Islamic Healing Ruqyah & Hijama Center

Islamic Healing Ruqyah & Hijama Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Healing Ruqyah & Hijama Center, Medical and health, Chittagong.

12/01/2025

কোন কিছুর উপর বদনজরের অন্যতম কারন ব্যক্তি নিজেই মানে যার উপর নজর লেগেছে সে নিজেই একটা কারন।
মানে কি?
মানে হলো, নিজের শারিরীক, মানসিক, মস্তিষ্কের শক্তি, সম্পদ, পরিবার ইত্যাদির মাঝে ভালো কিছু দেখে নিজের অন্তরে তৃপ্তির ঢেঁকুর চলে আসে বা শান্তি লাগে কিন্তু শান্তির আগে রবের বড়ত্বের প্রকাশ অন্তর অতঃপর মুখ থেকে আসে না।
আর নাম কা ওয়াস্তে মা শা আল্লাহ, বারকাল্লাহর কোন ভেল্যু নেই যদি তা অন্তর থেকে না আসে। কারন হাদিসে আছে আল্লাহ উদাসিন অন্তরের জিকির, দুআ কবুল করেন না।
তাই যা কিছু ভালো লাগবে নিজের, পরিবারের সবকিছু ক্ষেত্রে অন্তর থেকে প্রথমে আসবে মা শা আল্লাহ লা কুয়াতা ইল্লা বিল্লাহ। ইন শা আল্লাহ তখন ক্ষতি হবে না। আর এটা ঐসকল মানুষরাই পারবে যারা প্রতিনিয়ত আল্লাহর সাথে কানেক্ট থাকে এবং যারা ভাগ্যবান।

15/11/2024

সন্তান ডেলিভারীর সময় কাছাকাছি আসলে ডেলিভারি পর্যন্ত যে আয়াতগুলো অনেক বেশি উপকারী...
১। সুরা ফাতিহা
২। আয়াতুল কুরসী
৩। সুরা আরাফ এর ৫৪-৫৫
৪। সুরা নাস
---
কোন নির্দিষ্ট সংখ্যা নেই, পড়তে থাকতে হবে। মা তো এই সময় পারবেন না, তাই তাঁকে যারা সাপোর্ট দিবে তাঁরা পড়বে।
পড়ে পড়ে পানিতে বা তরল খাবারে ফুক দিয়ে খেতে পারবেন।
Ruqyah Practice & Research Center

12/11/2024

আলহামদুলিল্লাহ সেন্টারের জন্য বাসা পাওয়া গেছে....
সবাই বরকত ও কল্যানের দুআ করবেন।
আল্লাহ বদনজর ও হিংসা থেকে হিফাজত করুন আমীন

09/10/2024

যে কোন সামাজিক গুনাহ ও হিন্দুদের পূজার সময় জিন-শয়তানের উপদ্রোব বাড়ে।
আর উপদ্রব বাড়া মানে এই নয় যে জাদু রিনিউ হচ্ছে। বরং রহমতের ফেরেশতা আশেপাশে না থাকাতে শয়তানের হামলা বাড়ে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।-সুনানে আবু দাউদ হাদীস : ৪২৩১; সুনানে নাসাঈ হাদীস : ৫২৩৭
সহীহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি, বাজা, ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র।-সহীহ মুসলিম হাদীস : ২১১৪
মৃদু আওয়াজের ঘণ্টি-ঘুঙুরের যদি এই অবস্থা হয় তাহলে আধুনিক সুরেলা বাদ্যযন্ত্রের বিধান কী হবে তা খুব সহজেই বুঝা যায়। আর পূজা থেকে শুরু করে অনুষ্ঠানে তো এগুলোই চলে।
এরফলে জাদু ও জিনের সমস্যা বাড়ে, আর এই হামলা বাড়াকে অনেকে মনে করে জাদু রিনিউ হচ্ছে
রুকইয়াহ একটি শারই বিষয়, দলিল খুঁজতে হবে। দলিল না থাকলে সঠিক ব্যাখ্যা সহকারে যুক্তি খুঁজতে হবে যেটা দলিলের বিরুদ্ধে যাবে না...

13/09/2024

এখনকার সময়ে রুকইয়াহ শারইয়াহ কোন শর্টকাট চিকিৎসা পদ্ধতি না।
এখন থেকে ৩ টা বিষয়ের কমিটমেন্ট না দিতে পারলে রুকইয়াহ করা সম্ভব না..
১। দৈনন্দিন জীবনে ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা বিষয়গুলো গুরুত্ব সহকারে আদায় করতেই হবে।
২। ঘরে, সমাজে ও সকল স্তরে যেন আল্লাহর দ্বীন ইসলাম পালন করতে পারা যায়, সেই জন্য নিজের অবস্থান থেকে সাধ্যমতো প্রচেষ্টা চালাতে হবে।
৩। সুস্থ না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে সেলফ রুকইয়াহ চালিয়ে যেতে হবে ও প্রয়োজনে সরাসরি রুকইয়াহ নিতে হবে।

23/08/2024

নোটিশ :-
আগামী সপ্তাহ থেকে আমাদের সেন্টারে আব্দুল্লাহ আরাফাত ভাই আর রোগী দেখবেন না। তাই আমাদের সেন্টারে উনার কোন শিডিউল নেওয়া হবে না।

20/06/2024

বদনজরে মানুষের যেমন মৃত্যু হয়, তেমনি মানুষের নির্দিষ্ট এক বা একাধিক গুণের মৃত্যু ঘটতে পারে।
অফলাইন/অনলাইনে নিজের গুণ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি...
জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ
العين تدخل الرجل القبر وتدخل الجمل القدر
অর্থঃ বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)

28/05/2024

শয়তান ও তার দলবল জিন-শয়তানগুলো হলো একটা experimental শত্রু।
যে একের পর পর এক ঢিল ছুঁড়তে থাকে। যেটা নিয়ে মাথা ঘামাবেন সেটা দিয়ে হয়রান করবেই। শুরুতেই শয়তানের দলের গলা টিপে ধরুন আল্লাহর স্মরণ দ্বারা।

17/05/2024

অসুস্থতাও নিয়ামত....
সৃষ্টিজগতে আল্লাহর সবচেয়ে বেশি পছন্দনীয় মানুষ হলেন নাবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তায়ালা তাকেও রোগ দিয়েছেন, অসুস্থতা দান করেছেন, কষ্টে নিপতিত করেছেন। হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহা বলেন, ‘আমি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেয়ে বেশি রোগযন্ত্রণা ভোগকারী কাউকে দেখিনি।’
সহিহ বুখারি : ৫৬৪৬

15/05/2024

অধিকাংশ মুসলিম নির্দিষ্ট কিছু রাকির নিকট রুকইয়াহ কেন করাতে চায়?
শারইয়াহ নির্ধারিত সীমায় মধ্যে থেকে যারা রুকইয়াহ করান সবাই তো সমান হওয়ার কথা...
আপনার মতামত দিন কমেন্টে বা ইনবক্সে...
[রাকি হলো শারইয়াহ নির্ধারিত সীমায় থেকে যিনি রুকইয়াহ শারইয়াহ করেন মুসলিমদের উপর]

12/05/2024

১। রুকইয়াহ কি?
২। রুকইয়াহর ধরন কয়টি?
৩। রুকইয়াহ কিভাবে করা হয়?
এই তিনটি প্রশ্নের উত্তর কি আপনি জানেন?
জেনে থাকলে কমেন্টে লিখুন

25/04/2024

রুকইয়াহ শিডিউল চলমান....
সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত
শিডিউল এর জন্য পেইজে মেসেজ দিন

Address

Chittagong

Telephone

+8801912375299

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Healing Ruqyah & Hijama Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram