সমাধান ২.৫

সমাধান ২.৫ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সমাধান ২.৫, Chittagong.

02/08/2025

ইমারজেন্সি ব্যালেন্স চেক কোডঃ
👉 রবি *123*600 #
👉 এয়ারটেল *141*600 #
👉 জিপি *566*28 #
👉 বাংলালিংক *874*0 #

25/07/2025

রবি নাম্বারে টাকা কেটে নিয়ে যাচ্ছে?
ডায়ল করুন *৯ #
টাকা কাটা বন্ধ হবে

02/04/2020

মেডিকেল টিপস - Medical Tips

#করোনা ভাইরাস প্রতিরোধ করুন।

ভয়ের কিছু নাই। ৮০% রোগীই সুস্থ হয়।
1.গরম পানি /লবঙ্গ/লাল চা পান করুন।
2.ভিটামিন সি যুক্ত খাবার বেশী করে খাবেন।
3.দোকান বা বাজারের ফ্রিজের যে কোন খাদ্যবস্তু থেকে দূরে থাকুন।
4 .আপাতত হ্যান্ডসেক বা কোলাকুলি বন্ধ রাখুন।
5.নাক,মুখ,চোখে ময়লা থাকলেও হাত দিয়ে পরিস্কার করার দরকার নাই। মনে রাখবেন ময়লা থাকা জীবানু সংক্রমনের চেয়ে ভালো।
6.এটি ভারী ভাইরাস, তাই বাতাসের দ্বারা ছড়ায় না। তাই মাস্ক ব্যবহার খুব বেশী কাজে দিবে না। এটি হাতের সাহায্যেই ছড়ায়। সুতরাং চোখ, মূখ, নাক হাত না ধূয়ে স্পর্শ করা যাবে না।
6.নাক , চোখ চুলকালে বাথ রুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর নাক, মূখ পরিস্কার করুন।
7.ওযু শুরু করার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিন। বেশী বেশী ওযু করুন।
7.ঘন ঘন পানি পান করুন, মনে রাখবেন করোনা ভাইরাস পাকস্থলীতে গেলে কোন ক্ষতি করতে পারবে না। এসিডে ধ্বংস হয়ে যাবে।
★পোস্টটি শেয়ার করুন ,নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন।

https://www.banshkhalixpress.com/?p=4648
31/03/2020

https://www.banshkhalixpress.com/?p=4648

দেশব্যাপী করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য চলছে সামাজিক দুরত্ব কার্যক্রম, নিজ বাড়িতে নিজ গৃহে অবস্থান কর্মসুচি। ....

কোস্ট ট্রাস্ট শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের জন্য জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২৯/০৭/২০১৯ তারিখের দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত হয়...
29/07/2019

কোস্ট ট্রাস্ট শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের জন্য জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২৯/০৭/২০১৯ তারিখের দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত হয়েছে।।

উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু অভিযোজনের বার্তা নিয়ে গ্লোবাল এডাপটেশন কমিশনের ঢাকা মিটিংয়ে কোস্ট কর্মকর্তাবৃন্দকোস্ট নির্বাহির...
12/07/2019

উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু অভিযোজনের বার্তা নিয়ে গ্লোবাল এডাপটেশন কমিশনের ঢাকা মিটিংয়ে কোস্ট কর্মকর্তাবৃন্দ

কোস্ট নির্বাহির সঙ্গে আলাদা করে কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা ১১ জুলাই ২০১৯: বাংলাদেশ সরকারের আয়োজনে ৯ ও ১০ জুলাই ২০১৯ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হল গ্লোবাল কমিশন অন এডাপটেশনের বৈঠক। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সভাপতিত্বে অংশ নেন বিশ্বব্যাংকের নির্বাহি পরিচালক ক্রিস্টালিনা গিয়র্গিয়েভা এবং মারশাল আইল্যান্ডসের সভাপতি হিলডা হেইনে। বাংলাদেশ সরকারের পক্ষে হোটেল ইন্টার-কনটিনেন্টালে যৌথভাবে এ সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। সভাস্থলে উপকূলীয় মানুষের জলবায়ু অভিযোজনের বিভিন্ন দিক বিশ্বনেতৃবৃন্দের সামনে তুলে ধরার জন্য সরকারের আমন্ত্রণে কোস্ট ট্রাস্টের নেতৃত্বে বরিশালের আভাস, খুলনার এওএসইডি, জাগ্রত যুব সংঘ ও সুশীলনের কর্মকর্তাগণ একটি স্টল স্থাপন করে।
১০ জুলায় সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত স্টল পরিদর্শন করেন এবং কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঙ্গে কথা বলেন। রেজাউল করিম চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, ২০১০ সালে গৃহীত তার নীতির কারণে আজ বাংলাদেশে ১৮টি কমিউনিটি রেডিও বাংলাদেশে দৈনিক প্রায় ৬০ ঘন্টা করে জলবায়ু অভিযোজন ও জীবিকা বিষয়ে তথ্য ও বিনোদন সেবা প্রদান করছে এবং এর মধ্যে রয়েছে ৮টি উপকূলীয় কমিউনিটি রেডিও। রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে সম্মুখসারিতে স্থানীয়ভাবে কর্মরত বেসরকারী সংস্থাগুলোর জন্য সরকারি নীতি সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের ছোট ছোট বেসরকারি সংস্থাসমূহের উদ্যোগের প্রশংসা করেন। এসময় আভাসের রহিমা সুলতানা কাজল ও এওএসইডি-র শামীম হোসেন উপস্থিত ছিলেন।
১০ জুলাই ২০১৯ সকালে বান কি মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের ভোলা আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম। তিনি ভোলার মতো বিচ্ছিন্ন ও দূরবর্তী চরাঞ্চলের মানুষের জীবনের অনিশ্চয়তা ও দ্বান্দ্বিকতা তুলে ধরে বলেন, বাংলাদেশের একশত বছরের ডেল্টা পরিকল্পনায় উপকূলের প্রান্তিক মানুষের আরো বেশি অংশগ্রহন দরকার এবং বিদেশি সহায়তাও দরকার।
ঐদিন বিকালে কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প বিষয়ে উপস্থাপন করতে গিয়ে যুগ্ম সচিব মাহবুব হোসাইন বলেন, এটি কুতুবদিয়া দ্বিপ থেকে আসা জলবায়ু তাড়িত মানুষদের জন্য যারা বর্তমানে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় অবস্থান করছেন।
কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক এক অধিবেশনে তার উপস্থাপনায় এই নেপথ্য তথ্যের পাশাপাশি তুলে ধরেন জলবায়ু উদ্বাস্তু ও জলবায়ু বিষয়ক চুক্তি সংক্রান্ত বৈশ্বিক নীতিসমূহ, জাতিসংঘের শরণার্থি ও উদ্বাস্তু বিষয়ক গ্লোবাল কমপ্যাক্ট এবং রাষ্ট্রসমূহ পরিচালিত প্লাটফরম ফর ডিজাস্টার ডিসপ্লেসমেন্ট ইত্যাদি মানবাধিকার নীতিসমূহের কথা। এ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন অতিরিক্ত সচিব মনজুরুল হান্নান খান।
উল্লেখ্য যে, কোস্ট ট্রাস্ট ও অন্যান্য স্থানীয় বেসরকারি সংগঠনগুলো সরকারের সাথে ইতিবাচক সম্পৃক্ততায় বিশ্বাসি এবং তারা আন্তর্জাতিক ক্ষেত্রেও সরকারের সাথে ইতিবাচক সম্পর্ক রেখে কাজ করে থাকেন।

15/06/2019
আজ BNNRC ও কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে : কোস্ট ট্রাস্টের নিবার্হী পরিচালক ও BNNRC এর চেয়ারম্যান জনাব রেজাউল করিম চৌধুরী , ...
10/01/2019

আজ BNNRC ও কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে : কোস্ট ট্রাস্টের নিবার্হী পরিচালক ও BNNRC এর চেয়ারম্যান জনাব রেজাউল করিম চৌধুরী , BNNRC এর CEO জনাব এ এইচ এম বজলুর রহমান এবং আমি মাননীয় তথ্য মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় এ ছাড়াও উপস্থিত ছিলেন মননীয় তথ্য সচিব মহোদয় ও তথ্য মন্ত্রণালয়ের সম্মাানিত কমর্কর্তাবৃন্দ ।

"ইতিবাচক সামাজিক পরিবর্তন ও পেশাগত বিকাশের জন্য চাই টিমওয়ার্ক"কোস্ট ট্রাস্ট অঞ্চলের কর্মী সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত।
23/02/2018

"ইতিবাচক সামাজিক পরিবর্তন ও পেশাগত বিকাশের জন্য চাই টিমওয়ার্ক"
কোস্ট ট্রাস্ট অঞ্চলের
কর্মী সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত।

http://www.coxsbazarnews.com/archives/121784.html
22/02/2018

http://www.coxsbazarnews.com/archives/121784.html

সংবাদ বিজ্ঞপ্তি: যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কোস্ট ট্রাস্ট। একুশের প্রভাতে সংস্থাট....

20/02/2018
COAST Trust Post: Branch Manager,(only  Female)
23/11/2017

COAST Trust
Post: Branch Manager,(only Female)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সমাধান ২.৫ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সমাধান ২.৫:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram