Rifat Surgical Item

Rifat Surgical Item Most desirable perfume collection &
highly Islamic unique Sunnah item

চলছে অফার।  বিক্ষাত সিনোকেয়ার ডাইবেটিস মেশিন সেইফ একোয়া ডিসকাউন্টে ১৬০০ টাকার মেশিন পাচ্ছেন মাত্র ৮৫০ টাকা  ডেলিভারি চার...
16/09/2022

চলছে অফার। বিক্ষাত সিনোকেয়ার ডাইবেটিস মেশিন সেইফ একোয়া ডিসকাউন্টে ১৬০০ টাকার মেশিন পাচ্ছেন মাত্র ৮৫০ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী সারা বাংলাদেশ।

সুভধা সমুহঃ
১ঃ মেশিন টি লাইফ রিপ্লেসমেন্ট ওয়ারেনটি।
২ঃ ফয়েল স্ট্রিপ যা প্রত্যেক টা স্ট্রিপ আলাদা আলাদা কাবার করা থাকবে, এতে স্ট্রিপ ডেমেজ হওয়ার কোন সম্ভাবনা নেই।
৩ঃ সারাদেশে যে কোন যায়গায় আমাদের স্ট্রিপ পাওয়া যায় স্ট্রিপ পেতে কোন সমস্সা হয়না।
৪ঃ আকর্ষনিয় ও লুকেটিভ কালার সেট যা সহজে যে কোন যায়গায় বহন করা যায়।

যোগাযোগ করুনঃ র‍্যাব ৭ রোড আলহাজ্ব জাকির হোসেন কন্ট্রাক্টর জামেমসজিদ মার্কেট পতেঙ্গা চট্টগ্রাম ঃ০১৭২৬৫৮১৪৫৪ হোয়াটসঅ্যাপে, কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সুন্দরবন কুরিয়ারে ও এসে পরিবহনে কেশ ইন ডেলিভারিতে দেওয়া যাবে। কুরিয়ারে নিতে আপনার কুরিয়ার এড্রেস ও মোবাইল নাম্বার দিন সাথে আমাদের সাথে থেকে আপনার ওয়াডার কনফার্ম করুন।
শুধু মেশিন টি নিতে পারেন ঃ৮৫০ টাকায় সাথে ফ্রী পাচ্ছেন ১০ স্ট্রিপ।

05/08/2022
যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।২. viset 5...
05/08/2022

যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-
১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।
২. viset 50 mg বা Algin 50 mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন।
৩. Napa Extra বা Napa Extend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।
৪. Ecosprin 75 mg. বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
৫. Flazyl 400 mg বা Filmet 400 mg.পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil 200 mg প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।
৮. Rupa 10 mg বা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat 8 mg বমি হলে খাবেন।
১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)

উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।

দোকান কিংবা বাসার জন্য যাদের সাজিক্যাল আইটম দরকার তারা যোগাযোগ করবেন।যোগাযোগ +880 1406-592602
01/08/2022

দোকান কিংবা বাসার জন্য যাদের
সাজিক্যাল আইটম দরকার তারা যোগাযোগ করবেন।
যোগাযোগ +880 1406-592602

 # # #নাকে পলিপ বা মাংস বৃদ্ধি কী???  # # #কেন হয়????  # # #হওয়ার লক্ষ্মণ কী???? # # #তার প্রতিকার ও চিকিৎসা,,,।   # #না...
01/08/2022

# # #নাকে পলিপ বা মাংস বৃদ্ধি কী???
# # #কেন হয়????
# # #হওয়ার লক্ষ্মণ কী????
# # #তার প্রতিকার ও চিকিৎসা,,,।

# #নাকে পলিপ বা মাংস বৃদ্ধি কী এবং কেন হয়??
নাকে পলিপ হওয়ার কথা আমরা সবাই কম-বেশি শুনেছি। রোগীরা পলিপ বলতে সাধারণত যা বুঝে থাকেন মেডিকেলের ভাষায় আমরা সেটিকে পলিপ বলি না।
নাকের আশপাশে কিছু প্রকোষ্ঠ (সাইনাস) আছে। চোখের ঠিক নিচে যে উঁচু হাড়টি আছে তার ভেতরে থাকে ম্যাক্সিলারি সাইনাস, নাক আর চোখের মাঝখানে যে ক্ষুদ্র স্থান আছে সেখানে থাকে বেশ কয়েকটি ইথময়েড সাইনাস।
কপালের সম্মুখভাগে থাকে ফ্রন্টাল সাইনাস।
চোখের পেছন দিকে থাকে স্ফেনয়েড সাইনাস। এ সাইনাসগুলোর আবরণী অনেক সময় ফুলতে ফুলতে আঙ্গুরের থোকার মতো আকার ধারণ করে। একেই আমরা ডাক্তারি পরিভাষায় পলিপ বলে থাকি।

