14/05/2022
আসলাম স্মৃতি ফাউন্ডেশন এর চক্ষুরোগীদের চিকিৎসাসেবা এখন পুরো চট্টগ্রাম জেলা জুড়ে, চলবে সারা বছর
ফাউন্ডেশনটির চেয়ারম্যান বিশেষজ্ঞ চিকিৎসক ডা. Smm Hasan পবিত্র ঈদুল ফিতর পরবর্তি সংস্থাটির এক সভায় ঘোষণা দেন চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া আসলাম স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে এখন সারাবছর জুড়ে চলবে দৃষ্টি হারা প্রবীণ ব্যক্তিদের চোখের ছানি অপারেশনের কাজ। এখন থেকে বিনামূল্যের এই সেবা নিতে পারবেন চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলার বাসিন্দারাও। এসভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এস এইচ এম মহসিন।
সভায় জানানো হয়, এই সংস্থা থেকে গত ২৫ বছরে এক লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তাসহ নানা সেবা পেয়েছেন।
সেবা নিতে সংস্থার কার্যালয় অথবা নিচের ফোন নম্বরে যোগাযোগ করুন। মুহাম্মদ জাবেদ, ব্যবস্থাপক- 01811983059, আসলাম স্মৃতি ফাউন্ডেশন, নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম।
রাউজান ছাড়াও রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর চক্ষুরোগীরা প্রয়োজনে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন 01717117992