08/06/2024
পূর্ণাঙ্গ ও কার্যকর জরুরী স্বাস্থ্যসেবা বিভাগ--- সময়ের দাবী।
আজ ২৭ মে ২০২৪। বিশ্ব জরুরীস্বাস্থ্য সচেতনতা দিবস (World Emergency Medicine Day)। এ বছরের প্রতিপাদ্য - " Climate change is a health Emergency too" . জলবায়ু পরিবর্তনও স্বাস্থ্য ঝুঁকির কারণ। সত্যিই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি , আধিক জন সংখ্যা ও অর্থনৈতিক ও জীবনের তাগিদে আচরণ গত পরিবর্তন দিন দিন আমাদের অনেক পরিবর্তিত স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন করছে। সংক্রামক রোগব্যাধির রূপ ও ধরণ যেমন পাল্টেছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক ইত্যাদি। অস্থির ও ব্যস্ত জীবনে বেড়েই চলেছে বিভিন্ন রকম এক্সিডেনটে মৃত্যুর মিছিলও। এতে আক্রান্ত সব বয়সের, সমাজের সব স্তরের এবং বিশ্বের সব এলাকার বাসিন্দা। এ পরিস্থিতিতে জরুরী স্বাস্থ্যসেবা জীবনের এক অপরিহার্য অংশ।
বাংলাদেশে আমাদের জরুরী স্বাস্থ্যসেবার বর্তমান হাল নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে। দেশের অধিকাংশ পাবলিক হাসপাতালের জরুরী বিভাগ সমূহ আক্ষরিক অর্থেই এক ট্রাফিক কন্ট্রোল রুম। যেখান থেকে শুধুমাত্র অন্তঃবিভাগে রোগী ভর্তি করা হয় অথবা সামান্য প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্ত মৃত্যু পথযাত্রী বা সংকটপূর্ন রোগীর তাৎক্ষণিক চিকিৎসার কোন ব্যবস্থা জরুরী বিভাগে নেই বললেই চলে। আমাদের দেশে ইমারজেনসি মেডিকেল অফিসার বা ইমারজেনসি কনসালটেনট কোন বিশেষায়িত পদ নয়। উপরন্তু এ বিষয়ে কেউ উচ্চতর শিক্ষা গ্রহণ করে কাজ করতেও আগ্রহী হন না। যে সব চিকিৎসক এ জরুরী বিভাগ সমূহে কাজ করেন তাঁরা নিতান্তই অনিচ্ছা সত্বে কোন রকম প্রশিক্ষণ বা তত্ত্বাবধান ছাড়াই এখানে কাজ করেন। তাই হাসপাতাল গুলির জরুরী বিভাগ কাগজ কলমেই কেবল থাকে, কিন্ত কার্যকর থাকে না। বেসরকারী ক্লিনিক সমূহে অধিকাংশ ক্ষেত্রেই ইমারজেনসি মেডিকেল অফিসার শুধুমাত্র কনসালটেনটকে টেলিফোনে সংযোগ করিয়ে দেয়ার দায়িত্বটুকু পালন করেন মাত্র। এ পরিস্থিতিতে আমাদের দেশের জরুরীস্বাস্থ্য সেবা মারাত্মক ঝুঁকিতে আছে বলা যায়।
অগ্রসরমান বৈশ্বিক প্রেক্ষাপটে জরুরীস্বাস্থ্য সেবার ঝুঁকি কমানোর প্রচেষ্টা অত্যাবশ্যক। দেশের হাসপাতাল ব্যবস্থাপনায় ইমারজেনসি মেডিকেল অফিসার ও ইমারজেনসি কনসালটেনট পদকে বিশেষায়িত ও বিশেষজ্ঞ পদে উন্নীত করতে হবে। জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স সহ সকল জনবলকে প্রশিক্ষিত করতে হবে। জরুরী স্বাস্থ্যসেবায় কাজ করতে ইচ্ছুক জনবল নিয়োগ করতে হবে। বেসরকারী ক্লিনিক ও হাসপাতালের কর্তৃপক্ষকে অনুধাবন করতে হবে যে জরুরী বিভাগ কোন ফোন অপারেটর বা ট্রাফিক কন্ট্রোল রুম নয়। এটিও মেডিসিন, সার্জারি বা অন্যান্য বিভাগের মতই একটি বিভাগ যেখানে কনসালটেনট, রেজিস্ট্রার এবং মেডিকেল অফিসার এর মত বিশেষায়িত পদ মর্যাদার চিকিৎসক থাকবেন। মান সম্মত জরুরীস্বাস্থ্য সেবার আয়োজন এখন সময়ের দাবী। ব্যক্তি জীবনের নিরাপত্তার জন্যই এটি অত্যাবশ্যক।
বিশ্ব জরুরীস্বাস্থ্য সচেতনতা দিবস (World Emergency Medicine Day) এর এই দিনে আমরা আমাদের এই প্রিয় দেশেই পূর্ণাঙ্গ ও কার্যকর জরুরী স্বাস্থ্যসেবা বিভাগের স্বপ্ন দেখতে চাই।