D-Care Lab

D-Care Lab hello there! our products are made of food supplements from natural ingredients. 100% side effect free and we have BCSIR approval.

Our products are 100% natural & permitted. We will provide you the best product and service. We care you for the best health.

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা কি ত্রুটিপূর্ণ যৌনক্রিয়া রোধ করতে পারবেন?যৌন সমস্যা সহ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ...
29/06/2022

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা কি ত্রুটিপূর্ণ যৌনক্রিয়া রোধ করতে পারবেন?

যৌন সমস্যা সহ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উদ্ভূত স্বাস্থ্য সম্পর্কিত জটিলতাগুলি বিলম্বিত করা এবং প্রতিরোধ করা সম্ভব।(6) নিম্নলিখিত টিপসগুলি এই জটিলতাগুলি প্রতিরোধে সহায়তা করতে পারে:(4,6)
– আপনার ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন: ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কারণ হাই ব্লাড সুগার এবং লো ব্লাড সুগার, দুটোই যৌন সমস্যার সৃষ্টি করতে পারে।(4)
– নিয়মিত ব্যায়াম করুন: শারীরিকভাবে সক্রিয় থাকা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ত্রুটিপূর্ণ যৌনক্রিয়ার বিকাশকে রোধ করতে পারে। তবে, লো ব্লাড সুগারের বিষয়েও সতর্ক হন কারণ সেটিও যৌন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।(4,6)
– স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করুন: তাজা এবং স্বাস্থ্যকর খাবার যেমন পুরো দানার শস্য, শাকসবজি এবং ফল খান। চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার বেশী করে খান। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল খান।(6)
– স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন: নিয়মিত ওয়ার্কআউট এবং শারীরিক অ্যাক্টিভিটি ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং আপনার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে।(4,6)
– মনস্তাত্ত্বিক পরামর্শ:(4) ডায়াবেটিস আবেগ সংক্রান্ত অশান্তি, ত্রুটিপূর্ণ যৌনক্রিয়া এবং গর্ভধারণেও অসুবিধার সৃষ্টি করতে পারে। পরামর্শদাতাদের সাথে আপনার সমস্যাগুলি নিয়ে আলোচনা করা প্রয়োজন যাতে তারা আপনাকে যৌন সমস্যার সাথে সম্পর্কিত মানসিক চাপ কাটিয়ে উঠতে সহায়তা করতে পারেন।(4)
– আপনার যদি ডায়াবেটিস থাকে তবে ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলুন কারণ এগুলি ডায়াবেটিসের কারণে তৈরি হওয়া সমস্যাগুলিকে আরও জটিল করে তুলতে পারে।(6)
– ডায়াবেটিস এমন জটিলতার সৃষ্টি করে যা যৌনস্বাস্থ্য সহ শরীরের বিভিন্ন অর্গান সিস্টেমের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।(4,6) তবে, একটি স্বাস্থ্যকর জীবনযাপন অবশ্যই এই জটিলতাগুলির শুরুতেই বিলম্ব ঘটাতে পারে বা এমনকি সেগুলি প্রতিরোধও করতে পারে।(5) বিশেষজ্ঞদের মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ডায়াবেটিসের কারণে তৈরি হওয়া এমন যৌন সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে।(4)

নিয়মিত ব্লাড সুগার পর্যবেক্ষণ এবং চিকিৎসকের কাছে ফলোআপ করা সহ কিছু সাধারণ জীবনযাত্রার পরিবর্তন স্ট্রেসের মাত্রা কম করতে এবং একজন ব্যক্তির সামগ্রিক সুস্থতা উন্নত করতে সহায়তা করে।(4)

একটি সুখী এবং সন্তোষজনক জীবন আপনার নিজের পছন্দের বিষয় – একটি স্বাস্থ্যকর জীবনধারা বেছে নিন; ডায়াবেটিসকে আপনার আনন্দ ছিনিয়ে নিতে দেবেন না!

