27/11/2025
শুভেচ্ছাবার্তা ✨ আলহামদুলিল্লাহ…..
শীতের স্নিগ্ধাতার মাঝে আজ এই মুহূর্তে এক অনন্য আনন্দের মুহূর্ত—
সন্ধ্যা ৬:২০ মিনিটে আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিল একটি সুস্থ ও ফুটফুটে কন্যা সন্তান। নতুন জীবনের উষ্ণতায় শীতের হিমেল বাতাস যেন আজ একটু বেশি কোমল, বেশি মায়াময়…
মায়ের স্বাভাবিক প্রসবের প্রতি আস্থা রাখার প্রতিদানে
আমাদের পুরো মেডিকেল টিম শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে।
ডাক্তার, নার্স থেকে শুরু করে প্রতিটি স্টাফ—সবার নিবিড় পর্যবেক্ষণ, ধৈর্য, পরিশ্রম এবং যত্নের ফলেই সফলভাবে নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ, মা ও শিশুটি দু’জনই সুস্থ আছেন।
নতুন অতিথির আগমনে জাহাঙ্গীর টাওয়ার এর সম্মানিত (ম্যানেজার) মোঃ জসিম উদ্দিন ভাই ও তার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই কন্যা শিশুর জীবন হোক শীতের সকালের সূর্যের মতো উজ্জ্বল, নির্মল এবং আশীর্বাদময়।
আপনাদের জীবনের এই মূল্যবান মুহূর্তের অংশ হতে পেরে
চাটখিল পপুলার হাসপাতাল পরিবার গর্বিত ও কৃতজ্ঞ।