08/11/2025
সু খবর সু খবর সু খবর
আলহামদুলিল্লাহ 🤲
আমরা নিয়ে এসেছি সর্ব প্রথম
চট্টগ্রামে পোর্টেবল এক্স রে মেশিন
এখন কারেন্ট ছাড়া এক্সরে
Safe Portable X-Ray
Safe Portable X-Ray
@01821604484
বাসায় গিয়ে এক্সরে করানো হয়
বা যে কোন হসপিটালে
পোর্টেবল এক্স-রে সাধারণত করা হয় ওয়ার্ড, আইসিইউ, বা জরুরি পরিবেশে— যেখানে থাকে শিশু, গর্ভবতী নারী, ও অন্যান্য রোগী। তাই প্রতিটি এক্সপোজের আগে চারপাশ সতর্কভাবে পর্যবেক্ষণ করা জরুরি।একটি পোর্টেবল এক্স-রে মেশিন অপারেট করা মানেই কাজ শেষ নয়। এর পেছনে রয়েছে গভীর জ্ঞান, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ।
কেবল একজন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট-ই জানেন—
🔹 কতটুকু রেডিয়েশন ডোজ প্রয়োজন,
🔹 কতটুকু স্ক্যাটার রেডিয়েশন প্রজেক্ট হতে পারে,
🔹 কোন এঙ্গেলে ও কীভাবে এক্সপোজ দিতে হবে।
এগুলো কোনো সাধারণ বিষয় নয়— কারণ ভুল ডোজ বা ভুল এক্সপোজার রোগী, আশেপাশের মানুষ এমনকি অপারেটর নিজেও বিপদের মুখে পড়তে পারেন অনেকে ভাবেন, “বাটন টিপলেই তো এক্স-রে হয়ে যায়, রিপোর্টও পাওয়া যায়।”
কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে অনেক বৈজ্ঞানিক হিসাব, নিরাপত্তা প্রটোকল, ও মানবিক দায়িত্ব।
একটা গল্প মনে পড়ে— হাতুড়ি ডাক্তার যখন অপারেশন করতে গিয়ে ভুল করেন, তখন শেখার পর বুঝেছিলেন, “এ কাজটা শুধু সাহসের নয়, জ্ঞানেরও।”
ঠিক তেমনি, এক্স-রে করা কোনো সহজ কাজ নয়। এটা এমন একটি দায়িত্ব, যা শুধুমাত্র প্রশিক্ষিত ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্টের হাতেই নিরাপদ।
👉 তাই সচেতন হই, দক্ষ টেকনোলজিস্টদের মূল্য দিই, এবং নিরাপদ রেডিয়েশন ব্যবহারে সবাইকে উৎসাহিত করি ধন্যবাদ
#চট্টগ্রাম #পোর্টেবল #এক্সরে
#বাসায় #গিয়ে #এক্সরে #করানো #হয়
#০১৮২১৬০৪৪৮৪