সম্ভাবনাঃ—বেশির ভাগ ডায়াবেটিস আক্রান্ত নারীর সন্তান নেওয়ার আগপর্যন্ত শর্করা স্বাভাবিক থাকে। কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটি...
12/06/2022

সম্ভাবনাঃ—

বেশির ভাগ ডায়াবেটিস আক্রান্ত নারীর সন্তান নেওয়ার আগপর্যন্ত শর্করা স্বাভাবিক থাকে। কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে। এটি সাধারণত সন্তান প্রসবের পর আর থাকে না। তবে পরবর্তী সময়ে গর্ভধারণের সময় ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়।

গবেষণা বলছে, যাঁদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল, তাঁদের মধ্যে
— ১ দশমিক ৭ শতাংশ এক বছরের মাথায়,
— ১৭ শতাংশ ১০ বছরের মধ্যে আর
— ২৫ শতাংশ ১৫ বছরের মধ্যে পূর্ণ ডায়াবেটিসে আক্রান্ত হন।

Gestational Diabetes কেন হয়গর্ভাবস্থায় ডায়াবেটিসঃ-ডায়াবেটিস মানে রক্তে শর্করার আধিক্য। নারীদের বিশেষ ধরনের ডায়াবেটিস ...
12/06/2022

Gestational Diabetes কেন হয়
গর্ভাবস্থায় ডায়াবেটিসঃ-

ডায়াবেটিস মানে রক্তে শর্করার আধিক্য। নারীদের বিশেষ ধরনের ডায়াবেটিস হয়—গর্ভকালীন ডায়াবেটিস বা জেসটেশনাল ডায়াবেটিস। এ ছাড়াও যাঁরা আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত, তাঁদেরও সন্তানধারণের সময় সতর্ক থাকতে হবে।

অন্তঃসত্ত্বা অবস্থায় কিছু হরমোনের প্রভাবে ইনসুলিনের কার্যক্ষমতা কমে যাওয়ায় রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। প্লাসেন্টা বা গর্ভফুল থেকে উৎপন্ন কর্টিসল, হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, প্রজেস্টেরন, প্রোল্যাকটিন, এস্ট্রাডিওল ইত্যাদি হরমোন রক্তের ইনসুলিনকে তার কাজ করতে বাধা দেয় এবং এর ফলে ইনসুলিন রক্তের গ্লুকোজকে শরীরের বিভিন্ন কোষে সঠিক পরিমাণে স্থানান্তরিত করতে পারে না। অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। যদি গর্ভাবস্থাতেই প্রথমবারের মতো ডায়াবেটিস ধরা পড়ে, তবে তাকে গর্ভকালীন ডায়াবেটিস (জেসটেশনাল ডায়াবেটিস মেলিটাস বা জিডিএম) বলা হয়। গর্ভকালীন ডায়াবেটিসে মা ও শিশু দুজনেরই ঝুঁকি অনেক। তাই ঝুঁকি প্রতিরোধের জন্য প্রয়োজন সঠিক সময়ে ডায়াবেটিস নির্ণয় এবং এর নিয়ন্ত্রণ।

যাঁদের আগে থেকেই ডায়াবেটিস আছে, তাঁরা সন্তান নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। মুখে খাবার ওষুধ পরিবর্তন করে ইনসুলিন গ্রহণ করবেন আর রক্তে শর্করা আগে থেকে সুনিয়ন্ত্রণে এনে তবে সন্তান নেওয়ার চেষ্টা করবেন।

কিন্তু বেশির ভাগ আক্রান্ত নারীর সন্তান নেওয়ার আগপর্যন্ত শর্করা স্বাভাবিক থাকে। কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে। এটি সাধারণত সন্তান প্রসবের পর আর থাকে না। তবে পরবর্তী সময়ে গর্ভধারণের সময় ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। গবেষণা বলছে, যাঁদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল, তাঁদের মধ্যে ১ দশমিক ৭ শতাংশ এক বছরের মাথায়, ১৭ শতাংশ ১০ বছরের মধ্যে আর ২৫ শতাংশ ১৫ বছরের মধ্যে পূর্ণ ডায়াবেটিসে আক্রান্ত হন।

>> ঝুঁকি কাদের বেশিঃ—

ওজনাধিক্য: যেসব নারী গর্ভসঞ্চারের আগে থেকেই স্থূল বা বেশি ওজনে ভুগছেন। এ ছাড়া যাঁদের গর্ভাবস্থায় ওজন অতিরিক্ত বেড়ে যায়। অতি ওজন ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দেয়।

পারিবারিক ইতিহাস: যাঁদের ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস আছে।

আগে গর্ভকালীন ডায়াবেটিস: যদি আগেরবার গর্ভধারণের সময় ডায়াবেটিস হয়ে থাকে। অথবা আগে অতি ওজনবিশিষ্ট সন্তান জন্মের ইতিহাস থাকে।

বয়স: বয়স বাড়ার সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। ২৫ বছরের পর সন্তান নিলে ঝুঁকি বাড়তে থাকে।

অন্যান্য: যেসব নারীর পলিসিস্টিক ওভারি সিনড্রোমের ইতিহাস আছে।

>> কীভাবে বুঝবেনঃ-

প্রত্যেক নারীর গর্ভাধারণের ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে একটি সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ অনুযায়ী রক্তে শর্করা পরীক্ষা করতে হবে। কারণ, এই সময়টি তাঁদের রক্তে শর্করার মাত্রা নিরূপণ করার সেরা সময় বলে বিবেচিত হয়। তবে ওপরে বলা ঝুঁকিগুলো যদি থাকে, তবে এই পরীক্ষা আরও আগেই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শুরুতে স্বাভাবিক থাকলেও ২৪ সপ্তাহের পর আবার করতে হবে। এই পরীক্ষার নাম ‘ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট’।

বারবার তৃষ্ণা পাওয়া, দুর্বলতা ও ক্লান্তি, মুখের ভেতরে শুষ্ক হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, ঘন ঘন প্রস্রাবে বা অন্য কোনো সংক্রমণ হলে ডায়াবেটিস সন্দেহ করতে হবে।

ডায়া'বেটিস নিয়ন্ত্রনে আনুন সম্পূর্ণ ন্যাচ°রালি অরগানিক ফুড সাপ্লি" মেন্ট এর মাধ্যমে কোনো প্রকার ইন সুলি' ন কিংবা মেডি' স...
08/06/2022

ডায়া'বেটিস নিয়ন্ত্রনে আনুন সম্পূর্ণ ন্যাচ°রালি অরগানিক ফুড সাপ্লি" মেন্ট এর মাধ্যমে কোনো প্রকার ইন সুলি' ন কিংবা মেডি' সিন ছাড়াই!!
———————————————————
বিস্তারিত জানতে ইনবক্সে আপনার নাম এবং নাম্বার দিন, আমাদের কন'সাল্টেন্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে।
———————————————————
বাংলাদেশের যেকোনো অঞ্চল থেকে আমাদের সাপ্লি' মেন্ট সংগ্রহ করতে পারবেন, কোনো প্রকার অগ্রীম লেন' দেন ছাড়াই!!
সেন্ড ম্যাসেজ অপশনে ক্লিক করে বিস্তারিত জানুন অথবা
কল করুনঃ
01879-628001 এই নাম্বারে।
ধন্যবাদ।

ডায়া বেটিস ভয় দূর করুন খুব সহজেই,২০-২৫ দিনের মধ্যে নিন  ই'ন সুলিন ও মে'ডি-সিনের প্যারা থেকে মুক্তি, দেশের যেকোনো প্রান্ত...
06/06/2022

ডায়া বেটিস ভয় দূর করুন খুব সহজেই,২০-২৫ দিনের মধ্যে নিন ই'ন সুলিন ও মে'ডি-সিনের প্যারা থেকে মুক্তি, দেশের যেকোনো প্রান্তে নিন হোম ডেলিভারি ব্যবস্থা।
ডায়া বেটিস নিরাময়ে শতভাগ নিশ্চিত ফলাফল পেতে আজই যোগা~যোগ করুন!
সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আপনার নাম ও নাম্বার প্রদান করুন আমাদের স্পেশালিষ্ট সরাসরি যোগাযোগ করবে আপনার সাথে!

অথবা সরাসরি কল করুন এই নাম্বারে….
01879628001

ইন সুলিন মেডি~সিন আর কতদিন??এবার ডায়া” বেটিস থেকে সম্পূর্ণ মুক্তি নিন ন্যাচা*রাল সাপ্লিমেন্ট ডা”য়া কেয়ার- এর সাহায্যে,ইন...
06/06/2022

ইন সুলিন মেডি~সিন আর কতদিন??
এবার ডায়া” বেটিস থেকে সম্পূর্ণ মুক্তি নিন ন্যাচা*রাল সাপ্লিমেন্ট ডা”য়া কেয়ার- এর সাহায্যে,
ইন সুলিন ছাড়ুন মাত্র ১৫-২০ দিনে!!

এটি বাংলাদেশ বি’ সি’ এস’ আই’ আর’ কর্তৃক স্বী~কৃত ও অনু~মোদিত।
এছাড়া কোনো স!ইড ই*ফেক্টও নেই।

বিস্তা*রিত জানতে ইনবক্স-এ মেসেজ করুন
অথবা সরাসরি কল করুন 01879 628001 এই নাম্বারে।

সুখবর, সুখবর, সুখবর!!ডায়া” বেটিস রোগীদের জন্য এক বিশাল সুখবর…. ডায়া” বেটিক ঝামেলা আর নয়,  মুক্তি নিন সম্পূর্ণ ন্যাচার...
06/06/2022

সুখবর, সুখবর, সুখবর!!
ডায়া” বেটিস রোগীদের জন্য এক বিশাল সুখবর….
ডায়া” বেটিক ঝামেলা আর নয়, মুক্তি নিন সম্পূর্ণ ন্যাচারাল ভাবে।
ইন সুলিন ছাড়ুন মাত্র ১৫থেকে ২0 দিনে ডায়া কেয়ার যায় কন্ট্রোলের মাধ্যমে………
এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতি’ক্রিয়া মুক্ত এবং বি’ সি’ এস’ আই’ আর অনুমোদিত।
বিস্তারিত জানতে “Send Message” অপশনে ক্লিক করে মেসেজ করুন
অথবা সরাসরি কল করুন 01879628001 এই নাম্বারে।

জেনে রাখুন, ডায়া''বেটিস রোগীর রক্তে গ্লুকোজ কখন বাড়ে।১/ বেশি খাবার খেলে।২/ ব্যায়াম বা দৈহিক পরিশ্রম না   করলে।৩/ পরিমানে...
06/06/2022

জেনে রাখুন, ডায়া''বেটিস রোগীর রক্তে গ্লুকোজ কখন বাড়ে।
১/ বেশি খাবার খেলে।
২/ ব্যায়াম বা দৈহিক পরিশ্রম না করলে।
৩/ পরিমানের চেয়ে কম ইনসুলিন নিলে।
৪/ ডায়া"বেটিসের ইনসুলিন না নিলে বা ট্যাবলেট খেতে ভুলে গেলে বা না খেলে।
৫/ কোন সংক্রামক বা প্রদাহজনিত রোগ হলে বা মানসিক বিপর্যয় দেখা দিলে।
৬/ অন্য কোন রোগের চিকিৎসার সময় ডায়া"বেটিসের চিকিৎসা বন্ধ রাখলে।

ডায়া'বেটিস নিয়ন্ত্রনে আনুন সম্পূর্ণ ন্যাচ°রালি অরগানিক ফুড সাপ্লি" মেন্ট এর মাধ্যমে কোনো প্রকার ইন সুলি' ন কিংবা মেডি' স...
01/06/2022

ডায়া'বেটিস নিয়ন্ত্রনে আনুন সম্পূর্ণ ন্যাচ°রালি অরগানিক ফুড সাপ্লি" মেন্ট এর মাধ্যমে কোনো প্রকার ইন সুলি' ন কিংবা মেডি' সিন ছাড়াই!!
--------------------------------------
বিস্তারিত জানতে ইনবক্সে আপনার নাম এবং নাম্বার দিন,আমাদের কনসাল্টেন্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে।
---------------------------------------
বাংলাদেশের যেকোনো অঞ্চল থেকে আমাদের সাপ্লি' মেন্ট সংগ্রহ করতে পারবেন,কোনো প্রকার অগ্রীম পেমেন্ট ছাড়াই!!
বিস্তারিত জানতে ইনবক্স করুন
বা কল করুন
01879628001 এই নাম্বারে।
ধন্যবাদ

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when D-Care Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram