Teeth Care Centre - Best Dental Chamber in Chattogram

Teeth Care Centre - Best Dental Chamber in Chattogram 'টিথ্‌ কেরায় সেন্টার' বন্দর নগরী চট্টগ্রামের সর্ব উন্নত ডেন্টাল চেম্বার We will avoid compromised treatment. We will discuss all reasonable options with you.

At Teeth Care Centre, you can have complete confidence in the quality of our dentists, with the finest professional dental care team in order to provide top quality care for your teeth. All of our dental professionals have undergone rigorous training process to allow Teeth Care Centre to offer you the best level of care. These standards are maintained by continuous education programs for all our staff, so you can be sure your dentist is always working with the most up to date innovations in the field. Our dentists, auxiliaries and receptionists, work together to deliver the highest standards of dentistry and exceptional customer care. At Teeth Care Centre, we continually evaluate the evidence behind our treatment protocols to ensure that you receive treatments which are scientifically proven to be effective. We will provide you with high quality private dental care with a full range of general dentistry and in-house specialists. We will offer you proven treatments to ensure we exceed your expectations in terms of treatment prognosis. We will ensure that you are treated by the provider best suited to carry out the procedure. Where the evidence exists we will always offer you the best option first. We will discuss pros and cons honestly with you to ensure that you can give us informed consent for your dental treatment. Our experienced group of Dentists will ensure that you receive dental care and treatment from your dentists that exceeds best practice protocols at all times. At Teeth Care Centre, we continually evaluate the latest dental technology to give our patients the most up-to-date, industry leading treatments backed up by the best evidence. At teeth Care Centre we continually evaluate the latest dental technology to give our patients leading edge treatments backed up by the best evidence. During your dental examination we will use digital intra-oral cameras to show you your teeth in detailed close up on our chair mounted flat screen monitors so that you can see what we see. This is so important so that you can make decisions about your dental treatment with confidence. Perio wave technology which allows us to utilize photo-dynamic disinfection as an exciting way to treat gum disease, one of the commonest dental conditions in the World, To where you have missing teeth when the latest dental implant technology can allow your teeth to be replaced with remarkably natural, long lasting alternatives. The Dental Clinic delivers – technological breakthroughs with the evidence to back them up. Our standard protocols include the control of any infection risks from dental procedures. We continually strive to ensure that we are completely up to date with our methods, equipment and techniques. Every instruments used are completely sterile.

🦷✨ **মুখের স্বাস্থ্য রক্ষা করুন, হাসি ছড়িয়ে দিন!** ✨🦷আপনার মুখের স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করে! 😃 মু...
21/10/2024

🦷✨ **মুখের স্বাস্থ্য রক্ষা করুন, হাসি ছড়িয়ে দিন!** ✨🦷

আপনার মুখের স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করে! 😃 মুখের স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম, কারণ এটি শুধু দাঁতের যত্ন নয়, বরং আপনার সার্বিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ। 💪

👉 **কেন মুখের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ?**
- সুস্থ দাঁত এবং মাড়ি আপনাকে সঠিকভাবে চিবাতে 🍽️ এবং খাবার উপভোগ করতে সাহায্য করে।
- মুখের স্বাস্থ্য বজায় রাখলে অন্যান্য রোগের ঝুঁকি কমে যায়। 🚫

👉 **দাঁতের যত্নের জন্য কিছু সহজ টিপস:**
১. **দিনে অন্তত দুইবার ব্রাশ করুন!** 🪥 সকালে এবং রাতে, যাতে plaque এবং ব্যাকটেরিয়া দূর হয়।
২. **ফ্লস ব্যবহার করুন!** 🧵 দাঁতের ফাঁকে জমে থাকা খাবার ও plaque মুছে ফেলার জন্য ফ্লস খুবই কার্যকর।
৩. **সঠিক খাবার খান!** 🥦🍏 চিনির পরিমাণ কমিয়ে ফল ও সবজি বেশি খান। দুধ ও দুগ্ধজাত খাবারও দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো।
৪. **মুখের স্বাস্থ্য পরীক্ষা করুন!** 🩺 প্রতি ৬ মাসে বি.ডি.এস ডিগ্রিধারী ডেন্টাল সার্জনের কাছে যান। নিয়মিত চেকআপ দাঁতের সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়তে সাহায্য করে।

👉 **আপনার হাসি আমাদের প্রাধান্য!** 🌟
আজ থেকেই এই অভ্যাসগুলো গ্রহণ করুন এবং আপনার মুখের স্বাস্থ্যকে সুস্থ রাখুন। আমাদের চেম্বারের টিম আপনাকে সাহায্য করতে প্রস্তুত! 🤝 বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

টিথ্‌ কেয়ার সেন্টার
২য় তলা, দুলহান কমিউনিটি সেন্টারের পাশে,
ঈদগাহ, বৌ-বাজার, হালিশহর রোড, চট্টগ্রাম।
📞০১৮৬১৬৩৩৬৪৪

💖 সুস্থ হাসি, সুস্থ জীবন!

রমজান মাস পবিত্রতা এবং বরকতের মাস।রমজান মাসে রোজা রাখার কারণে অনেকে দাঁতের সঠিকভাবে যত্ন নিতে পারেন না। ফলাফল- মুখে গন্ধ...
11/03/2024

রমজান মাস পবিত্রতা এবং বরকতের মাস।
রমজান মাসে রোজা রাখার কারণে অনেকে দাঁতের সঠিকভাবে যত্ন নিতে পারেন না। ফলাফল- মুখে গন্ধ হয় বা পূর্বের কোন সমস্যা বৃদ্ধি পায় কিংবা রোজারত অবস্থায় ব্যথায় কাতর হয়ে পড়েন। তাই একবার চেকাআপ করিয়ে নিন অথবা আপনার বর্তমান দাঁতের সমস্যা সমাধান করিয়ে নিন।

যোগাযোগ:
টিথ্ কেয়ার সেন্টার
ঈদগাহ, বৌ-বাজার, দুলহান কমিউনিটি সেন্টারের পাশে, ২য় তলা হালিশহর রোড, চট্রগ্রাম।
০১৮৬১৬৩৩৬৪৪
রমজান মাসে চেম্বারের সময়: সকাল ১০টা - বিকাল ৫টা, সন্ধ্যা ৭টা - রাত ১০টা

রোজা রাখা অবস্থায় দন্ত চিকিৎসায় ইসলামের বিধান:
১. লোকাল এ্যানেসথেসিয়া (শরীরের অংশবিশেষ অবশকরণ): লোকাল এ্যানেসথেসিয়া ইনজেকশন দিলে রোজা ভাঙ্গবে না। যেহেতু এটি শক্তিবর্ধক বা পানাহার নয় কিংবা পানাহারের স্থলাভিষিক্তও নয়। লোকাল এ্যানেসথেসিয়া যে স্থানে দেয়া হয় শুধু সে স্থানটিকে অবশ করে; এটি পাকস্থলিতে পৌঁছায় না। সুতরাং কেউ নফল রোজাদার হন কিংবা ফরয রোজাদার হন তিনি যদি এ্যানেসথেসিয়া গ্রহণ করেন তার রোজা শুদ্ধ। তাকে পুনরায় কাযা রোজা রাখতে হবে না। [ফাতাওয়া নুরুন আলাদ-দারব থেকে সংকলিত]
কিন্তু, জেনারেল এ্যানেসথেসিয়া (পুরোপুরি অজ্ঞান করা) প্রয়োগ করা হলে এবং এতে রোগী গোটা দিন সম্পূর্ণ অজ্ঞান থাকলে তার উপর সে দিনের রোজা কাযা পালন করা আবশ্যক হবে।

শাইখ ইবনে উছাইমীন (রহঃ)
রেফারেন্স: ফাতাওয়াস শাইখ বিন বায (১৫/২৫৯)
https://islamqa.info/bn/95062

২. শরীর থেকে রক্ত বের হলে: শরীর থেকে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হয় না এবং সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলেও রোজা ভাঙ্গে না। তবে ইচ্ছা করে এ পরিমাণ রক্ত দেওয়া ঠিক নয়, যার কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলার আশংকা হয় বা রোজা রাখা কঠিন হয়ে পড়ে। আর দাঁত থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। তবে রোজা অবস্থায় রক্ত বের হলে তা যেন গলায় চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা গলায় রক্তের স্বাদ পাওয়া গেলে রোজা ভেঙ্গে যাবে।

মুফতি মুহাম্মাদ শোয়াইব
রেফারেন্স: খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৯৮; আদ্দুররুল মুখতার ২/৩৯৬

৩. দাঁত স্কেলিং করানো কিংবা ফিলিং করানো কিংবা কোন একটি দাঁত তুলে ফেলা (এক্সট্রাকশন): এই বিষয়গুলোর ক্ষেত্রে রোজার শুদ্ধতার ওপর কোন (নেতিবাচক) প্রভাব নেই। বরং এগুলো ক্ষমার্হ (ক্ষমাযোগ্য)। তবে সাবধান থাকতে হবে যাতে করে কোন ঔষধ বা রক্ত যেন গিলে না ফেলেন।

শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)
রেফারেন্স: মাজমুউ ফাতাওয়া ও মাকালাত মুতানাওয়িআ (১৫/২৫৯)
https://islamqa.info/bn/106495

তাহলে সহজে বুঝা যাচ্ছে রোজা রেখে দাঁত উঠানো, স্কেলিং, ফিলিং, রুট ক্যানাল করা যাবে। তবে কেমিক্যাল বা পানি যেন গলার ভিতরে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে রুয়াত ক্যানাল বা ফিলিং করার ক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতির অংশ রাবার ড্যাম ব্যবহার করলে গলার ভিতরে কেমিক্যাল বা পানি যাওয়ার সম্ভাবনা থাকে না। আর দাঁত উঠানো বা স্কেলিং এর ক্ষেত্রে হাই সাকশন (মুখের ভেতর থেকে দ্রুত পানি টেনে নেওয়ার যন্ত্র) ব্যবহার করা শ্রেয়।

অনেকেই রোজা রাখা অবস্থায় চিকিৎসায় ইসলামের নিয়মগুলো সঠিকভাবে জানেন না, ফলে দ্বিধাদন্দ্বে ভুগেন। আসুন এই নিয়মগুলো জেনে নেই:

১. অনিচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভঙ্গ হবেনা। তবে ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙ্গে যাবে।
২. স্যালাইন, গ্লুকোজ বা শক্তিবর্ধক কিছু শিরাপথে নেওয়া যাবে না। এগুলো ছাড়া যেকোনো ওষুধ ইনজেকশন হিসেবে নিলে রোজার কোনো ক্ষতি হবে না।
৩. যেকোনো ধরণের চোখ, নাক ও কানের ড্রপ, ইনহেলার ব্যবহার করা যাবে। ওষুধ মুখে চলে আসলে তা না গিলে কুলি করে বাহিরে ফেলতে হবে। হার্টের রুগীর ব্যথা উঠলে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহ্বার নিচে ব্যবহার করা যাবে।
৪. রোজা রেখে কেউ বেশি অসুস্থ হয়ে পড়লে, তিনি চাইলেই রোজা ভেঙ্গে ফেলতে পারবেন। এই জন্য তাকে কাফফারা (একটানা ৬০ টি রোজা রাখা) দিতে হবেনা। তবে পরে অবশ্যই রমজান শেষে যেকোনো সময় একটি কাজা রোজা আদায় করে নিতে হবে।
৫. পায়খানার রাস্তায় কিংবা যোনিপথে ট্যাবলেট, সাপোজিটরি ব্যবহার করা যাবে। প্রসাবের রাস্তায় ক্যাথেটার করলে রোযা নষ্ট হয় না। তবে পায়খানার রাস্তায় সাপোজিটরি ব্যবহার একান্ত প্রয়োজন না হলে তা পরিহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।
৬. ল্যাব পরীক্ষা- নিরীক্ষার জন্য রক্ত দিলে রোজা নষ্ট হবেনা।
৮. সুস্থ সবল ব্যক্তির রক্ত দান করলে রোজা ভঙ্গ হয় না। তবে রক্তদাতা দুর্বল অনুভব করলে রোজা ভেঙ্গে ফেলতে পারেন। এই জন্য কাফফারা দিতে হবে না, পরে শুধু একটি রোজা কাজা করলেই হবে।
৯. ইনসুলিন নিলেও রোজা ভংগ হবেনা। কিন্তু ইনসুলিন নেওয়ার পর যেহেতু খাবার খেতে হয়, তাই রোজা থাকাকালীন অবস্থায় তা নেওয়া যাবে না। তাই সকালের ডোজ হিসেবে ইফতার এবং রাতের ডোজ সেহেরির সময় এডজাস্ট করে নিতে হবে।
১০. অনিচ্ছাকৃতভাবে যেমন আহত হয়ে কিংবা নাক দিয়ে রক্ত পড়লে রোজা নষ্ট হবেনা।

রেফারেন্স:
১. 9th Fiqh Medical Seminar, Morocco. (সারা বিশ্ব থেকে নামকরা আলেমগন ও মুসলিম চিকিৎসকগন মরক্কোর এই সেমিনারে সবাই একমত হয়ে এই বিষয়ে ফতোয়া দেন)
২. প্রশ্নোত্তরে সিয়াম- ডঃ আবু বকর মুহম্মদ জাকারিয়া
৩. Standing committee for issuing fatwa, Kingdom of Saudi Arabia.

ব্যথা নাই তাই চিকিৎসার দরকারও নাই!ন্যাচারাল দাঁত রাখতে চাইলে এই চিন্তা থেকে সরে আসতে হবে।নিচের এক্স-রে এর রোগী ২০২১ সালে...
03/11/2023

ব্যথা নাই তাই চিকিৎসার দরকারও নাই!

ন্যাচারাল দাঁত রাখতে চাইলে এই চিন্তা থেকে সরে আসতে হবে।

নিচের এক্স-রে এর রোগী ২০২১ সালে এসেছিলেন ব্যথা নিয়ে। একটি দাঁতে ফিলিং আর একটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট প্রয়োজন ছিলো তখন। রোগী ব্যথার ঔষধ খেয়ে সহ্য করে ছিলেন চিকিৎসা না করিয়ে।

প্রায় এক বছর পর ২০২২ সালে দেখাতে এসেছেন খাবার ঢুকে থাকে দাঁতে, কিন্তু কোন ব্যথা নেই। রোগী তখনও চিকিৎসা করাবেন না।

বর্তমানে ২০২৩ সালে রোগী এসেছেন তীব্র ব্যথা এবং মুখ ফোলা নিয়ে চিকিৎসা করাতে। কিন্তু এখন আর দাঁত রাখার মতো অবস্থা নেই। একটি দাঁত সার্জারী করে ফেলে দিতে হবে সাথে পাশের ফিলিং এর দাঁত এখন রুট ক্যানাল ট্রিটমেন্ট প্রয়োজন। ব্যথা, চিকিৎসা খরচ এবং দাঁত হারানোর কষ্টে রোগীর মুখ আধার।

তাই দাঁত থাকতে মর্ম বুঝুন। সময় থাকতে চিকিৎসা করিয়ে নিন।

Proper Anatomical Dental Restorationএই কথাটির অর্থ হলো দাঁতকে সঠিক উপায়ে ফিলিং এর মাধ্যমে তার পূর্বের গঠন এবং কার্যকরী অ...
05/05/2023

Proper Anatomical Dental Restoration

এই কথাটির অর্থ হলো দাঁতকে সঠিক উপায়ে ফিলিং এর মাধ্যমে তার পূর্বের গঠন এবং কার্যকরী অবস্থায় ফিরিয়ে দেওয়া।

চিকিৎসা পদ্ধতিটি অনেক কঠিন এবং সময় সাপেক্ষ, সাথে দক্ষ হাতের কাজ।

ফিলিং ১০ মিনিটে করা সম্ভব কিন্তু সঠিকভাবে রেস্টোরেশন করতে গড়ে ৩০-৪০ মিনিট বা কখনো ১ ঘণ্টার উপরও সময় লেগে যায়।

সুবিধা:
* আমাদের দাঁত কখনো ফ্ল্যাট বা সমতল না। দাঁতের উপরের অংশ উচু-নিচু থাকে যেন আমরা খাবার চিবিয়ে ছোট ছোট দানায় পরিণত করতে পারি। এই রেস্টোরেশন পদ্ধতিতে দাঁতকে তার পূর্বের স্বাভাবিক আদলে ফিরিয়ে দেওয়া সম্ভব।

* আমাদের দাঁতের প্রধান কাজ হলো খাবার চিবানো। ফ্ল্যাট বা সমতল ফিলিং সঠিকভাবে চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে অনেক ধরণের বাধার সৃষ্টি করে। সঠিক রেস্টোরেশন করা দাঁতে সঠিকভাবে কামড় বসার কারণে এই ধরণের বাধার সৃষ্টি কম হয়।

* ফ্ল্যাট বা সমতল ফিলিং দীর্ঘদিন থাকার ফলে আমাদের চোয়ালের জয়েন্টে (টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট) ব্যথার কারণ হতে পারে। যেখানে সঠিক রেস্টোরেশনে তা হওয়ার সম্ভবনা খুবই কম।

* যেকোন সমতল জায়গায় চাপ প্রয়োগ করলে তা একটি নির্দিষ্ট স্থানে অতিরিক্ত বল প্রয়োগ করে। যে কারনে ফ্ল্যাট বা সমতল ফিলিং, অনেকক্ষেত্রে দাঁতের অংশ সহ কিছুদিন পরপর ভেঙ্গে যাওয়ার সম্ভবনা থাকে। যেখানে সঠিক রেস্টোরেশন করলে তা স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা চাপ বিতরণ সম্পূর্ণ দাঁতে হয়। ফলে রেস্টোরেশন বা দাঁত ভাঙ্গার সম্ভবনা অনেক কমে যায়।

যোগাযোগ:
টিথ্ কেয়ার সেন্টার,
২য় তলা, দুলহান কমিউনিটি সেন্টারের পাশে, ঈদগাহ, বৌ-বাজার, হালিশহর রোড, চট্টগ্রাম।

সিরিয়াল- ০১৮৬১৬৩৩৬৪৪

Address

ঈদগাহ, বৌ-বাজার, দুলহান কমিউনিটি সেন্টারের পাশে (২য় তলা), হালিশহর রোড
Chittagong
4225

Opening Hours

Monday 10:00 - 13:30
16:30 - 21:30
Tuesday 10:00 - 13:30
16:30 - 21:30
Wednesday 10:00 - 13:30
16:30 - 21:30
Thursday 10:00 - 13:30
16:30 - 21:30
Saturday 10:00 - 13:30
16:30 - 21:30
Sunday 10:00 - 13:30
16:30 - 21:30

Telephone

+8801861633644

Alerts

Be the first to know and let us send you an email when Teeth Care Centre - Best Dental Chamber in Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Teeth Care Centre - Best Dental Chamber in Chattogram:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram