Elite L.T.D Unite 01

Elite L.T.D  Unite 01 Elite is a branded company from Bangladesh. Elite has gained a reputation in the last 12 years. Elit

বাংলাদেশের জনপ্রিয় ব্রান্ড এলিট কর্পোরেশন নিয়ে এসেছে আপনাদের জন্য সকল ন্যাচারাল পণ্য। এলিট বাংলাদেশের একটি ব্র্যান্ডেড সংস্থা। এলিট গত ১২ বছরে সুনাম অর্জন করেছে। অভিজাতরা মানসম্পন্ন পণ্য উৎপাদনে সেরা। এটি একটি স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানকারী প্রতিষ্টান। আমা‌দের সকল পণ‌্য স্থা‌য়ী সমাধান যোগ‌্য, সকল পন‌্য সম্পন্ন ন‌্যাচারাল এবং আ‌মি‌রেক থে‌কে ইনপু‌ডেট শুধু তাই নয় লাভ ফরএভার বাংলাদেশ সাইন্স ল্যাব পারমিটেড একমাত্র পণ্য। কাজেই ১০০% পার্শপ্রতিক্রিয়া মুক্ত।

টাক (ইংরেজি: Baldness) বলতে চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার চুল।[১] মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সা...
16/06/2021

টাক (ইংরেজি: Baldness) বলতে চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার চুল।[১] মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সাধারণত টাক হওয়া প্রকাশ পায়। পুরুষের ক্ষেত্রে এটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা "পুরুষের টাক" নামে পরিচিত। এটি পরিণত মানুষ ও অন্যান্য প্রজাতিতে দেখা যায়। টাকের পরিমাণ ও বিস্তৃতি অনেক বেশি হতে পারে এবং এক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে ভিন্নতা দেখা যায়। মাথার কিছু অংশের চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া এরিয়াটা ও পুরো মাথার চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া টোটালিস বলে। চুল পড়ে যাওয়ার আরো একটি মারাত্মক প্রকাশ হচ্ছে অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস। এক্ষেত্রে মাথাসহ সমস্ত শরীরের লোম ঝরে যায়। অনেক সময় এই সমস্যা মানসিক চাপের জন্যও দায়ী।[২]

16/06/2021
স্ত্রী যৌন হরমোনঃ –স্ত্রী যৌন হরমোন বলতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কে বুঝায়। ডিম্বাশয়ের বর্ধিষ্ণু ফলিকলের গ্রানুলোসা কোষ...
16/06/2021

স্ত্রী যৌন হরমোনঃ –

স্ত্রী যৌন হরমোন বলতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কে বুঝায়। ডিম্বাশয়ের বর্ধিষ্ণু ফলিকলের গ্রানুলোসা কোষ থেকে ইস্টোজেন এবং কর্পাস লিউটরিয়াম থেকে প্রোজেস্টেরন নিঃসৃত হয়। প্রকৃত পক্ষে মস্তিষ্কের হাইপোথেলামাস থেকে নিঃসৃত গোনাডোট্রপিক রিলিজিং হরমোনের প্রভাবে পিটুইটারি গ্রন্থি উদ্দীপিত হলে এখান থেকে ফলিকল উদ্দীপক হরমোন ও লিউটিনাইজিং হরমোন নামক দুটি গোনাডোট্রপিক নিঃসৃত হয়। যা স্ত্রী গেনাড বা ডিম্বাশয় কে স্ত্রী যৌন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। পুরুষের ন্যায় স্ত্রীর তেও যৌন হরমোন সব সময় নিঃসৃত হয় না। বরং নির্দিষ্ট সময়ের ব্যাবধানে রজঃচক্রের ঘটনাবলির সাথে সমন্বয় সাধন করে নিঃসৃত হয়। প্রতি রজঃচক্রে সাধারনত একটি মাত্র ডিম্বানু তৈরি হয়। রজঃচক্রের প্রথম দিন থেকে একটি নতুন চক্রের শুরু হয়। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন অগ্র পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করলে ফলিকল উদ্দীপক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন ডিম্বাশয়ের উপর ক্রিয়া করপ ফলিকলের বর্ধন ঘটায়।



এস্ট্রোজেন নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য সমূহঃ-
* ডিম্বাশয় ফেলোপিয়ান নালী, জরায়ু এবং যোনির আকার কয়েক গুন বৃদ্ধি।
*চর্বি সঞ্চিত করে mons p***s এবং Inbia major ও l***a minora এর বৃদ্ধি।
*স্তনের stromal tissue – এর বর্ধন।
*চর্বি সঞ্চয়ের মধ্যমে স্তনের বৃদ্ধি।
* প্রজননিক বরসে মেয়েদের osteoblastic সক্রিয়তা বৃদ্ধি
করপাস লিউটিয়াম ইস্টুোজেন ক্ষরণ শুরু করে। সাথে সাথে করপাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন নামক আরও একটি হরমোন নিঃসৃত হতে থাকে। ইস্ট্রোজেনের ন্যায় প্রোজেস্টেরন লক্ষ্য স্থল দুটি ক. জরায়ু
খ. অগ্রপিটুইটারি গ্রন্থি।
এ হরমোন জরায়ু প্রাচীরের বৃদ্ধিতে সাহায্য করে এবং এন্ডোমেট্রিয়ামের গ্রন্থি সমুহকে উদ্দীপিত করে। অগ্রপিটুইটারি গ্রন্থির উপর এ হরমোন প্রভাব বিস্তার করে লিউটিনাইজিং হরমোন নিঃসরন কে বাধা দেয়। এটাই নেগেটিভ ফিডব্যাক।

বিঃদ্রঃ যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

 #সুখবর_সুখবর_সুখবর১ মিনিট একটু দেখুন #বর্তমান_করোনা_পরিস্থিতিতে_এমনিতেই_সবাই ক'ঠিন সময় পার করছি। এর পাশাপাশি ঋতু জ'নিত ...
15/06/2021

#সুখবর_সুখবর_সুখবর
১ মিনিট একটু দেখুন

#বর্তমান_করোনা_পরিস্থিতিতে_এমনিতেই_সবাই ক'ঠিন সময় পার করছি। এর পাশাপাশি ঋতু জ'নিত কারণে কম বেশি সবাই জ্বর, সর্দি, কাশি , মাথা ব্যথা, গলা ব্যথা নানান সমস্যায় ভুগছেন।
- আপনার এই সমস্যা গুলোর সেরা প্রাকৃতিক সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে।

#তুলসী_প্লাস_চা এবং #শরবত
- এই প্রথম আমরাই নিয়ে এসেছি তুলসী পাতা , বাসক পাতা , যষ্টি মধু , আমলকি , গোল মরিচ এবং আরো বিভিন্ন রকম মশলাসহ সর্বমোট ৩৫ টি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরী তুলসী প্লাস চা এবং শরবত!!

-যাদের কিছু দিন পরপরই জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, ইত্যাদি সমস্যা হয় বা সমস্যা গুলো লেগেই থাকে, তারা এই সমস্যাগুলো দূর করতে পারেন বহু প্রাকৃতিক ভেষজ উপাদান ও ভেষজ গুণাগুণে সমৃদ্ধ তুলসী প্লাস চা বা শরবত খেয়ে।

#তুলসী_চা_তৈরি_প্রণালী:একদম সহজ। প্রতি ১কাপে আধা 'চা' চামচ হিসাবে তুলসী চা পাউডার গরম পানিতে ফুটিয়ে নিয়ে শুধু পরিমান মত চিনি মিক্স করে সেবন করবেন।
#একইভাবে তুলসী প্লাস শরবতও এক গ্লাস পরিমান পানিতে এক চা-চামচ এবং পরিমাণ মতো চিনি মিক্স করে মজা নিতে পারেন সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর শরবতের।
#সাথে_অতিরিক্ত_কোনো_মশলা_দেওয়ার_প্রয়োজন_নেই। কেননা এতে সব ধরনের মশলা দেওয়া বা মেশানো আছে।

"১ কোটা তুলসী প্লাস চা দিয়ে প্রায় ৭৫ কাপ চা হবে।"
"১ কোটা তুলসী প্লাস শরবতে আপনি ৫০ গ্লাস শরবত পান করতে পারবেন"

#অর্ডার_করতে_আপনার_নাম,ঠিকানা ও মোবাইল নাম্বার ইনবক্স এ মেসেজ করুন।
#বিস্তারিত_জানতে_কল_করুনঃ 01830048215 নাম্বারে অথবা নিচের Send Message অপশনে ক্লিক করুন।

#হেড_অফিসঃ এলিট কর্পোরেশন_জালাল প্লাজা ৪র্থ ও ৫ম তলা, মুরাদপুর, পাচলাইশ, চট্টগ্রাম।
#শাখা_অফিসঃ মা-বাবা মেডিকেল হল, নিচ তলায়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

#আমাদের_ওয়েবসাইটঃ WWW.BDELITES.COM

বিঃদ্রঃ ভেজাল বা কেমিক্যাল প্রমানে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে।

Address

Chittagong
4209

Alerts

Be the first to know and let us send you an email when Elite L.T.D Unite 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Elite L.T.D Unite 01:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram