ELITE Dental CARE & Orthodontics

ELITE Dental CARE & Orthodontics Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ELITE Dental CARE & Orthodontics, 96, Rafique building, 2nd floor, Hathazari Road, Muradpur, Chattogram, Chittagong.

Elite Dental Care is a specialised Dental solution Center running by
Dr. Shahriar Kabir Pavel
Address: Rafiq Building,
Beside CPDL midtown Tower & opposite to ONE bank, (2nd floor)
Muradpur,CTG
(01647-110314)

ফাঁকা দাঁতের ব্রেসেস চিকিৎসা চলমান।📞 এপয়েন্টমেন্ট নিতে কল করুন: 01647-110314ডা. শাহরিয়ার কবির (পাভেল)বি.ডি.এস (চট্টগ্রাম...
12/08/2025

ফাঁকা দাঁতের ব্রেসেস চিকিৎসা চলমান।

📞 এপয়েন্টমেন্ট নিতে কল করুন: 01647-110314

ডা. শাহরিয়ার কবির (পাভেল)
বি.ডি.এস (চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম.এস (অর্থোডন্টিক্স) রেসিডেন্ট
বিএসএমএমইউ (পিজি হাসপাতাল), ঢাকা
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
স্মাইল ডিজাইন ও ব্রেসেস/এলাইনার স্পেশালিস্ট
ট্রেইন্ড ইন ডেন্টাল ইমপ্লান্ট
বি.এম.ডি.সি রেজি. নং: ১০৮২৪

🕓 প্রতিসপ্তাহে শনিবার বিকাল ৪টা – রাত ১০টা পর্যন্ত

কম্পোজিট ভিনিয়ার এর মাধ্যমে মাত্র ১ ঘন্টায় সব ফাঁকা পুরণ।মাত্র এক ঘন্টায়,  এক সেটিং এ,  কোনো প্রকার কাটাছেড়া, ব্যাথা, ইঞ...
06/08/2025

কম্পোজিট ভিনিয়ার এর মাধ্যমে মাত্র ১ ঘন্টায় সব ফাঁকা পুরণ।

মাত্র এক ঘন্টায়, এক সেটিং এ, কোনো প্রকার কাটাছেড়া, ব্যাথা, ইঞ্জেকশন ছাড়াই ফাঁকা দাঁতের সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী সমাধান।

📞 এপয়েন্টমেন্ট নিতে কল করুন: 01647-110314

ডা. শাহরিয়ার কবির (পাভেল)
বি.ডি.এস (চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম.এস (অর্থোডন্টিক্স) রেসিডেন্ট
বিএসএমএমইউ (পিজি হাসপাতাল), ঢাকা
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
স্মাইল ডিজাইন ও ব্রেসেস/এলাইনার স্পেশালিস্ট
ট্রেইন্ড ইন ডেন্টাল ইমপ্লান্ট
বি.এম.ডি.সি রেজি. নং: ১০৮২৪

🕓 প্রতিসপ্তাহে শনিবার বিকাল ৪টা – রাত ১০টা পর্যন্ত সাক্ষাৎ

এখানে আর কি মডারেশন করা যায়?

আমি চাই আমার করা কেইস গুলোর ছবি শো হবে। সেটা কিভাবে করবো?

🦷 দাঁতের ফাঁকা বা ভাঙা অংশ কি আপনার হাসিতে বাধা দিচ্ছে?একজন রোগী এলেন আমাদের কাছে একরাশ অস্বস্তি নিয়ে। মাত্র ১ ঘণ্টার কম...
13/07/2025

🦷 দাঁতের ফাঁকা বা ভাঙা অংশ কি আপনার হাসিতে বাধা দিচ্ছে?

একজন রোগী এলেন আমাদের কাছে একরাশ অস্বস্তি নিয়ে। মাত্র ১ ঘণ্টার কম্পোজিট ভিনিয়ার ট্রিটমেন্টে ফিরে গেল তাঁর আত্মবিশ্বাস আর প্রাণবন্ত হাসি!
কোনো সার্জারী বা ব্যথা অথবা দাঁতের কোনো প্রকার ক্ষতি ছাড়াই মাত্র ১ ঘন্টায় হাসির আমুল পরিবর্তন।

আপনারও এমন সমস্যা থাকলে আর লুকিয়ে রাখবেন না।
আমরা পাশে আছি, আপনাকে আগের চেনা হাসিটা ফিরিয়ে দিতে ❤️

📞 এপয়েন্টমেন্ট নিতে কল করুন: 01647-110314

ডা. শাহরিয়ার কবির (পাভেল)
বি.ডি.এস (চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম.এস (অর্থোডন্টিক্স) রেসিডেন্ট
বিএসএমএমইউ (পিজি হাসপাতাল), ঢাকা
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
স্মাইল ডিজাইন ও ব্রেসেস/এলাইনার স্পেশালিস্ট
ট্রেইন্ড ইন ডেন্টাল ইমপ্লান্ট
বি.এম.ডি.সি রেজি. নং: ১০৮২৪

🕓 প্রতিসপ্তাহে শনিবার বিকাল ৪টা – রাত ১০টা পর্যন্ত সাক্ষাৎ

ফাঁকা দাঁতের পার্মানেন্ট সমাধান – কোনটি আপনার জন্য উপযুক্ত?অনেকেই চান দাঁতের ফাঁকা সমস্যার স্থায়ী সমাধান। আজকে আমরা জানব...
10/07/2025

ফাঁকা দাঁতের পার্মানেন্ট সমাধান – কোনটি আপনার জন্য উপযুক্ত?

অনেকেই চান দাঁতের ফাঁকা সমস্যার স্থায়ী সমাধান। আজকে আমরা জানবো ৩টি কার্যকরী উপায় যেগুলোর মাধ্যমে দাঁতের ফাঁকা স্থায়ীভাবে বন্ধ করা যায়।

---

১. ব্রেসেস বা ক্লিয়ার এলাইনার চিকিৎসা

এটাই ফাঁকা দাঁত বন্ধ করার সবচেয়ে কার্যকর ও স্থায়ী সমাধান।
🔹 ব্রেসেস চিকিৎসায় দাঁতের মাঝে তার লাগিয়ে ধীরে ধীরে ফাঁকা বন্ধ করা হয়।
🔹 ক্লিয়ার এলাইনার চিকিৎসায় স্বচ্ছ প্লেট ব্যবহার করে ধাপে ধাপে দাঁত সরানো হয়।

⏱ সময়সীমা: সাধারণত ৬ মাস থেকে শুরু করে ১ থেকে ১.৫ বছর পর্যন্ত লাগতে পারে, জটিলতার উপর নির্ভর করে।

---

২. কম্পোজিট ভিনিয়ার (Cosmetic Filling)

দাঁতের মাঝের ফাঁকা অংশে বিশেষ কসমেটিক ফিলিং ব্যবহার করে জায়গাটি পূরণ করা হয়।

✅ এটি সম্পূর্ণ ব্যথামুক্ত, দাঁত কাটতে হয় না
✅ মাত্র ১ সেশনেই সম্পন্ন করা যায় (প্রায় ১ ঘণ্টায়)
✅ সাধারণ যত্ন নিলে ৫–৮ বছর বা তারও বেশি স্থায়িত্ব পায়

⚠️ তবে সব ক্ষেত্রে এটি সম্ভব নয়। যদি ফাঁকা > ২.৫ মিমি হয় বা দাঁত বাঁকা থাকে, তাহলে এটি উপযুক্ত নয় – তখন ব্রেসেস বা এলাইনারই সেরা সমাধান।
💰 খরচ নির্ভর করে ফাঁকার আকার ও সংখ্যার উপর।

---

৩. ক্যাপ / ক্রাউন (PFM বা জিরকোনিয়া)

এটি ফাঁকা দাঁত বন্ধ করার আরেকটি উপায়, তবে সাধারণত এটি শেষ বিকল্প হিসেবে বিবেচিত।

⚠️ এই পদ্ধতিতে দাঁত কাটতে হয় এবং প্রায়ই রুট ক্যানেল করতে হয়। ফলে ভবিষ্যতে ব্রেসেস ব্যবহার করা যায় না।
⚠️ ক্যাপের নিচে খাবার আটকে যাওয়া বা মাড়িতে ইনফ্ল্যামেশন হবার ঝুঁকি থাকে।

🔸 PFM ক্রাউন: এতে ভিতরে ধাতব (মেটাল) থাকে এবং দীর্ঘমেয়াদে মাড়ির কাছ থেকে সেই ধাতব রং দেখা দিতে পারে, যা দেখতে অনাকর্ষণীয় লাগতে পারে।
🔸 জিরকোনিয়া ক্রাউন: সম্পূর্ণ ধাতববিহীন, রঙে একদম প্রাকৃতিক, এবং নান্দনিক। তাই এটি মুখের সামনের দিকে ব্যবহারের জন্য বেশি উপযুক্ত।

👤 যাদের ফাঁকা তুলনামূলক ছোট এবং ভবিষ্যতে আর কোনো ব্রেসেস চিকিৎসার পরিকল্পনা নেই, তারা জিরকোনিয়া ক্যাপ বেছে নিতে পারেন।

এপয়েন্টমেন্ট নিতে কল করুন 01647-110314

ডা. শাহরিয়ার কবির (পাভেল)
বি.ডি.এস(চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম. এস(অর্থোডন্টিক্স) রেসিডেন্ট
বিএসএমএমইউ(পিজি হাসপাতাল),ঢাকা
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন অ্যান্ড স্পেশালিষ্ট ইন অর্থোডন্টিক ব্রেসেস/এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন ডেন্টাল ইমপ্লান্ট
বি এম ডি সি রেজি নং: ১০৮২৪

সাক্ষাতের সময়-
প্রতি শনিবার বিকাল (৪ টা হতে রাত ১০ টা)

🦷 দাঁতে ব্যথা? গর্ত হয়েছে? দাঁত কি রাত্রে ব্যথা করে কিংবা ঠান্ডা-গরমে ব্যাথা বা শিরশির লাগে?এমন হলে সময়মতো চিকিৎসা না নি...
03/07/2025

🦷 দাঁতে ব্যথা? গর্ত হয়েছে? দাঁত কি রাত্রে ব্যথা করে কিংবা ঠান্ডা-গরমে ব্যাথা বা শিরশির লাগে?

এমন হলে সময়মতো চিকিৎসা না নিলে সমস্যা আরও বাড়তে পারে!
📍 সমাধান হতে পারে রুট ক্যানেল বা ফিলিং চিকিৎসা।

🔹 ফিলিং (Tooth Filling)
যখন দাঁতে ছোট গর্ত বা ক্যাভিটি হয়, তখন সেটায় ফিলিং দিয়ে সেই অংশ বন্ধ করে দেওয়া হয়।
👉 এতে করে ব্যথা বন্ধ হয় এবং দাঁত আরও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায়।

🔹 রুট ক্যানেল ট্রিটমেন্ট (RCT)
যখন ইনফেকশন বা গর্ত দাঁতের গভীরে চলে যায় এবং নার্ভে ব্যথা শুরু হয়, তখন দরকার রুট ক্যানেল।
👉 এতে করে আক্রান্ত নার্ভ পরিষ্কার করে বিশেষ মেডিসিন দিয়ে পূরণ করা হয়।
👉 এরপর দাঁতের ওপর ক্যাপ বসানো হয়, যাতে সেটি আবার অনেক বছর টিকে থাকে।

📌 রুট ক্যানেল করলে কি দাঁত বাঁচে?
হ্যাঁ! দাঁত তুলতে না হয়ে সেটিকে অনেক বছর ধরে টিকিয়ে রাখা যায়।

📌 দেরি করলে কি হয়?
⚠️ ইনফেকশন বাড়তে পারে
⚠️ ফোড়া/পুঁজ হতে পারে
⚠️ দাঁত তুলতে হতে পারে

🦷 দাঁতের সামান্য ব্যথাকেও অবহেলা করবেন না। সময়মতো চিকিৎসা নিন, নিজের দাঁতকে দীর্ঘদিন ধরে সুস্থ রাখুন।

এপয়েন্টমেন্ট নিতে কল করুন 01647-110314

ডা. শাহরিয়ার কবির (পাভেল)
বি.ডি.এস(চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম. এস(অর্থোডন্টিক্স) রেসিডেন্ট
বিএসএমএমইউ(পিজি হাসপাতাল),ঢাকা
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন অ্যান্ড স্পেশালিষ্ট ইন অর্থোডন্টিক ব্রেসেস/এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন ডেন্টাল ইমপ্লান্ট
বি এম ডি সি রেজি নং: ১০৮২৪

সাক্ষাতের সময়-
প্রতি শনিবার বিকাল (৪ টা হতে রাত ১০ টা)

#দাঁতের_চিকিৎসা #দাঁতের_ব্যথা

🦷 স্কেলিং করার পর দাঁতের মাঝে ফাঁকা ফাঁকা লাগে? ভয় পাবেন না! এটা স্বাভাবিক!অনেকেই স্কেলিং (দাঁতের পাথর পরিষ্কার) করার পর...
30/06/2025

🦷 স্কেলিং করার পর দাঁতের মাঝে ফাঁকা ফাঁকা লাগে? ভয় পাবেন না! এটা স্বাভাবিক!

অনেকেই স্কেলিং (দাঁতের পাথর পরিষ্কার) করার পর বলেন,
👉 “ডাক্তার, সামনের নিচের দাঁতের ভেতরে তো ফাঁকা ফাঁকা লাগছে!”
📌 এটা কিন্তু চিন্তার কিছু না—বরং এটা দাঁতের সুস্থতার একটি লক্ষণ!

🔍 কেন এমন হয়?
আমাদের দাঁতের মাঝখানে জমে থাকা পাথর (টার্টার) অনেক সময় ধীরে ধীরে দাঁতের ফাঁক ভরাট করে দেয়। এই পাথর কিন্তু স্বাভাবিক নয়—এটি ব্যাকটেরিয়া, প্লাক ও খনিজের মিশ্রণে তৈরি যা মাড়ির রোগ, দুর্গন্ধ, ও দাঁতের নড়াচড়া ঘটায়।
✔ স্কেলিং করার পর যখন এই ক্ষতিকর পাথর সাফ হয়ে যায়, তখন স্বাভাবিক ফাঁকটা আবার অনুভব হয়।

🛡️ তাহলে করণীয় কী?
• নিয়মিত দাঁতের পরিচর্যা
• সঠিক ব্রাশিং টেকনিক
• ৬ মাস পরপর স্কেলিং
• প্রয়োজনে স্পেস বন্ধের জন্য অর্থোডন্টিক পরামর্শ

😊 মনে রাখবেন, স্কেলিং দাঁতের ক্ষতি করে না—বরং দাঁতের আসল সৌন্দর্য ও স্বাস্থ্য ফিরিয়ে আনে।

📍আপনার যদি এখনো পাথর জমে থাকে, আজই চেকআপ করান।

ডা. শাহরিয়ার কবির (পাভেল)
বি.ডি.এস(চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম. এস(অর্থোডন্টিক্স) রেসিডেন্ট
বিএসএমএমইউ(পিজি হাসপাতাল),ঢাকা
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন অ্যান্ড স্পেশালিষ্ট ইন অর্থোডন্টিক ব্রেসেস/এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন ডেন্টাল ইমপ্লান্ট
বি এম ডি সি রেজি নং: ১০৮২৪

সাক্ষাতের সময়-
প্রতি শনিবার বিকাল (৪ টা হতে রাত ১০ টা)

serial: 01647-110314

Take appointment and have a cherished beautiful smile... 😄✅100% pain free procedure✅No anasthesia or Injection✅Absolutel...
30/06/2025

Take appointment and have a cherished beautiful smile...
😄

✅100% pain free procedure
✅No anasthesia or Injection
✅Absolutely no need to trim the teeth.
✅Excellent result just within 1 hour..

Dr. Shahriar Kabir (Pavel)
B.D.S (Chittagong Medical College)
M.S (Orthodontics) Resident
BSMMU (PG Hospital), Dhaka
Oral and Dental Surgeon
Trained in Smile Design & Specialist in Orthodontic Braces/Aligners
Trained in Dental Implants
BMDC Reg. No.: 10824

Consultation Hours:
Every Saturday, 4:00 PM – 10:00 PM

Serial : 01647-110314

দাঁত ফেলেছেন… কিন্তু বসাননি? এখনই সাবধান হোন! 🦷"একটা দাঁত পড়ে গিয়েছিল… খুব একটা সমস্যা মনে হয়নি তখন। খাবার চিবোতেই তো...
25/06/2025

দাঁত ফেলেছেন… কিন্তু বসাননি? এখনই সাবধান হোন! 🦷

"একটা দাঁত পড়ে গিয়েছিল… খুব একটা সমস্যা মনে হয়নি তখন। খাবার চিবোতেই তো পারছিলাম। তাই আর ডেন্টিস্টের কাছেও যাইনি। এখন বুঝি, সেটাই ছিল সবচেয়ে বড় ভুল।"

এই কথাটা আমরা অনেকের মুখে শুনি।

অনেক সময় দাঁত পড়ে গেলে আমরা ভাবি, ‘আরেকটা দাঁত তো আছে’, বা ‘এখনই কিছু করবো না, পরে দেখা যাবে’। কিন্তু এই ‘পরে’ আসতে আসতেই শুরু হয়ে যায় অজান্তে অনেকগুলো জটিলতা।

➤ চোয়ালের হাড় ক্ষয় হতে শুরু করে, মুখের গঠন বদলে যায়।
➤ পাশের দাঁত হেলে পড়ে, পুরো দাঁতের সারি এলোমেলো হয়ে যায়।
➤ খাবার চিবাতে কষ্ট হয়, হজমেও সমস্যা দেখা দেয়।
➤ হাসির আত্মবিশ্বাস কমে যায়, মুখ ফাঁকা দেখায়।
➤ উচ্চারণেও সমস্যা হয়, কিছু শব্দ স্পষ্ট বলতে কষ্ট হয়।
➤ ফাঁকা দাঁত হবার অন্যতম কারন দাঁত ফেলে সেটা আবার না বসানো

❗ দাঁত শুধু মুখের সৌন্দর্য নয়, পুরো শরীরের স্বাস্থ্যের সাথে জড়িত।

এখন ইমপ্লান্ট, ব্রিজ, কিংবা ডেনচারের মতো নিরাপদ ও কার্যকর অপশন রয়েছে যার মাধ্যমে সহজেই মিসিং দাঁত রিপ্লেস করতে পারেন।

একটা ছোট্ট সিদ্ধান্ত- দ্রুততম সময়ে স্পেশালিষ্ট ডেন্টিস্টের শরণাপন্ন হওয়া—আপনার মুখের স্বাস্থ্যকে রক্ষা করতে পারে বহুদিনের জন্য।

🌟 আপনার হাসি, আপনার আত্মবিশ্বাস। দাঁতের যত্নে তা ফিরিয়ে আনুন।

আপনার নিজের অভিজ্ঞতা বা চিন্তা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্টে।
আমরা পাশে আছি। 😊

#দাঁতের_যত্ন #সুস্থ_হাসি #ডেন্টাল_কেয়ার #আপনার_হাসি_আমাদের_প্রেরণা

এপয়েন্টমেন্ট নিতে কল করুন 01647-110314

ডা. শাহরিয়ার কবির (পাভেল)
বি.ডি.এস(চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম. এস(অর্থোডন্টিক্স) রেসিডেন্ট
বিএসএমএমইউ(পিজি হাসপাতাল),ঢাকা
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন অ্যান্ড স্পেশালিষ্ট ইন অর্থোডন্টিক ব্রেসেস/এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন ডেন্টাল ইমপ্লান্ট
বি এম ডি সি রেজি নং: ১০৮২৪

সাক্ষাতের সময়-
প্রতি শনিবার বিকাল (৪ টা হতে রাত ১০ টা)

✨ Transform Your Smile in Just 1 Hour! ✨Say hello to a brighter, more confident you with Composite Veneers at Elite Dent...
24/06/2025

✨ Transform Your Smile in Just 1 Hour! ✨

Say hello to a brighter, more confident you with Composite Veneers at Elite Dental Care & Orthodontics!

🌟 Before & After Magic – See the stunning results for yourself!

🕒 Quick & Convenient – Complete in just 1 hour!

👨‍⚕️ Expert Care by Dr. Shahriar Kabir Pavel📞 Book your appointment today and unleash your perfect smile!

📍 Elite Dental Care & Orthodontics | SERIAL: 01647-110314

এই ছবির মানুষটার গল্প হয়তো আপনার মতোই—সব ঠিক, শুধু একটা দাঁতের ফাঁকা জায়গা তাকে প্রতিদিন আয়না থেকে একটু দূরে রেখেছিলো।কি...
16/06/2025

এই ছবির মানুষটার গল্প হয়তো আপনার মতোই—সব ঠিক, শুধু একটা দাঁতের ফাঁকা জায়গা তাকে প্রতিদিন আয়না থেকে একটু দূরে রেখেছিলো।
কিন্তু এলিট ডেন্টাল কেয়ার-এ মাত্র ১ ঘণ্টার চিকিৎসায় সেই জায়গাটা আজ শুধুই স্মৃতি।

💎 ভিনিয়ার ট্রিটমেন্টে দাঁতের ফাঁকা জায়গা পূরণ করে ফিরিয়ে আনুন নিখুঁত এক হাসি।
হাসুন খোলামনে, গড়ুন আত্মবিশ্বাস।

এপয়েন্টমেন্ট নিতে কল করুন 01647-110314

ডা. শাহরিয়ার কবির (পাভেল)
বি.ডি.এস(চট্টগ্রাম মেডিকেল কলেজ)
এম. এস(অর্থোডন্টিক্স) রেসিডেন্ট
বিএসএমএমইউ(পিজি হাসপাতাল),ঢাকা
ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
ট্রেইন্ড ইন স্মাইল ডিজাইন অ্যান্ড স্পেশালিষ্ট ইন অর্থোডন্টিক ব্রেসেস/এলাইনার স্পেশালিষ্ট
ট্রেইন্ড ইন ডেন্টাল ইমপ্লান্ট
বি এম ডি সি রেজি নং: ১০৮২৪

সাক্ষাতের সময়-
প্রতি শনিবার বিকাল (৪ টা হতে রাত ১০ টা)

Address

96, Rafique Building, 2nd Floor, Hathazari Road, Muradpur, Chattogram
Chittagong
4217

Telephone

+8801647110314

Website

Alerts

Be the first to know and let us send you an email when ELITE Dental CARE & Orthodontics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ELITE Dental CARE & Orthodontics:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Nearby clinics