09/08/2021
সাম্প্রতিককালে গর্ভবতী/স্তন্যদানকারী নারীদের মাঝেও কোভিড-১৯ আক্রান্ত হবার সম্ভাবনা ও পরবর্তীতে মারাত্নক রোগ এমনকি মৃত্যুঝুকি আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি বিবেচনা করে টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ পুর্বক বাংলাদেশ সরকার গর্ভবতী/স্তন্যদানকারী নারীদের শর্তসাপেক্ষে কোভিড-১৯ টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
গর্ভবতী নারীদের কোভিড-১৯ টিকা প্রদানের পুর্বে করণীয়ঃ
১) সাধারন নির্দেশাবলীঃ
ক) গর্ভবতী নারীগণকে সুরক্ষা ওয়েবপোর্টালের (surokkha.gov.bd) মাধ্যমে শুধুমাত্র হাসপাতাল সংযুক্ত টিকা কেন্দ্রে রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করতে হবে।
২) টিকাদানের পূর্বে টিকাদান কেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক কাউন্সিলিং সম্পন্ন করে টিকা প্রদান করতে হবে
২) শর্তাবলীঃ
ক) গর্ভবতী নারী টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না
খ) অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতী নারীকে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না
গ) কোন গর্ভবতী নারীর ভ্যাকসিন এলার্জির পুর্ব ইতিহাস থাকলে কোভিড-১৯ টিকা প্রদান করা যাবে না
ঘ) কোন গর্ভবতী নারী যদি কোভিড-১৯ টিকার ১ম ডোজ গ্রহণের পর এইএফআই (AEFI) কেস হিসেবে সনাক্ত হন তাহলে তাকে ২য় ডোজ প্রদান করা যাবে না।
ঙ) সম্মতিপত্রে টিকাগ্রহনকারী/আইনানুগ অভিভাবক ও কাউন্সিলিং চিকিৎসকের সাক্ষর ব্যতীত টিকা প্রদান করা যাবেনা।
৩) কাউন্সিলিংঃ
কোভিড-১৯ টিকা গ্রহণে ইচ্ছুক গর্ভবতী নারীকে টিকা প্রদানের পূর্বে
রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক পুঙ্খানুপুঙ্খ রূপে নিম্নোক্ত তথ্যদি সম্পর্কে অবহিত করতে হবে-
ক) গর্ভাবস্থায় কোভিড-১৯ আক্রান্ত হলে স্বাস্থ্য ঝুকিঃ
- নির্ধারিত সময়ের আগেই অপরিনত নবজাতক সন্তান জন্মদানের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া
- নবজাতকের স্বাস্থ্য ঝুকি বৃদ্ধি পাওয়া
- বয়স্ক গর্ভবতী (>৩৫ বছর), উচ্চ বিএমআই সম্পন্ন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত নারী গর্ভাবস্থায় (বিশেষ করে ১ম ও ২য় ট্রাইমেস্টার) কোভিড-১৯ এ আক্রান্ত হলে তা মারাত্নক রূপ নিতে পারে এমনকি মৃত্যুও ঘটতে পারে।
- সাধারন নারীদের তুলনায় গর্ভবতী নারীদের কোভিড-১৯ আক্রান্ত হলে স্বাস্থ্য ঝুকি বেশি থাকে
খ) গর্ভবতী নারীকে কোভিড-১৯ টিকা প্রদানের সুফলঃ
- কোভিড-১৯ টিকা প্রদান করলে কোভিড-১৯ এ আক্রান্ত হবার এবং আক্রান্ত হলে এর ফলে সৃষ্ট জটিলতার ঝুকি অপেক্ষাকৃত কম
- গর্ভাবস্থায় কোভিড-১৯ টিকা