Asthma point.

Asthma point. এলার্জি/শ্বাসকষ্টের স্থায়ী সমাধান পেতে যোগাযোগ করুন ইনবক্সে

এলার্জি, অ্যাজমা থেকে মুক্তি পেতে যোগাযোগ করুন 01311314808 এই নাম্বারে
04/01/2024

এলার্জি, অ্যাজমা থেকে মুক্তি পেতে যোগাযোগ করুন 01311314808 এই নাম্বারে

02/11/2023

শ্বাস*কষ্ট / হাঁ*পানি সমস্যা থেকে মুক্তি পেতে নিম্নোক্ত নিয়মাবলি আজই মেনে চলা শুরু করুন।
১.ধুমপান/পান খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। (যদি অভ্যাস থাকে)
২.বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে।
৩.ধুলাবালি এবং ময়লা থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে।
৪.সকাল বেলার বাতাস টা গ্রহণ করবেন।
৫.অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বিরত থাকবেন।
৬.ভারী বা পরিশ্রমের কাজ না করার চেষ্টা করবেন।
৭.গরুর মাংস,ইলিশ মাছ,কচু,চিংড়ি,হাসের মাংস,হাঁসের ডিম,ফ্রিজের খাদ্য,ঠান্ডা বরফের পানি খাওয়া থেকে বিরত থাকবেন।

02/11/2023

★আসল প্রোডাক্ট বুঝে নিন★ আমাদের সকল প্রোডাক্ট এলিট মার্ট লিমিটেড এর মার্ক করা,, কিছু অসাধু লোক আমাদের প্রোডাক্ট এর জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে আমাদের নাম ইউজ করে নকল প্রোডাক্ট বাজারজাত করে যাচ্ছে,, এ ক্ষেত্রে আমাদের যেমন ক্ষতি হচ্ছে একই ভাবে অনেক কাস্টমার ও ক্ষতিগ্রস্থ্য হচ্ছে।৷ তাই সন্মানিত কাস্টমার দের প্রতি বিনীত অনুরোধ থাকবে প্রোডাক্ট নেওয়ার সময় একটু যাছাই বাছাই করে নিবেন। ★ আমাদের সকল প্রোডাক্ট এর কোটার উপর খুদাই করা এলিট মার্ট লিমিটেড লিখা থাকবে। ★ প্রোডাক্ট এর গায়ের কিউ আর কোড স্ক্যান করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ★ আমাদের নিজস্ব অফিস রয়েছে এবং অনলাইনের পাশা-পাশি অফলাইনে সরাসরি অফিস থেকে পারসেল গ্রহণ করার সুযোগ আছে। ★ প্রয়োজনে পেমেন্ট করার আগেই ডেলিভারি ম্যান কে সামনে রেখে প্যাকেট খুলে চেক দেওয়ার সুযোগ আছে। আপনার যায়গা থেকে যদি আপনি একটু সচেতন হোন তাহলে খুব সহজেই রুখে দিতে পারবো আমরা সকল প্রতারক কে। ভালো থাকুন, সুস্থ্য থাকুন,আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

এ্যা জমা বা হ্যা'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীঘমেয়াদিএকটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস নালি ফুলে যায় এবং অতিমাত্রায় স...
01/11/2023

এ্যা জমা বা হ্যা'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীঘমেয়াদি
একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস নালি ফুলে যায় এবং অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। এতে হা'নীর বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন, কা শি, শ্বাস কষ্ট বু কে চাপ চাপ অনুভব করা দম নিতে কষ্ট হওয়া এবং বাঁশির মতো আওয়াজ হওয়া ইত্যাদি,
এ অবস্থায় শ্বাস নালিতে যদি ধুলা, ঠান্ডা বা গরম বাতাস প্রবেশ করে তাহলে রোগের মাত্রা বেড়ে যায়। তাই শীত আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর প্রকোপ।

এ্যা জমার উপসর্গগুলো সাধারণত রাতে বা খুব সকালে বেশি হয় এবং শ্বাস নালিতে কোন ধরনের এ্যা লজেন প্রবেশ করলে বা তাপমাত্রা পরিবর্তিত হলে এ উপসর্গের তীব্রতা বেড়ে যায়। কারও কারও ক্ষেত্রে কা শি বা শ্বাস কষ্ট, বুকে বাঁশির মতো শোঁ শোঁ শব্দ শুরুর আগে নাক বা বুক চুলকায়, হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। ওপরের উপসর্গ গুলোর সঙ্গে বংশে কারও যদি এ্যাজমায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে ধরে নেওয়া যায় তার এ্যাজমা রয়েছে।

এ্যা জমা / হাঁপানি যে কোন বয়সে হতেই পারে। তবে শিশুদের ক্ষেএে এইরোগ বেশি দেখা যায়। দেখা গেছে কার ও কার বংশগত কারণে বা পরিবেশগত কারণে ও এ রোগ হতে পারে। এ ছাড়া ধুলোবালির মধ্যে থাকা মাইট নামের ক্ষুদ্র কীট, ফুলের পরাগরেণু থেকে, পশু পাখির পালক ছএাক,মল্ট, ইস্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিগারেটের ধোঁয়ার মধ্যে যারা থাকে তাদের এ রোগ হতে পারে। এ ছাড়া মানসিক চাপে থাকলে হাঁ পানি / শ্বাস কষ্টের তীব্রতা বেড়ে যেতে পারে। কারও কার ও ক্ষেত্রে বিভিন্ন সুগন্ধি, মশার কয়েেল বা কার ও কার ও কিটনাশকের গন্ধ থেকে ও শ্বাস কষ্ট বেড়ে যেতে পারে।

এ্যাজমার বয়স যত বৃদ্ধি পাবে এর সমস্যার পরিধি ও তত বৃদ্ধি পাবে।তাই উক্ত সমস্যা থেকে স্থায়ী সমাধান পেতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন।

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করেই দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ
01311314808

অনলাইনে ফ্রডদের দিন শেষ হতে যাচ্ছে।আপনি আবেগে অর্ডার দিয়ে পার্সেল রিসিভ করবেন না!কেউ আছে রিটার্ন করে পৌচাশিক আনন্দ পায়!ক...
01/11/2023

অনলাইনে ফ্রডদের দিন শেষ হতে যাচ্ছে।
আপনি আবেগে অর্ডার দিয়ে পার্সেল রিসিভ করবেন না!
কেউ আছে রিটার্ন করে পৌচাশিক আনন্দ পায়!
কেউ আছে এটাই তাদের কাজ, অন্যের ক্ষতি করা।

এগুলো আস্তে আস্তে শেষ হচ্ছে, যারা এরকম করছেন তারা এমন দিন আসতে চলেছে যে অনলাইনে কেউ আপনাকে এডভান্স পেমেন্ট ছাড়া পার্সেল দিবে না, কারন হল যখন অর্ডার দিবেন, ফোন নাম্বার দিয়ে চেক করা হবে ফ্রড লিস্টে, ধরা খেলে আর কেনাকাটা করতে পারবেন না।

তাই সাবধান🤗
আর অন্যের যে ক্ষতি করেছেন তার বিচারতো কেয়ামতের মাঠে হবেই...

01/11/2023
 #বিস্তারিত জানতে ইনবক্স করুন, ধন্যবাদ।
01/11/2023

#বিস্তারিত জানতে ইনবক্স করুন, ধন্যবাদ।

বিস্তারিত জানতে ইনবক্স করুন ধন্যবাদ।
01/11/2023

বিস্তারিত জানতে ইনবক্স করুন ধন্যবাদ।

Address

Chittagong

Telephone

+8801311314808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma point. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asthma point.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram