Upasam Physio Centre

Upasam Physio Centre Upasam Physio Centre provides Physiotherapy Consultation and Treatment for wide range of Conditions

মায়োফেসিয়াল পেইন সিন্ড্রোম: কোমর ব্যথা পিঠে বা ঘাড়ে যায়, আবার পায়েও যায়!ক্লিনিক্যাল ক্যারিয়ারের শুরুর দিকে যদি রোগী এসে ...
18/09/2025

মায়োফেসিয়াল পেইন সিন্ড্রোম: কোমর ব্যথা পিঠে বা ঘাড়ে যায়, আবার পায়েও যায়!
ক্লিনিক্যাল ক্যারিয়ারের শুরুর দিকে যদি রোগী এসে বলতো কোমর ব্যথা পিঠে যায়, ঘাড়ে যায়, পেটে যায়, নিতম্বে যায়, পায়ে যায়, একদিকে যায়, দুই পাশে যায়, খালি ঘুরাঘুরি করে! আমি হাসতাম। এটা আবার কি জিনিস? নার্ভ রুটের ব্যথা হলে সুনির্দিষ্ট ডার্মাটোম বা চামড়ার সুনির্দিষ্ট এলাকায় নিয়ম মেনে চলবে, একপাশ থেকে অন্য পাশে যাবে না, এবং শুধু নিচের দিকে নামবে, উপরে উঠার তো জো নেই। কিছুকাল পরেই বুঝতে পেরেছি, আমি কতটা ভুল ছিলাম, আর রোগী কতটা সঠিক ছিল।

১৯৯১ সালে জন হোপকিন্স এর নিউরোলজি বিভাগের ক্লিনিক্যাল এসিস্ট্যান্ট প্রফেসর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন, আমি মূল লেখা (প্রাইমারি সোর্স) কে রেফারেন্স ধরছি, প্রায় সবাই তাকে সাইট করেছে। এর মূলকথা হলো, আমরা জানি নার্ভ হলো মাসলের কারেন্টের লাইন, নার্ভে সমস্যা হলে সেন্সরি সমস্যা যেমন ব্যথা, অবশ, ঝিঝি ইত্যাদি হবে, আবার মোটর সমস্যা যেমন মাসল শুকিয়ে যাবে, দূর্বল হবে ইত্যাদি। প্রতিটা মাংসপেশির জন্য নার্ভ সুনির্দিষ্ট।
এবার আসি টুইস্টে। আমাদের মাসল নিজেও একটা বড় কারখানা, অনেকটা একতলা, দুইতলা, তিনতলা বাড়ির মত। কারো বাড়ি বড়, কারো ছোট, কারো টিনের বাড়ি, কারো পাকা ছাদ, কারো ছাউনি। যেমন ধরুন পায়ের কোয়াড্রিসেপস মাসল একটা চারতলা বাড়ি, মাঝে ছাদ গুলা হলো "ফাসা"। এ এক আজব শক্ত পর্দা যাতে এক মাসলের একটা অংশের ফাইবার আরেকটির সাথে প্যাচ যাতে না খায়, ভালোমত নড়াচড়া করতে পারে সে জন্য বানায়। আবার দুই ফাসার মাঝখানে একটা মাসলের যে অংশ থাকে সেটি ঘরের কেসি গেইটের মত, আমরা যখন নড়াচড়া করি সেটির সংকোচন ও প্রসারণ ঘটে। এখানে গ্রীজ হলো পানি, আর একটা কমপ্লেক্স মডেল যাকে " স্লাইডিং ফিলামেন্ট থিওরি" বলে। যদি কোন কারনে এ কেসি গেইটের ম্যাকানিজম সমস্যা হয়, তখন মাসল অটোমেটিক ঠিক করে ফেলে, এ ন্যাচারাল পদ্ধতির নাম "স্ট্রেচ রিফ্লেক্স"৷ যখন এই ম্যাকানিজম ফেইল করে তখন মাসলের কেসি গেইটের মত সংকোচন প্রসারণ বন্ধ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, ফলে মাসলের ফাইবারে গিট্টু লাগে, যাকে " টট ব্যান্ড" বলে। এ গিট্টু খুব সহজে বোঝা যায় না, এ ট্রিগার পয়েন্ট চাপ দিলে অস্বাভাবিক ব্যথা থেকে বোঝা যায়। মনে রাখতে হবে আমাদের শরীরের কিছু কিছু মাসল পয়েন্টে ট্রিগার বা ল্যাটেন্ট ট্রিগার এম্নিতে থাকে, কাজেই কোন মাসলে ট্রিগার পয়েন্ট বোঝার জন্য ফিজিওথেরাপি চিকিৎসক দেখানোই ভালো।

এবার আসি এ ট্রিগার পয়েন্ট, বা গিট্টু লাগা মাসল পুরা মাসলের কাজই নস্ট করে দেয়। এক তলায় গিট্টু লাগলে সেটি মাসলের সাথে ছাদ বা ফাসার যে স্মুথ স্লাইডিং সেটি নস্ট করে, ফলে মায়ো-ফ্যাসাল পেইন বা ব্যথা হয়, এসব ব্যথায় স্ট্রেচিং করলে মাসল ইঞ্জুরি হয়ে যেতে পারে, এখানে দিতে হয় মায়ো-ফ্যাসাল রিলিজ, ড্রাই নিডল বা ইসকেমিক কমপ্রেশন। তো, কেসি গেইট গেলো, ছাদ গেলো, ফলে বাকী অংশের মাসল টাও ব্যথা ভাব হয়ে যায়, আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভাবে খারাপ কিছু হচ্ছে,তারা ইনফ্লামেশান বা প্রদাহ প্রকৃয়া শুরু করে। ঘটনা এখানে শেষ নয়, মাসলের নিজের তো নার্ভ কানেকশন আছে, এ সমস্যার জন্য নার্ভের ব্যথা বহনকারী ফাইবারগুলি ও নিউরোট্রান্সমিটার সক্রিয় হয় ও পুরা মাসলে ব্যথা হয়, পাশের মাসলে হয়,পুরা এক্সট্রা সেগমেন্টাল রেফার্ড পেইন!

এখন কোমরের পেছনের প্রায় সব মাসল পেলভিক বোন কিংবা লোয়ার লিম্ব থেকে শুরু আর ঘাড়ে ও হাত অবধি পৌছে গেছে। কাজেই রোগী বলবেই যে আমার ব্যথা কোমর থেকে ঘাড়ে যায়। আবার পায়ের অনেক মাসল কোমর থেকে শুরু একেবারে পায়ের সামনে ও পিছনে হাটুর নিচে গেছে, পায়ের পেছনের কাফ মাসল হাটু থেকে গোড়ালী অবধি যাচ্ছে। এ ব্যথার চেইনকে অনেকে ডিস্ক প্রোলাপ্স বা নার্ভের পেইন হিসেবে ট্রিটমেন্ট করেন, যাতে রোগের চিকিৎসা অনেকটা অস্থায়ী হয়, বারবার ফিরে আসে। আবার ফিজিওথেরাপি চিকিৎসকরা যতটা কোমরের পেছনের ইরেক্টর স্পাইন, মাল্টিফিডাস, ল্যাটিসিমাস ডর্সি, বা থোরাকোলাম্বার ফাসা নিয়ে চিন্তিত ও সতর্ক, কোয়াড্রেটাস লাম্বোরাম, ট্রান্সভার্স ও রেক্টাস অবডুমিনিস নিয়ে উদাসীন। পাইরিফরমিস নিয়ে যত সচেতন, গুল্টস নিয়ে উদাসীন, কোয়াড্রিসেপস নিয়ে সচেতন, এডাকটর ও সোয়াস নিয়ে উদাসীন।

একটা কথা স্পস্ট, রোগী তার ব্যথা অল্প বেশি কমেছে এ নিয়ে বায়াসড কথা বলতে পারে, কিন্তু ব্যথা আছে এটা নিয়ে মিথ্যে বলে না। কেউ ব্যথা ছাড়া শুধু শুধু ব্যথা বলে ডাক্তারের কাছে ছুটে আসা সিনেমাতেই সম্ভব, বাস্তবে নয়। মায়োফেসিয়াল পেইনে ব্যথার ঔষধ খেয়ে সাময়িক উপকার পাওয়া যায়, এরজন্য ফিজিওথেরাপি সবচেয়ে বেস্ট। এখানে এক্স রে করলে মাসল স্পাজমের ফিচার পাবে, এমআরআই তে নরমাল বা ডিস্ক বালজিং পাইলেও পাইতে পারেন, এগুলা করবেন অন্য ডিজিজ রুল আউট বা বাতিল করার জন্য, কিন্তু এ রোগ নির্নয়ে ক্লিনিক্যাল ফিচার ও রিজনিং খুব জরুরি। আর সিম্পল ডায়াগনোসিস ও সিম্পল সমাধানই হলো সবচেয়ে কার্যকরী চিকিৎসা।

ডা. কে এম আমরান পিটি

17/09/2025

🔰👉🔰 ভিটামিন বি১২ ঘাটতির ৯টি নীরব লক্ষণ যা অবহেলা করা উচিত নয়! 💊💊💊

ভাবছেন ক্লান্তি মানেই শুধু “অলসতা”? কিংবা হাত-পায়ে ঝিনঝিন মানেই “স্ট্রেস”?
👉 এটা হতে পারে আপনার শরীরের ভিটামিন বি১২ ঘাটতির সতর্ক সংকেত — আজকের দিনে অন্যতম অবহেলিত পুষ্টির অভাব।

❌ যখন বি১২ কমে যায়, তখন যে লক্ষণগুলো দেখা দিতে পারে:

🩸 অ্যানিমিয়া → দুর্বলতা, ফ্যাকাশে ত্বক
⚡ হাত-পায়ে ঝিনঝিন (নার্ভ ক্ষতির সংকেত)
👂 কানে বাজা (টিনিটাস)
🧠 স্মৃতিভ্রংশ ও ব্রেইন ফগ
😟 উদ্বেগ / বিষণ্নতা
👅 ফোলা ও ব্যথাযুক্ত জিহ্বা
🔥 নার্ভের ব্যথা (নিউরোপ্যাথি)
🧘 ভারসাম্যহীনতা
🔋 অতিরিক্ত ক্লান্তি যা বিশ্রামেও দূর হয় না

✅ কেন ভিটামিন বি১২ গুরুত্বপূর্ণ?

✔️ লোহিত রক্তকণিকা তৈরি করে
✔️ স্নায়ুতন্ত্র ও স্মৃতি রক্ষা করে
✔️ এনার্জি মেটাবলিজমে সাহায্য করে
✔️ মেজাজ ও মনোযোগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে

⚠️ নোট: ভেগান, ভেজিটেরিয়ান এবং যাদের হজমজনিত সমস্যা (যেমন IBS, গ্যাস্ট্রাইটিস, সিলিয়াক) আছে, তাদের বি১২ ঘাটতির ঝুঁকি বেশি। সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই টেস্ট করুন।

💬 প্রশ্ন: আপনি কি কখনও আপনার বি১২ লেভেল পরীক্ষা করেছেন?
🍳 যদি ডিম, মাছ বা ফোর্টিফায়েড খাবারের মতো বি১২ সমৃদ্ধ খাবার খান, তবে কমেন্টে একটা 🥚 দিন!

👣 আরও জীবনরক্ষাকারী পুষ্টি তথ্যের জন্য ফলো করুন
🔖 এই পোস্টটি সেভ করুন ও শেয়ার করুন — কারণ আপনার পরিচিত কেউ হয়তো বি১২ ঘাটতিতে ভুগছেন, অথচ বুঝতে পারছেন না।

W-sitting position বলতে বোঝায় যখন শিশুরা মেঝেতে বসে পা দুটো শরীরের দুই পাশে মোড়ানো অবস্থায় W-আকৃতির মতো বসে। এটা অনেক শি...
17/09/2025

W-sitting position বলতে বোঝায় যখন শিশুরা মেঝেতে বসে পা দুটো শরীরের দুই পাশে মোড়ানো অবস্থায় W-আকৃতির মতো বসে। এটা অনেক শিশু করে, বিশেষ করে খেলার সময়। তবে দীর্ঘদিন বা অভ্যাস হয়ে গেলে এর কিছু ক্ষতিকর দিক আছে:

হিপ জয়েন্টের ওপর চাপ সৃষ্টি হতে পারে, যা হিপের স্বাভাবিক বিকাশে বাধা দিতে পারে।

পেশির ভারসাম্যহীনতা হতে পারে, শিশুর হাঁটার সময় পা ভেতরের দিকে ঘোরানো বা দৌড়ানোর সময় অস্বাভাবিক ভঙ্গি দেখা দিতে পারে।

এভাবে বসলে শরীরকে সোজা রাখতে পেট বা পিঠের পেশিকে বেশি ব্যবহার করতে হয় না। এতে ট্রাঙ্ক কন্ট্রোল বা কোর স্ট্রেন্থ কমে যায়। নিয়মিত W-sitting করলে বয়স বাড়ার সাথে সাথে হিপ, হাঁটু ও গোড়ালিতে ব্যথা বা stiffness দেখা দিতে পারে।

শিশুকে যদি এভাবে বসতে দেখা যায়, তাহলে বিকল্প বসার ভঙ্গি শিখিয়ে দিতে হবে।

Dr.Tanvir Ahmed

PLID হবার ১ম দিন থেকে ৭ম দিনে কি করবেন? কিভাবে শুইলে ব্যথা কম লাগবে, ঘুম আসবে? PLID  বা ডিস্ক প্রোলাপ্স হবার পর ব্যথা এত...
17/09/2025

PLID হবার ১ম দিন থেকে ৭ম দিনে কি করবেন? কিভাবে শুইলে ব্যথা কম লাগবে, ঘুম আসবে?
PLID বা ডিস্ক প্রোলাপ্স হবার পর ব্যথা এত বেড়ে যায় যে শুইলেও ব্যথা বাড়ে, রোগীরা ব্যথার ইঞ্জেকশন নিয়েও ব্যথা কমেনা, ঘুম আসেনা। এ অবস্থায় আপনি কিভাবে শুইলে ডিস্ক সবচেয়ে কম প্রেসারে থাকবে চলুন আজ এরকম ৫টি পজিশন একটির পর একটি ট্রাই করতে পারেন।

১. চিত হয়ে দুই হাটু ভাজ করে শুয়ে পড়ুন, দুই হাটুর ভাজের নিচে একটা কোলবালিশ রাখুন, হাটু যেন আধা "দ" এর মত হয়। দুই পায়ের উরু বা থাই এ হাল্কা করে ওড়না বা বেল্ট দিয়ে বেধে দিন। হাটু ভাজ করলে সোয়াস মেজর মাসল রিলাক্স হয় ও লাম্বারে লরডোসিস বা বাকাটা কমে, ফলে ডিস্ক ও মেরুদন্ডের পেছনের স্পাইনাল ও নিউরাল ক্যানেলের স্পেসে দাঁড়িয়ে থাকার তুলনায় প্রায় ২৫% জায়গা বাড়ে [১] এছাড়া ওড়না দিয়ে বাধার কারনে হিপ এবডাকশন ও ইন্টারনাল রোটেশন ঠেকানোর জন্য বিপরীতের মাসল কাজ করতে হয়না, ফলে মেরুদন্ড ও লাম্বো-পেলভিক মাসল রিলাক্স থাকে।

২. যে কোন এক পাশে কোলবালিশ জড়িয়ে পা তুলে দিয়ে, হাটু ভাজ করে বাচ্চাদের মত শুয়ে পড়ুন। বাচ্চাদের মত গুটিসুটি মেরে শুয়ে পড়লে ফ্যাসেট জয়েন্ট খুলে যায় ও স্নায়ু বা নার্ভ একটু ফ্রি স্পেস পায়, এছাড়া মেরুদন্ডের পেছনের মাসল রিলাক্স থাকে [২]। আর দুপায়ের নিচে বালিশ থাকার কারনে হিপ এবডাকশন ও ইন্টারনাল রোটেশন ঠেকানোর জন্য বিপরীতের মাসলগুলোকে কাজ করতে হয়না, ফলে মেরুদন্ড ও লাম্বো-পেলভিক মাসল রিলাক্স থাকে।

৩. চেয়ারে বসে হাটুর উপর বালিশ দিয়ে সামনে ঝুকে বসে খাওয়া বা প্রয়োজনীয় কাজ করুন। আর বয়স্ক মানুষ যে রকম আধাশোয়া চেয়ার এ থাকেন, সে রকম চেয়ারে পা নামিয়ে হাটু ভাজ করে আধা শোয়া হয়ে শুয়ে পড়ুন, একে Semi-Fowler's Position বলে। এটি ৪/৫ দিন পরে শুরু করুন। এ অবস্থায় মেক্সিমাম লাম্বো-পেলভিক মাসল গ্রাভিটির বিপরীতে একটিভ থাকার জন্য 'স্ট্রেচ রিফ্লেক্স' এর প্রভাবে রিলাক্স থাকে বা পোস্ট আইসোমেট্রিক রিলাক্সেশন অবস্থায় থাকে [৩]

৪. ৫ম থেকে ৭ম দিনে উপুড় হয়ে শোয়ার চেস্টা করুন, ব্যথা বেড়ে গেলে করবেন না, বা কোমর ব্যথা পা ছড়িয়ে গেলে করবেন না। উপুড় হবার আগে পেটের নিচে বালিশ দিন একদম তলপেট পর্যন্ত, তবে তা বুকের দিকে বা হিপ জয়েন্টের নিচে যেন না যায়। এছাড়া উপুড় হওয়া অবস্থায় হাটুটা যেন একটু ভাজ থাকে তাই হাটু থেকে পায়ের গোড়ালী পর্যন্ত আরেকটা বালিশ দিন। এ অবস্থায় লাম্বার স্পাইন ফ্লেক্সড বা ভাজ অবস্থায় থাকবে, ডিস্কে প্রেসার কমবে। এছাড়া পেছনে স্পাইনাল ও নিউরাল ফোরামেন এ স্পেস বাড়বে। লাম্বো-পেলভিক মাসল রিলাক্স থাকবে ও ডিস্ক যাতে পেছনে না যায় সেজন্য নেগেটিভ প্রেসার বজায় থাকবে [৪]

৫. আপনি যে পজিশনেই ভালো থাকেন না কেন, এক্সারসাইজ হিসেবে ৫ নম্বরটা করতে হবে। একদম ১নং পজিশনের মত, চিত হয়ে শুয়ে পড়ুন। একজনকে বলুন দুই পায়ের পুরা ভর সহ তুলে চেয়ারে বা দুইটা বালিশের উপর একদম "দ" এর মত, দ এর মাত্রা হলো আপনার মাথা, সোজা টান হলো পিঠ আব্দ বাকাটুকু পা দুটি। পায়ের নিচে চেয়ার বা ৩/৪ টি বালিশ দিতে হবে, আর গোড়ালি ফ্রি রাখতে হবে। পা দুটি ওড়না দিয়ে বেধে দিতে হবে আর মাঝে মাঝে গোড়ালি নাড়াচাড়া করলে রক্ত চলাচলা স্বাভাবিক থাকবে [৫] হাটু ভাজ করলে সোয়াস মেজর মাসল রিলাক্স হয় ও লাম্বারে লরডোসিস বা বাকাটা কমে, ফলে ডিস্ক ও মেরুদন্ডের পেছনের স্পাইনাল ও নিউরাল ক্যানেলে দাঁড়িয়ে থাকার তুলনায় প্রায় ২৫% - ৩৫% পর্যন্ত জায়গা বাড়ে। এছাড়া ওড়না দিয়ে বাধার কারনে হিপ এবডাকশন ও ইন্টারনাল রোটেশন ঠেকানোর জন্য বিপরীতের মাসল কাজ করতে হয়না, ফলে মেরুদন্ড ও লাম্বো-পেলভিক মাসল রিলাক্স থাকে।

ছবিগুলো শুধু বোঝানোর জন্য দেয়া, রোগীর ক্ষেত্রে ১০০% সঠিক নয়, এই ছবি ফলো করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা পজিশন ভালমত বুঝিয়ে সেট করে দেবো। এ সকল পজিশন যদি ১৯/২০ হয় তবে ব্যথা বেড়ে যায়। এজন্য আপনি আপনার এলাকায় ভালো কোথাও ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। যাচাই করুন তিনি বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর সদস্য কিনা, তার ম্যাকাঞ্জি, মুলিগান, ম্যানুয়েল থেরাপি, ম্যানিপুলেটিভ থেরাপি, নিউরোডায়নামিক্স, মাস্কুলোস্কেলিটাল মেডিসিন, বা মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসনোগ্রাফি ইত্যাদি এডভান্সড মাস্কুলোস্কেলিটাল পোস্ট-গ্রাজুয়েশন শর্ট বা লং কোর্স করা আছে কিনা, এমন ফিজিওথেরাপিস্ট দেখালে ভালো উন্নতি পাবেন।

ডা. কে এম আমরান পিটি

15/09/2025

Bell’s palsy Vs Stroke ✅

15/09/2025

👉সম্প্রতি বাচ্চার শ্বাসনালীতে খিচুড়ি ও নুডুলস আটকে দুর্ঘটনা ঘটেছে।

🛑১ বছরের উপরের বাচ্চার গলায় ছোট কিছু আটকালে বাচ্চাকে দাঁড় করিয়ে,বাচ্চার পিছনে হাটু গেড়ে বসে দুই হাত এক সাথে মুঠো করে বাচ্চার নাভী ও বুকের মাঝ বরাবর চাপ দিন। তাতে বাচ্চার মুখের ভিতর আটকে থাকা ছোট খাবার বা খেলনা বের হয়ে যাবে ও শ্বাসনালীতে যেতে পারবে না।
👉সচেতনতায় শেয়ার করুন।

collected

15/09/2025

PLID বা ডিস্ক প্রোলাপ্স হলে "রেড ফ্ল্যাগ" বা লাল নিশানা নিয়ে সতর্ক হোন 🚩
❌পায়ে অস্বাভাবিক টান অনুভব করা বা হাইপারটোনিসিটি
❌ পেশাব ধরে রাখতে না পারা, বা হাচি কাশিতে পেশাব ঝরে পড়া
❌ পেশাব, পায়খানার রাস্তার আশে পাশে অবশ অনুভব করা
❌ চিকিৎসা নেয়ার ৪৮ ঘন্টা পরো তীব্র ব্যথা বা উপসর্গের অবনতি হওয়া

এরকম কিছু হলে দ্রুত সময় ক্ষেপন না করে সার্জারির সিদ্ধান্ত নেয়া ভালো৷

PLID বা ডিস্ক প্রোলাপ্সের ফিজিওথেরাপি চিকিৎসা আবিষ্কারে একজন রোগী যেভাবে ভূমিকা রাখলেন..১৯৫৬ সালে মিস্টার স্মিথ নামে একজ...
11/09/2025

PLID বা ডিস্ক প্রোলাপ্সের ফিজিওথেরাপি চিকিৎসা আবিষ্কারে একজন রোগী যেভাবে ভূমিকা রাখলেন..
১৯৫৬ সালে মিস্টার স্মিথ নামে একজন PLID বা ডিস্ক প্রোলাপ্স এর রোগী সার্জারির জন্য অপেক্ষা করছেন। অপারেশন টেবিলে তাকে উপুড় করে শোয়ানো হলো ও কোন এক কারনে মাথার দিক উচু করে দেয়া হলো। সার্জন ১৫ মিনিট পর টিমসহ আসলেন, এসে দেখেন রোগী হাটছে। সার্জন ফাইল দেখলেন, প্রচন্ড ব্যথা কোমর থেকে পায়ে যায়, প্যারালাইসিসের মত অবস্থা, ১৫ মিনিটে কেমনে ভালো হলো? তিনি হাসপাতালের ফিজিওথেরাপিস্ট রবিন ম্যাকেঞ্জিকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তিনি বললেন, জানিনা।

যে যার মত চলে গেলো, মিস্টার স্মিথ ফিজিওথেরাপি ওয়ার্ডে ভর্তি হলেন। তার সুস্থ্যতা মিরাকল হিসেবে দেখা হলো, কিন্তু ম্যাকেঞ্জি দমে যাননি। তিনি কারন খুজতে থাকেন। তিনি বুঝতে পারেন শুধুমাত্র মানুষের শরীর পজিশন করে ডিস্ক প্রোলাপ্স পজিশন করা যায়। ১৯৭৭ সালে র‍্যাঞ্চো লস এমিগোস এ শিক্ষক হিসেবে যোগ দেন তারপর সব ছেড়ে ১৯৮২ সালে তিনি ম্যাকেঞ্জি ইন্সটিটিউট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন, আজ সারা বিশ্বে ২৮ টি শাখায় হাজার হাজার ফিজিওকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং দিয়ে লক্ষ লক্ষ ডিস্ক প্রোলাপ্স রোগীকে বিনা অপারেশনে সুস্থ্য হবার পথ দেখাচ্ছে ম্যাকেঞ্জি ট্রিটমেন্ট প্রোটোকল। ইংল্যান্ড ও আমেরিকায় ম্যাকেঞ্জি ট্রিটমেন্ট প্রোটোকলের জন্য অনেক সার্জারি করা কমেছে এবং স্বাস্থ্যখাতে খরচ কমে যাওয়ায় ১৯৯০ সালে ম্যাকেঞ্জিকে OBE উপাধিতে ভূষিত করা হয়। ডেনমার্কের একটা প্রদেশে অতিরিক্ত পরিমানে ডিস্ক প্রোলাপ্স হওয়ার প্রেক্ষিতে সরকার স্পাইন ক্লিনিক প্রতিষ্ঠা করেছে যেখানে PLID বা ডিস্ক প্রোলাপ্স প্রতিরোধ ও চিকিৎসায় ম্যাকেঞ্জি ট্রিটমেন্ট প্রোটোকল ব্যবহার করতো, বছর ঘুরতেই দেখা গেছে সার্জারির পরিমান উল্লেখযোগ্য হারে কমেছে [১]

ম্যাকেঞ্জি খুব সিম্পল একটা বিজ্ঞান ব্যবহার করে, সেটা হলো পায়ে উপসর্গ দেখে ডিস্কের পজিশন ও নার্ভে প্রেসার এর পরিমান নির্ধারণ করে। তার ভাষায় সেন্ট্রালাইজেশন হলো সুস্থ্যতার নির্নায়ক আর পেরিফেরালাইজেশন হলো অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

তার কনসেপ্ট অনুযায়ী PLID বা ডিস্ক প্রোলাপ্স এ উন্নতির ধাপগুলো অবেকটা এমন-
✅খারাপ থেকে ভালোর ক্রম:
কোমরে ব্যথা নাই, পায়েও ব্যথা নাই, পেশাব ধরে রাখতে পারেন না, বা পায়ের পাতা উপরে তুলতে পারেন না ☞ (এটা খুব খারাপ, সার্জারি করে ফেলা ভাল)

কোমরে ব্যথা নাই/আছে, পায়েও ব্যথা/অবশ/ঝি আছে, পেশাব ধরে রাখতে পারেন, বা পায়ের পাতা উপরে তুলতে পারেন☞ (এটা খুব খারাপ, তবে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে সুস্থ হতে পারেন)

কোমরে তীব্র ব্যথা, পায়েও ব্যথা/অবশ/ঝি নাই, পেশাব ধরে রাখতে পারেন, বা পায়ের পাতা উপরে তুলতে পারেন☞ (এটা তেমন খারাপ না, ফিজিওথেরাপি চিকিৎসা নিলে সুস্থ হবেন, ইন শা আল্লাহ)

✅এর মানে হলো, ব্যথা যত বেশিই হোক না কেন, সমস্যা শুধু কোমরে আছে মানে ভালো আছেন। ব্যথা যত সেন্টারে বা কোমরে প্রেসার তত কম।

আমরা এ বিজ্ঞানটুকু জানতাম না যদি মিস্টার স্মিথ মিরাকল ভাবে শুয়ে সুস্থ্য না হতেন আর রবিন ম্যাকেঞ্জি তার জীবনের ২০টি বছর গবেষণা করে কাটিয়ে না দিতেন। এজন্য তাকে বিশ্বে সর্বকালের সেরা ফিজিও দের কাতারে রাখা হয়। ১৩ মে, ২০১৩ সালে এ মহীরুহের জীবনাবসান হয়।

ডা: কে এম আমরান পিটি

PLID বা ডিস্ক প্রোলাপ্স কি ভালো হয়? যে জেলিটা বের হলো সেটা কি আগের জায়গায় ফিরে যায়? কোভিড-১৯ চায়নার যে উহান থেকে, সে এপি...
10/09/2025

PLID বা ডিস্ক প্রোলাপ্স কি ভালো হয়? যে জেলিটা বের হলো সেটা কি আগের জায়গায় ফিরে যায়?
কোভিড-১৯ চায়নার যে উহান থেকে, সে এপিসেন্টার এর একটা গবেষণা ২০২৪ সালে এসেছে। তারা বলেছেন ৭৬% থেকে ৯০% রোগীর অপারেশন ছাড়াই PLID এর সরে যাওয়া ডিস্ক জায়গামত ফিরে যায় বা বের হওয়া জেলিটা আর বাইরে থাকে না [১]; তাহলে যে ডিস্ক প্রুট্রুটেড হলো বা এক্সট্রুডেড হলো সেটি কই গেছে? সেটি তো আর ভেতরে ফিরে যাবার জো নেই। উত্তর হলো, ডিস্কের ভেতর রক্ত চলাচল নেই, ডিস্ক ম্যাটেরিয়াল বের হয়ে গেলে সেটি বাইরে এক্সট্রা-ডুরাল স্পেসে থাকে, লংগিটিউডিনাল লিগামেন্টের আশে পাশে থাকে, বা ফ্যাসেটের আশে পাশে থাকে; সবগুলাতে রক্ত চলাচলের ব্যবস্থা আছে। শ্বেত রক্তকনিকা ঐ রক্তনালীর ভেতরের রক্ত থেকে বের হয়ে এ ডিস্ক ম্যাটেরিয়াল খেয়ে ফেলে (সুবহানাল্লাহ)! শুধু তাই নয়, মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে পাওয়া গেছে সে এনুলার ফিশার বা ডিস্কের গর্ত দিয়ে জেলি লিক হয়, সেটার মধ্য দিয়ে ডিস্কে প্রবেশ করে ঐ গর্ত মেরামত করে বন্ধ করতে কাজ করছে (ছবি কমেন্টে আছে)।

তাহলে, আমাদের কাজ কি? আমরা কিভাবে আল্লাহর এ বিশেষ নেয়ামতকে কাজে লাগিয়ে সুস্থ হবো?
১. রেস্ট ও পেসিং: PLID তে রেস্ট বা বিশ্রাম খুব জরুরি। প্রথম ৭-১০ দিন একেবারে বিছানা, হাই কমোড ব্যবহার, সংক্ষিপ্ত গোসল, বিছানায় খাওয়া। জানি, এটা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কাজ। এ বিশ্রাম প্লাস্টারের মত কাজ দিবে, শুইলে ডিস্কে প্রেসার পড়েই না, কাজেই শুয়ে থাকলে নতুন করে কোন প্রেসার যাবে না, আর এই রক্তকনিকা তার ডিস্কের বের হওয়া ম্যাটেরিয়াল খাওয়া (এংগাল্ফ), ও ডিস্ক মেরামতে কাজ করবে। ৭-১০ দিন পর থেকে ব্যথা প্রায় কমে যাবে, আপনি ধপ করে আগের কাজ ধরলে সেই লাউ সেই কদু। কারন কি? নতুন মাটি, পুতুল গড়ছেন, একটু টাইম দেন। এই টাইমটা হলো দেড় মাস। আপনি পেসিং করেন, কী জিনিস? আস্তে ধীরে কাজে ফেরা। আপনি অফিস করেন, কিন্তু ওখানে শোয়ার একটা ব্যবস্থা যেন থাকে। বসলে ডিস্কে সবচেয়ে বেশি প্রেসার। বসে ঝুকলে আরো বেশি। আর আমাদের ডেস্ক জবে এ কাজটাই বেশি। তাই, অফিসে ফেরার পর প্রথম সপ্তাহ ৩০ মিনিট কাজ ১০ মিনিট শোয়া=> আস্তে ধীরে এটা বাড়ানো ও দেড় মাসে দিনে অন্তত দুইটা শোয়া ব্রেক নেয়া। এভাবে ৩ মাসে ফুল আগের ফর্মে ফিরে গেলে হিলিং ও স্ট্যাবল হয়, আবার ডিস্ক প্রোলাপ্স এত দ্রুত ফিরে আসেনা। অনেকে শুধুমাত্র সঠিক পেসিং না করার জন্য অনেক ভালো ডাক্তারের চিকিৎসা, ইঞ্জেকশন, ফিজিওথেরাপি, সার্জারি সব কিছু করেও ভালো হচ্ছেন না, কাজেই ধীরে ধীরে নিয়ম মেনে কাজে ফিরতে হবে।
২. বেল্ট ব্যবহার ও কাইনেসিও ফোবিয়া: ডিস্ক প্রোলাপ্স এ বেল্ট পরা দরকার, তাও প্রথম দুই সপ্তাহে বসার সময় না হাটার সময়। কিন্তু কেউ কেউ এ বেল্ট বহুদিন পরেন। ডাক্তার সামনে ঝুকতে মানা করেছেন, সেটা সর্বোচ্চ ৩০ দিন। কিন্তু মাথায় এটা রাখলেন, সামনেই ঝুকেন না, দুইটাই খারাপ। বেল্টের ব্যবহার ও মুভমেন্ট করা না হলে মাসল শুকিয়ে যায় ও ডিসফাংশন তৈরি হয়, যা আবার নতুন করে অন্য লেভেলে ডিস্ক প্রোলাপ্স হবার কারন। কাজেই, ২ সপ্তাহ পর বেল্ট ফেলে দিন এবং ৩০ দিন পর মুভমেন্ট শুরু করুন। মুভমেন্ট ইজ মেডিসিন।
৩. ফিজিওথেরাপি: আমরা আল্লাহর প্রদত্ত এই ম্যাকানিজম কাজে লাগাই। ডিস্ক প্রোলাপ্স হবার পর আপনার পজিশন নির্বাচন, আস্তে আস্তে মুভমেন্ট ফিরে আসা আমরা ঠিক করি। কোন পজিশনে গেলে ডিস্ক আবার ভেতরে চলে যাবে, নেগেটিভ প্রেসার হবে, আমরা ঠিক করি, এমনকি ডিস্ক কোন দিকে বের হলো, আর আমরা কোন দিকে চাপ দিবো, এটাও আমরা করি। এটা সার্জারির সকল টেকনিক, শুধু কাটা-ছেড়া আর সেলাই হয়না। আর আমাদের সাহায্য করে ঐ রক্তকনিকা যারা ডিস্ক প্রোলাপ্স পরবর্তীতে ডিস্কের থেকে বের হওয়া ডিস্ক ম্যাটেরিয়াল বা জেলিকে খেয়ে সাফ করে দেয় ও প্রদাহ কমে যায়। এরপর আমাদের হাতের কাজে ডিস্কের রিপজিশনিং, মাসলে ম্যানুয়েল থেরাপি, ফ্যাসেটের স্পেস বাড়ানোর টেকনিক, নার্ভের উপর থেকে চাপ সরানো ও নার্ভকে নড়াচড়া করার টেকনিক, যে মাসল গুলো কাজ করেনি সেগুলোর শক্তি বৃদ্ধি করে ও যে মাসলগুলো স্পাজম হয়ে ছিল সেগুলোর ফ্লেক্সিবিলিটি, যেগুলো দূর্বল সেগুলোর স্ট্রেংদেনিং করে আমরা আল্লাহর ইচ্ছায় আপনাদের সুস্থ করি।

এখানে লাল বাতি বা IRR, ঝিকিমিকি বা TENS, আল্ট্রাসাউন্ড বা UST ঘষামাজা স্রেফ সাপোর্ট, থাকলে হেল্প হবে, না থাকলে ফিজিওথেরাপিস্ট এর হাত সার্জনের হাতের মতই সুনিপূন, যত জ্ঞান তত বেশি দক্ষতা!

ডা: কে এম আমরান পিটি

10/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammed A S Sabuz, MD Lal Meya, মোঃ আশিক, Rumpa Chowdhury, অসমাপ্ত ভালোবাসা, Mohammad Shahabuddin

Address

Century Tower, 1558, Hazipara, Agrabad Access Road
Chittagong
4100

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+8801307762143

Alerts

Be the first to know and let us send you an email when Upasam Physio Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Upasam Physio Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram