Al Manahil Nurture General Hospital

Al Manahil Nurture General Hospital আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি সমন্বিত চিকিৎসালয়।

- সপ্তাহে ৭দিন দিনরাত ২৪ঘন্টা সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গাইনি ও প্রসূতি বিভাগে নরমাল ও সিজারিয়ান ডেলিভারি।

- আউটডোর ইউনিটে মেডিসিন, জেনারেল সার্জারি, ডেন্টাল ও মেটারনিটি চিকিৎসা সেবা।

- ২৪ ঘন্টা জরুরি বিভাগ

- অভিজ্ঞ দন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে ডেন্টাল ইউনিট

- দেশের যেকোন প্রান্তে রোগী বা লাশ পরিবহনের জন্য নামমাত্র মূল্যে অ্যাম্বুলেন্স সেবা

- স্বল্পমূল্যে থাকা-খাওয়াসহ ইনডোর ইউনিটে কম খরচে নিরবচ্ছিন্ন সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, পরিচ্ছন্ন জেনারেল বেড, যোগাযোগের জন্য প্রতি কক্ষে টেলিফোন সুবিধাসহ স্বাস্থ্যকর অথচ হাতের নাগালে এসি/নন-এসি কেবিন।


- সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা।

- ন্যায্যমূল্যে ২৪ ঘন্টা ফার্মেসী সুবিধা


অক্সিজেন সিলিন্ডার হোম সার্ভিস:
---------
মুমুর্ষূ রোগীদের জন্য হোম সার্ভিস অক্সিজেন সিলিন্ডারের সুব্যবস্থা। রোগীর জন্য বাসায় অক্সিজেন সিলিন্ডার ভাড়ায় নিতে পারবেন দিনরাত ২৪ ঘন্টা।

লাশ দাফনকাফন ও সৎকার সুবিধা:
---------
যে কোনো লাশ সৎকারে দিনরাত ২৪ ঘন্টা সদাপ্রস্তুত মানবিক #টিম_মানাহিল-এর কর্মীবাহিনী, দাফন-কাফন ও জানাজার ব্যবস্থা ও লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা।

অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদমেডিসিন, ইনফেকশাস ডিজিজ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ📆 প্রতি রবিবার🕒 বিকেল ৩টা – সন্ধ্যা ৬টা📍 আল মানা...
15/11/2025

অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ
মেডিসিন, ইনফেকশাস ডিজিজ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ

📆 প্রতি রবিবার
🕒 বিকেল ৩টা – সন্ধ্যা ৬টা
📍 আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল

রোগী সেবায় তাঁর অভিজ্ঞতা দেবে আপনাকে বাড়তি নিশ্চয়তা—
স্বাস্থ্য হোক আরও সুরক্ষিত, চিকিৎসা হোক আরও সহজলভ্য! 💙

📞 হটলাইন: ০১৮৪২-২৭৩২৮০

🌸 আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল 🌸প্রসূতি সেবা, নরমাল ডেলিভারী, সিজারিয়ান অপারেশন ও গাইনি চিকিৎসা সহ সব ধরনের সার্জ...
30/10/2025

🌸 আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল 🌸
প্রসূতি সেবা, নরমাল ডেলিভারী, সিজারিয়ান অপারেশন ও গাইনি চিকিৎসা সহ সব ধরনের সার্জারির পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা এখন একদম কাছেই!

👩‍⚕️ ডা. ফেরদৌস আরা সালমা
এম.বি.বি.এস, ডি.জি.ও, ডি.এম.ইউ
স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সার্জন ও সনোলজিষ্ট

💰 চিকিৎসা ফি মাত্র ২০০ টাকা!
(হ্যাঁ, ঠিকই পড়েছেন — মাত্র ২০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা)

🟢 সম্পূর্ণ মহিলা টিম দ্বারা পরিচালিত।
নরমাল ও সিজারিয়ান ডেলিভারি প্যাকেজ নিম্নরূপ:

✅ নরমাল ডেলিভারি প্যাকেজ ৫০০০/- টাকা
(১ দিন থাকা-খাওয়া এবং মেডিসিনসহ)
✅ সিজারিয়ান ডেলিভারি প্যাকেজ ১৬,০০০-২০,০০০/-টাকা
(২ দিন থাকা-খাওয়া এবং মেডিসিনসহ)
** শর্ত প্রযোজ্য

🕐 রোগী দেখার সময়:
শনিবার, সোমবার ও বুধবার
সকাল ১০টা থেকে ১টা

📍 আল মানাহিল নার্চার দাতব্য চিকিৎসালয় সড়ক, ফুল চৌধুরী পাড়া, বি-ব্লক রেল লাইনের পার্শ্বে, উত্তর হালিশহর, চট্টগ্রাম।
📞 হটলাইন: ০১৮৪২ ২৭৩২৮০

🔹 অভিজ্ঞতার আলো, আস্থার প্রতিশ্রুতি 🔹অধ্যাপক ডা: মো: মামুনুর রশীদ।আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে নিয়মিত রোগী দেখছে...
17/10/2025

🔹 অভিজ্ঞতার আলো, আস্থার প্রতিশ্রুতি 🔹

অধ্যাপক ডা: মো: মামুনুর রশীদ।
আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার।

👉 বিশেষজ্ঞ: মেডিসিন, ইনফেকশাস ডিজিজ ও ডায়াবেটিস
📅 প্রতি রবিবার বিকেল ৩টা – সন্ধ্যা ৬টা
📍 আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল

স্বাস্থ্যসেবায় এখন আরও নির্ভরতা, আরও নিশ্চয়তা! 💙

হটলাইন: ০১৮৪২-২৭৩২৮০

ত্বক, যৌনরোগ ও অ্যালার্জি—সব সমস্যার আধুনিক চিকিৎসায় নির্ভরতার আরেক নাম 💚ডা. জিনাত জাহান হক👉 এমবিবিএস, ডি ডি ভি (ডি.ইউ)🩺...
14/10/2025

ত্বক, যৌনরোগ ও অ্যালার্জি—সব সমস্যার আধুনিক চিকিৎসায় নির্ভরতার আরেক নাম 💚
ডা. জিনাত জাহান হক

👉 এমবিবিএস, ডি ডি ভি (ডি.ইউ)
🩺 কনসালটেন্ট (ডার্মাটোলজি)
📍 আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল, হালিশহর, চট্টগ্রাম
🕙 রোগী দেখা হয়: সোম ও বুধবার সকাল ১০টা–১২টা

☎️ হটলাইন: ০১৮৪২-২৭৩২৮০

চর্ম, যৌনরোগ ও অ্যালার্জি—সব সমস্যার আধুনিক চিকিৎসায় নির্ভরতার আরেক নাম ডা. জিনাত জাহান হক👉 এম বি বি এস, ডি ডি ভি (ডি.ইউ...
05/10/2025

চর্ম, যৌনরোগ ও অ্যালার্জি—সব সমস্যার আধুনিক চিকিৎসায় নির্ভরতার আরেক নাম ডা. জিনাত জাহান হক

👉 এম বি বি এস, ডি ডি ভি (ডি.ইউ)
কনসালটেন্ট (ডারমাটোলজী)

📍 আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল, হালিশহর, চট্টগ্রাম।
💚 নিয়মিত রোগী দেখা হয় সোম এবং বুধবার সকাল ১০টা–১২টা পর্যন্ত।

হটলাইন: ০১৮৪২-২৭৩২৮০

✨ ফিজিওথেরাপির সঠিক চিকিৎসা, সুস্থ জীবনের নিশ্চয়তা✨🕘 সকাল ৯:০০টা – বিকাল ৩:০০টা পর্যন্ত📍 আল মানাহিল নার্চার জেনারেল হাসপ...
15/09/2025

✨ ফিজিওথেরাপির সঠিক চিকিৎসা, সুস্থ জীবনের নিশ্চয়তা✨

🕘 সকাল ৯:০০টা – বিকাল ৩:০০টা পর্যন্ত
📍 আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল

ঘাড়-কোমর ব্যথা, হাড়ের সমস্যা, প্যারালাইসিস থেকে শুরু করে খেলাধুলাজনিত ইনজুরি—সব ধরনের আধুনিক ফিজিওথেরাপি সেবা দিচ্ছে আল মানাহিল হাসপাতাল।

👉 বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নির্ভরযোগ্য চিকিৎসা
👉 আধুনিক যন্ত্রপাতি ও আরামদায়ক পরিবেশ
👉 দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা চিকিৎসা

🌿 সুস্থতা আর প্রাণচাঞ্চল্যের জন্য— আমাদের সাথেই থাকুন!

আল মানাহিল নার্চার দাতব্য চিকিৎসালয় সড়ক, ফুল চৌধুরী পাড়া, বি-ব্লক রেল লাইনের পার্শ্বে, উত্তর হালিশহর, চট্টগ্রাম।
হটলাইন: ০১৮৪২ ২৭৩২৮০

কেন? আল মানাহিল হাসপাতাল!জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক সন্তানসম্ভবা মা-বোনের একটাই স্বপ্ন-নিরাপদ মাতৃত্ব তথা প্রসবক...
20/08/2025

কেন? আল মানাহিল হাসপাতাল!

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক সন্তানসম্ভবা মা-বোনের একটাই স্বপ্ন-নিরাপদ মাতৃত্ব তথা প্রসবকালীন সময়ে নিরিবিলি ও আন্তরিক পরিবেশ নিশ্চিত করা। তাদের সেই লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার লক্ষ্যে সকল শ্রেণী ও পেশাজীবীদের জন্য চট্টগ্রামে আমরাই প্রথম চালু করেছি সম্পূর্ণ মহিলা টিম দ্বারা পরিচালিত মেটারনিটি সেবা।

আলহামদুলিল্লাহ্, তিন হাজার এ-র অধিক সুস্থ-সবল নবজাতকের জন্মদানের মাধ্যমে ইতোমধ্যে মা-বোনদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে আল মানাহিল হাসপাতাল।
অত্যন্ত স্বল্প খরচে, পরিচ্ছন্ন ও কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে মেটারনিটি সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক, মানবিক ও প্রশিক্ষিত মহিলা স্বাস্থ্য কর্মী।
আমাদের দৃঢ় বিশ্বাস পর্দাশীল মা-বোনদের জন্য হতে পারে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মানাহিল হাসপাতালের মেটারনিটি ইউনিট। যেখানে মহান সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ আস্থা ও ভরসা রেখে নরমাল ডেলিভারির জন্যে সর্বোচ্চ চেষ্টা করা হয়। সেই সাথে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা সম্বলিত সুপরিসর একাধিক অপারেশন থিয়েটার ও লেবার রুম।

সুতরাং, আপনার সুবিধামতো সময়ে স্ব-শরীরে পরিদর্শন করে আপনার প্রিয়জনের স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিন। জাযাকাল্লাহু খাইরান।

06/07/2025

শুভেচ্ছা বাণী

প্রিয় দেশবাসী, শুভানুধ্যায়ী ও কল্যাণকামী সকল ভাই ও বোনেরা।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আজ আমাদের জন্য এক আনন্দঘন, স্মরণীয় ও কৃতজ্ঞতাপূর্ণ শুকরিয়া আদায়ের দিন। আল্লাহ্ পাকের অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল তার গৌরবময় ৫ বছর পূর্ণ করল,আলহামদুলিল্লাহ্। এই পরিপূর্ণতা শুধু একটি প্রতিষ্ঠানের সময়ের হিসাব নয়, বরং এটি অসংখ্য অগণিত মানুষের আস্থা, ভালোবাসা ও ভরসার ফসল।

বিশেষ কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই সমাজহিতৈষী, মহিয়সী নারী মিসেস্ নাসরীন মিল্কী'র প্রতি, যিনি মহান আল্লাহ্ তা'য়ালার বিশেষ অনুগ্রহে মানবতার সেবায়, হাসপাতালের যাবতীয় উপকরণাদি সহ ৬ তলা বিশিষ্ট স্থাপনাটি অত্র প্রতিষ্ঠানকে দান করেছেন।

আরও কৃতজ্ঞতা জানাই হালিশহরবাসীর প্রতি, যাঁরা আমাদের এই প্রতিষ্ঠানকে শুরু থেকে অগাধ বিশ্বাস ও ভালোবাসায় আগলে রেখেছেন। আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন ছাড়া এ পথচলা সহজ ছিল না। হালিশহরের মানুষ আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। আপনারাই আমাদের আত্মিক প্রেরণা।

হাসপাতাল মানে শুধু একটি বিল্ডিং নয়। এটি যেন একটি আশ্রয়, একটি নির্ভরতার ঠিকানা। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি, সাধারণ মানুষের চিকিৎসা যেন ব্যয়বহুল না হয়ে, নাগরিক অধিকার হিসেবে পৌঁছায় সবার কাছে। আলহামদুলিল্লাহ্ আমাদের এখানে প্রতিদিন অসংখ্য রোগী সূলভ মূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন।

এই সফল যাত্রার পেছনে ছিলেন আমাদের চিকিৎসকবৃন্দ, নার্স, স্টাফ, স্বেচ্ছাসেবক, দাতা ও আপনাদের মতো শুভানুধ্যায়ীরা। আমরা তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি, ইমারজেন্সি সেবা, প্যাথলজি, দন্ত বিভাগ, প্রসূতি বিভাগ—সব কিছুই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই হাসপাতালে। ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা কর্মশালা—নিয়মিতভাবে আমরা আয়োজন করে যাচ্ছি প্রতিনিয়ত। ইনশাআল্লাহ্ ক্রমান্বয়ে দেশের অন্যতম বৃহত্তর সেবাকেন্দ্রে পরিণত হবে আপনাদের এই প্রতিষ্ঠান।

আপনাদের অবশ্য মনে আছে, করোনাভাইরাসের মহাদুর্যোগের ভয়াবহ দিনগুলোতে যখন মানুষ চিকিৎসার জন্য দিশেহারা, যখন মানুষ চিকিৎসার জন্য হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেছে, করোনা আক্রান্ত রোগী অনেকে গ্রহণ করছেন না, অনেকে হাসপাতালের সামনে মারা গেছেন, ঠিক তখন আমরা নির্ভয়ে এগিয়ে এসেছি। অসংখ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসা, অক্সিজেন ও প্রয়োজনীয় সেবা দিয়ে আমরা চেষ্টা করেছি মানবিক দায়িত্ব পালনের। আমাদের এ হাসপাতালকে কোভিড বিশেষায়িত হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল।

যখন মৃতদেহ কেউ নিতে চায়নি, আত্মীয় স্বজনরাও ভয়ে দূরে সরে গেছেন, তখন আল মানাহিল ফাউন্ডেশন বিশেষ টিম গঠন করে সারা দেশে ফ্রি কাফন-দাফনের দায়িত্ব নিয়েছে। শত শত করোনা আক্রান্ত লাশ দাফান কাফন কাজ সম্পন্ন করেছে আমাদের "টিম মানাহিল"। এই কার্যক্রম এখনো চলমান। এটি শুধু একটি কাজ নয়—বরং এটি আমাদের ঈমানি দায়িত্ব ও মানবিকতার বহিঃপ্রকাশ।

আমাদের হাসপাতাল তখন সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়াতে। শুধু স্থানীয় পর্যায়ে নয়, আল মানাহিল ফাউন্ডেশন সারা দেশে নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে কাফন-দাফন সেবা, সূলভ মূল্যে চিকিৎসা প্রদান, এবং বিভিন্ন মানবিক কার্যক্রম। আমাদের লক্ষ্য সব সময়ই ছিল মানবসেবাকে ইবাদত রূপে গ্রহণ করা।

আমরা স্বপ্ন দেখি—এই হাসপাতাল যেন একদিন একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও স্পেশালাইজড হসপিটালে রূপ নেয়। ইনশাআল্লাহ্ আমরা সারা দেশের বিশেষ করে চট্টগ্রামের প্রতিটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এই মহতী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা দৃঢ় প্রতিজ্ঞ; আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আরও বিস্তৃত পরিসরে, আরও আন্তরিকতার সাথে মানবসেবা করে যাব ইনশাআল্লাহ্।

পরিশেষে, হালিশহরবাসী ও দেশের প্রতিটি মানুষের প্রতি দোয়ার আবেদন, আল্লাহ যেন আমাদের এই সেবামূলক কাজ কবুল করেন, আমাদের সকলকে তাঁর রাহে দৃঢ় রাখেন এবং এই হাসপাতালকে আশার আলো করে রাখেন মানবতার জন্য।
মহান সৃষ্টিকর্তা সর্বাবস্থায় আমাদের সকলেরই মঙ্গল করুন।

জাযাকাল্লাহ খাইরান।

শুভেচ্ছান্তে -
মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন
চেয়ারম্যান,
আল মানাহিল ফাউন্ডেশন
আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল

আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালAL MANAHIL NURTURE GENERAL HOSPITAL দন্ত বিভাগ(সকাল ১০:০০টা - রাত ৯:০০টা)ডা. ফৌজিয়া হ...
06/07/2025

আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল
AL MANAHIL NURTURE GENERAL HOSPITAL

দন্ত বিভাগ
(সকাল ১০:০০টা - রাত ৯:০০টা)

ডা. ফৌজিয়া হক মৌসুমী
বিডিএস (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
রোগী দেখার সময়: প্রতি শনি - বৃহস্পতিবার
বিকাল ৩:০০ টা থেকে রাত ৯:০০ টা

ডা. মীর মোহাম্মদ আবরার
বিডিএস (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
রোগী দেখার সময়: প্রতি শনি - বৃহস্পতিবার
সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা

ফুল চৌধুরী পাড়া, বি-ব্লক রেল লাইনের পার্শ্বে, উত্তর হালিশহর, চট্টগ্রাম।
হটলাইন: ০১৮৪২ ২৭৩২৮০

Address

Phul Chowdhury Para, North Halishahar, Beside B-Block
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Al Manahil Nurture General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Manahil Nurture General Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category