17/02/2025
দাঁত ব্যথা কমানোর দ্রুত উপায়!
দাঁত ব্যথা যে কোনো সময় শুরু হতে পারে, আর তখনই আমরা দ্রুত আরামের উপায় খুঁজে থাকি। কিছু সহজ ও কার্যকর ঘরোয়া উপায় জানলে মাত্র কয়েক মিনিটেই ব্যথা কমানো সম্ভব।
জেনে নিন সেই উপায়গুলো—
লবঙ্গ: দুটি লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান, অথবা লবঙ্গ চিবিয়ে ব্যথার স্থানে জিভ দিয়ে চেপে রাখুন।
রসুন: এক কোয়া রসুন থেঁতলে অল্প লবণ মিশিয়ে দাঁতে লাগান। ব্যথা বেশি হলে রসুন চিবিয়ে খান।
লবণ ও গোলমরিচ: লবণের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করে দাঁতে লাগান। নিয়মিত ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন।
পেঁয়াজ: এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খান বা ব্যথার জায়গায় চেপে ধরুন।
হিং ও লেবুর রস: আধ চা চামচ হিং গুঁড়া দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান। ব্যথা দ্রুত কমবে।
লবণ পানি: এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন, যা দাঁত ও মাড়ির ব্যথা উপশমে দারুণ কার্যকর।
সুস্থ থাকুন, আর প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবা নিন ঘরে বসেই!