12/01/2025
কোন কিছুর উপর বদনজরের অন্যতম কারন ব্যক্তি নিজেই মানে যার উপর নজর লেগেছে সে নিজেই একটা কারন।
মানে কি?
মানে হলো, নিজের শারিরীক, মানসিক, মস্তিষ্কের শক্তি, সম্পদ, পরিবার ইত্যাদির মাঝে ভালো কিছু দেখে নিজের অন্তরে তৃপ্তির ঢেঁকুর চলে আসে বা শান্তি লাগে কিন্তু শান্তির আগে রবের বড়ত্বের প্রকাশ অন্তর অতঃপর মুখ থেকে আসে না।
আর নাম কা ওয়াস্তে মা শা আল্লাহ, বারকাল্লাহর কোন ভেল্যু নেই যদি তা অন্তর থেকে না আসে। কারন হাদিসে আছে আল্লাহ উদাসিন অন্তরের জিকির, দুআ কবুল করেন না।
তাই যা কিছু ভালো লাগবে নিজের, পরিবারের সবকিছু ক্ষেত্রে অন্তর থেকে প্রথমে আসবে মা শা আল্লাহ লা কুয়াতা ইল্লা বিল্লাহ। ইন শা আল্লাহ তখন ক্ষতি হবে না। আর এটা ঐসকল মানুষরাই পারবে যারা প্রতিনিয়ত আল্লাহর সাথে কানেক্ট থাকে এবং যারা ভাগ্যবান।