Xnnat Health Services

Xnnat Health Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Xnnat Health Services, Medical and health, Chittagong Dawanhat, Chittagong.

D-LossSlimming tea   অতিরিক্ত মেদভুড়ি কমিয়ে নিজেকে করে তুলুন স্মার্ট ও সু- স্বাস্থ্যের অধিকারি।ডি-লস ১০০% ন্যাচারাল এবং ...
23/01/2023

D-Loss
Slimming tea

অতিরিক্ত মেদভুড়ি কমিয়ে নিজেকে করে তুলুন স্মার্ট ও সু- স্বাস্থ্যের অধিকারি।

ডি-লস ১০০% ন্যাচারাল এবং সুগার ফ্রি।

এটার উপাদান গুলো আমেরিকা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হার্বেস্টিং করা

★আমাদের প্রতিটি প্রোডাক্ট বাংলাদেশ সাইন্সল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদিত এবং ১০০% কার্যকরী।

এটি নারী-পুরুষ উভয়ের জন্য কার্যকরী।

♻️কার্যকারীতাঃ

১)অতিরিক্ত মেদভুড়ি কমাতে সহায়তা করে
২)বডি টক্সিন দূর করে।
৩)প্রতিদিন পেট ক্লিয়ার রাখতে সহায়তা করে।
৪)শরীরে শক্তি এবং এনার্জি বাড়িয়ে দেয়।
৫) একমাসে ৫-৭ কেজি পর্যন্ত ওজন কমাতে সহায়তা করে।
৬)রক্তের এন্টিবডির কার্যকরীতা বৃদ্ধি করে।
৭)শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
৮)নতুন ব্লাড সেলস বৃদ্ধি করে।
৯) বডি শেল মজবুত করে।
১০) সর্বোপরি মানবদেহকে ফিট ও সতেজ রাখতে সহায়তা করে।

প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা প্রোডাক্ট কন্সাল্টেন্টের সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে-01615124697

সারাবাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি হোম ডেলিভারিতে পণ্য পাটানো হয়।

বিঃদ্রঃ ডেলিভারি চার্জ অগ্রিম ১৫০ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে।

শীত উপলক্ষে ডেইলি নিউট্রিশনে পাচ্ছেন গরম গরম অফার🔥  কাল থেকে ৭ দিনের জন্য ৪০% ডিস্কাউন্টে অর্ডার করে ফেলুন আপনাদের প্রিয়...
25/11/2022

শীত উপলক্ষে ডেইলি নিউট্রিশনে পাচ্ছেন গরম গরম অফার🔥
কাল থেকে ৭ দিনের জন্য ৪০% ডিস্কাউন্টে অর্ডার করে ফেলুন আপনাদের প্রিয় প্রোডাক্টটি 🔥😍
🔥অফারটি থাকছে মাত্র ৭ দিনের জন্য🔥
অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন, অথবা আজই কল করুন এই নাম্বারে-01615124697

আপনাদের রিভিউ পেলে আমরা আরো উৎসাহিত হই❤️প্রতিনিয়ত আমরা আমাদের প্রোডাক্ট এর মান বৃদ্ধি করার চেষ্টায় থাকি😇,আপনাদের ভালো রি...
24/11/2022

আপনাদের রিভিউ পেলে আমরা আরো উৎসাহিত হই❤️প্রতিনিয়ত আমরা আমাদের প্রোডাক্ট এর মান বৃদ্ধি করার চেষ্টায় থাকি😇,আপনাদের ভালো রিভিউ পেলে আমাদের কাজের গতি আরো বৃদ্ধি পায়,,,আপনাদের সন্তুষ্টির লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি❤️

Our happiest customers 😇
24/11/2022

Our happiest customers 😇

15/11/2022
Daily Night Power উপাদান: অরিজিনাল কোরিয়ান রেড জিনসেং,আম্বর,দামিয়ানা,অশ্বগন্ধা,সয়া প্রোটিন,সাদা উঠের পাউডার,আলফালফা পা...
15/11/2022

Daily Night Power
উপাদান:
অরিজিনাল কোরিয়ান রেড জিনসেং,আম্বর,দামিয়ানা,অশ্বগন্ধা,সয়া প্রোটিন,সাদা উঠের পাউডার,আলফালফা পাতা এবং শিমুল মূল সহ নানাবিদ উপাদানের সমন্বয়ে তৈরি।
উপকারিতা:
১) দীর্ঘস্থায়ী মিলনের সহযোগিতা করে (প্রতি মিলনে ৩০-৪০ মিনিট)
২) হরমোন ব্যালেন্স করে।
৩) যৌন উত্তেজনা বাড়ায়।
৪) যৌনাঙ্গের শিথিলতা কাটায়।
৫) বীর্য গাড় ও পরিমাণ বৃদ্ধি করে।
৬) যৌন সমস্যার ভেতর থেকে সমাধান করে।
৭) শুক্রাণু বৃদ্ধি করে এবং বন্ধ্যত্ব দূরীকরণে সহায়তা করে।
অনুমোদন:
আমেরিকার শিকাগো থেকে আমদানিকৃত ১০০% ন্যাচারাল,কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এটি পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা পরীক্ষিত।
সেবনবিধিঃ
সকালে অথবা রাতে এক মিনি প্যাকেট পাউডার এক গ্লাস কুসুম গরম দুধ পানি অথবা মধু সহিত মিশিয়ে পান করুন।
.
অর্ডার করতে কল করুন : 01615124697
অথবা ইনবক্সে আপনার ফোন নাম্বার টি দিন শীঘ্রই কল করা হবে।
.
.
.
.
.
.
.

Our new shipment was arrived
15/11/2022

Our new shipment was arrived

13/11/2022

ত্বকের রোগ সারাতে বিপ্লব ঘটাল তরল প্লাজমা!

প্লাজমার আসল প্রভাবের এখনও পুরোপুরি ব্যাখ্যা পাওয়া যায় নি৷ তবে এটা ঠিক যে, প্লাজমা ত্বকের ক্ষুদ্রতম ফাঁকফোকরেও প্রবেশ করে জীবাণুমুক্ত করে তুলতে পারে৷ এমনকি মাল্টিরেজিস্টেন্ট ব্যাক্টিরিয়াও রেহাই পায় না৷

ব্যাক্টিরিয়ার বিরুদ্ধে প্লাজমা কতটা কার্যকর হতে পারে, তা ই-কোলাই ব্যাক্টিরিয়ার এক পরীক্ষার মাধ্যমেই বোঝা সম্ভব৷ এই ব্যাক্টিরিয়া আন্ত্রিক রোগ ও ফুড পয়জেনিং ঘটাতে পারে৷ শীতল প্লাজমার বিকিরণের ফলে সেই ব্যাক্টিরিয়া মারা যায়৷ জার্মানির এক বায়োকেমিস্ট মোনিকা গেলকার সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘প্লাজমা ব্যক্টিরিয়া ও ছত্রাকের মতো মাইক্রোঅরগ্যানিজম মেরে ফেলতে পারে৷ সেটি বিভিন্ন রাসায়নিক পরস্পরের সঙ্গে জুড়ে দেয় অথবা বৈদ্যুতিক ক্ষেত্র কাজে লাগিয়ে মেমব্রেন ক্ষতিগ্রস্ত করে৷ মাইক্রোঅরগ্যানিজমের ভিতরে ডিএনএ এবং প্লোটিনও নষ্ট করে দেয় প্লাজমা৷ ফলে সেগুলির মৃত্যু হয়৷”

চিকিৎসক, বায়োলজিস্ট ও পদার্থবিদদের এক টিম সম্প্রতি একটি যন্ত্র তৈরি করেছেন, যা সরাসরি ত্বকের উপর শীতল প্লাজমা সৃষ্টি করতে পারে৷ এক ক্লিনিকাল পরীক্ষার প্রক্রিয়ার মাধ্যমে তার ব্যাক্টিরিয়ানাশক গুণের প্রমাণ পাওয়া গিয়েছে৷ হাই ভোল্টেজ পাল্স সৃষ্টি করে যন্ত্র ও ত্বকের মাঝের অংশের বাতাসকে প্লাজমায় রূপান্তরিত করা যায়৷ ড. হেল্মকে বলেছেন, ‘‘এক্ষেত্রে প্রায় ৪ মাস ধরে বিশেষ যন্ত্রের মাধ্যমে প্লাজমা প্রয়োগ করে চিকিৎসা করা হয়েছে৷ সব মিলিয়ে ৫০ রকমের অ্যাপ্লিকেশন কাজে লাগানো হয়েছে৷ত্বকের রোগ সারাতে তরল প্লাজমা

ত্বকের রোগ নিয়ে সমস্যায় ভোগেন অনেক মানুষ৷ ওষুধপত্র, ক্রিম ইত্যাদি সাময়িক স্বস্তি দিলেও অনেক রোগ দূর হতে চায় না৷ জার্মান বিজ্ঞানীরা এবার শীতল প্লাজমা কাজে লাগিয়ে ক্ষতের চিকিৎসার অভিনব উপায় খুঁজে পেয়েছেন৷

জার্মানির ফ্রাউনহোফার ইনস্টিটিউট এবার ক্ষত ও ত্বকের রোগের চিকিৎসায় শীতল প্লাজমা কতটা কার্যকর হতে পারে, তা খতিয়ে দেখছে৷ দেখা গিয়েছে, শীতল প্লাজমা অতি ক্ষুদ্র মাইক্রোঅরগ্যানিজম মেরে ফেলে এবং ত্বকে রক্তের চলাচল তরান্বিত করে৷ ফ্রাউনহোফার ইনস্টিটিউটের ড. আন্দ্রেয়াস হেল্মকে সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘প্লাজমা-র বিশেষত্ব হল, তা ব্যাক্টিরিয়া ও মাইক্রোঅরগ্যানিজমের মোকাবিলা করে এবং বিভিন্ন রোগের প্যাথোজেন বা জীবাণু মেরে ফেলে৷ ত্বকের স্তরের ঠিক নীচে রক্তসঞ্চালন প্রক্রিয়া চাঙ্গা করে তোলে৷ অর্থাৎ ক্ষত বেশিদিন থাকলে তাতে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়৷ এই দুই প্রভাব কাজে লাগিয়ে প্লাজমা সেই অভাব পূরণ করে ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে৷”

পদার্থবিদ্যা অনুযায়ী তিন রকম অবস্থা সম্ভব, কঠিন, তরল ও বায়বীয়৷ প্লাজমা হলো চতুর্থ অবস্থা৷ শক্তি কাজে লাগিয়ে যে কোনও গ্যাসকে এই অবস্থায় রূপান্তরিত করা সম্ভব৷ এই প্রক্রিয়ায় প্রায় ৬০০ রাসায়নিক প্রতিক্রিয়া কাজে লাগানো হয়৷ ইলেকট্রন, আয়ন, অণু ও অতি বেগুনি রশ্মির এক মিশ্রণ সৃষ্টি হয়৷ ড. আন্দ্রেয়াস হেল্মকে বলেছেন, ‘‘কোনও গ্যাসের মধ্যে বৈদ্যুতিক শক্তি প্রবেশ করিয়ে প্লাজমা সৃষ্টি করা হয়৷ অর্থাৎ সেই গ্যাস বিদ্যুৎ বহন করতে পারে৷ তখন দেখা যায়, কণাগুলি তাদের চার্জ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অণু পরমাণুতে রূপান্তরিত হয়৷ কণাগুলিতে শক্তি প্রবেশ করলে বিকিরণের মাধ্যমে সেই শক্তি বিচ্ছুরিত হয়৷ এখানে কণার সেই বিকিরণ দেখা যাচ্ছে৷”

এই ক্ষত কিছুতেই সেরে উঠছিল না৷ এই চিকিৎসার পর সেই ক্ষত উধাও৷ এই চিকিৎসা পদ্ধতি ৩ রকমের পদ্ধতির মেলবন্ধন ঘটাচ্ছে৷ ওজোন-থেরাপি, স্টিমুলেশন কারেন্ট থেরাপি এবং লাইট থেরাপি৷ এখানে একটি যন্ত্রের মাধ্যমে সে সবের সঙ্গে প্লাজমা প্রযুক্তিও একসঙ্গে কাজে লাগানো হচ্ছে৷”

বহুকালের ক্ষত সারাতে শীতল প্লাজমার প্রয়োগ এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ এই প্রক্রিয়ার মাধ্যমে মাইক্রোঅরগ্যানিসম ও চুলকানি কমানো যাচ্ছে বলে বিজ্ঞানীদের আশা, এভাবে নিউরোডার্মাটিটিস বা সোরিয়াসিসের মতো রোগের চিকিৎসা করা সম্ভব৷

.💚স্বপ্নপূরন এইতো সময় 💚কাজ না হলে টাকা ফেরত গ্যারান্টি.  ✅ #চিকন_ও_দুর্বল_স্বাস্থ্য_স্থায়ী_মোটা_করুন ।✅ #আমাদের_প্রতিটি...
09/11/2022

.💚স্বপ্নপূরন এইতো সময়
💚কাজ না হলে টাকা ফেরত গ্যারান্টি.
✅ #চিকন_ও_দুর্বল_স্বাস্থ্য_স্থায়ী_মোটা_করুন ।
✅ #আমাদের_প্রতিটি_প্রোডাক্ট_বাংলাদেশ _সরকার_অনুমোদিত_🔎_এবং100%_কার্যকরী

✅ এটি নারী ও পুরুষ উভয়ের
জন্যই সমান কার্যকরী।

♻ এছাড়াও বিশেষ কার্যকারীতা :-
১। চিকন স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা করে।
২।ওজন বৃদ্ধি করে।
৩। খাবার রুচি বৃদ্ধি করে।
৪। শরীরের দুর্বলতা দূর করে।
৫। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

অর্ডার করতে কল করুন---
☎️ 01615124697
অথবা ইনবক্সে আপনার ফোন নম্বরটি
দিন শীঘ্রই কল ব্যাক করা হবে।

#বিঃ #দ্রঃ- ডেলিভারি চার্জ
150টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে।

Daily nutrition
26/10/2022

Daily nutrition

26/10/2022

ডেইলি নিউট্রিশন অর্ডার করতে
আপনার
নামঃ
নাম্বারঃ
ঠিকানাঃ
আমাদের ইনবক্স করবেন।
এরপর আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বারে
ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন, অথবা নগদের মাধ্যমেও অর্ডার কনফার্ম করতে পারেন
আমাদের নগদ নাম্বারঃ01615124697
বিকাশঃ01615124697
এছাড়াও যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন-01615124697

আলহামদুলিল্লাহ,, আজকের ডেলিভারি 😇
26/10/2022

আলহামদুলিল্লাহ,, আজকের ডেলিভারি 😇

Address

Chittagong Dawanhat
Chittagong

Telephone

+8801615124697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Xnnat Health Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram