Dr M A Morshed

Dr M A Morshed Dr. M.A. Morshed. Assistant professor, department of child health. Rangamati Govt. Medical College, Bangladesh.

Todays 11th November session in  Manila (Philippines). "Common sleep problems in children: Speaker professor Dr Daniel g...
11/11/2025

Todays 11th November session in Manila (Philippines). "Common sleep problems in children:
Speaker professor Dr Daniel goh, department of paedricts,National university Singapore and ex president of Paedricts association of Singapore

15/09/2025

সম্মানিত Dr. M A Morshed–কে DoctorBangladesh.Com পরিবারে আমাদের নতুন সদস্য হিসেবে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।

DoctorBangladesh.Com-এ যুক্ত হওয়ার ফলে এখন থেকে রোগীরা অনলাইনে (গুগলে) Best Child Specialist in Chittagong লিখে সার্চ করলে খুব সহজেই উনার প্রোফাইল ও চেম্বারের তথ্য খুঁজে পাবেন।

উনার প্রোফাইল লিংকঃ https://www.doctorbangladesh.com/dr-m-a-morshed/

আমাদের ওপর আস্থা রাখার জন্য উনার প্রতি রইলো গভীর কৃতজ্ঞতা।

আপনিও যদি DoctorBangladesh.Com–এ প্রোফাইল তৈরি করতে চান, তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

ভিজিট করুনঃ https://www.doctorbangladesh.com/registration/

06/09/2025

টাইফয়েডের টিকা কেন নিতে হবে?

আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি ভাবে টাইফয়েড এর টীকা দেওয়া হবে আর রোগী -সাধারণ মানুষের প্রতিদিনের টেলিফোন/সরাসরি প্রশ্ন 'এই টিকা কেন দিব, কোন ক্ষতি হবে না তো?

টাইফয়েড টীকা বা ভ্যাকসিন দেওয়া হয় টাইফয়েড জ্বর প্রতিরোধ করার জন্য।

টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত, পানি ও খাদ্যবাহিত সংক্রমণ, যেটি Salmonella Typhi জীবাণুর কারণে হয়।
🔹

কেন ভ্যাকসিন দেওয়া দরকার?

রোগ প্রতিরোধ–

ভ্যাকসিন শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যাতে জীবাণু শরীরে প্রবেশ করলেও গুরুতর সংক্রমণ হতে না পারে।

প্রাদুর্ভাব–

বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে পানি ও খাদ্য দূষণের কারণে টাইফয়েড একটি সাধারণ রোগ।

জটিলতা থেকে সুরক্ষা –

টাইফয়েড হলে অন্ত্রের আলসার, রক্তক্ষরণ,
এমনকি অন্ত্র ফেটে যেতে পারে, যা জীবনঘাতী।
অল্প কিছু সংখ্যক শিশুদের টাইফয়েড ফলে মস্তিষ্কের জটিলতা দেখা দিতে পারে ,
ফলে শিশুর বুদ্ধি শক্তি কম সহ অন্যান্য সমস্যা হতে পারে।

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স –

এখন অনেক টাইফয়েড জীবাণু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে গেছে, ফলে চিকিৎসা কঠিন হচ্ছে। ভ্যাকসিন এই ঝুঁকি কমায়।

ভ্রমণকারীদের সুরক্ষা –
যেসব দেশে টাইফয়েড বেশি হয়, সেখানে ভ্রমণ করার আগে ভ্যাকসিন নেওয়া জরুরি।

কে ভ্যাকসিন নেবে?

টাইফয়েড বেশি হয় এমন দেশে বসবাসকারী শিশু ও প্রাপ্তবয়স্ক
যারা দূষিত পানি/খাদ্য গ্রহণের ঝুঁকিতে থাকে।

ইনজেকশন ভ্যাকসিন –
একবার দিলে কয়েক বছর সুরক্ষা দেয়
দীর্ঘদিন সুরক্ষার জন্য দুই থেকে তিন বছর পর পর পুনরায় ভ্যাকসিন দিতে হয়।

বাংলাদেশে অল্প কিছু দিনের মধ্যেই শিশুদের সরকারি ভাবে টাইফয়েড এর টীকা দেওয়া হবে, আপনারা এই সুবিধা গ্রহণ করবেন। টীকা সম্পূর্ণ নিরাপদ।
তবে টিকা গ্রহণের দিন বাচ্চা অসুস্থ থাকলে
ঐদিন টিকাদান বিরত রাখতে হবে।

আপাতত পনের বছর এর নীচে সবাই এই টিকা পাবে পাবে, বড়দের জন্য এখনো সীদ্ধান্ত আসেনি, বড়রা প্রাইভেটলি টীকা নিতে পারেন নিজ খরচে। প্রতি তিন বছর পর পর পুনরায় ভ্যাকসিন নিতে হয়।

ডঃ এম এ মোরশেদ।
সহকারী অধ্যাপক শিশু বিভাগ।
রাঙামাটি মেডিকেল কলেজ।

আগামীর শিশুবিশেষজ্ঞ হবার প্রত্যাশীপ্রিয় শিক্ষার্থীদের আজকের আবদার।দোয়া রইল।
04/09/2025

আগামীর শিশুবিশেষজ্ঞ হবার প্রত্যাশী
প্রিয় শিক্ষার্থীদের আজকের আবদার।
দোয়া রইল।

আজ সকালের পঞ্চম বর্ষের Assessment পরীক্ষা, Rangamati medical college.
14/08/2025

আজ সকালের পঞ্চম বর্ষের Assessment পরীক্ষা, Rangamati medical college.

03/08/2025

মাত্র ১৫ মিনিট করে হাঁটছেন? কম সময়েও কী কী উপকার হচ্ছে জেনে নিন।

ব্যস্ত জীবনে শরীরচর্চা করার সময় পাচ্ছেন না? কিন্তু সারা দিনে ১৫ মিনিট তো বার করতেই পারেন। ব্রিস্ক ওয়াক বা জোরে হাঁটলে ১৫ মিনিটেও উপকার পেতে পারেন। অনেকেই মনে করেন, ওই টুকু হেঁটে আর কী লাভ হবে? আর সেই কারণেই কোনও রকম শরীরচর্চাই তাঁদের করা হয় না। কিন্তু জেনে রাখুন, এই অল্প সময় হাঁটলেও আপনার কী কী উপকার হতে পারে।

১। ল্যানসেট পত্রিকায় প্রকাশিত এক গবেষণা বলছে, রোজ ১৫ মিনিট হাঁটলেও আয়ু ৩ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে।
২। দুপুরের খাবার বা রাতের খাবার খাওয়ার পর ১৫ মিনিট হাঁটলে রক্তে শর্করা মাত্রা কম হতে পারে। এমনকী, যাঁরা প্রত্যেকদিন ৪৫ মিনিট করে সকালে হাঁটছেন, তাঁরা যদি একটানা অতক্ষণ না হেঁটে প্রত্যেকটা মিলের পর ১৫ মিনিট করে হাঁটতে পারেন, তা হলে বেশি উপকার পাবেন।

৩। প্রাপ্তবয়স্কদের প্রত্যেকদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করা উচিত। কিন্তু অনেকেই সেই লক্ষ্য পূরণ করতে পারেন না। ওজন ঝরানোর জন্য শুধু ১৫ মিনিট হাঁটলে চলবে না। তবে যে ক্যালোরিগুলি এমনি ঝরবে না, সেগুলি ঝরানোর জন্য ১৫ মিনিটও যথেষ্ট। তবে এইটুকু শরীরচর্চার যদি রোগা হতে হয়, তা হলে হাঁটার পাশাপাশি লো-ক্যালোরি ডায়েটও করতে হবে।

৪। হৃদরোগ, টাইপ-টু ডায়াবিটিসের মতো কিছু দীর্ঘকালীন রোগের আশঙ্কা কমে হাঁটায়। তাই যত কম সময়ের জন্যেই হোক না কেন, সুযোগ পেলেই হেঁটে নিন।

৫। নিয়মিত হাঁটলে ক্ষতিক্ষর কোলেস্টেরল LDLকমে রায় ,অন্যদিকে ভাল কোলেস্টেরল HDL বেড়ে যায়, ফলে হদরোগের ঝুঁকি কমায়।

৬। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিয়মিত হাঁটলে ৬০ ভাগ পর্যন্ত কোলন ক্যান্সার এবং স্তন ক্যান্সার ঝুঁকি কমায়।
৭। নিয়মিত হাঁটলে মষ্তিকে রক্ত সরবরাহ বাড়ে, ফলে স্ররণশক্তি অটুট থাকে।

৮।পায়ে, কোমরের মাংস পেশী সতেজ রাখতে নিয়মিত হাঁটুন।ফলে বাত, কোমর ব্যথার ঝুঁকি কমে।
৯। তবে খাবার গ্রহণ এর সাথে সাথে না হাঁটা ভাল, অন্তত আধা ঘন্টা পর হাঁটা উচিত। ডা. এম এ মোরশেদ, সহকারি অধ্যাপক, রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল

রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এরশুভেচ্ছা, ধন্যবাদ ও শুভকামনা
01/07/2025

রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এর
শুভেচ্ছা, ধন্যবাদ ও শুভকামনা

Address

Pomra Hazi Para, Rangunia
Chittagong
4360

Telephone

+8801819386253

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr M A Morshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr M A Morshed:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category