সাধারণত ইথময়েড সাইনাস থেকে পলিপ তৈরি হয়। কখনও কখনও ম্যাক্সিলারি সাইনাস থেকেও পলিপ তৈরি হতে পারে।
নাকের মধ্যে ফাংগাস ইনফেকশন আমরা অনেক সময় দেখে থাকি। নাকের ফাংগাল (ছত্রাক) ইনফেকশন থেকে নাকের উভয় দিকে এবং কি এ ক্ষেত্রে একাধিক সাইনাস পলিপ্সসে আক্রান্ত হতে পারে। এ পলিপগুলো প্রাথমিক পর্যায়ে সাইনাসের ভেতর থাকে।
এক সময় এটা বাড়তে বাড়তে সাইনাস থেকে নাকের ভেতরে চলে আসে এবং তখন আমরা খালি চোখে নাকের ভেতরে পলিপ দেখতে পাই।
এগুলো দেখতে অনেক সময় সাদা আঙ্গুরের থোকার মতো থাকে। অনেক সময় পলিপে ইনফেকশন হলে বা আঘাতজনিত কারণে ত্বকের স্তর মিউকোসা ক্ষতিগ্রস্ত হলে এটা লালচে রঙ ধারণ করতে পারে।
রোগীরা সাধারণত যাকে পলিপ বলে থাকেন সেটা আসলে নাকের মধ্যে মাংস ফুলে যাওয়াকেই বুঝিয়ে থাকেন। মেডিকেলের ভাষায় একে হাইপারট্রপিড ইনফেরিয়র টারবিনেট বলা হয়। নাকের ভেতরে, পার্শ্ব দেয়ালে দুই দিকে দুইটি তাকের মতো মাংসপিণ্ড থাকে।একে আমরা ইনফেরিয়র টারবিনেট বলি।
এই ইনফেরিয়র টারবিনেটের প্রদাহ হলে এর আকৃতি বড় হয়ে যায়। যাকে হাইপারট্রপিড ইনফেরিয়র টারবিনেট বলা হয়। এটা সাইনাস থেকে আসে না। নাকের ভেতর থেকে এর উৎপত্তি। মেডিকেল ভাষায় এটা শুধু পলিপ নয়।
অনেক ক্ষেত্রে পলিপ এবং হাইপারট্রপিড ইনফেরিয়র টারবিনেটের কারণ একই এবং এ দুটো একসঙ্গে বিদ্যমান থাকতে পারে।
তবে পলিপ্স সাধারণত এলার্জি জনিত কারণেই বেশি হয়ে থাকে,,,এর থেকে সঠিক সময়ে চিকিৎসা না নিলে ইনফেকশনাল ডিজিজ উদঘাটিত হতে পারে।

# #আপনার পলিপ্স আছে কিনা যে ভাবে বুঝবেন # #

* প্রাথমিক পর্যায়ে রোগীরা সাধারণত নাক দিয়ে সর্দি ঝরা, নাক বন্ধ ভাব এ ধরনের সমস্যায় ভোগেন। নাকের এ সর্দি সামনের দিকে আসতে পারে।
অনেক সময় এটা সামনের দিকে না এসে পেছন দিকে চলে যায় এবং ঢোক গিলা বা গলা পরিষ্কার করার মতো প্রবণতা দেখা যায়।
নাক বন্ধ থাকাটা প্রাথমিক পর্যায়ে একদিকে থাকে এবং কিছুক্ষণ পরপর এটা দিক পরিবর্তন হয়ে নাকের দুই দিকে হয়।
কিছু সময় এক নাক বন্ধ থাকে আবার কিছু সময় আরেক নাক বন্ধ থাকে। অসুখ যত বাড়তে থাকে ততই দেখা যায় ধীরে ধীরে দুটো নাকই বন্ধ হয়ে যায়, প্রথমে আংশিকভাবে এবং পরে সম্পূর্ণভাবে।

* হাঁচি থাকতে পারে এবং অল্প ধুলাবালি বা ধোঁয়াতে গেলেই প্রচণ্ড হাঁচি হতে থাকে। সিগারেটের বা রান্নার ধোঁয়া সহ্য হয় না। দম বন্ধ ভাব চলে আসে।

* নাকের ঘ্রাণশক্তি কমে যায় এবং অনেক সময় নাকে দুর্গন্ধ পাওয়া যায়।

* মাথাব্যথা সাধারণত প্রাথমিক পর্যায়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, পলিপ যখন বেশ বড় আকার ধারণ করে তখন মাথাব্যথা চলে যায়। এর কারণ যে অবস্থাতে আমরা পলিপ দেখতে পাই সে অবস্থাতে মাথাব্যথার সমস্যা সাধারণত থাকে না। মাথা এবং কপালের সম্মুখ বা নাক এবং এর আশপাশে একটা বন্ধ ভাব থাকতে পারে। এ সময় রোগীর ইতিহাস নিলে অবশ্যই দেখা যাবে, কয়েক মাস বা কয়েক বছর আগে যখন এ রোগ শুরু হয়েছিল তখন তাদের মাথাব্যথার সমস্যা ছিল।
পলিপ যখন বেশি বড় হয়ে যায় তখন মাথাব্যথার সমস্যাটা তেমন প্রকট থাকে না।

* দেখা যায় কিছু কিছু রোগীর গলায় খুসখুস ভাব থাকে। অনেকের আবার কাশিও থাকতে পারে। গলায় নিয়মিত প্রদাহ বা মুখ দিয়ে নিয়মিত শ্বাস নেয়ার ফলে অনেক সময় গলার স্বর বসে যায় বা গলা বসা বা স্বরভঙ্গ থাকতে পারে।

* নাকের পেছনে ইউস্টেশিয়ান টিউব আক্রান্ত হওয়ার কারণে অনেক সময় মধ্য কর্ণে সমস্যা হয়ে থাকে। কান বন্ধ বন্ধ ভাব বা কানের ভেতর পানি যাওয়ার কারণে কান বন্ধ হয়ে যেতে পারে।
কোনো কোনো ক্ষেত্রে মাথা ঘুরানোর সমস্যাও থাকতে পারে। মধ্যকর্ণের এ সমস্যা থেকে অল্প-স্বল্প মাথা ঘুরানোভাব থেকে শুরু করে মারাত্মক রকমের মাথা ঘুরানোর সমস্যা থাকতে পারে। এ ছাড়াও কানের ভেতরে শোঁ শোঁ আওয়াজের সমস্যাও হতে পারে। কানের ভেতরে অনেক দিন পানি জমে থাকলে কানের পর্দা নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে ক্রনিক বা দীর্ঘমেয়াদে কান পাকা রোগের সৃষ্টি হতে পারে।

কারণ : নাকের পলিপের কারণ নিয়ে এখনও গবেষণা চলছে। সাধারণভাবে বলা যায় নাকের এলার্জি এর অন্যতম কারণ।
এ এলার্জি নাকের ভেতরে ধুলাবালি বা ধোঁয়ার এলার্জি থেকে হতে পারে।
অনেকে মনে করেন, নাকের ভেতরে ক্রনিক ইনফেকশনও এ এলার্জির কারণ হতে পারে।
নাকের ভেতরে ফাংগাল ইনফেকশনের এলার্জি থেকে কিছু কিছু রোগীর উভয় নাকে এবং অনেক সাইনাসজুড়ে পলিপ তৈরি হয়। নাকের ভেতরে রক্তনালির অসাঞ্জস্যতা বা অস্থিরতা থেকেও অনেক সময় পলিপ তৈরি হয় ।
নাকের এলার্জি যেটাকে আমরা এলার্জিক রাইনাইটিস বলি, গলার এলার্জি যেটাকে আমরা এলার্জিক ফ্যারিনজাইটিস এবং ফুসফুসের এলার্জি যেটাকে আমরা অ্যাজমা বা হাঁপানি বলে থাকি- এর একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত।
যাদের নাকের এলার্জি আছে তাদের শতকরা ১৭ থেকে ১৯ ভাগ রোগীর ক্ষেত্রে হাঁপানিও আছে। যাদের হাঁপানি আছে তাদের ৫৫ থেকে ৭০ ভাগ রোগীর ক্ষেত্রে নাকের এলার্জিও হয়ে থাকে।
বিশেষভাবে বলা উচিত, নাকের এলার্জি ও ফুসফুসের এলার্জির (হাঁপানি) একটির প্রভাব আরেকটির ওপর পড়ে। নাকের এলার্জি ঠিকমতো কন্ট্রোল না করলে অনেক সময় হাঁপানি বেড়ে যেতে পারে বা হাঁপানির চিকিৎসা করা দুরূহ হতে পারে। সে রকম ফুসফুসের এলার্জি বা হাঁপানি ঠিকমতো চিকিৎসা করা না হলে এর বিরূপ প্রতিক্রিয়া নাকের ওপর পড়ে।

# #প্রতিকার বা চিকিৎসা # # #
অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সার্জারি বা অপারেশন এর বিকল্প নেই।
হোমিওপ্যাথি চিকিৎসায় দীর্ঘ সময় ঔষধ খেতে হয় তাই অনেক রোগী বিরক্তি চলে আসে এবং এক সময় ওষুধ খাওয়া বন্ধ করে দেন।
আমাদের ন্যাচারাল চিকিৎসার মধ্যেমে ইনশাআল্লাহ মাত্র ১০থেকে ১৫ দিনের মধ্যে অপারেশন ওকনো প্রকার রক্ত পাত হিন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ওষুধ এর মাধ্যমে চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়েছেন।
আপনিও সুস্থ হবেন,,,,,, ইনশাআল্লাহ
যোগাযোগ, গ্রামীণ পলিপাস রিমুভ সেন্টার। রেব ৭ রোড ঃ০১৭২৬৫৮১৪৫৪ চট্টগ্রাম

ব্লাড বেগ ও ব্লাড সেট এভেলেবেল,  যোগাযোগ কল করে অর্ডার করুন: +880 1406-592602 অথবা পছন্দের পণ্য কিনতে আপনার ফোন নম্বর ইন...
01/08/2022

ব্লাড বেগ ও ব্লাড সেট এভেলেবেল, যোগাযোগ
কল করে অর্ডার করুন: +880 1406-592602
অথবা পছন্দের পণ্য কিনতে আপনার ফোন নম্বর ইনবক্স করুন
ডেলিভারী পদ্ধতি----
কুরিয়ারে নিলে পূর্বেই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে🤗🤗🤗
★অর্ডার করতেঃ
আমাদের পেইজে মেসেজ করুন-
অথবা কমেন্টস করুন-
১/প্রোডাক্ট এর ছবি
২/ কত পিস নিবেন তার পরিমান
৩/ আপনার নাম+মোবাই নাম্বার + আপনার লোকেশন (ঠিকানা)

★আমরা আপনাকে কল করে কর্নফাম করে নিবো।
★অগ্রিম কনো টাকা পরিশোধ করতে হবেনা।শুধু ডেলিভারি চার্জাটায় বিকাশ করবেন।
★পন্য হাতে পেয়ে তার পর টাকা প্রদান সুভিধা।

কুরিয়ারঃ এস.এ.পরিবহন / সুন্দরবন কুরিয়ার সার্ভিস

সরাসরি কিনতে যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়ঃ গ্রামীন ফার্মেসি, র‍্যাব ৭ গলি, নারিকেল তলা, ওয়াসার গলি, পতেংগা, চট্টগ্রাম।আলহাজ জাকির হোসেন কন্ট্রাক্টর জামেমসজিদ মার্কেট।

01/08/2022

ওষুধ খাওয়ার কিছু নিয়ম।

Follow for happiness Clear Concept

Planter fascitis (প্ল্যান্টার ফ্যাসাইটিস) বা পায়ের গোড়ালির ব্যাথা :Planter fascia হলো জালের মত বিস্তৃত পুরু একটি লিগামেন...
30/07/2022

Planter fascitis (প্ল্যান্টার ফ্যাসাইটিস) বা পায়ের গোড়ালির ব্যাথা :

Planter fascia হলো জালের মত বিস্তৃত পুরু একটি লিগামেন্ট (সোজা বাংলায় রগ) যা আমাদের গোড়ালি কে সামনের আঙুল গুলোর সাথে যুক্ত করে। এটি পায়ের শক এবজরবার হিসেবে কাজ করে এবং পায়ের বাঁক বা Arch of foot কে সাপোর্ট করে, যা আমাদের হাঁটতে সাহায্য করে। কোনো কারণে এই লিগামেন্টে চিড় ধরলে বা ছিঁড়ে গেলে তাকে Planter Fascitis বলে যা খুব কমন একটি অর্থোপেডিক কমপ্লেইন।

কারণ :

নির্দিষ্ট কোন কারণ নেই তবে অধিক ওজন, অতিরিক্ত হাঁটা বা দৌড়ানো, feet overuse , মহিলাদের উঁচু হিল পড়া, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজ করা, খেলাধুলার সময় দূর্ঘটনা ইত্যাদি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে।

উপসর্গ:

১. সকালে ঘুম থেকে উঠার পর বা অনেকক্ষণ বসার পর পা ফেলতে গেলেই ব্যথা শুরু হয়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে ব্যথা আস্তে আস্তে কমে আসে। বিশ্রাম অবস্থায় ব্যথা থাকে না।

২. অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে, পায়ে ভর দেয়া যায় না।

৩. ব্যথা পায়ের নিচে হয়ে থাকে, অনেক সময় অবশ্য অবশ্য লাগে।
পায়ের গোড়ালিতে মাঝারি থেকে তীব্র ব্যথা হয়।অনেকের ব্যথা সারাদিনই সমানভাবে অনুভূত হয়।

৪. সকালে বিছানা থেকে নেমে হাঁটতে গেলে গোড়ালিতে ছুরি দিয়ে খোঁচানোর মত তীক্ষ্ণ একধরণের ব্যাথা হয় যা কিছুক্ষণ পর ভালো হয়ে যায়।

৫. পায়ের পাতা বা গোড়ালির মাংসপেশি শক্ত হয়ে যায়।

৬. দৌড়ালে বা লাফালাফি করলে ব্যাথা হতে পারে।

৭. অনেকক্ষণ দাড়িয়ে কাজ করলে বা অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গেলে গোড়ালিতে ব্যাথা হয়।

পায়ের গোড়ালিতে ব্যথা হলে প্রাথমিক ভাবে ৪-৫ দিন ব্যথার জায়গায় বরফ দিন এবং বিশ্রাম নিন ৷ খালি পায়ে হাঁটা বন্ধ করুন। নরম জুতা পরুন, শক্ত জুতা পরিহার করুন। ৭ দিন পরেও ব্যথা না কমলে বিপিটি/বিএসপিটি করা ফিজিওথেরাপিস্ট এর শরনাপন্ন হোন।

মনে রাখবেন শুধু গরম দেওয়া এই রোগের ফিজিওথেরাপি চিকিৎসা নয়।

সাজ্জাদ হোসেন
ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট
বিপিটি (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

৫৫০ গ্রাম ওজন হট ওয়াটার বেগ টি ৪০ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেনটি সহ  সারাদেশে পাইকারি ও খুচরা নিতে যোগাযোগ করুন গ্রামীণ হেল...
30/07/2022

৫৫০ গ্রাম ওজন হট ওয়াটার বেগ টি ৪০ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেনটি সহ সারাদেশে পাইকারি ও খুচরা নিতে যোগাযোগ করুন গ্রামীণ হেলথ কেয়ার সিটিজি পতেংগা চট্টগ্রাম ০১৪০৬৫৯২৬০২

Artery : Heart থেকে যে সরু tube দিয়ে oxygenated blood সারা দেহের বিভিন্ন organ এ পৌছায় তাকে Artery বলে। বেশির ভাগ  Arter...
30/07/2022

Artery : Heart থেকে যে সরু tube দিয়ে oxygenated blood সারা দেহের বিভিন্ন organ এ পৌছায় তাকে Artery বলে। বেশির ভাগ Artery oxygenated blood বহন করে শুধুমাত্র দুটি Artery ছাড়া। এ দুটি হলো pulmonary and the umbilical arteries. এর মধ্যে pulmonary Artery lunges এ আর umbilical Artery প্লাসেন্টা তে de oxygenated blood Supply করে এদের অক্সিজেন সরবরাহ করে।

Artery কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় :
1. Large arteries eg. Aorta
2. Medium arteries eg. Femoral artery, radial artery.
3. Arterioles. Diameter less than 0.5 mm

Artery র wall এ তিনটি layer থাকে :
Tunica intima (সবচেয়ে ভেতরের layer )
Tunica media (মাঝের layer)
Tunica adventitia (বাইরের layer)

শরীরের প্রধান Artery গুলো হলো :

* Aorta : Aorta Left ventricle থেকেবের হয়ে সারা শরীরে oxygenated blood Supply করে। aorta - র শুরু থেকে diaphragm পর্যন্ত অংশকে thoracic aorta বলে।
আর diaphragm এর নিচ থেকে শুরু করে abdomen ভেতরের অংশকে abdominal aorta বলে।

Aorta আবার তিনটি অংশ :
1. Ascending aorta : heart থেকে aorta শুরুর প্রথম দুই ইঞ্চি যে অংশ টি উপরের দিকে উঠে।
2. Arch of aorta : Ascending aorta এর উপরের বাঁকা অংশ।
3. Descending aorta : Arch of aorta এর পরের অংশ যা thorax এর পিছন দিয়ে নেমে আসে।

Coronary artery : Heart এর নিজের শরীরে blood supply দেয়।

Abdominal aorta থেকে যে শাখা বের হয় :
1. celiac trunk
- common hepatic Artery : Liver এ blood supply দেয়
- Spleenic artery : spleen এ blood Supply দেয়।
- gastric artery & gastroduodenal artery : stomach এবং duodenum এ blood supply দেয়।

2. Superior mescenteric artery : supply blood in peritoneum and mescentery
3. Renal artery : kidney
4. Inferior mescnenteric artery : caecum and re**um.
5. Common illiac artery :
- Internal illiac artery : supply blood in pelvic organ.
External illiac artery : supply blood in Legs.

এছাড়াও কিছু প্রধান artery র নাম এবং blood supply সংক্ষেপে তুলে ধরা হলো :

Facial artery : face
Occipital artery : Occipital area of scalp.
Maxillary artery : Maxilla
Internal carotid artery : brain and eye.
Axillary artery : axilla
Brachial artery : Infront of axillary artery.
Radial and ulner artery : Radial, ulner.
Palmar arch : fingers.
Femoral artery : femur
Popliteal artery : Tibia.

এছাড়াও অসংখ্য ধমনী শরীরের প্রত্যেকটা organ এ রক্ত পরিবহন করে। সবগুলো মনে রাখা কষ্টসাধ্য। তাই আজ এটুকুই।
প্রতিটি ছবির সাথে ক্যাপশন দেয়া আছে।

গ্রামীন হেলত কেয়ার সিটিজি।

চলছে অফার।  বিক্ষাত সিনোকেয়ার ডাইবেটিস মেশিন সেইফ একো ৫৩% ডিসকাউন্ট ১৬০০ টাকার মেশিন পাচ্ছেন মাত্র ৭৫২ টাকা সুভধা সমুহঃ ...
29/07/2022

চলছে অফার। বিক্ষাত সিনোকেয়ার ডাইবেটিস মেশিন সেইফ একো ৫৩% ডিসকাউন্ট ১৬০০ টাকার মেশিন পাচ্ছেন মাত্র ৭৫২ টাকা

সুভধা সমুহঃ
১ঃ মেশিন টি লাইফ রিপ্লেসমেন্ট ওয়ারেনটি।
২ঃ ফয়েল স্ট্রিপ যা প্রত্যেক টা স্ট্রিপ আলাদা আলাদা কাবার করা থাকবে, এতে স্ট্রিপ ডেমেজ হওয়ার কোন সম্ভাবনা নেই।
৩ঃ সারাদেশে যে কোন যায়গায় আমাদের স্ট্রিপ পাওয়া যায় স্ট্রিপ পেতে কোন সমস্সা হয়না।
৪ঃ আকর্ষনিয় ও লুকেটিভ কালার সেট যা সহজে যে কোন যায়গায় বহন করা যায়।

যোগাযোগ করুনঃ র‍্যাব ৭ রোড আলহাজ্ব জাকির হোসেন কন্ট্রাক্টর জামেমসজিদ মার্কেট পতেঙ্গা চট্টগ্রাম ঃ০১৪০৬৫৯২৬০২ হোয়াটসঅ্যাপে, কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সুন্দরবন কুরিয়ারে ও এসে পরিবহনে কেশ ইন ডেলিভারিতে দেওয়া যাবে। কুরিয়ারে নিতে আপনার কুরিয়ার এড্রেস ও মোবাইল নাম্বার দিন সাথে আমাদের বিকাশ নাম্বারে ঃ০১৭২৬৫৮১৪৫৪ কুরিয়ার চার্জ অগ্রীম বিকাশ করে আপনার ওয়াডার কনফার্ম করুন।
শুধু মেশিন টি নিতে পারেন ঃ ৭৫২ টাকায় সাথে ফ্রী পাচ্ছেন ১০ স্ট্রিপ।

Address

Chittagong
1234

Opening Hours

Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Surgical Item posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rifat Surgical Item:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram