Asthma care bd

Asthma care bd এ*জ*মা এ লার্জি শ্বা-স-কষ্ট থেকে মুক্তি পেতে ন্যাচারাল সাপ্লিমেন্ট সেবন করুন। বিস্তারিত জানতে ইনবক্স

17/12/2022

নিয়মিত ও সময় অনুযায়ী গোসলের উপকারিতা”

নিয়মিত গোসলের শরীর সুস্থ ও সতেজ রাখার বিকল্প নেই। গোসল শুধু রোগ প্রতিরোধ বাড়ায় না বরং শরীর ও মনকে আরও ফুরফুরে করে তোলে। সাধারনত আমাদের দেশের বেশিরভাগ দুপুরে গোসল করে। তবে কর্মজীবীরা আবার সকালে কিংবা রাতেই গোসল সারেন। আবার অনেকেই দিনের দিনের বিভিন্ন সময়ে কিংবা একাধিকবার গোসল করেন। তবে গোসলের সঠিক সময় কখন, এ বিষয়ে অনেকেরই ধারণা নেই।
আয়ুর্বেদের তথ্যমতে, দিনের যে কোনো সময়ের চেয়ে সকালে গোসল করা বেশি উপকারী। সকালে গোসল করলে একাধিক রোগ থেকে রক্ষা মেলে। একই সঙ্গে সারাদিন সতেজ থাকতেও সাহায্য করে। সকালে গোসলের অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে।
ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল ইনফরমেশনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, গোসল মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যারা নিয়মিত গোসল করেন তাদের তুলনায় যারা প্রতিদিন গোসল করেন তাদের মধ্যে ব্যথা, মানসিক চাপ ও বিষণ্নতার মতো উপসর্গ কম দেখা যায়।
ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক ঐশ্বরিয়া সন্তোষ সম্প্রতি ইনস্টাতে একটি পোস্টের মাধ্যমে গোসলের সঠিক সময় সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। তিনি লিখেছেন, গোসল আয়ুর্বেদের একটি থেরাপিউটিক কার্যকলাপ। যা শরীর ও মনকে সতেজ রাখতে কাজ করে।
তিনি জানান, আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে সকালে গোসল করলে একাধিক উপকার মেলে। সকালে শরীরচর্চা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই এরপর গোসলও জরুরি। সকালে সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের আগে গোসল করা সবচেয়ে ভালো বলে মনে করা হয়।

প্রতিদিন গোসলের উপকারিতা–
× হৃদরোগের ঝুঁকি কমে
× শ্বাসযন্ত্র শক্তিশালী হয়
× হরমোনের ভারসাম্য বজায় থাকে
× ত্বকের জন্য উপকারী
× অস্টিওআর্থারাইটিসের ঝুঁকি কমায় ও
× শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।
অনেকেই খাওয়ার পরে গোসল করেন, যা একেবারেই ভুল কাজ। খাওয়ার পর গোসল করলে খাবার হজমে সাহায্যকারী এনজাইমগুলো বাঁধাপ্রাপ্ত হয়। ফলে খাবার হজম হয় না ও পেট সংক্রান্ত নানা রোগের জটিলতা বাড়ে।
আবার রাতে গোসল করাও বেশ কিছু মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে যাদের চুল ঘন ও লম্বা তারা রাতে গোসল করলে চুল ঠিকমতো শুকায় না ও মায়োসাইটিস নামক রোগের ঝুঁকি থাকে। তাই চুল সব সময় শুকনো রাখার চেষ্টা করুন।

এন্টিবায়োটিক ব্যবহারে আমাদের ভূল---এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এ...
11/12/2022

এন্টিবায়োটিক ব্যবহারে আমাদের ভূল---

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিস্টেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়ে গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা
--------------------------------------------------
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসী বসে থাকা মূর্খ সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or,cefixime or cefuroxime or levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
:
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

শ্বাস* কষ্ট কাকে বলে? কারো যখন তার শরী-রের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণে কষ্ট বা অসুবিধা দেখা যায়, তখন সেই ব্যাক্তির...
10/12/2022

শ্বাস* কষ্ট কাকে বলে?
কারো যখন তার শরী-রের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণে কষ্ট বা অসুবিধা দেখা যায়, তখন সেই ব্যাক্তির শ্বাস কষ্ট বা নিঃ শ্বাসের সমস্যা রয়েছে বলা হয়। এটা লঘু সমস্যা হতে পারে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনায় অথবা সমস্যা ভ*য়াবহও হতে পারে নিউমো*নিয়ার মতো ক্ষেত্রে।

আলহামদুলিল্লাহ ❤️❤️ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🥰😍😍😍😍।
06/12/2022

আলহামদুলিল্লাহ ❤️❤️ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🥰😍😍😍😍।

এই শীতেহা'পা'নী শ্বাস,কষ্ট সমস্যা কে বিদায় দিন।"সম্পুর্ন  নিয়ন্ত্রণ করুন, ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট এর সাহায্যে!!"❝ইন,হে...
06/12/2022

এই শীতে
হা'পা'নী শ্বাস,কষ্ট সমস্যা কে বিদায় দিন।
"সম্পুর্ন নিয়ন্ত্রণ করুন, ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট এর সাহায্যে!!"

❝ইন,হেলার ও মেডি,সিন ছেড়ে দিন মাত্র ১৫-২০ দিনে❞

এছাড়াও আমরা দিচ্ছি সার্বক্ষণিক, প্রশিক্ষণপ্রাপ্ত কন্সাল্টেন্ট কর্তৃক গাইডলাইন ও ফ্রি পরামর্শ। আপনার সমস্যার বিস্তারিত উল্লেখ করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিন আমাদের কন্সাল্টেটিভ বিস্তারিত সিরিয়াল অনুযায়ী যোগাযোগ করবেন।

★ আপনারা পাবেন দেশের যেকোন প্রান্ত থেকে হোম ডেলিভারি সুবিধা, ঘরে বসে পণ্য পাবেন অগ্রিম কোন পেমেন্ট ছাড়াই!!

বিস্তারিত জানতে ও অর্ডার করতে Send Message এ ক্লিক করুন অথবা সরাসরি কল করুন-01856034972.

05/12/2022

👉আপনি কেন আমাদের উপর বিশ্বাস করবেন??
👉আপনি কেন আমাদের থেকে সাপ্লিমেন্ট নিবেন?
👉কেন আমরা বাকিদের থেকে আলাদা?

বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র আমরাই দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি...আমরা আপনাকে যে সাপ্লিমেন্ট দিব প্রথম কোর্সে যদি সেটি কাজ না হয় তাহলে সুন্দরবন কুরিয়ার বা এস এ পরিবহন এর মাধ্যমে সেটি আমাদের কে শর্তসাপেক্ষে রিটার্ন করে দিলে আমরা আপনার জন্য সমমূল্যের আরেকটি সাপ্লিমেন্ট পাঠিয়ে দিব বিনামূল্যে...২য় সাপ্লিমেন্ট টাও যদি কাজ না হয় তাহলে এতে প্রমাণিত হয় যে আপনার বডিতে পর্যাপ্ত পরিমাণে এন্টিবডি উৎপন্ন হয় না..সেক্ষেত্রে ও আমরা আপনাকে নিরাশ করবো না...২য় বার আপনি রিটার্ন করার পর আপনাকে আমরা আপনার ৬০% টাকা ফেরত দিয়ে দিব...ধন্যবাদ

05/12/2022

শ্বা*সকষ্ট হচ্ছে মূলত...
শ্বাস বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে না পারা, শ্বাস নিতে সমস্যা হওয়া, রে সপিরা টরি ডিস ট্রেস নামেও পরিচিত।

Address

Muradpur
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Asthma care bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asthma care bd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram