কসমেটিক খতনা সেন্টার

কসমেটিক খতনা সেন্টার Directed By Registered Medical Practitioner

01/01/2024

A new year is like a blank book. The pen is in your hands. It is your chance to write a beautiful story for yourself.
Wish you all the best for next journey..

♥Happy new year 2024♥

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে? সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?একদম...
01/07/2023

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?
সে কি জ্যাক?
যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?

একদম না! তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।

- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।

- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।

- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।

- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

18/04/2023

শবে কদরের নামাজ পড়ার পদ্ধতি।

শবে কদরের রাতে নির্দিষ্ট কোন নামাজ নাই, আপনি দুই দুই রাকাত করে যত পারেন নফল নামাজ পড়তে পারবেন, এই নফল নামাজ নির্দিষ্ট কোন সূরা দিয়েও পড়তে হয় না।
আপনি অন্যান্য দিন যেভাবে যে সূরা দিয়ে নফল নামাজ পড়েন শবে কদরের রাতেও ওই ভাবেই নফল নামাজের মত করে আদায় করবেন।

শবে কদরের নামাজের নিয়ত।

হে আল্লাহ আমি কেবলামুখী হয়ে দুরাকাআত নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার এভাবেই নিয়ত করবেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাত্রে গুলোতে শবে কদর তালাশ কর। আজ ২৭ রজনী শবে কদর হতেও তো পারে
তাই আসুন আমরা এই রাতে বেশি বেশি করে নফল নামাজ আদায় করব এবং জিকির আজকার করব। যারা পারি বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব।

এবং বেশি বেশি দোয়ার আমল করব।
মৃত সকল মুসলমান নর নারীদের জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব অপরের জন্য ও দোয়া করব।
ইনশাআল্লাহ।

হাদিস শরীফে আছে যে অপরের জন্য দোয়া করে আল্লাহতালা প্রথমে তার দোয়াটাই কবুল করেন।

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
16/08/2022

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

এই গরমে হিট স্ট্রোক খুবই কমন একটি ঘটনা।এ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।🔴হিট স্ট্রোক কীভাবে হয়?বাইরের পরিবেশ যতই গরম হোক মা...
14/07/2022

এই গরমে হিট স্ট্রোক খুবই কমন একটি ঘটনা।
এ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।

🔴হিট স্ট্রোক কীভাবে হয়?
বাইরের পরিবেশ যতই গরম হোক মানুষের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রন করার একটি নিজস্ব মেকানিজম রয়েছে।
সাধারণত গরমে মানুষের শরীর ঘামতে শুরু করে। ঘাম বাষ্পীভূত হয়ে শরীরকে শীতল করে। শরীরে যথেষ্ট পানি সঞ্চিত না থাকলে ঘাম হওয়ার ক্ষমতা কমে যায়। এক পর্যায়ে শরীরে পানি স্বল্পতায় হিট স্ট্রোকের সম্ভাবনা তৈরি হয়।
চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে।

🔴হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা যাদের
🌟যারা এই গরমে বাইরে কাজ করছেন তারা বেশি ঝুঁকিতে, শ্রমিক ,রিকশাচালক ,কৃষক।
🌟শিশু ও বৃদ্ধদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কম।
🌟এ ছাড়া ডায়াবেটিস ও একটোডার্মাল ডিসপ্লেসিয়া (চর্মজাতীয় রোগ) রোগীদের হিট স্ট্রোকের প্রবল আশঙ্কা রয়েছে।
🌟পাশাপাশি অ্যান্টিহিস্টামিন, অ্যাসপিরিন, মানসিক রোগের ওষুধ গ্রহণকারীদের হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে।

🔴হিট-স্ট্রোকের লক্ষণ

শরীরের তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রিº ফারেনহাইট ছাড়িয়ে যায়।
* ঘাম বন্ধ হয়ে যায়।
* ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়।
* নিশ্বাস দ্রুত হয়।
* নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়।
* রক্তচাপ কমে যায়।
* খিঁচুনি, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক আচরণ, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি।
* প্রস্রাবের পরিমাণ কমে যায়।
* রোগী শকেও চলে যায়। এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে

🔴হিট স্ট্রোকের প্রতিকার:

১. প্রচুর পরিমাণ পানি পান করুন।প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়। তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন-খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদিও পান করতে হবে। পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে।
তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন-চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।

২. সম্ভব হলে খোলা হাওয়ায় কাজ করুন।রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন। যদি দিনে করতেই হয়, তবে কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হবে ও প্রচুর পানি ও স্যালাইন পান করুন।

৩. ঢিলেঢালা হালকা সুতির পোশাক পরুন।বাইরে যাঁরা কাজকর্মে নিয়োজিত থাকেন, তাঁরা মাথায় ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড়জাতীয় কিছু ব্যবহার করতে পারেন।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এছাড়া কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ত.....

Address

North Patenga, Khatgor, Chattogram
Chittagong

Telephone

+8801681931637

Website

Alerts

Be the first to know and let us send you an email when কসমেটিক খতনা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কসমেটিক খতনা সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram