Asthma Guard-শ্বাস কস্ট এর স্থায়ী সমাধান

Asthma Guard-শ্বাস কস্ট এর স্থায়ী সমাধান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asthma Guard-শ্বাস কস্ট এর স্থায়ী সমাধান, Medical and health, Chittagong.

08/04/2022

শরীরের রোগপ্রতিরোধক ব্যবস্থা যখন অনিষ্টকারী নয় এমন উপাদানের বিরুদ্ধে অস্বাভাবিক প্রতিক্রিয়া জানায়, তখন অ্যালার্জি হয়। সাধারণত, দেহের রোগপ্রতিরোধক ব্যবস্থা আমাদের ক্ষতিকারক অসুখের হাত থেকে রক্ষা করে, তবে যাঁদের ত্বকের অ্যালার্জি রয়েছে তাঁদের দেহের রোগপ্রতিরোধক ক্ষমতা অতিরিক্ত সংবেদনশীল। এগজিমা, আমবাত, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং অ্যাঞ্জিওডেমা, সবই সাধারণ অ্যালার্জিজনিত ত্বকের প্রতিক্রিয়া।

এর প্রধান লক্ষণ ও উপসর্গ কি?

নিম্নলিখিত তালিকাটি সাধারণ লক্ষণ ও উপসর্গের:

লালচেভাব।
চুলকুনি।
ফোলাভাব।
ফুসকুড়ি।
ফোঁড়ার মতো ওঠা।
আঁশের মতো চামড়া ওঠা।
চামড়া ফাটা।
এগজিমা এবং আমবাত হলো সাধারণ ধরনের ত্বকের অ্যালার্জি এবং এদের উপসর্গ দেখেই দু’টির মধ্যে পার্থক্য করা যায়। এগজিমা সাধারণত মুখের চামড়ায় চুলকুনি, লালচে অথবা শুষ্কভাব হিসাবে দেখা দেয়, এর থেকে তরল বের হতে পারে এবং আঁচড়ে দিলে উঠেও আসে। হাইভ বা আমবাত শরীরের যে কোনও জায়গায় চুলকুনি, লালচে ও সাদা রঙয়ের, ফোঁড়ার মতো উঠতে পারে আর কয়েক মিনিট অথবা সপ্তাহের মধ্যে মিলিয়ে যায়। অ্যাঞ্জিওডেমা (তরল জমা হওয়ার ফলে ফোলাভাব) মুখমণ্ডলে চোখ, গাল অথবা ঠোঁটের চারপাশে হয়। এছাড়া, অ্যালার্জির জন্য দায়ী উপাদান অর্থাৎ অ্যালার্জেনের সরাসরি সংস্পর্শের প্রতিক্রিয়ায় চামড়ায় চুলকুনি ও লালচে ভাবের ফলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়।

এর প্রধান কারণ কি?

শরীরে এমন অনেক সমস্যা আছে যা রোগ হিসাবে গন্য করা হয় না কিন্তু সেই সমস্যা গুলি রোগের থেকেও বেশি চিন্তিত করে তোলে। এখন যদি...
08/04/2022

শরীরে এমন অনেক সমস্যা আছে যা রোগ হিসাবে গন্য করা হয় না কিন্তু সেই সমস্যা গুলি রোগের থেকেও বেশি চিন্তিত করে তোলে। এখন যদি ত্বক সম্পর্কিত সমস্যার কথা বলা হয়, তাহলে ত্বকের এলার্জির কথা শুনতে সাধারণ মনে হলে্, কখনও কখনও এটি এমন সমস্যার সৃষ্টি করে যে মানুষের জ্বর পর্যন্ত হয়ে যায়।

ত্বক আপনার সৌন্দর্যর একটি আয়না। নিজেকে আকর্ষণীয় দেখার জন্য আপনি যেটা চেষ্টা করেন তা আপনার শরীরে কোথাও জমা হয়। প্রায় প্রত্যেকটি মানুষের চামড়ার এলার্জি রয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এটি প্রতিরোধ করার জন্য কোনো প্রতিকার গ্রহণ করেন না। সর্বাধিক বিষয় হল যে অনেকেই জানেন না যে সঠিক চিকিত্সার অভাবের কারণে, তাদের ত্বক খুব খারাপ হতে পারে এবং ক্ষতির শিকার হতে পারে। সুতরাং চর্ম এলার্জি, উপসর্গ এবং তাদের প্রতিরোধ করার উপায়গুলি সম্পর্কে জানা যাক।

কিভাবে এলার্জির প্রতিক্রিয়া হয়-

বহু মানুষ ত্বক এলার্জি দ্বারা আক্রন্ত হয়, যার জন্য তাদের চুলকানির বদলে দাদ, ছোল, ফুসকুড়ি ইত্যাদি হয় এবং এগুলিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এর পরিনাম গভীর হতে পারে। যদি ঠিক সময় এগুলির ওপর গুরুত্ব না দেওয়া হয় তাহলে নানান ত্বকের রোগ দেখা দিতে পারে। এগুলি ছাড়াও বহুবার প্লাস্টিকের ব্যাগের কোন দ্রব্য, পারফিউম, চশমা, সাবান ইত্যাদি থেকে এলার্জি হতে পারে। এলার্জি এই ধরনের কনটেক্ত ডার্মাইটিস বলা হয়। সুতরাং জানা যাক এর লক্ষণ, কারণ এবং এগুলি নির্মূল করার ঘরোয়া উপায়।

এলার্জি হওয়ার কিছু নির্দিষ্ট কারণ

আবহাওয়ার পরিবর্তনের ফলে নাকে এলার্জি হতে পারে
বায়ু দূষণ
চামড়া ওপর ট্যাটুরপ্রভাব
শরীরের অনুপযুক্ত খাবার খাওয়া
পরিচ্ছন্নতা
সৌন্দর্যতার চুলের রং ব্যবহার করা
কোন ড্রাগ বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া
শুষ্ক ত্বকের কারণে ত্বক এলার্জি
পোকামাকড় কামড়ালে
এলার্জির লক্ষণ

ত্বক রঙ পরিবর্তন হওয়া, যেমন লাল দাগ হওয়া
চুলকানি হওয়া
ব্রণর মত ফুসকুড়ি হওয়া
পতন বা ফাটল।
জ্বালা জ্বালা করা
ব্রণে পরিণত হত্তয়া
এলার্জি এড়ানোর জন্য কিছু নিয়মাবলী

বাড়ির বাইরে বেরোনোর সময় মুখ এবং শরীরের অন্যান্য অংশ কাপড় ঢেকে দিন। সানস্ক্রীন ব্যবহার করুন।
মুখে জল দিয়ে মুখ ধুন এতে মুখের ধুলো, নোংরা পরিষ্কার হয়ে যাবে।
অ্যালো ভেরা জেল বা অ্যালো থেকে তৈরি ক্রিম ব্যবহার করুন।
কাজের পর সন্ধ্যায় স্নান করুন এতে আপনার শরীরে ধুলো-নোংরা ইত্যাদি দূর হয়ে যাবে এবং এতে এলার্জি হবে না।
শুধুমা

অ্যাজমা বা হাঁপানি রোগীর সংখ্যা দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিশুসহ যেকোনো বয়সের নারী-পুরুষ এতে আক্রান্ত হতে পারে। ...
08/04/2022

অ্যাজমা বা হাঁপানি রোগীর সংখ্যা দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিশুসহ যেকোনো বয়সের নারী-পুরুষ এতে আক্রান্ত হতে পারে। অ্যাজমায় মানুষ মারা যায় না বললেই চলে। কিন্তু সুচিকিৎসার অভাবে তারা বেশ কষ্ট পায়।

শ্বাসনালির প্রদাহজনিত দীর্ঘস্থায়ী রোগ হলো অ্যাজমা। শ্বাসনালিতে বিভিন্ন কোষ প্রধানত ইওসিনোফিল ও অন্যান্য উপাদান জমা হয়ে শ্বাসনালির ছিদ্র পথ সরু হয়ে যায়। রোগী শ্বাসকষ্টসহ শুকনো কাশি, বুকে কাশি জমে যাওয়া, শ্বাস নেওয়ার সময় বুকে শোঁ শোঁ আওয়াজ হওয়া ইত্যাদি সমস্যায় ভুগতে থাকে।

শীতকালে শুষ্ক ঠান্ডা আবহাওয়া বাতাসে উড়ে বেড়ানোয় ধূলিকণার আধিক্যে অ্যাজমার সমস্যা বেড়ে যায়।

কারণ

অ্যাজমার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে গবেষকরা ধারণা করেন, কিছু বংশগত ও পরিবেশগত কারণে অ্যাজমা হয়। সব বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হলেও শিশুদের ক্ষেত্রে সাধারণত ঝামেলা বেশি হয়।

যাদের রক্তের সম্পর্কে কারও মধ্যে অ্যাজমা থাকে, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

এছাড়াও ঘরের উপাদানের থাকা ক্ষুদ্র কীট, ধুলাবালি, গাছ-আগাছা, ফুলের পরাগরেণু, পশুপাখির পালক, কীটপতঙ্গ ইত্যাদি থেকে সংক্রমণ হয়ে থাকে।

লক্ষণসমূহ

শ্বাসকষ্ট।

কাশি (রাতে ঘুমানোর সময় কাশি বেড়ে যায়)।

কফ থাকতে পারে।

শারীরিক কর্মকাণ্ড যেমন হাঁটলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে শ্বাসকষ্ট শুরু হয়।

বুক ভার হয়ে থাকে।

শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো আওয়াজ হয়।

করণীয়

অ্যাজমার ওষুধ বা ইনহেলার সবসময় হাতের কাছে রাখুন।

ভিটামিন-এ জাতীয় খাবার, কলিজা, গাজরসহ শাক-সবজি ও মধু খাবেন।

নিয়মিত চেকআপ করাবেন।

নিয়মিত হালকা ব্যায়াম করতে পারেন।

ধূমপান ও ধুলোবালি এড়িয়ে চলুন।

বালিশ লেপ তোশক-পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

ঘরে কার্পেট ব্যবহার না করা।

ঠাণ্ডা খাবার আইসক্রিম ইত্যাদি না খাওয়া।

বাড়িতে পোষা প্রাণী (কুকুর, বিড়াল) থাকলে নিয়মিত গোসল করাতে হবে বা পরিচ্ছন রাখতে হবে।

মানসিক চাপ, উৎকণ্ঠা এড়িয়ে চলতে হবে।

08/04/2022

শিশু থেকে শুরু করে বয়স্ক সবার এজমা খুবই সাধারণ রোগে পরিনত হয়েছে। এজমা থেকে মুক্তির উপায় না জানার কারনে এর প্রকোপ থেকে রেহাই পাচ্ছে না অনেকই। কিন্তু সঠিক চিকিৎসা ও জীবনধারণের নিয়মাবলি মেনে চললে এজমার সমস্যা দুর করা অসম্ভব কিছু নয়। এজমা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আমাদের দেয়া দিকনির্দেশনা অনুসরণ করুন। আশা করি আপনিও একটি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

★এজমা/হাপানি  বা শ্বাস কষ্ট থেকে নিজেকে সুরক্ষিত রাখুন ন্যাচারালি!!  ★ #ইনহেলার ছেড়ে দিন ১৫-২০ দিনে!! ন্যাচারাল সাপ্লিমে...
08/04/2022

★এজমা/হাপানি বা শ্বাস কষ্ট থেকে নিজেকে সুরক্ষিত রাখুন ন্যাচারালি!! ★ #ইনহেলার ছেড়ে দিন ১৫-২০ দিনে!! ন্যাচারাল সাপ্লিমেন্ট এর মাধ্যমে সুস্থ্য থাকুন স্থায়ীভাবে।

বিস্তারিত জানতে ইনবক্সে আপনার নাম এবং নাম্বার দিন আমাদের স্পেশালিষ্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে।

বাংলাদেশের যেকোনো প্রান্তে বসে আপনি আমাদের সাপ্লি *মেন্ট সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার অগ্রীম পেমেন্ট ছাড়াই!!

সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন এবং বিস্তারিত জানুন।

ধন্যবাদ

05/04/2022

আসসালামু আলাইকুম
→ ১ মিনিট একটু দেখুন।

এজমা এবং এলার্জি উভয়ই এখন একটি জাতীয় পর্যায়ের সমস্যা হয়ে দাড়িয়েছে।
এমন অনেকেই আছেন যারা এজমা এবং এলার্জিকে সাথে নিয়েই জীবন পার করে দিচ্ছেন অনেক বছর ধরে। কারণ তাদের মধ্যে বিশ্বাস জন্মেছে এজমা বা এলার্জির স্থায়ী সমাধান নেই।

→ তাই আপনার এবং আপনাদের উদ্দ্যেশ্যে বলতে চাই, দূর করুন এই ভুলভ্রান্তি।
এখন এজমা এবং এলার্জি জাতীয় সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার উপায় আছে আমাদের কাছে।



#আদা_ওমেগা৩_পিপুল_আকন্দফুল_লং_বসাক_তুলশী_যষ্টিমধু_শোধিত_শীলাজিত ও দেশি-বিদেশি হাই কোয়ালিটির বহু প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি আমাদের Asthma Guard...!! 💪

→ এটি বাংলাদেশ সাইন্সল্যাব থেকে পরিক্ষিত এবং সার্টিফিকেট প্রাপ্ত একমাত্র পণ্য। কাজেই #পার্শ্বপ্রতিক্রিয়ার_কোনো_প্রশ্নই_আসে_না। আপনার এজমা থেকে মুক্তি পাওয়ার একমাত্র সঠিক উপায়।

- Asthma Guard সাধারণত নিশ্বাস নিতে কষ্ট হওয়া, বুকে চাপ অনুভব হওয়া, গলা ব্যথা, হাপানি, সর্দিকাশি, শুষ্ক কাশি দূর করে। আপনার হরমোন ব্যালেন্স করে ভিটামিনের ঘাটতি পূরণ করে। আপনার হৃদপিন্ড এবং ফুসফুসকে সতেজ রাখে।

যারা ইনহেলার ব্যবহার করেন, আমাদের প্রোডাক্ট ব্যবহার করে আপনি স্থায়ীভাবে ইনহেলার ব্যবহার করা বন্ধ করে দিতে পারবেন।

আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং প্রোডাক্ট স্পেশালিষ্ট এর সাথে সরাসরি যোগাযোগ করতে নিচের মেসেজ অপশনে ক্লিক করুন এবং ইনবক্সে আপনার নাম্বার দিন।

→ প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত না জেনে এবং ব্যবহার না করে ফালতু বা ভুয়া প্রোডাক্ট বলে নিজেদেরকে অশিক্ষিত প্রমাণ করবেন না।

ধন্যবাদr

★হাপা'নী বা শ্বাস,কষ্ট ভয় আর নয়,★স্থায়ীভাবে সমাধান করুন, ইন,হেলার ছেড়ে ২০-২৫ দিনেই। সুস্থ্য জীবন যাপন করুন। পলিসির কারনে...
05/04/2022

★হাপা'নী বা শ্বাস,কষ্ট ভয় আর নয়,
★স্থায়ীভাবে সমাধান করুন, ইন,হেলার ছেড়ে ২০-২৫ দিনেই। সুস্থ্য জীবন যাপন করুন।

পলিসির কারনে এখানে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন।

আমরা এখন সারা দেশে কুরিয়ার ডেলিভারিতে পন্য সরবরাহ করে থাকি অগ্রিম প্রেমেন্ট ছাড়াই

বিস্তারিত জানতে Send message অপশন এ ক্লিক করুন অথবা নাম্বার টি দিয়ে রাখুন।

★প্রোডাক্টের নামঃএ্যাজমা গার্ড পাউডার (১০০ মি.গ্রাম)এ্যাজমা গার্ড ট্যাবলেট (৪৫টি)♦ধরণ: ফুড সাপ্লিমেন্ট জাতীয়।♣উৎপাদনস্থল...
05/04/2022

★প্রোডাক্টের নামঃ
এ্যাজমা গার্ড পাউডার (১০০ মি.গ্রাম)
এ্যাজমা গার্ড ট্যাবলেট (৪৫টি)
♦ধরণ: ফুড সাপ্লিমেন্ট জাতীয়।
♣উৎপাদনস্থল:শিকাগো লং লাইফ ফুড সাপ্লিমেন্ট কোম্পানি, আমেরিকা।
♦বাজারজাতকারী প্রতিষ্ঠান: এলিট কর্পোরেশন বাংলাদেশ।
★কার্যকারিতাঃ
➡এ্যাজমা/শ্বাসকষ্ট জনিত সমস্যার লক্ষ্মণ গুলো দূর হবে।
➡শ্বাসকষ্ট সমস্যার জন্য দায়ী ফুসফুসের প্রদাহ বৃদ্ধি ১৫ দিনের মধ্যে কমে যাবে
➡সর্বোপরি কোর্স কমপ্লিটের মাধ্যমে এ্যাজমা,হাঁফানী,শ্বাসকষ্ট সমস্যা থেকে মুক্তি পাবেন।
♦উপাদানসমূহ:
সম্পুর্ন ন্যাচারাল উপদান এ তৈরি এই প্রোডাক্ট এর উপাদানঃ আদা,ওমেগা-৩, পিপুল,আকন্দমূল,লিং লাল বছ,বসাক,তুলসি, যষ্টিমধু, শিলজিত ইত্যাদি ন্যাচরাল উপাদান।
★যাদের জন্য প্রযোজ্যঃ
১০বছর বয়স থেকে প্রাপ্ত বয়স্ক পুরুষ - মহিলা সবার জন্য এটি প্রযোজ্য!
★কোর্সের মেয়াদঃ
সাধারণত যাদের সমস্যা একটু জটিল পর্যায়ের এবং সমস্যা অনেক দিনের তাদের জন্য তিন মাসের কোর্স এবং যাদের সমস্যা টি তুলনামূলক কম জটিল তাদের জন্য দেড় মাসের কোর্স।
♠ব্যবহারবিধিঃ-
হালকা কুসুম গরম পানিতে ৩ টি কিসমিস ভিজিয়ে রাখবেন।
১০ মিনিট পর কিসমিস গুলো তুলে এক চা চামচ এ্যাজমা গার্ড পাউডার মিশিয়ে পানিটি খেয়ে নিবেন।
১৫ দিন পর একদিন গ্যাপ দিয়ে দিয়ে খাবেন।
আর ট্যাবলেট টি প্রতিদিন সকালবেলা খালি পেটে একটি করে খাবেন।
১৫ দিন পর একদিন গ্যাপ দিয়ে
দিয়ে খাবেন।
♦কেনো সেবন করবেন? :-
প্রোডাক্ট গুলো সেবনের প্রথম দিন থেকেই আপনার ফুসফুসের প্রদাহ কমাতে থাকবে এবং ধীরে ধীরে তা আপনার শরীরে এডজাস্টমেন্ট হতে থাকবে,প্রয়োজনীয় ভিটামিন এর ঘাটতি পূরণ করবে, রক্ত চলাচল স্বাভাবিক করবে,১৫-২০ দিনের মধ্যেই আপনি ইনহেলার এবং মেডিসিন ছেড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ।(যদি সেবন করে থাকেন)
♣অন্যদের চেয়ে আমরা ব্যতিক্রম কেনোঃ আমাদের প্রতিটি প্রোডাক্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি অর্গানিক প্রোডাক্ট (ফুড সাপ্লিমেন্ট)
তাছাড়া আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশ সাইন্সল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদন প্রাপ্ত।
এর কোনো সাইড ইফেক্ট নেই! ১০০% রিস্ক ফ্রী!
♦♦ওয়েবসাইট : www.eppbd.com
আরো বিস্তারিত জানতে এবং অর্ডার কনফার্ম করতে পোস্টের ডান পাশে Send message অপশনে ক্লিক করুন অথবা সরাসরি যোগাযোগ করুন, 01975476655 নাম্বারে।

বাংলাদেশ সাইন্স ল্যাব কর্তৃক প্রাপ্ত আমাদের অনুমোদন কপি।
27/03/2022

বাংলাদেশ সাইন্স ল্যাব কর্তৃক প্রাপ্ত আমাদের অনুমোদন কপি।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Asthma Guard-শ্বাস কস্ট এর স্থায়ী সমাধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram