Health Zoon centre

Health Zoon centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health Zoon centre, Medical and health, Chittagong.

শ্বাস*কষ্ট / হাঁ*পানি সমস্যা থেকে মুক্তি পেতে নিম্নোক্ত নিয়মাবলি আজই মেনে চলা শুরু করুন।১.ধুমপান/পান খাওয়ার অভ্যাস  ত্যা...
10/12/2023

শ্বাস*কষ্ট / হাঁ*পানি সমস্যা থেকে মুক্তি পেতে নিম্নোক্ত নিয়মাবলি আজই মেনে চলা শুরু করুন।
১.ধুমপান/পান খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। (যদি অভ্যাস থাকে)
২.বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে।
৩.ধুলাবালি এবং ময়লা থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে।
৪.সকাল বেলার বাতাস টা গ্রহণ করবেন।
৫.অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বিরত থাকবেন।
৬.ভারী বা পরিশ্রমের কাজ না করার চেষ্টা করবেন।
৭.গরুর মাংস,ইলিশ মাছ,কচু,চিংড়ি,হাসের মাংস,হাঁসের ডিম,ফ্রিজের খাদ্য,ঠান্ডা বরফের পানি খাওয়া থেকে বিরত থাকবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01838-648154

♻️শ্বাস-কষ্ট ও এ/লার্জী সমস্যা কষ্ট পাচ্ছেন সঠিক পরামর্শ নিয়ে এখনয় সুস্থ হয়ে উঠুন....➡️শ্বাস-কষ্ট ও এ/লার্জী থেকে চিরতরে...
10/12/2023

♻️শ্বাস-কষ্ট ও এ/লার্জী সমস্যা কষ্ট পাচ্ছেন সঠিক পরামর্শ নিয়ে এখনয় সুস্থ হয়ে উঠুন....

➡️শ্বাস-কষ্ট ও এ/লার্জী থেকে চিরতরে মুক্তি পাওয়ার উপায় প্রাথমিক চিকিৎসার মধ্যেমে..

🏠সারাদিন কাজ করার পর রাতে আপনার শ্বাস নিতে কষ্ট হয়।অনেক ধরনে চিকিৎসা নিয়েছেন কিন্তু স্থায়ীভাবে কোন সমাধান পান নাই।সঠিক ভাবে চিকিৎসা নিয়ে এখনই নিজেয় সুস্থ হয়ে উঠুন।✅✅✅

💠বিস্তারিত জানার জন্য মেসেজ অপশনে ক্লিক করুন অথবা সরাসরি যোগাযোগ করুন হটলাইনে ☎️01838648154

অ্যা/জমা রোগীদের উচিত বিভিন্ন ঠাণ্ডা দুগ্ধজাত খাবার যেমন- ঠাণ্ডা দুধ, আইসক্রিম, দই, পনির ইত্যাদি থেকে দূরে থাকা। এসব খাব...
10/12/2023

অ্যা/জমা রোগীদের উচিত বিভিন্ন ঠাণ্ডা দুগ্ধজাত খাবার যেমন- ঠাণ্ডা দুধ, আইসক্রিম, দই, পনির ইত্যাদি থেকে দূরে থাকা। এসব খাবার শ্বাস-কষ্টের জন্ম দেয়। এছাড়াও সর্দি-কাশির সম্ভাবনা বাড়ায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️☎️01838648154

আসসালামু আলাইকুম। 📋📋হাঁপানির অন্যতম লক্ষণ হল, কাশি হওয়া। ধুলো-বালি, কুয়াশা, ধোঁয়ার মতো বিরক্তিকর উপাদানগুলি হাঁপানির ...
10/12/2023

আসসালামু আলাইকুম।

📋📋হাঁপানির অন্যতম লক্ষণ হল, কাশি হওয়া। ধুলো-বালি, কুয়াশা, ধোঁয়ার মতো বিরক্তিকর উপাদানগুলি হাঁপানির ঝুঁকি বাড়ায়। যখন এই মাইক্রো-পার্টিকেল শ্বাসনালীতে প্রবেশ করে, তখনই জ্বালা এবং প্রদাহ হয়।

💯💯 এই সমস্যা থেকে মুক্তি পেতে ইনবক্স করুন অথবা নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ 01838-648154

সাধারণত যেসব জিনিসের সংস্পর্শে আসলে শরীরে এলার্জি দেখা দেয় তার মধ্যে রয়েছে—✅✅নির্দিষ্ট কিছু খাবার✅✅ধুলাবালি✅✅গরম অথবা ঠা...
10/12/2023

সাধারণত যেসব জিনিসের সংস্পর্শে আসলে শরীরে এলার্জি দেখা দেয় তার মধ্যে রয়েছে—

✅✅নির্দিষ্ট কিছু খাবার
✅✅ধুলাবালি
✅✅গরম অথবা ঠান্ডা আবহাওয়া
✅✅ঘাম
✅✅গৃহপালিত পশু-পাখি
✅✅পরাগ রেণু ও ফুলের রেণু
✅✅সূর্যরশ্মি
✅✅ডাস্ট মাইট

আসসালামু আলাইকুম। ✅✅শীত দোরগোড়ায় কড়া নাড়ছে। এখন থেকেই সর্দি-কাশি ও অ্যা/লার্জির সমস্যায় অনেকেই ভুগতে শুরু করেছেন! শীত এল...
10/12/2023

আসসালামু আলাইকুম।

✅✅শীত দোরগোড়ায় কড়া নাড়ছে। এখন থেকেই সর্দি-কাশি ও অ্যা/লার্জির সমস্যায় অনেকেই ভুগতে শুরু করেছেন! শীত এলেই বেড়ে যায় অ্যালার্জির সমস্যা।

📋📋এ সময় বৃষ্টি না হওয়ায় ধুলাবালি ও বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। এর ফলে ত্বকে অ্যা/লার্জি সমস্যা দেখা দেয়

💯💯 এ সমস্যা থেকে মুক্তি পেতে ইনবক্স করেন অথবা নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন ☎️☎️01838648154

যেকোনো রোগ প্রাথমিক লক্ষণ দেখে শনাক্ত করা গেলে যথাযথ সময় চিকিৎসা শুরু করা যায়। ফলে এড়ানো সম্ভব হয় জটিলতা। হাঁপানির ক্ষে...
06/12/2023

যেকোনো রোগ প্রাথমিক লক্ষণ দেখে শনাক্ত করা গেলে যথাযথ সময় চিকিৎসা শুরু করা যায়। ফলে এড়ানো সম্ভব হয় জটিলতা। হাঁপানির ক্ষেত্রে বেশির ভাগ মানুষই বুঝতে পারেন না তিনি আক্রান্ত হয়েছেন। সাধারণ শ্বাসকষ্ট ভেবেই অনেকে এড়িয়ে যান। তাই অ্যা/জমা বা হাঁ/পানির এই ৫ লক্ষণ জানা থাকা জরুরি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️☎️01838648154

শ্বাস-কষ্টের সময় ফুসফুস থেকে সম্পূর্ণরূপে বাতাস বেরিয়ে যায়, ফলে আক্রান্ত ব্যক্তি নিজেই দ্রুত শ্বাস নিতে বাধ্য হন। হাঁ...
06/12/2023

শ্বাস-কষ্টের সময় ফুসফুস থেকে সম্পূর্ণরূপে বাতাস বেরিয়ে যায়, ফলে আক্রান্ত ব্যক্তি নিজেই দ্রুত শ্বাস নিতে বাধ্য হন। হাঁপানির টান উঠলে শ্বাস-প্রশ্বাস নিতে বেশ কষ্ট হয়, ফলে শারীরিক অস্বস্তি বোধ হয়। এতে বুকের মধ্যে টান বাড়ে, বুকে চাপা ভাব অনুভব হয়। বুক ফুলে উঠতে পারে অথবা সমস্ত বাতাস বের হয়ে যেতে পারে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️☎️01838648154

শ্বাস-কষ্টের ক্ষেত্রে অ্যা-লার্জি একটি বড় কারণ। এটি শ্বাস-কষ্টকে বাড়িয়ে তোলে। এখানে রোগীরও কিছু কিছু জিনিস জেনে রাখতে হব...
05/12/2023

শ্বাস-কষ্টের ক্ষেত্রে অ্যা-লার্জি একটি বড় কারণ। এটি শ্বাস-কষ্টকে বাড়িয়ে তোলে। এখানে রোগীরও কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে, কিছু খাবার থেকে আবার কোনো রাসায়নিক জাতীয় জিনিস বা ধুলাবালি থেকে, আবহাওয়ার যে পরিবর্তন হয়, সে ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এটা হতে পারে। শ্বাস-কষ্ট বায়ু দূষণে বেড়ে যায়। শরীরচর্চা বিহীন জীবনযাপনেরও প্রভাব রয়েছে অবশ্য। অনেকের মধ্যে বংশগত কারণেও এই সমস্যা এসে হাজির হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️☎️01838648154

অতিরিক্ত কায়িক পরিশ্রম করলে স্বাভাবিক শ্বাস-কষ্টের উপসর্গ দেখা যায়। কিন্তু যদি অস্বাভাবিক পরিস্থিতিতে কিংবা সামান্য পর...
05/12/2023

অতিরিক্ত কায়িক পরিশ্রম করলে স্বাভাবিক শ্বাস-কষ্টের উপসর্গ দেখা যায়। কিন্তু যদি অস্বাভাবিক পরিস্থিতিতে কিংবা সামান্য পরিশ্রমেই যদি শ্বাস-কষ্ট শুরু হয়, তাহলে তাকে রোগের উপসর্গ হিসেবে গণ্য করা হয়।[২]। ৮৫% ক্ষেত্রেই শ্বাস-কষ্টের পেছনে হাঁপানি রোগ (অ্যাজমা), ফুসফুস প্রদাহ (নিউমোনিয়া), হৃৎ-রক্তাভাব (কার্ডিয়াক ইস্কিমিয়া), অঙ্গগহ্বরীয় ফুসফুসীয় ব্যাধি, রক্তাধিক্যজনিক হৃৎবৈকল্য, দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসীয় ব্যাধি , অথবা মনোজাত (psychogenic সাইকোজেনিক) কোনও কারণ[২][৩] যেমন আতঙ্ক রোগ এবং উৎকণ্ঠা ।[৪] সাধারণত পেছনের মূল কারণের চিকিৎসা করলে শ্বাস-কষ্টেরও চিকিৎসা হয়।[৫] বিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️☎️01838648154

শ্বাস-কষ্ট এমন একটি শারীরিক অবস্থা যখন একজন মানুষ মনে করে যে সে যথেষ্ট ভাল করে ও আরামদায়কভাবে শ্বাস নিতে পারছে না। একে ...
05/12/2023

শ্বাস-কষ্ট এমন একটি শারীরিক অবস্থা যখন একজন মানুষ মনে করে যে সে যথেষ্ট ভাল করে ও আরামদায়কভাবে শ্বাস নিতে পারছে না। একে ইংরেজি চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষায় ডিসপ্নিয়া (Dyspnoea) বলে। শ্বাস-কষ্ট পরিমাপ করার জন্য এ সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুভূতির তীব্রতা, কষ্টের তীব্রতা এবং দৈনন্দিন জীবনযাপনে এর প্রভাব - এই তিনটি নিয়ামক বিবেচনায় গ্রহণ করতে হয়। শ্বাস-কষ্টের বিভিন্ন অনুভূতির মধ্যে আছে শ্বাস নেওয়ার জন্য কাজ করতে হচ্ছে এরকম অনুভূতি, বুক চেপে আসা এবং বাতাসের জন্য আকুতি (অক্সিজেনের অভাব হয়েছে এমন অনুভূতি)।[১] বিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️☎️01838648154

শ্বাস-কষ্ট হলে প্রথমেই মনে পড়ে হৃদ্‌রোগ আর ফুসফুসের রোগের কথা। এসব রোগকে আমরা বেশি ভয় পাই। লক্ষ করে থাকবেন, জোর করে কিছু...
04/12/2023

শ্বাস-কষ্ট হলে প্রথমেই মনে পড়ে হৃদ্‌রোগ আর ফুসফুসের রোগের কথা। এসব রোগকে আমরা বেশি ভয় পাই। লক্ষ করে থাকবেন, জোর করে কিছুক্ষণ শ্বাস বন্ধ করে থাকলে প্রয়োজনের তুলনায় বাতাস কম প্রবেশের জন্য রক্তের কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যায় এবং দম বন্ধ অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করে।বিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️☎️01838648154

ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন। দেখা গেল হঠাৎ করে হাঁ/চি এবং পরে শ্বাস -কষ্ট হচ্ছে। অথবা ফুলের গন্ধ নিচ্ছেন বা গরুর মাংস, ...
04/12/2023

ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন। দেখা গেল হঠাৎ করে হাঁ/চি এবং পরে শ্বাস -কষ্ট হচ্ছে। অথবা ফুলের গন্ধ নিচ্ছেন বা গরুর মাংস, চিংড়ি, ইলিশ বা গরুর দুধ খেলেই শুরু হল শরীর চুলকানি আর চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা
“এগুলো হলে আপনার অ্যালা-র্জি আছে ধরে নিতে হবে।”

তিনি অ্যালা-র্জির নানা বিষয় নিয়ে জানান।

প্রত্যেক মানুষের শরীরে এক একটি প্রতিরোধ ব্যবস্থা বা ‘ইমিউন সিস্টেম’ থাকে। কোনো কারণে এই ব্যবস্থায় গোলযোগ দেখা দিলে তখনই অ্যালা-র্জির বহিঃপ্রকাশ ঘটে।বিস্তারিত জানতে যোগাযোগ করুন ☎️☎️01838648154

আমাদের প্রডাক্ট গুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সম্বণ্বয়ে তৈরি।এগুলো র কোনো প্রকার সাইড ইফেক্ট কিংবা পাশ্বপ্রতিক্রিয়া ন...
04/12/2023

আমাদের প্রডাক্ট গুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সম্বণ্বয়ে তৈরি।এগুলো র কোনো প্রকার সাইড ইফেক্ট কিংবা পাশ্বপ্রতিক্রিয়া নেই।আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশ সাইন্স ল্যাবের পরীক্ষিত এবং অনুমোদন প্রাপ্ত।
-------------------------------------------------------------------
ন্যাচারাল সাপ্লিমেন্ট গ্রহন করে সুস্থ জীবনযাপন করুন।

বিস্তারিত তথ্য জানতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা

☎️01838648154

এ'জমা থেকে মুক্তি নিন স্থায়ীভাবে ,,,ই'ন,হেলার ছেড়ে দিন ১৫-২০দিনের মধ্যেই!শতভাগ ন্যাচরাল সমাধান! সঠিক সমাধান পেতে আপনার ন...
03/12/2023

এ'জমা থেকে মুক্তি নিন স্থায়ীভাবে ,,,ই'ন,হেলার ছেড়ে দিন ১৫-২০দিনের মধ্যেই!শতভাগ ন্যাচরাল সমাধান!

সঠিক সমাধান পেতে আপনার নাম ও নাম্বার ইনবক্সে প্রদান করুন আমাদের স্পেশালিষ্ট আপনার সাথে যোগাযোগ করবে!

সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা হোম ডেলিভারিতে পণ্য সরবরাহ করে থাকি!

সরাসরি যোগাযোগ করুনঃ ☎️☎️01838648154

আসসালামু আলাইকুম,এ' জমা নিয়ে আর নয় চিন্তা।সম্পূর্ণ স্থায়ীভাবে সমাধান করুন মাত্র ৪৫ দিনেই।সম্পূর্ণ ন্যা- চারাল উপাদানে তৈ...
03/12/2023

আসসালামু আলাইকুম,
এ' জমা নিয়ে আর নয় চিন্তা।
সম্পূর্ণ স্থায়ীভাবে সমাধান করুন মাত্র ৪৫ দিনেই।
সম্পূর্ণ ন্যা- চারাল উপাদানে তৈরি তাই কোন পাশ্ব- প্র'তি- ক্রিয়া নেই।
বাংলাদেশ সাইন্স ল্যাব থেকে পরি ক্ষীত এবং বি এস টি আই অনুমোদিত।
গ্যারান্টি সহকারে ৪৫ দিনে স্থায়ীভাবে সমাধান।
বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন - 01838648154

এ° জ মা,  এ° লা- র্জি সম্পর্কিত যেকোন সেবা এবং তথ্য পেতে সরাসরি যোগাযোগ করুন পেইজের ইনবক্সে অথবা সরাসরি কল করুন - 018386...
03/12/2023

এ° জ মা, এ° লা- র্জি সম্পর্কিত যেকোন সেবা এবং তথ্য পেতে সরাসরি যোগাযোগ করুন পেইজের ইনবক্সে অথবা সরাসরি কল করুন - 01838648154

এজ,মা ও শ্বাস- কষ্ট থেকে স্থায়ীভাবে সুস্থ হয়ে উঠুন ন্যাচারাল প্রোডাক্টের মাধ্যমে ! শতভাগ প্রাকৃতিক এবং স্থায়ী সমাধান!--...
03/12/2023

এজ,মা ও শ্বাস- কষ্ট থেকে স্থায়ীভাবে সুস্থ হয়ে উঠুন ন্যাচারাল প্রোডাক্টের মাধ্যমে ! শতভাগ প্রাকৃতিক এবং স্থায়ী সমাধান!
---------------------------------------------------------------------
সঠিক সমাধান পেতে ইনবক্সে আপনার নাম ও নাম্বার প্রদান করুন আমাদের স্পেশালিষ্ট আপনার সমস্যা জেনে প্রোডাক্ট সাজেস্ট করবে!

বাংলাদেশের যেকোনো জেলা ও থানা পর্যায়ে হোম ডেলিভারিতে পণ্য পৌঁছে দেওয়া হয় কোনো প্রকার অগ্রীম পেমেন্ট ছাড়াই!!!

বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন ☎️01838648154

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Zoon centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram