18/12/2025
প্রতিটি শিশুই জন্ম থেকেই মেধাবী। কিন্তু এই মেধা বেশিদিন স্থায়ী থাকে না, যদিনা নিয়মিত ব্রেইনের চর্চা করানো হয়। বর্তমানে শিশুরা সারাদিন ডিজিটাল ডিভাইসে এতটাই আসক্ত থাকে যেখানে ব্রেইনের কার্যকারী চর্চা করা হয়ে উঠে না। এবং ফলসরূপ মেধার বিবেচনায় শিশুরা অতি সাধারণ হয়ে পড়ে।
🧮 কিন্তু আপনার সন্তানের হাতে ডিজিটাল ডিভাইসের পরিবর্তে যদি 𝐀𝐁𝐀𝐂𝐔𝐒 তুলে দেয়া যায় তাহলে ব্যাপারটা হবে সম্পূর্ণ অন্যরকম। 𝐀𝐁𝐀𝐂𝐔𝐒 এমন একটা টুলস যা ব্যবহারে শিশুর 🧠 ব্রেইনের অনেক বেশি উন্নতি ঘটে। মূলত ০৪ থেকে ১৪ বছর বয়সী শিশুরাই 𝐀𝐁𝐀𝐂𝐔𝐒 চর্চায় বেশি লাভবান হয়ে থাকে।
✅ গণিতে বহুগুলে দক্ষতা বৃদ্ধি পায়
✅ বড় বড় ক্যালকুলেশন করতে ক্যালকুলেটর প্রয়োজন হয় না
✅ খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে
✅ মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারে, এতে সাধারণ পড়াশোনায় প্রচুর হেল্প হয়
✅ অপরিচিত পরিবেশে আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করতে পারে
সুতরাং, আপনার আদরের সন্তানের সার্বিক উন্নতির জন্য আমরা অফার করছি যুগান্তকারী একটি প্রোগ্রাম “Mind Math Brain Gym”। এই প্রোগ্রামে শিশুদের 𝐀𝐁𝐀𝐂𝐔𝐒 টুলসের মাধ্যমে ব্রেইনের চর্চা করানো হয়। অভিভাবক হিসেবে আপনি আশ্বস্থ থাকতে পারেন আমাদের “𝐀𝐁𝐀𝐂𝐔𝐒 ” প্রোগ্রামটা সম্পন্ন করলে আপনার সন্তান সাধারণ পড়াশোনায় এবং ব্যক্তিজীবনে সাফল্যে স্বাক্ষর রাখবেই, যা আপনি ছোট অবস্থা থেকেই বুঝতে পারবেন।
আমাদের ঠিকানা:
গেইট হাউস (নীচ তলা), নূরবাগ আ/এ, জিইসি মোড়, চট্টগ্রাম।(সেন্ট্রোল প্লাজার পিছনে /কোচিং গলি)
গুগল ম্যাপ: http://maps.app.goo.gl/bY9SBWC4MzFEXdaC7?g_st=ac
যোগাযোগ: ০১৮৫১-৩৩৭৭৬৬