GOOD Health

GOOD Health সঠিক চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন,
পরিবারে একটি মানুষ অসুস্থ হওয়া আর পুরো পরিবার অসুস্থ থাকা এক সমান।
(4)

🕋🌻 ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা⏳ আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিনচলুন একসাথে জেনে নিই...💐 ১. কেউ কেউ পেটের উপ...
08/07/2025

🕋🌻 ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা
⏳ আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন
চলুন একসাথে জেনে নিই...

💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।
💐 ২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।
💐 ৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।
💐 ৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।

১. পেটের উপর ঘুমানো:

এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।
👈 তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।

৩. বাম কাত হয়ে ঘুমানো:

সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।
কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।
ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।
👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।

৪. ডান কাত হয়ে ঘুমানো:

ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।
আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।
💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।

হাদীস দ্বারা প্রমাণ:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”
📖 সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)

প্রাচীন বাণী:

পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম

পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম

বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)

ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম
🌟 আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।

📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।

🕋🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ﷺ

আলহামদুলিল্লাহ
25/06/2025

আলহামদুলিল্লাহ

আপনি সুস্থ হবেন স্থায়ী ভাবে ইনশাআল্লাহ, ids, গ্যাস্ট্রিক, আলসার  বদহজম, আজীর্ণ, কোষ্ঠকাঠিন্য, উদরাময়, পেট ফাঁপা, কলিক বা...
25/06/2025

আপনি সুস্থ হবেন স্থায়ী ভাবে ইনশাআল্লাহ,

ids, গ্যাস্ট্রিক, আলসার বদহজম, আজীর্ণ, কোষ্ঠকাঠিন্য, উদরাময়, পেট ফাঁপা, কলিক বা শূলবেদনা,Antral Gastritis, Erosive Gastritis, পায়ুপথের রোগ সহ পেটের সকল রোগের স্থায়ী কাজ করে।

সঠিক চিকিৎসা নিন সুস্থ থাকুন

বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা কল করুন 01627-570206

17/06/2025

📢 আপনি কি গ্যাস্ট্রিকের দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন?
🎯 এই ভিডিওটি আপনার জন্য—একজন রোগী নিজেই বলছেন, কীভাবে তিনি সুস্থ হলেন Gas Pro Plus-এর মাধ্যমে।

#গ্যাস্ট্রিকমুক্তজীবন #গ্যাস্ট্রিকচিকিৎসা

17/06/2025

Gas Pro Plus খেয়ে আমি সত্যিই আরাম পেয়েছি!
এটা শুধু ঔষধ না, স্বস্তির নিশ্চয়তা!
বাস্তব অভিজ্ঞতা একজন রোগীর মুখে.....

17/06/2025

🗣️ বছরের পর বছর গ্যাস্ট্রিকের কষ্ট পেয়েছি, কিন্তু এখন সত্যি সুস্থ!”
✅ রোগীর রিভিউ শুনুন – Gas Pro Plus কিভাবে তার জীবন বদলে দিলো।

26/04/2025

গ্যাস্ট্রিক, আলসার, বদহজম, কোষ্ঠকাঠিন্য স্থায়ী চিকিৎসা।
এক ফাইলেই যথেষ্ট, Gas Pro Plus বিস্তারিত জানতে ও অর্ডার কনফার্ম করতে মেসেজ করুন অথবা 01627-570206 এ যোগাযোগ করুন।

15/03/2025
12/03/2025

আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, বদহজম, অজির্ণ, কোষ্ঠকাঠিন্য, উদরাময়, পেট ফাঁপা, কলিক বা শূলবেদনা, পায়ুপথের রোগ জনিত সমস্যায় ভুগছেন তাহলে এটি আপনার জন্য প্রযোজ্য আজই অর্ডার করুন 01627-570206
কিছুদিন সেবনে আপনার সমস্যা সম্পূর্ণ ভাবে সমাধান হবে ১০০% ইনশাআল্লাহ।

08/03/2025

Address

Puratan Girja, 98 KC Dey Rd, Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when GOOD Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram