09/12/2020
Skin Care in Night:
রাতের বেলা স্কিন কেয়ার রুটিন (Night Time Skin Care Routine)
face ed
রাতের বেলা ত্বক নিজে নিজেই খানিকটা নিরাময়ের কাজ করে। তাই রাতের স্কিন কেয়ার রুটিনের মূল উদ্দ্যেশ্য হল ত্বকের এই প্রক্রিয়াকে আরেকটু ত্বরান্বিত করা।
প্রথম ধাপঃ ডাবল ক্লিনজিং (Double Cleansing)
double cleanse
ডাবল ক্লিনজার (Double Cleanser) একটি পদ্ধতি যেখানে প্রথমে মুখের মেকআপ (Makeup) , ধুলো, ময়লা সব একটি ক্লিনজিং তেল (Cleansing Oil) দিয়ে তুলে ফেলা হয় এবং তারপর হাল্কা ফেসওয়াশ (Facewash) দিয়ে আবার মুখ ধুয়ে নিয়ে নেওয়া হয়। যদি আপনি ফেসওয়াশের পরিবর্তে স্ক্রাব (Scrub) ব্যবহার করতে চান তাহলেও আগে মেকআপ তুলে তারপর স্ক্রাবিং (Scrubing) করবেন।
দ্বিতীয় ধাপঃ টোনার, এসেন্স ও বুস্টার (Toner, Essence and Booster)
essensce
টোনারের ব্যবহার সকালে যেভাবে করেছেন রাতেও সেইভাবেই করবেন। অনেকে রাত্রিবেলা ত্বককে একটু আলাদা যত্ন করতে চান আর তাই তারা এসেন্স ও বুস্টার (Essence And Booster) ব্যবহার করেন। এই বুস্টারগুলি হল মিস্ট (Mist), এসেন্সেস (Essence), বিউটি ওয়াটার (Beauty Water), হাইড্রেটিং সেরাম (Hydrating Serum) ইত্যাদি। এদের মূল কাজ হল ত্বকে পুষ্টি ও আর্দ্রতা (Nutrition and Hydration) যোগানো। যেহেতু এগুলো জলের মতো পাতলা হয় তাই আগে জল দিয়ে মুখ ধুয়ে তারপর এগুলো ব্যবহার করবেন। যদি টোনার আর এসেন্স দুটোই ব্যবহার করেন তাহলে আগে টোনার তারপর এসেন্স ব্যবহার করবেন। অনেকেই রাত্রে একাধিক বুস্টার (Multiple Booster) ব্যবহার করেন। সেক্ষেত্রে আগে সবচেয়ে পাতলা বুস্টার তারপর সব শেষে সবচেয়ে ঘন বুস্টার ব্যবহার করবেন।
তৃতীয় ধাপঃ আই ক্রিম (Eye Cream)
আইক্রিম শুধু ফাইন লাইন (Fine Lines) ও ডার্ক সার্কলই (Dark Circles) রোধ করে না অন্যান্য প্রসাধনী যা আপনি মুখে ব্যবহার করছেন তার থেকেও চোখের আশেপাশের সূক্ষ্ম ত্বককে রক্ষা করে। তাই রাত্রেও এটি ব্যবহার করার প্রয়োজন আছে।
চতুর্থ ধাপঃ ট্রিটমেন্ট সিরাম, ক্রিম ও প্যাড (Treatment Serum, Cream And Pad)
treatment serum
রাতের বেলা স্কিন তার নিজস্ব রিপেয়ারিং কাজ নিজেই করে। তাই এই জাতীয় প্রসাধনী বা বিউটি প্রডাক্ট (Beauty Products) রাতেই বেশি ব্যবহার হয়। তবে বাড়িতে আছে বলে বা আপনি পয়সা দিয়ে কিনেছেন বলেই সবগুলো একসাথে ব্যবহার করার কোনও প্রয়োজন নেই। যতটা ত্বকের প্রয়োজন ততটাই ব্যবহার করুন। তবে এই চতুর্থ ধাপটি সম্পন্ন করার সময় কয়েকটি কথা মাথায় রাখবেন।
১)প্যাড, পিল ও মাস্ক (Pad, Peel and Masks) সব একসঙ্গে ব্যবহার করবেন না, এতে ত্বকের ক্ষতি হবে।
২) এক্সফোলিয়েশান (Exfoliation) যেদিন করবেন সেদিন রেটিনলযুক্ত (Retinol Based Cream) ক্রিম ব্যবহার করবেন না।
৩) সপ্তাহে তিনবারের বেশি এক্সফোলিয়েশান করবেন না।
৪) ডিটক্সিফাইং বা ক্লে মাস্ক (Detoxifying or Clay mask) সপ্তাহে একবারের বেশি ব্যবহার করবেন না।
পঞ্চম ধাপঃ হাইড্রেটিং মাস্ক বা ফেস অয়েল (Hydrating Mask or Face Oil)
আপনার ত্বক যদি একটু বেশি শুষ্ক (Dry) হয় তাহলে এই ধাপ আপনার জন্য। আপনার ত্বকের যদি একটু বাড়তি আর্দ্রতার (Extra Moisture) প্রয়োজন হয় তাহলে আপনি এই হাইড্রেটিং মাস্ক (Hydrating Mask) বা ফেস অয়েল (Face Oil) ব্যবহার করতে পারেন।
ষষ্ঠ ধাপঃ ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম (Moisturizer or Night Cream)
night creams
রাতের স্কিন কেয়ারের সপ্তম ও শেষ ধাপ হল নাইট ক্রিম বা ময়েশ্চারাইজারের ব্যবহার। নাইট ক্রিম (Night Cream) একটু ঘন হয় কারণ এটি সারারাত কাজ করে। তাই রাত্রে শুতে যাওয়ার আগে এই ক্রিম লাগালে ত্বকের আর্দ্রতা অনেকটাই ফিরে আসে।
সময়কেও গুরুত্ত্ব দিন
time
যে অর্ডার মেনে আপনি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করছেন সেটা যতটা দরকারি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সময়ের দিকে নজর দেওয়া। বেশিরভাগ প্রসাধনীতে লেখা থাকে এটি ব্যবহার করার ৩০ মিনিট বা এক ঘণ্টার আগে অন্য কোনও কিছু ব্যবহার করা যাবে না। এই জাতীয় প্রোডাক্ট এড়িয়ে চলাই মঙ্গল। কারণ আজকের দিনে এতটা সময় কারও হাতে নেই। এই তথ্যগুলোর দিকে আপনি জত বেশি মন দেবেন তত জটিলতা বাড়বে। স্কিন কেয়ার রুটিন (Skin Care Routine) সব সময় সিম্পল এবং কার্যকরী হবে যাতে সেটা রোজ অনুসরণ করতে আপনার কোনও অসুবিধে না হয়।
Picture Courtesy: Facebook, Instagram, Pexels.Com and Pinterest
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
জানুন অ্যালোভেরা কিভাবে আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে
POPxo and MyGlamm have come together to creat