Natural Asthma Solution

Natural Asthma Solution Food is the Medicine --- যদি হয় খাঁটি ও প্রাকৃতিক।
(21)

30/10/2025

অ্যাজমা একটি দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত রোগ। ধুলো, ধোঁয়া, ঠান্ডা আবহাওয়া, বা মানসিক চাপ অ্যাজমার ট্রিগার হতে পারে।
স্থায়ী সমাধানের জন্য
নিয়ম মেনে natural asthma + powder সেবন ও ব্যবহার করার ফলে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবেন!!

29/10/2025

অ্যাজমা (Asthma) হলো শ্বাসনালীর একটি দীর্ঘমেয়াদি (chronic) রোগ, যেখানে শ্বাসনালী ফুলে যায়, সংকুচিত হয় এবং অতিরিক্ত মিউকাস (কফ) তৈরি হয়। এর ফলে শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ করে নিশ্বাস ছাড়ার সময়।

🩺 অ্যাজমার প্রধান লক্ষণগুলো

ঘনঘন শ্বাসকষ্ট বা হাঁপ ধরা

বুকে চাপ বা ভারী লাগা

কাশি (বিশেষ করে রাতে বা ভোরে)

শোঁ শোঁ শব্দে শ্বাস নেওয়া

🌫️ অ্যাজমার সাধারণ কারণ / ট্রিগার

ধুলো, ধোঁয়া, ঠান্ডা বাতাস

অ্যালার্জি (যেমন ফুলের রেণু, পশুর লোম, ছত্রাক ইত্যাদি)

এই কঠিন রোগ থেকে মুক্তির উপায় হিসেবে আপনাদের জন্য নিয়ে আসলাম asthmatic + natural powder যা আপনাদের অ্যাজমার সম্পূর্ণ নিরাময় করে তুলবে!!

28/10/2025

আমাদের ওষুধ হচ্ছে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট। এটি
কোনো এ্যালোপ্যাতি/হোমিওপ্যাথি/আয়ুর্বেদিক/ইউনানী কিংবা হারবাল মেডিসিন নয়।এটি সম্পুর্ণ ন্যাচারাল উপাদান এর সমন্বয়ে তৈরি একটি অর্গানিক সলিউশন..

উপরওয়ালা প্রকৃতির প্রতিটি উপাধান কে মানুষের উপকারে ব্যাবহারের লক্ষেই সৃষ্টি করেছেন,তিনি এমন কোনো রোগ/ব্যাধি মানব দেহে দেননি,যার প্রতিষেধক তিনি প্রকৃতির মধ্যে নেই।

সাধারণত প্রত্যেকটা খাবার বা প্রাকৃতিক উপাদান এর ভিন্ন ভিন্ন গুণ থাকে..যা মানুষের দেহের রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে।তবে ২৫-৩০ টা উপাদান একসাথে খাওয়া সম্ভব নয়।তাই আমরা ৩০+ টা উপাদান কে একসাথে গুঁড়ো করে এই ফুড সাপ্লিমেন্ট তৈরি করেছি।ফলে আপনার শরীর পাবে একসাথে ৩০ টা খাবারের গুণাগুণ..

আর ফুড সাপ্লিমেন্ট একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা গবেষণা করে তৈরি করা হয়।প্রতিটি সাপ্লিমেন্ট সাইন্সল্যাব কতৃক পরীক্ষা করা হয়,, তারপর মার্কেটে ডিস্ট্রিবিউট করা হয়।

ন্যাচারাল ট্রিটমেন্ট নিন,,ক্ষতি হওয়ার সম্ভাবনা ০% এবং সুস্থ হওয়ার সম্ভাবনা ১০০%।

আলহামদুলিল্লাহ কাস্টুমার ফিডব্যাক 🥰
04/09/2025

আলহামদুলিল্লাহ কাস্টুমার ফিডব্যাক 🥰

✅ এ্যাজমা থেকে মুক্তি — ৮ বছরের ভোগান্তির পর আজ আলহামদুলিল্লাহ সুস্থ জীবন! পড়ুন তার সত্য গল্পটি…🌿 আলহামদুলিল্লাহ, এ্যাজম...
07/08/2025

✅ এ্যাজমা থেকে মুক্তি — ৮ বছরের ভোগান্তির পর আজ আলহামদুলিল্লাহ সুস্থ জীবন! পড়ুন তার সত্য গল্পটি…

🌿 আলহামদুলিল্লাহ, এ্যাজমা থেকে মুক্তি পেয়েছি!

আমি দীর্ঘ ৮ বছর ধরে এ্যাজমার সমস্যায় ভুগছিলাম। একটু ধুলাবালি, ঠান্ডা বা গরম লাগলেই শুরু হতো কাশি, বুক ধড়ফড়, শ্বাস নিতে কষ্ট। অনেক রকম ওষুধ খেয়েছি, ইনহেলার ছাড়া যেন চলতই না।

একদিন এক আত্মীয়ের কাছ থেকে জানতে পারলাম এই প্রাকৃতিক মেডিসিনের কথা। শুরুতে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরিক্ষা করে দেখার সিদ্ধান্ত নিলাম। নিয়ম করে ২ কোর্স খাওয়ার পর আমি অনুভব করলাম বিশাল পরিবর্তন। ধীরে ধীরে কাশি কমে গেল, শ্বাসকষ্ট আর হচ্ছিল না, রাতে ঘুমও ভালো হচ্ছিল।

আজ আমি বলতেই পারি –
"এই ওষুধ আমাকে নতুন জীবন দিয়েছে।"
ইনশাআল্লাহ এখন আর ইনহেলার লাগে না। আগে যেটা ভাবতাম কখনও ঠিক হব না, আজ আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ।

আল্লাহ এই ওষুধ প্রস্তুতকারীদের জন্য উত্তম প্রতিদান দিন।

➡️আপনিও কি এ্যাজমা শ্বাস কষ্ট হাঁপানি রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ইনবক্সে
অথবা যোগাযোগ করুন :০১৯৫৯৪৪৭৪৯২

আলহামদুলিল্লাহ! 💖আজকের পার্সেল রেডি ✅📦আপনাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা ও সহযোগিতায় আমাদের প্রতি দিনের পথচলা এতটাই সুন্দর ও...
06/08/2025

আলহামদুলিল্লাহ! 💖
আজকের পার্সেল রেডি ✅📦

আপনাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা ও সহযোগিতায় আমাদের প্রতি দিনের পথচলা এতটাই সুন্দর ও সার্থক হয়ে উঠেছে। আজও আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার সম্পূর্ণ করেছি। 🙏

আমরা সবসময় চেষ্টা করি আপনাদের হাতে সঠিক পণ্য সময়মতো পৌঁছে দিতে। 🕰️
বিশ্বাস, মান ও সেবার এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

আপনাদের দোয়া ও ভালোবাসা থাকুক সবসময়। 🕌
যারা এখনো অর্ডার করেননি, দেরি না করে এখনই অর্ডার করুন। 📥

বিশ্বাস গড়ি মানের মাধ্যমে 💯
[ Natural Asthma Solution ]

#আজকেরপার্সেল #গ্রাহক_আমাদের_শক্তি #আলহামদুলিল্লাহ #অনলাইনশপিং #ডেলিভারিরেডি

🌬️ ইনহেলার ছাড়া এখন স্বাভাবিক জীবন – শ্বাসকষ্ট থেকে মুক্তির বাস্তব গল্প! 🌿একটা সময় ছিল যখন হঠাৎ ঠান্ডা বা ধুলোবালিতে নিশ...
03/08/2025

🌬️ ইনহেলার ছাড়া এখন স্বাভাবিক জীবন – শ্বাসকষ্ট থেকে মুক্তির বাস্তব গল্প! 🌿

একটা সময় ছিল যখন হঠাৎ ঠান্ডা বা ধুলোবালিতে নিশ্বাস বন্ধ হয়ে যেত। বুক ভার হয়ে আসতো, রাতে ঘুম ভেঙে যেত শ্বাসকষ্টে। ইনহেলার ছাড়া যেন জীবনই থেমে যেত!

❌ বারবার ইনহেলার
❌ রাতে ঘুমের কষ্ট
❌ বুক ধড়ফড়, দম বন্ধ হয়ে আসা

কিন্তু আজ?
✅ ইনহেলার ছাড়াই স্বাভাবিক জীবন
✅ শান্তিতে নিঃশ্বাস
✅ ঘুমে আর কোনো বাধা নেই

📌 নিচে পড়ুন রোগীর নিজ মুখে অভিজ্ঞতার কিছু কথা 👇

🌿 শ্বাসকষ্ট থেকে মুক্তি—একজন রোগীর হৃদয়স্পর্শী গল্প 🌿

আমি বহু বছর ধরে শ্বাসকষ্টে ভুগেছি। হঠাৎ ঠান্ডা, ধুলোবালি বা গন্ধ পেলেই নিশ্বাস বন্ধ হয়ে যেত। বুক ভার লাগতো, রাতে ঘুমাতে পারতাম না। ইনহেলার ছাড়া এক মুহূর্তও চলত না জীবন।

অনেক চিকিৎসা নিয়েও স্থায়ী সমাধান পাইনি। সেই হতাশার সময়েই এক পরিচিতের মাধ্যমে এই প্রাকৃতিক মেডিসিনের কথা জানতে পারি। শুরু করলাম কোর্সটি।

আলহামদুলিল্লাহ, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আমি অনেকটা সুস্থতা অনুভব করতে শুরু করি। ধীরে ধীরে ইনহেলার ছাড়াই চলতে শিখি। এখন আর শ্বাস নিতে কষ্ট হয় না, শান্তিতে ঘুমাতে পারি, আগের সেই অজানা ভয় নেই আর।

এই ওষুধ শুধু আমার রোগ না, জীবনটাই বদলে দিয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ।

– একজন সুস্থ ও কৃতজ্ঞ রোগী

💬 আপনি বা আপনার কাছের কেউ যদি শ্বাসকষ্টে ভোগেন, ইনশাআল্লাহ আমাদের কোর্সে স্থায়ী সমাধান সম্ভব। আজই ইনবক্স করুন।
📥 যোগাযোগের করুন:০১৯৫৯৪৪৭৪৯২
📞 কোর্স নিতে চাইলে বলুন – “শ্বাসকষ্ট কোর্স”

#শ্বাসকষ্ট #প্রাকৃতিকচিকিৎসা #স্থায়ীসমাধান #হৃদয়ছোঁয়া_গল্প

"শুধু দেড় মাসের কোর্সে মিলেছে ৬ মাসের স্থায়ী স্বস্তি!আর ইনহেলার নয় – এখন নিঃশ্বাস চলে সহজেই, স্বাভাবিকভাবে।"অনেকেই ভাবেন...
01/08/2025

"শুধু দেড় মাসের কোর্সে মিলেছে ৬ মাসের স্থায়ী স্বস্তি!
আর ইনহেলার নয় – এখন নিঃশ্বাস চলে সহজেই, স্বাভাবিকভাবে।"

অনেকেই ভাবেন, শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া অসম্ভব…
কিন্তু প্রাকৃতিক সমাধানেই আজ বহু মানুষ ফিরে পেয়েছেন স্বস্তির জীবন।

🌿 ইনহেলার ছাড়াই ভালো থাকা সম্ভব
🌿 পার্শ্বপ্রতিক্রিয়াহীন নিরাপদ পথ
🌿 বাস্তব ব্যবহারকারীর প্রমাণিত অভিজ্ঞতা

আপনার পালাও হতে পারে!
📞 পরামর্শ ও অর্ডার: ০১৯৫৯৪৪৭৪৯২

"একজন সন্তানের মুখে যখন মায়ের আরামের গল্প শুনি, তখন বুঝি—আমাদের কাজ কতটা সার্থক।আলহামদুলিল্লাহ্, একজন মা এখন ইনহেলার ছাড়...
01/08/2025

"একজন সন্তানের মুখে যখন মায়ের আরামের গল্প শুনি, তখন বুঝি—আমাদের কাজ কতটা সার্থক।
আলহামদুলিল্লাহ্, একজন মা এখন ইনহেলার ছাড়াই ভালো আছেন…
এটাই আমাদের পাওয়া ❤️🙏"

আপনার মায়ের ভালোবাসা, আপনার ভয়, আর আমাদের প্রাকৃতিক সমাধান—সব মিলেই এখন নিঃশ্বাসে স্বস্তি।
আমরা শুধু চেষ্টা করি আপনাদের পাশে থাকতে।

📞 পরামর্শ ও অর্ডার: ০১৯৫৯৪৪৭৪৯২

ঘুমিয়ে ছিলাম গভীর রাতে, হঠাৎ যেন নিঃশ্বাস আটকে গেলো!বুকের ভেতর কেমন যেন এক চাপ…জেগে উঠেই মনে হলো—আমি কি আর নিশ্বাস নিতে ...
01/08/2025

ঘুমিয়ে ছিলাম গভীর রাতে, হঠাৎ যেন নিঃশ্বাস আটকে গেলো!
বুকের ভেতর কেমন যেন এক চাপ…
জেগে উঠেই মনে হলো—আমি কি আর নিশ্বাস নিতে পারবো?"

শুধু আপনিই না, এমন অনেকেই আছেন যারা প্রতিদিন শ্বাসকষ্ট নিয়ে যুদ্ধ করছেন।
এই যুদ্ধের নামই এ্যাজমা বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট।

🌀 সকালে ঘুম থেকে উঠেই বুক ব্যথা
🌀 ধুলা, ঠাণ্ডা বা গন্ধে কাশি শুরু
🌀 হাঁটতে গেলে দম উঠে যায়
🌀 রাতে কাশি বেড়ে ঘুম হারাম
🌀 বুক ঘড়ঘড় শব্দ করে
🌀 এমনকি আবহাওয়া বদলালেও দম বন্ধ হয়ে আসে!

অনেকেই ভাবেন, "এই বুঝি শেষ…", আবার অনেকে ইনহেলারকে জীবনসঙ্গী করে ফেলেছেন।

💚 কিন্তু আল্লাহর রহমতে এখন আছে প্রাকৃতিক উপায়ে মুক্তির পথ!
আমাদের বহু বছর গবেষণায় তৈরি মেডিসিনটি এমন অনেকের জীবনে শান্তির নিঃশ্বাস এনে দিয়েছে — ইনশাআল্লাহ।

🌿 প্রাকৃতিক উপাদান
🌿 কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই
🌿 ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ইনহেলার
🌿 দীর্ঘমেয়াদী আরাম ও আত্মবিশ্বাস

🕊️ শ্বাস যেন আর কষ্ট না হয়, নিশ্বাস যেন শান্তি হয়…
তাই আর দেরি না করে কথা বলুন আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ পরামর্শদাতার সঙ্গে।

📞 যোগাযোগের জন্য: ০১৯৫৯৪৪৭৪৯২

"প্রতিটা নিঃশ্বাস যখন হয়ে ওঠে কষ্টের কারণ, তখন জীবনটা থমকে যায়..."এ্যাজমা বা দীর্ঘদিনের শ্বাসকষ্ট এমন এক সমস্যা, যা প্রত...
01/08/2025

"প্রতিটা নিঃশ্বাস যখন হয়ে ওঠে কষ্টের কারণ, তখন জীবনটা থমকে যায়..."

এ্যাজমা বা দীর্ঘদিনের শ্বাসকষ্ট এমন এক সমস্যা, যা প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রাকে ধ্বংস করে দেয়। আপনি কি নিচের যেকোনো লক্ষণে ভুগছেন?

🔹 বারবার শ্বাস বন্ধ হয়ে আসা
🔹 বুকে চাপ অনুভব করা
🔹 সর্দি বা ধুলাবালিতে হাঁচি ও কাশি বেড়ে যাওয়া
🔹 হঠাৎ করে দম আটকে আসা
🔹 রাতে ঘুমাতে গেলে কাশি বা শ্বাস নিতে কষ্ট হওয়া
🔹 বুক ঘড়ঘড় করা (wheezing sound)
🔹 হাঁটলে বা কাজ করলে দম উঠে যাওয়া
🔹 ঠাণ্ডা বা ধুলাবালুতে তীব্র প্রতিক্রিয়া

এই সব উপসর্গগুলো দিনের পর দিন শরীর আর মনকে দুর্বল করে দেয়।
অনেকেই ইনহেলার বা এন্টিবায়োটিক খেয়ে সাময়িক স্বস্তি পেলেও স্থায়ী সমাধান পান না।

🤲 কিন্তু প্রকৃতি দিয়েছে আমাদের জন্য উপকারী কিছু উপাদান, যা সঠিকভাবে ব্যবহার করলে শ্বাসকষ্ট থেকে স্থায়ী মুক্তি সম্ভব।
আমাদের বিশেষ গবেষণালব্ধ প্রাকৃতিক ফর্মুলায় তৈরি মেডিসিন – যা বহু রোগীর দম ফেলার কষ্ট দূর করেছে আলহামদুলিল্লাহ্।

✅ পার্শ্বপ্রতিক্রিয়াহীন
✅ দীর্ঘমেয়াদে আরাম
✅ ইনহেলার ছাড়াই স্বাভাবিক জীবন
✅ চিকিৎসক অনুমোদিত

শুধু আরাম নয়, এবার চাই স্থায়ী মুক্তি!
আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
📞 ০১৯৫৯৪৪৭৪৯২

Address

Chittagong

Telephone

+8801732100999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Asthma Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram