Care Point Hospital & Diagnostic Center

Care Point Hospital & Diagnostic Center First Integrated Computerised Clinical Laboratory, Hospital In Fatikchhari

আমাদের হাসপাতালের দিবা-রাত্রি সার্বক্ষণিক সেবাসমূহ:

১। জরুরী সেবা ২৪ ঘন্টা।
২। দিন-রাত ২৪ ঘন্টা অভিজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা গাইনী ও প্রসূতি সেবা।
৩। দিন-রাত ২৪ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিসিন ও শিশু সেবা।
৪। নরমাল ডেলিভারী ও স্বল্পমূল্যে সিজারিয়ান অপারেশন।
৫। বিশেষজ্ঞ সার্জারী চিকিৎসক দ্বারা হার্নিয়া, পাইলস ও এপেন্ডিসাইটিস অপারেশন।
৬। হৃদরোগ, মেডিসিন, বাত-ব্যাথা, ডায়বেটিস, গেস্ট্রোএন্ট্রলজি বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার।
৭। উন্নতমানের সার্বক্ষণিক প্যাথলজি (পরীক্ষা-নীরিক্ষা) সেবা।
৮। ২৪ ঘন্টা ৪উ কালার আল্ট্রাসনোগ্রাফী, ই.সি.জি ও ডিজিটাল এক্সরে সেবা।
৯। ২৪ ঘন্টা এম্বুলেন্স সার্ভিস।
১০। ফিজিওথেরাপি সেবা।
১১। ডেন্টাল ইউনিট।
১২। থ্যালাসেমিয়া সেন্টার ও বøাড ব্যাংক।
১৩। ক্যান্টিন ও নামাজের সু-ব্যবস্থা।

যোগাযোগ: ০১৮৩৭২৩৭৬৫১ (রিসিপশন)
০১৮৩৭২৩৭৬৫০ (রিসিপশন)
এম্বুলেন্স; ০১৮৫৪৮৩৮৩৯০
ম্যানেজার: ০১৮৫৭২২০৫০০

আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।

23/07/2023
প্রসূতি মায়ের উন্নত মানের চিকিৎসা সেবা নিয়ে কেয়ার পয়েন্ট হসপিটাল আছে আপনাদের পাশে।প্রতি সপ্তাহের শনি থেকে সোমবার দিবা-রা...
27/03/2022

প্রসূতি মায়ের উন্নত মানের চিকিৎসা সেবা নিয়ে কেয়ার পয়েন্ট হসপিটাল আছে আপনাদের পাশে।

প্রতি সপ্তাহের শনি থেকে সোমবার দিবা-রাত্রি সার্বক্ষণিক আপনাদের সেবায় রয়েছে প্রসূতি ও স্ত্রী-রোগ বিশেষজ্ঞ

ডা. ইলা দাশ
এমবিবিএস (সি.ইউ),পিজিটি (গাইনী এন্ড অবস)
সিএমইউ (আল্ট্রা)
মেডিকেল অফিসার, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ।
এক্স-মেডিকেল অফিসার, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।

সিরিয়ালের জন্য: 01837237651
01837237650

উন্নতমানের 4D কালার আল্ট্রাসনোগ্রাফি নিয়ে কেয়ার পয়েন্ট হসপিটাল আছে আপনাদের পাশে।আল্ট্রা করবেনডাঃ মনির উদ্দিন রুমেলএমবিবি...
15/03/2022

উন্নতমানের 4D কালার আল্ট্রাসনোগ্রাফি নিয়ে কেয়ার পয়েন্ট হসপিটাল আছে আপনাদের পাশে।

আল্ট্রা করবেন

ডাঃ মনির উদ্দিন রুমেল
এমবিবিএস, পিজিটি, সিসিডি।
ডিএমইউ (আল্ট্রা)

প্রতি মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

যোগাযোগ: 01837237651
01837237650

আগামীকাল চেম্বার করবেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নাজনীন সুলতানা ম্যাম।ডাঃ নাজনীন সুলতানা।এমবিবিএস, বিসিএ...
07/03/2022

আগামীকাল চেম্বার করবেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নাজনীন সুলতানা ম্যাম।

ডাঃ নাজনীন সুলতানা।
এমবিবিএস, বিসিএস, ডিজিও (গাইনী এন্ড অবস)
কনসাল্টেন্ট ও সার্জন।

সময়: দুপুর ২ টা থেকে।
সিরিয়ালের জন্য যোগাযোগ : 01837237651
01837237650

আপনার সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

পেইজে আপনার বন্ধুদের ইনভাইট করার জন্য অনুরোধ রইল।

প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার দিবা-রাত্রি সার্বক্ষণিক আপনাদের সেবায়  রয়েছেন -------------------------------------------...
05/03/2022

প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার দিবা-রাত্রি সার্বক্ষণিক আপনাদের সেবায় রয়েছেন
---------------------------------------------
ডা. সত্যজিৎ কৃঞ্চ সুশীল
এমবিবিএস, পিজিটি (শিশু)
আবাসিক মেডিকেল অফিসার
মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ

এছাড়াও প্রতি শনি, রবি ও সোমবার দিবা-রাত্রি সার্বক্ষণিক আপনাদের সেবায় রয়েছেন
----------------------------------------------------------
ডা. ইলা দাশ
এমবিবিএস, পিজিটি (গাইনী এন্ড অবস)
আবাসিক মেডিকেল অফিসার।
প্রসূতি ও গাইনী রোগে অভিজ্ঞ।

কেয়ার পয়েন্ট হসপিটাল সর্বদা রোগীর সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

সিরিয়ালের জন্য : 01837237651
01837237650

02/03/2022

ধরুন আপনার বাবার রক্তশূন্যতা। হিমোগ্লোবিন কমে গেছে। জরুরী রক্ত পরিসঞ্চালন করতে হবে। আপনার বাবা আর আপনি দুজনেই একই রক্তের গ্রুপ।

ধরা যাক বি" পজিটিভ। তাহলে নিশ্চয়ই আপনি বাবার জন্য রক্ত দেবেন। এবং সেটা করাই স্বাভাবিক।

আপনি বাবাকে রক্ত দিলেন। বাবা একটু সুস্থ। আপনার বেশ ভাল লাগছে। নিজেকে পরিতৃপ্ত মনে হচ্ছে।

১০-১৪ দিন পর আপনার বাবার জ্বর এলো। সাথে আবার রক্ত শূন্যতা, জন্ডিস,ডায়রিয়া,ত্বকে ফোস্কা।
ডাক্তারের কাছে নিয়ে গেলেন। চিকিৎসা চলছে। কিন্তু তাঁকে বাঁচানো গেলো না।

হঠাৎ এমন অসুস্থ হবার কারণটাও খুঁজে পাওয়া গেলো না।

বিষয়টি ভাবুন....

আপনজনের রক্ত পরিসঞ্চালন করার পর TA-GVHD হতে পারে। খুব কম সংখ্যক হয় কিন্তু হলে শতকরা ৯৫ ভাগ মৃত্যু হার। রোগীকে ফিরিয়ে আনা যায় না।

তবে ইরেডিয়েটেড করে রক্ত দিলে এই পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা সবখানে নেই।

অতএব আপনজন ডোনার না হওয়াটাই শ্রেয়। যেমন বাবা,মা, ভাই,বোন,ছেলে,মেয়ে।

-------

স্ত্রীর রক্তশূন্যতা। রক্ত লাগবে। আপনি স্বামী। খুব ভালবাসেন স্ত্রীকে। যেহেতু রক্তের গ্রুপ এক,তাই আপনিই রক্ত দিলেন।

এবার আপনার স্ত্রী সন্তানসম্ভবা। বাচ্চাটা বেড়ে উঠছে জঠরে।

আপনি জানেনও না আপনার দেওয়া রক্তের অন্য কোনো এন্টিজেনের বিরূদ্ধে এন্টিবডি তৈরী হয়ে আছে আপনার স্ত্রীর শরীরে। প্লাসেন্টা দিয়ে সেই এন্টিবডি বাচ্চার শরীরে যাচ্ছে এবং লোহিত রক্ত কণিকা ভাঙছে।
এটা হিমোলাইটিক ডিজিজ অব নিউবর্ন।

বাচ্চা প্রসবের পর তার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগছে। বাচ্চাটাকে নিয়ে টানাটানি চলছে।

অতএব প্রজনন বয়সে স্বামী স্ত্রীকে রক্ত দেওয়া থেকে বিরত থাকাই উপায়।

-----
আপনি জানেনও না আপনার শরীরে থ্যলাসেমিয়া নামক অসুখের জিন আছে। কারণ আপনি মাইনর বা ট্রেইট। আপনার বিয়ের সময় অবশ্যই যার সাথে বিয়ে তার থ্যালাসেমিয়া আছে কিনা জেনে নিন। কারণ আপনার একটু রক্তশূন্যতা হওয়ায় পরীক্ষায় পাওয়া গেছে আপনি এই জিন বহন করছেন।

বিপদটা কোথায়?

আপনি এবং আপনার স্ত্রী দুজনই যদি এই জিন বহন করেন তবে বংশধরেরা এটা পাবে। এবং কেউ না কেউ হয়তো রোগটাকে নিয়ে জন্মগ্রহণ করবে।
তাকে ৩/৪ মাস পর পর রক্ত পরিসঞ্চালন করতে হবে। তার সাথে আরো কত বিষয় জড়িত!

-----
রক্তপরিসঞ্চালন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা জরুরী। এটা কোনো টনিক নয়, স্যালাইনও নয়।
শরীরের জীবিত কোষ প্রতিস্থাপন।

নানানরকম পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। প্রয়োজন ছাড়া রক্ত পরিসঞ্চালন থেকে বিরত থাকাই শ্রেয়। আরো অনেকভাবে চিকিৎসা করা যায়।

ফারহানা ইসলাম
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
মহাখালী, ঢাকা
ডিএমসি কে -৪১

ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হল আমাদের প্রতিষ্টান কেয়ার পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর বার্ষিক পিকনিক ২০২২ ই...
28/02/2022

ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হল আমাদের প্রতিষ্টান কেয়ার পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর বার্ষিক পিকনিক ২০২২ ইং এবং সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফটিকছড়ি ও ফটিকছড়ির কৃতি সন্তান স্বনামধন্য নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ জয়নাল আবেদীন মুহুরী স্যার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরেফিন আজিম স্যার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারবৃন্দ, কেয়ার পয়েন্ট হসপিটালের সম্মানিত সকল চিকিৎসক, পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্টানে প্রতিষ্টানের কর্মকর্তা ও কর্মচারীদের ১ বছরের পারফরমেন্সের উপর ভিত্তি করে পুরষ্কৃত করা হয় এবং রেফেল ড্র দেয়া হয়। ঝমকালো সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী বাদশা।

25/02/2022

কেয়ার পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনাকে স্বাগতম।

আমাদের হাসপাতালের দিবা-রাত্রি সার্বক্ষণিক সেবাসমূহ:

১। জরুরী সেবা ২৪ ঘন্টা।
২। দিন-রাত ২৪ ঘন্টা অভিজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা গাইনী ও প্রসূতি সেবা।
৩। দিন-রাত ২৪ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিসিন ও শিশু সেবা।
৪। নরমাল ডেলিভারী ও স্বল্পমূল্যে সিজারিয়ান অপারেশন।
৫। বিশেষজ্ঞ সার্জারী চিকিৎসক দ্বারা হার্নিয়া, পাইলস ও এপেন্ডিসাইটিস অপারেশন।
৬। হৃদরোগ, মেডিসিন, বাত-ব্যাথা, ডায়বেটিস, গেস্ট্রোএন্ট্রলজি বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার।
৭। উন্নতমানের সার্বক্ষণিক প্যাথলজি (পরীক্ষা-নীরিক্ষা) সেবা।
৮। ২৪ ঘন্টা ৪উ কালার আল্ট্রাসনোগ্রাফী, ই.সি.জি ও ডিজিটাল এক্সরে সেবা।
৯। ২৪ ঘন্টা এম্বুলেন্স সার্ভিস।
১০। ফিজিওথেরাপি সেবা।
১১। ডেন্টাল ইউনিট।
১২। থ্যালাসেমিয়া সেন্টার ও বøাড ব্যাংক।
১৩। ক্যান্টিন ও নামাজের সু-ব্যবস্থা।

যোগাযোগ: ০১৮৩৭২৩৭৬৫১ (রিসিপশন)
০১৮৩৭২৩৭৬৫০ (রিসিপশন)
এম্বুলেন্স; ০১৮৫৪৮৩৮৩৯০
ম্যানেজার: ০১৮৫৭২২০৫০

আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।

Address

Chittagong
4353

Alerts

Be the first to know and let us send you an email when Care Point Hospital & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Care Point Hospital & Diagnostic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category