T Cosmetics BD

T Cosmetics BD welcome to our page��

কাস্টমারঃস্যার, এটা কি ওষুধ দিলেন..??আমিঃকেন ভাই,কি হয়েছে?? কাস্টমারঃআমার তো ৩ দিনেই শ্বাস কষ্ট বন্ধ হয়ে গেছে।আমিঃআলহামদ...
19/02/2024

কাস্টমারঃস্যার, এটা কি ওষুধ দিলেন..??
আমিঃকেন ভাই,কি হয়েছে??
কাস্টমারঃআমার তো ৩ দিনেই শ্বাস কষ্ট বন্ধ হয়ে গেছে।
আমিঃআলহামদুল্লিল্লাহ...!
কাস্টমারঃআমি সামনের মাসে আরো ১০ টা ফুল কোর্স নিব আমার ফ্যামিলির জন্য।কত লক্ষ টাকা খরচ করছি,এই রোগের পেছনে।কোন ফলাফল পাই নাই।আপনারটা বিশ্বাস করে খেলাম,আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেলাম।এতদিনে অনলাইনে বিশ্বাস ছিল না।আপনার মাধ্যমে আমার ভুলটা ভাঙল।আমি টাঙ্গাইল'এ আপনার ওষুধের প্রচারনা করব।
আমিঃঅশেষ কৃতজ্ঞতা..❤️

বিঃদ্রঃএ্যাজমা বা হাঁপানি হলো শ্বাস নালির প্রদাহজনিত রোগ।এই প্রদাহের ফলে শ্বাস নালি ফুলে যায় এবং অতিমাত্রায় সরু হয়ে পড়ে।এতে হাঁ পানির বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন-হা চিঁ,কা শি,শ্বাস কষ্ট,বু কে চাপ চাপ অনুভব করা,দম নিতে কষ্ট হওয়া ইত্যাদি।

আমাদের চিকিৎসায় এই রোগ/সমস্যা থেকে স্থায়ী সমাধান পাওয়া সম্ভব।

বিস্তারিত জানতে এবং ট্রিটমেন্ট নিতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন।

🥰💖
19/02/2024

🥰💖

Castomar review 💖
19/02/2024

Castomar review 💖

Warranty Card💖
19/02/2024

Warranty Card💖

🥰 product delivered
19/02/2024

🥰 product delivered

💥 40% ডিসকাউন্ট 💥 🤗 🔶 শ্বাসকষ্ট,এলার্জি,কফ,কাশি থেকে স্থায়ী সমাধান। 🔶 এ্যা'জমা রোগ থেকে মুক্তি নিন স্থায়ী ভাবে মাত্র ১ ম...
19/02/2024

💥 40% ডিসকাউন্ট 💥 🤗 🔶 শ্বাসকষ্ট,এলার্জি,কফ,কাশি থেকে স্থায়ী সমাধান।
🔶 এ্যা'জমা রোগ থেকে মুক্তি নিন স্থায়ী ভাবে মাত্র ১ মাসে।
👉ইনহেলার &মেডি'সিন ছাড়ুন ৭ দিনের মধ্যে।
বিস্তারিত সকল ধরনের তথ্য সম্পর্কে জানতে আপনার নাম্বার টি প্রদান করুন ইনবক্সে অথবা সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে 📞01717603002

এজমা হলে কি করনীয়এজমা হলে কিছু কাজ আপনাকে নিয়ম করে মেনে চলতে হবে।যার মাধ্যমে  আপনি এই রোগ থেকে বেরিয়ে আসতে পারেন।এজমা এ...
19/02/2024

এজমা হলে কি করনীয়
এজমা হলে কিছু কাজ আপনাকে নিয়ম করে মেনে চলতে হবে।যার মাধ্যমে আপনি এই রোগ থেকে বেরিয়ে আসতে পারেন।এজমা একেবারে নির্মুল হয় না।তবে এজমা কে নিয়ন্ত্রণে রাখা যায়।এজমা হলে করনীয় গুলো জেনে নেই।

মানসিক চাপ, উৎকণ্ঠা এড়িয়ে চলতে হবে।
নিয়মিত চেকআপ করাবেন।
ভিটামিন-এ জাতীয় খাবার, কলিজা, গাজরসহ শাক-সবজি ও মধু খাবেন।
নিয়মিত হালকা ব্যায়াম করতে পারেন।
বাড়িতে পোষা প্রাণী (কুকুর, বিড়াল) থাকলে নিয়মিত গোসল করাতে হবে বা পরিচ্ছন রাখতে হবে।
ধূমপান ও ধুলোবালি এড়িয়ে চলুন।
বালিশ লেপ তোশক-পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
অ্যাজমার ওষুধ বা ইনহেলার সবসময় হাতের কাছে রাখুন।
অ্যাজমার ওষুধ বা ইনহেলার সবসময় হাতের কাছে রাখুন।
ঘরে কার্পেট ব্যবহার না করা।
ঠাণ্ডা খাবার আইসক্রিম ইত্যাদি না খাওয়া।

হঠাত এজমা এট্যাক করলে করনীয়:আপনি যদি এজমা রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে মাঝে মাঝে আপনাকে হঠাৎ করেই এজমা আক্রমণ করবে সেক্ষে...
19/02/2024

হঠাত এজমা এট্যাক করলে করনীয়:
আপনি যদি এজমা রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে মাঝে মাঝে আপনাকে হঠাৎ করেই এজমা আক্রমণ করবে সেক্ষেত্রে আপনার করনীয় গুলো হচ্ছে।

★শুইয়ে না পরে সোজা হয়ে বসতে হবে।একেবারে শুইয়ে পরবেন না।

★যেহেতু এজমা হলে শ্বাসনালী সংকোচিত হয়।তাই এই সময় খুব আস্তে আস্তে শ্বাস নিতে এবং ছাড়তে হবে।কোন ভাবেই এই অবস্থায় ঘাবড়ানো যাবে না।ঘাবরালে বিপদ আরো বারতে পারে।

★লক্ষণ খারাপ হলে যেই ইনহেলার নেয়ার কথা, সেটাকে সাধারণত রিলিভার ইনহেলার বলা হয়। আপনার রিলিভার ইনহেলার থেকে ৩০ থেকে ৬০ সেকেন্ড পরপর ১ বার করে পাফ (দম) নিন। সর্বাধিক ১০ বার পর্যন্ত পাফ নিতে পারবেন।

যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হতে হবে।এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও ডাক্তার দেখিয়ে নিতে হবে।

ডাক্তার থেকে প্রয়োজনীয় সবকিছু বুঝে নেওয়া। আপনার কি ধরনের সমস্যা হয় সেগুলো খুলে বলা এবং ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা।

সঠিক ভাবে ইনহেলার ব্যবহার এর নিয়ম শিখে নিতে হবে।

এজমা কেন হয়এজমা থেকে চিরতরে মুক্তির উপায় জানতে হলে এটিও জেনে রাখা উচিত এজমা কেন হয়।এজমা হওয়ার বিভিন্ন কারন থাকতে পারে তব...
19/02/2024

এজমা কেন হয়
এজমা থেকে চিরতরে মুক্তির উপায় জানতে হলে এটিও জেনে রাখা উচিত এজমা কেন হয়।এজমা হওয়ার বিভিন্ন কারন থাকতে পারে তবে উল্লেখযোগ্য কারন গুলো সম্পর্কে আলোচনা করবো।

★শ্বাসকষ্ট জনিত সমস্যার কারনের এজমা বা হাপানি হয়ে থাকে।যা একটি অসহনীয় যন্ত্রনাদায়ক ব্যাধি বলা চলে।বর্তমানে এই রোগের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।যেহেতু শ্বাসকষ্ট জনিত কারনে এজমা হয় তাই জানতে হবে কেন শ্বাসকষ্ট হয়।

আমরা প্রত্যাহিক জীবনে সবসময় যা এরিয়ে চলার চেষ্টা করি, কিন্তু পারি না সেই সব কারনেই শ্বাসকষ্ট হয়।যেমন বাসা বাড়িতে জমে থাকা ধুলাবালি, ময়লা,বা বিভিন্ন যায়গায় জমে থাকা ধুলাবালি যা আমাদের শ্বাসকষ্টের জন্য উদ্রেককারী।

রাস্তাঘাটে যে ধুলাবালি আছে সেগুলো শ্বাসকষ্টের প্রধান কারন।কেননা এই ধুলা খুব সহজে নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে।যার কারনে এজমা হয়ে থাকে।

এছাড়াও বেশ কিছু কারন রয়েছে যেগুলো কারনেও এজমা হয়।

★শিশুদের ক্ষেতে বেশিরভাগ সময় বংশগত কারনে এজমা হয়।

★যদি বংশে কিংবা রক্ত সম্পর্কের কারো এজমা থাকে তাহলে তার এজমার ঝুকি থাকে।তারাই মুলুত বেশি এজমা রোগে আক্রান্ত হয়।

★এছাড়াও যারা গারমেন্টস কিংবা এরুপ ফ্যাক্টরি তে চাকরি করে তাদের এজমা হবার সম্ভাবনা বেশি।কেননা ফ্যাক্টরির ভিতরে প্রচুর ডাস্ক থাকে যা নাক দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করে এবং এজমা হয়।

এ ছাড়া বিভিন্ন খাদ্য, পতঙ্গজনিত অ্যালার্জি, ছত্রাকজনিত অ্যালার্জি, আবহাওয়া পরিবর্তনজনিত অ্যালার্জি, ওষুধজনিত অ্যালার্জি ইত্যাদি থেকেও অ্যাজমা হতে পারে।

18/02/2024

একটি দে*য়ালের বিপরী*তে দাঁড়িয়ে এবং শ্বাসনা*লী শিথিল করা, বিশেষ করে হাঁটা বা উপরে যাওয়ার সময়। চেয়ার বা টেবিলের মতো সমর্থন নিয়ে দাঁড়া*নো এবং শ্বাসনালী খোলার জন্য ঘাড় শিথিল রাখা। কফি পান করা শ্বাসনালী খুলতেও সাহা*য্য করতে পারে। ধূমপা*ন ত্যাগ এবং তামাক*জাত দ্রব্য পরিহার করুন।

18/02/2024

ব্ল্যাক কফি*কফিতে রয়েছে ক্যাফেইন, যা শ্বাস*নালীতে উপস্থিত পেশীগু*লোকে শিথিল করতে পারে। হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই প্রতিকার বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ব্ল্যাক কফি ফুসফু*সের কার্যকারিতা উন্নত করতে পারে এবং শ্বাসক*ষ্টের সমস্যা কাটিয়ে উঠতে সহায়তা করে। তবে এটি আপনার উপযুক্ত না হলে এ*ড়িয়ে চলুন।

welcome to our page��

Address

Chittagong

Telephone

+8801717603002

Website

Alerts

Be the first to know and let us send you an email when T Cosmetics BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram