03/07/2020
Pulse Oximeter | পালস অক্সিমিটার |
হৃৎস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র।
যাদের প্রয়োজন হতে পারেঃ
🔹এজমা
🔹সিওপিডি
🔹হৃদরোগ
🔹হার্ট ফেইলিওর
🔹কিডনী রোগী
🔹শ্বাসকষ্টের যেকোন রোগী
🔹বয়স্ক ব্যক্তি
🔹কোভিড ১৯
এমতাবস্থায় ডাক্তাররা যেহেতু ঘরে থেকে চিকিৎসা করার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন সেহেতু রক্তের অক্সিজেন পরিমাপের জন্য যে কারোরই যেকোন সময় প্রয়োজন হতে পারে।
➡ইমার্জেন্সী সময় কখন হবে সেটার কথা চিন্তা না করে আগেভাগে একটা পালস অক্সিমিটার সংগ্রহ করে রাখুন। যদি শ্বাসকষ্ট শুরু হয়, তখন হাতের নাগালে থাকলে বুঝতে সুবিধা হবে অক্সিজেন প্রয়োজন হবে কিনা, হসপিটালে কখন যাওয়া প্রয়োজন নাকি বাসায় অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিৎসা নেয়া যাবে।
➡আমাদের সংগ্রহে রয়েছে দুই ধরনের পালস অক্সিমিটার। খুবই সুলভমুল্যে আমরা সরবারহ করছি।
✅রেডি স্টক।
✅চট্রগ্রাম শহরে হোম ডেলিভারি ১২ ঘন্টার মধ্যে।
✅চট্টগ্রামের বাইরে কুরিয়ার ডেলিভারি।
➡কালেকশন পয়েন্টঃ চকবাজার মোড়, প্রবর্তক মোড়, গোল পাহাড় মোড়, জিইসি মোড়, ওয়াসা মোড়, চট্টগ্রাম। (যেকোন সময় কালেকশন করা যাবে)।
Price:
Jumper 500E BDT 1,550.00
Jumper 500D BDT 1,850.00