, ব্যারিয়ারকে শক্তিশালী করে, এবং স্কিনের অতিরিক্ত সেবাম প্রোডাকশন কন্ট্রোলে কন্ট্রোলে রাখে।

✨ এছাড়াও এতে বেশ কিছু Botanical Extracts রয়েছে। যেমন Chickweed, Daisy, Sunflower, Lingonberry, Houttuynia, এগুলো সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো। স্কিনকে soothe করে, রেডনেস কমায় এবং সেন্সিটিভ স্কিনকে calm down করে রাখে।

✨ আরও রয়েছে Ceramide NP + Phytosphingosine, Sodium Hyaluronate + Glycerin, রেগুলার Sun exposure-এ দুর্বল হওয়া ব্যারিয়ার রিপেয়ার করে এবং স্কিনের ময়েশ্চার ধরে রাখে।

➡ Filter Type: 100% Mineral , বাইরে ও ঘরে ফুল প্রোটেকশন দেবে।
➡ White Cast: সাধারণত মিনারেল সানস্ক্রিনগুলো হোয়াইট কাস্ট দিয়ে থাকে। তবে এই সানস্ক্রিনটির ক্ষেত্রে এটা খুব লাইট; ভালোভাবে ব্লেন্ড করলে বোঝা যাবেনা। তাই এই বিষয়ে টেনশন ফ্রি থাকতে পারেন। সানস্ক্রিন এপ্লাইয়ের পর একটু সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন।
➡ Haruharu’র এই সানস্ক্রিনে এখন অবধি কোনো অফিশিয়াল Water-Resistance ক্লেইম নেই।

✴️The Scents – Scent-free
✴️The Texture – Lightweight, creamy, non-greasy, non-sticky + velvety satin finish
✴️Makes Skin Look & Feel – Hydrated, protected, smooth and soft
✴️Free From Harsh Ingredients .

• এটা সব ধরনের স্কিনকেই টার্গেট করে বানানো। তবে সেনসিটিভ, একনে-প্রোন, রেডনেসপ্রবণ স্কিনের জন্য বিশেষভাবে উপযোগী।
• ফিজিক্যাল ফিল্টার হওয়ায় সাধারণত pregnancy-safe
• বেশি ড্রাই স্কিন হলে সাথে ভারি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

✅ অর্ডার করতে ইনবক্স করুন।

🚫 পোস্ট কপি করবেন না প্লিজ 🚫

🍃 ANUA Azelaic Acid 10 Hyaluron Redness Soothing Serum – 30ml 🍃সেন্সিটিভ ও একনেপ্রবণ স্কিন টেক কেয়ার করা সবচেয়ে কঠিন। কো...
11/12/2025

🍃 ANUA Azelaic Acid 10 Hyaluron Redness Soothing Serum – 30ml 🍃

সেন্সিটিভ ও একনেপ্রবণ স্কিন টেক কেয়ার করা সবচেয়ে কঠিন। কোন প্রোডাক্টের কোন উপাদান ট্রিগার করে ফেলবে এই নিয়ে দু:শ্চিন্তা থাকেই। এক্ষেত্রে ANUA-এর "Azelaic Acid 10 Hyaluron Redness Soothing Serum" লাইট ওয়েট এই সিরামটি সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো এবং স্কিনের লালচে ভাব ও ব্রণ, জ্বালাপোড়া, ড্যামেজ ব্যারিয়ার সবকিছু রিপেয়ার করে। সাথে Skin brightening করবে।

✨ এতে থাকা 10% Azelaic Acid স্কিনে একসাথে অনেকভাবে কাজ করে, তাই একে বলা হয় মাল্টি-অ্যাকশন উপাদান। ব্রণ থেকে শুরু করে দাগ, রেডনেস, স্কিন টেক্সচার—সবকিছুতেই এর ভূমিকা থাকে। সবচেয়ে ভালো দিক হলো, এটা সেনসিটিভ স্কিনেও সাধারণত ভালোভাবে মানিয়ে যায়।

Azelaic Acid ব্রণ কমাতে সাহায্য করে কারণ এটি স্কিনের ইনফ্লেমেশন শান্ত করে এবং ব্রণের ব্যাকটেরিয়া কমায়। ফলে নতুন ব্রণ ওঠা কমে এবং পুরোনো ব্রণও দ্রুত শুকিয়ে যায়। অন্যদিকে এটি মেলানিন তৈরির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, যার ফলে ব্রণের দাগ, ডার্ক স্পট, মেলাজমা বা PIH ধীরে ধীরে হালকা হতে থাকে। নিয়মিত ব্যবহার স্কিন টোনকে আরো সমান করে তোলে।

সেনসিটিভ বা রেডনেস-প্রণ স্কিনেও Azelaic Acid ভালো কাজ দেয় কারণ এটি জ্বালা-পোড়া কমায় এবং স্কিনকে শান্ত রাখে। তাছাড়া এর হালকা এক্সফোলিয়েটিং প্রভাব ব্লকড পোরস পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে টেক্সচার আগের থেকে স্মুথ দেখায় এবং স্কিনে সজীব ভাব আসে। একই সাথে এটি অতিরিক্ত অয়েলও ব্যালান্স করে, যা অয়েলি ও কম্বিনেশন স্কিনের জন্য বাড়তি সুবিধা।

✨ এতে আরও আছে 7-Cica Complex যা স্কিনকে সবচেয়ে বেশি সাহায্য করে শান্ত করতে। স্কিনে রেডনেস, জ্বালা, ইরিটেশন বা ইনফ্লেমেশন থাকলে এই কমপ্লেক্স দ্রুত তা কমায়।

✨ স্কিনকে deep hydration এবং long lasting moisture রাখার জন্য এই সিরামে 3 types of Hyaluronic Acid ব্যবহার করা হয়েছে। ফলে যারা Skin dryness, damage barrier সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই ভালো হবে।

✨ পাশাপাশি সিরামটিতে Skin barrier রিপেয়ার করতে ও শান্ত রাখতে Panthenol ও Ceramides ব্যবহার করা হয়েছে। এটি শুধু ড্যামেজ রিপেয়ার করবেনা, বরং পূনরায় স্কিন ড্যামেজ হওয়া থেকে প্রোটেক্ট করে।

✅ এটিই sensitive ও acne-prone skin সহ সব ধরনের স্কিনের জন্যই মানানসই।

🍃 All Skin Type
🍃 No harsh chemical contains
🍃 Safe for acne prone & sensitive skin
🍃 Fungal Acne safe
🍃 Harsh Alcohol free

✔️ ব্যবহার শুরু করার সময় সবসময় ধীরে এগোতে হয়—সপ্তাহে ৩–৪ দিন, পাতলা লেয়ার দিয়ে শুরু করা ভালো। পরবর্তিতে রেগুলার বেসিসে ব্যবহার করা যাবে এবং Both Morning এবং Night care রুটিনে ব্যবহার করা যাবে তখন।
Vitamin C, AHA বা BHA-এর সাথে একসাথে ব্যবহার না করাই নিরাপদ, বিশেষ করে নতুনদের জন্য। আর দিনের সময় সানস্ক্রিন অবশ্যই দরকার, কারণ Azelaic Acid দাগ হালকা করলেও রোদে এক্সপোজার হলে সেই দাগ আবার গাঢ় হতে পারে। তাই সানস্ক্রিন আবশ্যক। এবং সাথে অবশ্যই ভালো একটি ময়েশ্চারাইজার ইউজ করবেন।

Inbox for order

Do not copy

🕊️DR. ALTHEA 345NA Relief Cream (Renewed Version) - 50ml🕊️ড্যামেজড ও সেন্সিটিভ স্কিনের যত্নে আমাদের এমন একটি প্রোডাক্ট প...
11/12/2025

🕊️DR. ALTHEA 345NA Relief Cream (Renewed Version) - 50ml🕊️

ড্যামেজড ও সেন্সিটিভ স্কিনের যত্নে আমাদের এমন একটি প্রোডাক্ট প্রয়োজন যা স্কিনের ব্যারিয়ার রিপেয়ারে সাহায্য করবে, স্কিনকে হিল করবে এবং শান্ত রাখবে। যেহেতু ময়েশ্চারাইজার আমাদের বেসিক কেয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ—অর্থাৎ এটি প্রতিদিনই ব্যবহার করা হয়—তাই স্কিনকে সুদিং ও ব্যালান্সে রাখতে এই ক্রিমটি হতে পারে আপনার স্কিনের জন্য সত্যিকারের গেইম চেইঞ্জার।

☄️ Dr. Althea 345NA Relief Cream এমনভাবে ফর্মুলেট করা হয়েছে যাতে এটি স্কিনকে সুদিং ও ক্যালম রাখে এবং ডিহাইড্রেটেড স্কিনে গভীর হাইড্রেশন প্রদান করে।

এর নতুন ভার্সনে Tea Tree Leaf Water, Madecassoside, Ceramide NP ও Tannic Acid এড করা হয়েছে যা আরও ভালোভাবে ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করে, রেডনেস ও ইনফ্লামেশন কমিয়ে সেন্সিটিভ স্কিনকে ক্যালম রাখে এবং ব্রেকআউটের প্রবণতা কমায়।

এবং এটি কোনোভাবেও নতুন/পুরাতন একনে ট্রিগার করেনা। বরং এটি ফাঙ্গাল-অ্যাকনে-সেইফ হিসেবে বিবেচিত। ফেইসে ওঠা নতুন ব্রণের উপর সামান্য ক্রিম লাগিয়ে রাখলে ব্রণের কারনে হওয়া ইচিং চলে যাবে ও ব্রণ দ্রুত রিপেয়ার হবে।

অপরদিকে কিছু কম প্রয়োজনীয় এক্সট্র্যাক্ট সরিয়ে বেশি কার্যকর এক্সট্র‍্যাক্ট এড করা হয়েছে, যাতে ফর্মুলা আরও ক্লিন ও ব্যালান্সড থাকে। এই নতুন সংযোজনগুলো স্কিনের ইনফ্লামেশন ও রেডনেস কমাতে কার্যকর এবং ব্যারিয়ার রিপেয়ারিংয়ে দ্রুত কাজ করে।

☄️ পুরনো ভার্সনে কিছু ফ্লোরাল এক্সট্র্যাক্ট ও হালকা ফ্রাগ্রান্স যুক্ত ছিল, যা সেন্সিটিভ বা ব্রণপ্রবণ স্কিনে মাঝে মাঝে সামান্য ইরিটেশন তৈরি করতে পারত। নতুন ভার্সনে সেই ফ্রাগ্রান্স ও অপ্রয়োজনীয় এক্সট্র্যাক্টগুলো বাদ দেওয়া হয়েছে। এখন এটি সম্পূর্ণ ফ্রাগ্রান্স-ফ্রি ও কালারিং-ফ্রি, ফলে সেন্সিটিভ বা রিঅ্যাকটিভ স্কিনের জন্য আরও নিরাপদ ও মাইল্ড হয়ে উঠেছে।

☄️আগের ভার্সনটির টেক্সচার ছিল তুলনামূলক ঘন ও রিচ ক্রিমি, যা মূলত ড্রাই স্কিনের জন্য বেশি উপযোগী ছিল। নতুন ভার্সনের টেক্সচার অনেক বেশি লাইটওয়েট ও জেল–ক্রীম টাইপ, যা দ্রুত এবজর্ব হয়, স্কিনে ভারী ভাব দেয় না। এর ফলে এখন কম্বিনেশন ও অয়েলি স্কিন-এও ব্যবহার করা যায়। আগের ভার্সন ড্রাই স্কিনের জন্য দারুন হলেও কম্বিনেশন ওয়েলি স্কিনের জন্য সামার ফ্রেন্ডলি ছিলোনা, কিছুটা ভারি লাগতো, যা এখন সলভ করা হয়েছে।

☄️ বর্তমান ভার্সনটিও ময়েশ্চারাইজিং এর দিক থেকে সেরা। কিন্তু সব দিক থেকে এটা ব্যালান্সড রাখা। ফুল ময়েশ্চারাইজিং দেওয়ার পরেও তেলতেলে ভাবটা এতে নেই।

☄️ পুরনো ভার্সন অনেকের স্কিনে দারুণ কাজ করলেও, কিছু সেন্সিটিভ ইউজারের ক্ষেত্রে সামান্য bumpiness বা itchiness রিপোর্ট পাওয়া গিয়েছিল। নতুন ভার্সনটি তৈরি করা হয়েছে fungal acne-safe রাখার উদ্দেশ্যে — অর্থাৎ এতে এমন কোনো উপাদান নেই যা পোর বন্ধ করে বা ম্যালাসেজিয়া ফাঙ্গাস বাড়িয়ে দেয়। ফলে এটি এখন আরও acne-prone স্কিন ফ্রেন্ডলি।

☄️ বরং এই ভার্সনে থাকা নিয়াসিনামাইড পোর মিনিমাইজড রাখবে ও স্কিনকে ব্রাইট করবে।

☄️নতুন ভার্সনের প্যাকেজিংয়ে সামান্য ডিজাইন পরিবর্তন আনা হয়েছে—আরও মিনিমাল, ক্লিন ও মডার্ন লুক দেওয়া হয়েছে যাতে এটি প্রোডাক্টের “clean beauty” কনসেপ্টের সাথে মানানসই হয়।

সবকিছু মিলিয়ে বলতেই হয় এটা আসলেও সবদিক থেকে সেরা আগের ভার্সনের তুলনায়।

✅ Vegan.
✅ Harsh alcohol, paraben, sulfate, fragrance, color free.
✅ Reef safe.
✅ Suitable for all skin type & best for Dry, Damage, Sensitive, Acne Prone Skin.
✅ Fungal acne safe.
✅ Clean beauty approved formula.

🥰 অর্ডার করতে পেইজে ইনবক্স করুন 🥰

🚫 পোস্ট কপি করা নিষেধ 🚫

ডাবল ক্লিঞ্জিং স্কিন কেয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ। সানস্ক্রিন, পাউডার, মেকআপ ঠিকভাবে রিমুভ না হলে স্কিনে ব্রণ...
10/12/2025

ডাবল ক্লিঞ্জিং স্কিন কেয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ। সানস্ক্রিন, পাউডার, মেকআপ ঠিকভাবে রিমুভ না হলে স্কিনে ব্রণ, ক্লগড পোর, টেক্সচারসহ অনেক সমস্যা দেখা দেয়।
শীতকালে মাইসেলার অনেকসময় স্কিন আরও ড্রাই বা ডিহাইড্রেটেড করে ফেলে—তাই এই সময় বাম-টাইপ ক্লিঞ্জারই সবচেয়ে কমফোর্টেবল ও সেফ। যেহেতু অলরেডি স্কিন এই সময় সেনসিটিভ ও ডিহাইড্রেটেড থাকে।

আজকে নিয়ে এসেছি Black Rice–এর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ইফেক্টিভ ক্লিঞ্জিং বাম ✨

🌙 House of Hur Midnight Soothing Cleansing Balm : 50 ml 🌙

🌼 এতে আছে Caprylic/Capric Triglyceride, C13‑15 Alkane, PEG‑20 Glyceryl Triisostearate, Ricinus Communis (Castor) Seed Oil, Helianthus Annuus (Sunflower) Seed Oil—এই বেস অয়েলগুলো স্কিনে লাগামাত্র গলে যায় এবং মেকআপ, সানস্ক্রিন, ধুলোবালি সহজে লিফট করে।

🌼 এতে থাকা Black Rice Extract স্কিনকে অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট দেয়, Redness কমায় এবং ব্যারিয়ারকে ক্যালম করে।? এবং
Chia Seed Extract (চিয়া সিড) স্কিনে হাইড্রেশন ধরে রাখে, আর Castanea Crenata (Chestnut) Shell Extract স্কিনকে স্যুট ও শান্ত রাখে। এছাড়া Tocopheryl Acetate (Vitamin E) অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা স্কিন ব্রাইটও দেখায়।

🌼 যারা ক্লিঞ্জিং বাম ব্যবহার করলে চোখে জ্বালা বা স্টিং অনুভব করেন—এই বাম তাদের জন্য কমফোর্টেবল। সহজেই ইমালসিফাই হয়ে যায়, ওয়াশ করার পর স্কিন নরম থাকে, কোনো টানটান বা ড্রাই ফিলিং হয় না।

🌼 নিয়মিত ব্যবহার করলে pore congestion কমাতে সাহায্য করে। ব্ল্যাকহেড, হোয়াইটহেড ক্লিন হয়। যারা ডেইলি সানস্ক্রিন বা মেকআপ করেন, তাদের জন্য পারফেক্ট।

🌼 ওয়াটারপ্রুফ বা হেভি মেকআপও খুব সহজেই রিমুভ করতে পারে, আর স্কিনে ভারী কোনো স্তর রাখে না।

✅ Suitable for all skin type
✅ No harsh alcohol
✅ Paraben free
✅ Sulfate free
✅ Pregnancy safe

💫অর্ডার করতে ইনবক্স করুন💫
⛔পোস্ট কপি করা যাবে না⛔

টোনার! টোনার! টোনার!🥳🥳আজকে চলে এলাম খুবই লাইটওয়েট এবং হাইড্রেটিং একটি টোনার নিয়ে যেটি সেন্সিটিভ, ডিহাইড্রেট, একনেপ্রন সহ...
10/12/2025

টোনার! টোনার! টোনার!🥳🥳
আজকে চলে এলাম খুবই লাইটওয়েট এবং হাইড্রেটিং একটি টোনার নিয়ে যেটি সেন্সিটিভ, ডিহাইড্রেট, একনেপ্রন সহ যেকোনো ধরনের স্কিনেই ব্যবহার করা যাবে😍

🪩Haruharu Wonder Black Rice Hyaluronic Acid Toner🪩 (mini size - 30ml)

🪄এতে রয়েছে Fermented black rice extract. এন্টি অক্সিডেন্টে ভরপুর এ উপাদানটি স্কিনকে নারিশ করে, ব্রাইট করতে সাহায্য করে, ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে।
🪄র‍য়েছে Ginseng. এটি একটি ঔষধি গাছের মূল যা কোরিয়ান স্কিন কেয়ারে ব্যাপকভাবে পরিচিত। স্কিনের dullness কমাতে, হাইড্রেশন যোগাতে, রেডনেস কমাতে এটি দারুণ কার্যকরী।
🪄এটি স্কিনকে ময়েশ্চারাইজড রাখতে খুব ভালো কাজ করে। স্কিন প্রোপারলি হাইড্রেটেড না থাকলে দেখতে নির্জীব লাগে, স্কিন কুচকে যায়, রিংকেলস, ফাইন লাইনস দেখা দেয়। এসব সমস্যার সমাধান করতে টোনারটি বেস্ট।
🪄এছাড়া এটি স্কিনকে soothe এবং calm করতে সাহায্য করে। গরমে ইরিটেটেড স্কিনকে instant calm করতে, হাইড্রেটেড রাখতে টোনারটি হতে পারে একটি বেস্ট অপশন।
🪄এটি ড্রাই ও flaky স্কিনেও instant ময়েশ্চারাইজার প্রোভাইড করে, স্কিনকে ডিহাইড্রেট হওয়া থেকে রক্ষা করে।
🪄পাশাপাশি এটি স্কিনকে ব্রাইট করে, স্কিন টেক্সচার সফট ও স্মুদ রাখে, স্কিন টোন ইম্প্রুভ করে।
🪄টোনরটি বেশ লাইটওয়েট এসেন্স টাইপ ফর্মুলা, স্কিন খুব সহজেই শুষে নেয় এবং ব্যবহারের পর খুবই রিফ্রেশিং ফিল হয়।
🪄যেহেতু এটিতে কোনো artificial কালার বা ফ্রেগরেন্স নেই, সুতরাং সেন্সিটিভ স্কিনেও টোনারটি ব্যবহার উপযোগী।

✅Suitable for all skin type
✅Vegan
✅Cruelty free
✅Hypoallergenic
✅Paraben free
✅Sulfate free
✅Silicone free
✅Mineral oil free
✅Fragrance free
✅Non- comedogenic
✅Pregnancy & breastfeeding safe

😇অর্ডার করতে পেইজে ইনবক্স করুন😇

⛔পোস্ট কপি করা নিষেধ⛔

Sensitivity, Irritation, Dullness আর Dehydration—এ ধরনের স্কিন প্রতিদিনই ব্যারিয়ার দুর্বলতা, দ্রুত পানিশূন্যতা আর lifele...
10/12/2025

Sensitivity, Irritation, Dullness আর Dehydration—এ ধরনের স্কিন প্রতিদিনই ব্যারিয়ার দুর্বলতা, দ্রুত পানিশূন্যতা আর lifeless লুকের সমস্যায় পড়ে। এই স্কিন টাইপ খুব সহজেই রিঅ্যাক্ট করে এবং ছোট ক্ষতিও বড় ব্যারিয়ার ইস্যুতে পরিণত হয়।

এসব সমস্যার সমাধান দিতে পারে এমন একটি এসেন্স দরকার যা একই সাথে হাইড্রেশন, ময়েশ্চারাইজিং, রিপেয়ারিং এবং ব্যারিয়ার স্ট্রেন্থেনিং—সবকিছুই করবে।

🌿 Haruharu Wonder Black Rice Probiotics Barrier Essence 120ml (a.k.a. Makgeolli Essence) 🌿

🔹এতে আছে Fermented Black Rice Extract (10,000 ppm)। ব্ল্যাক রাইসকে বলা হয় “Forbidden Rice”—কারণ একসময় শুধু রাজপরিবারেই ব্যবহৃত হতো এর অ্যান্টিঅক্সিডেন্ট রিচনেসের কারণে। এতে রয়েছে γ-oryzanol, polyphenols ও flavonoids—যারা স্কিনে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট দেয়।
ফার্মেন্টেশনের মাধ্যমে এই রাইস আরও বেশি active হয়ে যায়, ফলে এটি স্কিনে দ্রুত এবজর্ব হয়ে স্কিনকে গভীর হাইড্রেশন দেয়, texture উন্নত করে, dullness কমায় এবং স্বাভাবিক গ্লো ফিরিয়ে আনে। ব্যারিয়ার দুর্বল হলে এই এক্সট্রাক্ট সেটিকে পুনরুদ্ধারে সাহায্য করে, স্কিনকে করে তোলে আরও স্থিতিশীল ও রেজিলিয়েন্ট। সেন্সিটিভ স্কিনেও এটি খুব কোমলভাবে কাজ করে।

🔹আরও আছে Lactobacillus Ferment (Probiotics) যা স্কিন মাইক্রোবায়োম ব্যালান্স রাখার জন্য প্রোবায়োটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে, irritation–prone স্কিনে স্যুদিং ইফেক্ট দেয়। সেন্সিটিভ, রেডনেস-প্রোন বা সহজে রিঅ্যাক্ট করে এমন স্কিনে এটি তাৎক্ষণিক আরাম এনে দেয়।

🔹রয়েছে Hyaluronic Acid, স্কিনে গভীর থেকে পানি ধরে রাখে। ডিহাইড্রেটেড, lifeless স্কিনকে করে তোলে প্লাম্প ও নরম। ধারাবাহিক ব্যবহারে স্কিনের elasticity বেড়ে যায়।

🔹এবং Beta-Glucan স্কিন ক্যালমিং-এ অত্যন্ত কার্যকর। রেডনেস, ইনফ্ল্যামেশন ও ইরিটেশন কমিয়ে স্কিনকে আরাম দেয়। সেন্সিটিভ স্কিনে বুস্টার হিসেবে কাজ করে।

🔹এছাড়া Ginseng Root Extract,
এজিং সাইন, dullness কমাতে সাহায্য করে। স্কিন ব্রাইট দেখায়, ফ্যাটিগ লুক দূর হয় এবং স্কিন overall ফ্রেশ দেখায়।

★ এই এসেন্স Vegan, Cruelty-Free, Fragrance-Free এবং Essential Oil-Free—তাই ultra-sensitive স্কিনও ব্যবহার করতে পারে। লাইটওয়েট ফর্মুলা সব ধরনের স্কিনেই সহজে মানিয়ে যায়, বিশেষ করে Sensitive, Dry ও Normal স্কিনের জন্য একদম উপযোগী। ব্যারিয়ার ড্যামেজড স্কিন রিপেয়ারের জন্যও অত্যন্ত কার্যকর।

✅ Lightweight & Fast Absorbing Formula – দ্রুত এবজর্ব হয় ও স্কিনে হালকা ফ্রেশনেস দেয়।
✅ Non-Greasy & Non-Sticky.

ক্লিনজিংয়ের পর কয়েক ফোঁটা হাতে নিয়ে স্কিনে আলতোভাবে প্যাট করুন। পুরোপুরি এবজর্ব হলে বাকি স্কিনকেয়ার রুটিন করুন। সকাল–রাত দুই রুটিনেই ব্যবহারযোগ্য।

ব্যবহারের আগে বোতল ঝাকিয়ে নেবেন।
আরও ভালো রেজাল্টের জন্য Haruharu Black Rice সিরিজের অন্যান্য প্রোডাক্টের সাথে ব্যবহার করলে উপকারিতা আরও বাড়বে।

ইনবক্স ফর অর্ডার

🚫 পোস্ট কপি করা নিষেধ 🚫

ডাবল ক্লিঞ্জিং স্কিন কেয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ। সানস্ক্রিন, পাউডার, মেকআপ ঠিকভাবে রিমুভ না হলে স্কিনে ব্রণ...
10/12/2025

ডাবল ক্লিঞ্জিং স্কিন কেয়ারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ। সানস্ক্রিন, পাউডার, মেকআপ ঠিকভাবে রিমুভ না হলে স্কিনে ব্রণ, ক্লগড পোর, টেক্সচারসহ অনেক সমস্যা দেখা দেয়।
শীতকালে অনেকেই শুধু মাইসেলার ব্যবহার করেন, যা স্কিন আরও ড্রাই কিংবা ডিহাইড্রেটেড করে ফেলতে পারে—তাই এই সময় অয়েল ক্লিঞ্জিংই সবচেয়ে কমফোর্টেবল ও সেফ। যেহেতু অলরেডি স্কিন এই সময় ডিহাইড্রেটেড হয়ে থাকে।

আজকে নিয়ে এসেছি Black Rice–এর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি কোমল কিন্তু ইফেক্টিভ ক্লিঞ্জিং অয়েল ✨

🌾 Haruharu Wonder Black Rice Moisture Deep Cleansing Oil (Mini) : 30 ml 🌾

🌼 এতে আছে Rice Bran Oil, সাথে Sunflower, Olive, Jojoba ও Macadamia—এমন স্কিন-ফ্রেন্ডলি ন্যাচারাল অয়েলের মিশ্রণ। এগুলো স্কিনের ভিতর থেকে মেকআপ, সানস্ক্রিন ও ধুলোবালি সহজে রিমুভ করে স্কিনকে নরম ও আরামদায়ক রাখে।

🌼 Caprylic/Capric Triglyceride থাকার কারণে টেক্সচার খুবই হালকা—স্কিনে ভারী লাগে না এবং ওয়াশ করার পর ড্রাই ফিলও হয় না।

🌼 যাদের ক্লিঞ্জিং অয়েল ব্যবহার করলে চোখে জ্বালা বা ইরিটেশন হয়—এই অয়েলটি তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল। চোখে স্টিং করে না।

🌼 নিয়মিত ব্যবহার করলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস ও সিবাম জমে থাকা কমাতে সাহায্য করে। যারা ডেইলি সানস্ক্রিন বা মেকআপ করেন, তাদের জন্য পারফেক্ট।

🌼 ওয়াটারপ্রুফ বা হেভি মেকআপও সহজেই রিমুভ করতে পারে।

✅ Suitable for all skin type
✅ No harsh alcohol
✅ Paraben free
✅ Sulfate free
✅ Pregnancy safe

💫অর্ডার করতে ইনবক্স করুন💫
⛔পোস্ট কপি করা যাবে না⛔

আমাদের ত্বকের যত্নে সানস্ক্রিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের UV রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে, যা ত্বকের বয়স বৃ...
10/12/2025

আমাদের ত্বকের যত্নে সানস্ক্রিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের UV রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে, যা ত্বকের বয়স বৃদ্ধি, পিগমেন্টেশন, ডার্ক স্পট এবং এমনকি স্কিন ক্যান্সারের কারণ হতে পারে। এসব সমস্যা থেকে সান্সক্রিন আমাদেরকে রক্ষা করে। তাই আজকে কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় brand, "COSRX" এর মোস্ট পপুলার একটি সান্সক্রিন নিয়ে চলে এলাম😍
🌊Cosrx Ultra Light Invisible Sunscreen SPF50 PA++++. 50 ml🌊

🪶এটি একটি কেমিক্যাল সান্সক্রিন যাতে প্রায় ৪ধরনের কেমিক্যাল ইউভি ফিল্টার রয়েছে। সান্সক্রিনটি সূর্যের ক্ষতিকর UVA এবং UVB রশ্মি থেকে ত্বককে পুরোপুরি সুরক্ষা দেয়। এতে থাকা PA++++ এর মানে হলো এটি UVA রশ্মি থেকে ত্বককে অধিক সুরক্ষা প্রদান করবে এবং দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর থাকবে। বেশিরভাগ সান্সক্রিনই স্কিনে হোয়াইট কাস্ট দেয় বা ভারী ফিল হয়। তাই সান্সক্রিন ব্যবহারের পর অশ্বস্তি লাগে। তবে এই সান্সক্রিনটি একদমই লাইটওয়েট এবং কোনো ধরনের হোয়াইট কাস্ট দিবেনা। স্কিনে খুব সুন্দরভাবে absorb হয়ে যায়।

🪶Cosrx-এর এই সানস্ক্রিনে রয়েছে বিভিন্ন ধরনের হাইড্রেটিং উপাদান, যা ত্বককে ময়েশ্চারাইজ করে রাখে। এটি গ্লিসারিন, অ্যালোভেরা এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো স্কিন নারিশিং উপাদান সমৃদ্ধ, যা ত্বককে সফট, স্মুদ এবং হাইড্রেটেড রাখে। বেশ লাইটওয়েট হওয়ায় এটি অয়েলি, ড্রাই সহ সবধরনের ত্বকের জন্য উপযোগী। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য দিনের বেলায় শুধুমাত্র এই সান্সক্রিনটি ব্যবহার করলেই যথেষ্ট হবে, এক্সট্রা করে ময়েশ্চারাইজার ইউজের প্রয়োজন হবেনা। কারন এটি প্রোটেকশন দেয়ার পাশাপাশি স্কিনকে বেশ হাইড্রেটিংও রাখে।

🪶সান্সক্রিনটি সেন্সিটিভ, ইরিটেটেড বা ডিহাইড্রেট স্কিনের জন্যও খুবই ভালো একটি অপশন। এতে প্যারাবেন, ফ্রেগরেন্স বা স্কিনের জন্য হার্স এমন কোনো উপাদান নেই, যা ত্বকের জন্য নিরাপদ এবং সুরক্ষিত।

🪶এটি একটি নন-কোমেডোজেনিক সান্সক্রিন, অর্থাৎ এটি ত্বকের পোরে জমে না এবং ব্ল্যাকহেডস বা ব্রণের সমস্যা তৈরি করে না। এটি ত্বকে খুব হালকা অর্থাৎ মেকআপের নিচেও এটি খুব ভালোভাবে মিশে যায়। এছাড়া মেকআপের উপরে কোনো ধরনের আঠালো বা ভারী অনুভূতি দেয় না। আপনি যদি মেকআপ ব্যবহার করেন, তাহলে এটি বেসের নিচে একটি পারফেক্ট প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে।

✅Suitable for all skin type
✅Paraben free
✅Silicon & Sulfate free
✅Fragrance free
✅Eu- allergen free
✅Fungal acne safe

Inbox for order

❌Do not copy❌

✨ Haruharu Wonder Black Rice 5 Ceramide Barrier Moisturizing Cream — 50ml ✨শীতে স্কিন অনেক বেশি  ড্রাই ও ডিহাইড্রেটেড ও ...
09/12/2025

✨ Haruharu Wonder Black Rice 5 Ceramide Barrier Moisturizing Cream — 50ml ✨

শীতে স্কিন অনেক বেশি ড্রাই ও ডিহাইড্রেটেড ও পড়ছে? এই সিজনে প্রায় সবারই স্কিন ড্রাই,ডিহাইড্রেটেড হয়ে পড়ে। বিশেষ করে স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায় । আর ব্যারিয়ার ড্যামেজ মানেই কোনো প্রোডাক্ট স্যুট না করা, স্কিনে কিছু লাগালেই জ্বালাপোড়া, রেডিশ হয়ে যাওয়া। সাথে স্কিন খসখসে হয়ে যাওয়া তো আছেই।

এ ধরনের স্কিনের জন্য এই ময়েশ্চারাইজারটি একেবারেই পারফেক্ট।

এতে রয়েছে Black Rice Extract এবং ৫ ধরনের Ceramide, যা একসাথে স্কিনের ব্যারিয়ার মজবুত করে, গভীর হাইড্রেশন দেয় এবং স্কিনকে নরম, ফ্রেশ ও সুস্থ রাখে। প্রতিদিন ব্যবহার করলে স্কিন দীর্ঘসময় পর্যন্ত হাইড্রেটেড ও প্রোটেক্টেড থাকে।

✨ Black Rice Extract স্কিনকে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য এক ধরনের “nutrient-dense antioxidant booster” হিসেবে কাজ করে। এতে থাকে প্রচুর পরিমাণে anthocyanins, যা স্কিনকে অক্সিডেটিভ স্ট্রেস, দূষণ ও রোদে হওয়া ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত ব্যবহার স্কিনের own barrier-কে আরও স্থির করে, ফলে স্কিন ময়েশ্চার ধরে রাখতে পারে বেশি সময়। এই এক্সট্র্যাক্ট স্কিনে এক ধরনের smooth, calm অনুভূতি দেয়—বিশেষ করে যারা dullness, barrier damage, sensitivity নিয়ে ভোগেন তাদের জন্য। এছাড়া এতে থাকা প্রাকৃতিক vitamins ও amino acids স্কিনের texture উন্নত করতে সাহায্য করে।

✨ এতে থাকা ৫ ধরনের Ceramide স্কিনের ড্যামেজড ব্যারিয়ার পুনর্গঠনে একসাথে কাজ করে এক ধরনের “repair matrix” তৈরি করে।

স্কিনের ব্যারিয়ার যখন দুর্বল হয়ে যায়—ডিহাইড্রেশন, রেডনেস, জ্বালাপোড়া বা দ্রুত রিয়্যাকশনের মতো সমস্যা দেখা দেয়—তখন এই বহু-লেভেলের সেরামাইডগুলো স্কিনের লিপিড লেয়ারের ফাঁকগুলো ভরাট করে স্কিনকে আবার শক্ত করে তোলে। প্রতিটি সেরামাইড স্কিনের প্রাকৃতিক লিপিডের ভিন্ন অংশকে রিপ্লেস করে, তাই শুধু বাইরের দিকে ময়েশ্চার আটকে রাখাই নয়, স্কিনের ভেতরের হাইড্রেশনও ধরে রাখতে সাহায্য করে, রিঅ্যাকটিভ স্কিনেও দেখা যায় কম রেডনেস ও কম ইরিটেশন।

✨ এতে আরও আছে Panax Ginseng Root Extract স্কিনকে রিজুভেনেট করে এবং সার্কুলেশন বাড়ায় এবং Allantoin এবং Tocopherol (Vitamin E) স্কিনকে শান্তি প্রদান করে এবং প্রাকৃতিক রিকভারি প্রসেসকে সহায়তা করে।

★ Safe for All skin type
★ No harmful ingredients contains
★ Pregnancy & Breastfeeding safe

✅ Inbox for order

🚫 do not copy 🚫

✴️ Haruharu Wonder Black Rice Night Knight Retinol Serum ✴️(20ml)রেটিনল হল ভিটামিন A-এর ডেরিভেটিভ এবং স্কিন কেয়ারের একট...
09/12/2025

✴️ Haruharu Wonder Black Rice Night Knight Retinol Serum ✴️
(20ml)

রেটিনল হল ভিটামিন A-এর ডেরিভেটিভ এবং স্কিন কেয়ারের একটি গুরুত্বপূর্ণ active ingredient। এটি স্কিনের cell turnover বাড়ায়, যা ফাইন লাইন, পিগমেন্টস, বলিরেখা, ডার্ক স্পট কমাতে সাহায্য করে। রেটিনল স্কিনের texture উন্নত করে, উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং স্কিনকে আরও ফ্রেশ ও হেলদি রাখে।

এই সিরামে প্রায় 0.08% রেটিনল রয়েছে, যা কার্যকর কিন্তু তুলনামূলকভাব জেন্টল, ফলে এই সিরাম বিগিনারদের জন্যও ব্যবহারযোগ্য। তবে, রেটিনল সেন্সিটিভ স্কিনে কিছুটা irritation বা dryness সৃষ্টি করতে পারে, তাই শুরুতে frequency কম রাখা ভালো।

🍚 এই সিরামের আরেকটি উপাদান Black Rice Extract সিরামের আরেকটি মূল উপাদান। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, স্কিনকে free radical থেকে রক্ষা করে এবং পরিবেশগত স্ট্রেস কমাতে সাহায্য করে। ব্ল্যাক রাইস স্কিনের হাইড্রেশন ধরে রাখে এবং নিয়মিত ব্যবহারে স্কিনকে উজ্জ্বল ও সমান টোনের রাখে। এটি স্কিনকে পুনর্নবীকরণে subtle support দেয় এবং overall texture উন্নত করে।

🌺 সিরামে আরও আছে 1% Bakuchiol, যা রেটিনলের মতো সেম কাজ করে কিন্তু কম ইরিটেট করে, তাই sensitive স্কিনের জন্য ভালো।
🌺 এতে থাকা Ceramide NP স্কিন ব্যারিয়ার শক্তিশালী করে, হাইড্রেশন ধরে রাখে এবং external irritants থেকে স্কিনকে সুরক্ষা দেয়।
🌺 এবং Panax Ginseng Extract স্কিনকে পুষ্টি যোগায়, elasticity উন্নত করে এবং overall radiance বাড়ায়।
🌺 এছাড়া সিরামে রয়েছে supportive moisturizers ও stabilizers, যা texture মসৃণ রাখে এবং actives-এর কার্যকারিতা ধরে রাখে।

সহজ করে বললে যাদের স্কিনে একনে স্কার, সানট্যান, পিগমেন্টস, এজিং সাইন ইত্যাদি প্রবলেম রয়েছে, এবং স্কিন ব্রাইট করতে চান তাদের জন্য এই সিরামটি পারফেক্ট সমাধান।

ব্যবহারবিধি:
✨ রাতের ক্লিনজারের পরে, টোনার দিয়ে স্কিন প্রস্তুত করুন।
✨ সিরামের প্রয়োজন মতো পরিমাণ নিয়ে ড্যাবড্যাব করে স্কিনে লাগিয়ে নিন। এবজর্ব হয়ে এলে ময়েশ্চারাইজার ও দিনের বেলা সাথে সানস্ক্রিন ব্যবহার করুন।
✨ সপ্তাহে ২–৩ রাত ব্যবহার করুন।
✨ সব ধরনের স্কিনেই ব্যবহার করা যাবে।
✨ সেন্সিটিভ স্কিনে আগে প্যাচটেস্ট করে নেবেন।
তারা চাইলে এই সিরামের সাথে Centella আছে এমন ময়েশ্চারাইজার বা টোনার ব্যবহার করতে পারেন। এতে স্কিন ব্যালান্সড থাকবে।

⚠️ সেফটি ইনফো:
★ দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক।
★ প্রেগন্যান্সি চলাকালে ব্যবহার করবেন না।
★ সাধারণত ২৫বছর আগে রেটিনল সাজেস্ট করা হয়না। তবে কিছু ক্ষেত্রে স্কিনের প্রয়োজনীয়তা ও অবস্থা বুঝে আগেই রেটিনল ব্যবহার করা যায়।
★ রেটিনল ব্যবহারের আগে থেকেই বেসিক কেয়ার করে স্কিনকে প্রস্তুত করে নিতে হবে।
★ স্কিন অনেক বেশি ড্রাই হলে অবশ্যই সাথে ভালো একটি ময়েশ্চারাইজার, টোনার ব্যবহার করবেন।
★ ব্যারিয়ার ড্যামেজ থাকলে রেটিনল ব্যবহার করা যাবেনা।

➡ Cruelty-free and formulated without artificial fragrance, essential oil and mineral oil.
➡ This Retinol Serum has a lightweight, creamy texture that is absorbed without stickiness or heaviness.

✅ অর্ডার করতে ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন (লিংক কমেন্টে)

🚫 পোস্ট কপি করবেন না 🚫

Address

Chittagong

Opening Hours

Monday 10:00 - 00:00
Tuesday 10:00 - 00:00
Wednesday 10:00 - 00:00
Thursday 10:00 - 00:00
Friday 10:00 - 00:00
Saturday 10:00 - 00:00
Sunday 10:00 - 00:00

Telephone

+8801777447997

Alerts

Be the first to know and let us send you an email when ALYAL'S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ALYAL'S:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram