Hemophilia Society of Bangladesh, Chittagong Chapter

Hemophilia Society of Bangladesh, Chittagong Chapter Bleeding Disorder Patients Organization bleeding disorder patients information page, specially for hemophiliac patients around the world.

Under the initiative of the Hemophilia Society of Bangladesh Chittagong Chapter, Factor VIII injection was handed over t...
11/09/2025

Under the initiative of the Hemophilia Society of Bangladesh Chittagong Chapter, Factor VIII injection was handed over to Prof. Dr. Akhil Ranjan Biswas, Head of the Hematology Department of Chittagong Medical College Hospital, for free distribution to poor hemophilia patients under the World Federation of Hemophilia Humanitarian Aid Program. The President of the Chittagong Chapter, Mr. Md. Saiful Islam and other leaders handed over the factor. Dr. Sourav Biswas, Registrar of the Hematology Department and other doctors and nurses were present at the time.

03/09/2025

হিমোফিলিয়া রোগীদের জ্ঞাথার্তে কিছু পরামর্শ :

১। যেহেতু হিমোফিলিয়া একটি প্রতিরোধ যোগ্য রোগ তাই এর সময় অনুযায়ী ও ব্লিডিং এরিয়া বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা গেলে ব্লিডিং বন্ধ হবে এবং ব্লিডিং টেন্ডেন্সি কমে যাবে ইনশাল্লাহ
২। যে কোন জয়েন্ট বা মাসেল ব্লিডিং এ টানা ৩ থেকে ৫ দিন ফ্যাক্টর /FFP/Cryo নিলে জয়েন্ট এর ব্লিডিং বন্ধ হবে।
ব্লিডিং পরবর্তী প্রয়োজনীয় ফিজিওথেরাপি ও ব্যায়াম মাসেল ও জয়েন্টের সক্ষমতা বাড়াবে। ফলে ব্লিডিং সহজে হবে না।
৩। জটিল ব্লিডিং যেমন : মস্তিষ্কের / অন্ত্রে/ ফুসফুসের / হিপ জয়েন্টের ব্লিডিং এর ক্ষেত্রে সময়মত এবং ওজন অনুযায়ী ফ্যাক্টর প্রদান ও আরোগ্য পরবর্তী কমপক্ষে ৩ মাস লো ডোজ এডভান্স ফ্যাক্টর দেয়া গেলে উক্ত ব্লিডিং ঘন ঘন হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
৪। হিমোফিলিয়া রোগীর জন্য হালকা ব্যায়াম সবসময়ের জন্য প্রজোজ্য। তবে তা হতে হবে চিকিৎসক / ফিজিওথেরাপিষ্ঠ এর পরামর্শ অনুযায়ী।
যেটা বর্জনীয়: নিজে নিজে বাসায় মেশিন কিনে থেরাপি দেয়া/ নিজে নিজে ডাক্তারি করা ইত্যাদি

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চ্যাপ্টার এবং আই ডি এফ হেলথ সেন্টারের যৌথ উদ্যোগে অদ্য ১১ আগষ্ট ২০২৫ সোসাইটি অফিসে সমন্বয়...
11/08/2025

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চ্যাপ্টার এবং আই ডি এফ হেলথ সেন্টারের যৌথ উদ্যোগে অদ্য ১১ আগষ্ট ২০২৫ সোসাইটি অফিসে সমন্বয় সভার আয়োজন করা হয়, আইডি এফ হেলথ সেন্টারের কো অর্ডিনেটর ডা: সাদেকুন্নাহার ঝুমুরের সভাপতিত্ব উক্ত সভায় উপস্থিত ছিলেন ডা: নওরিন সুলতানা, পুষ্টিবিদ মংসেচিং মারমা, এইচ এস বি চট্টগ্রাম চ্যাপ্টারের সহ সভাপতি দিদারুল আলম, কোষাধক্ষ মো; মহিউদ্দিন, হেলথ সেন্টারের ম্যানেজার শামীমা আক্তার, ফিজিওথেরাপিষ্ঠ সুমন চন্দ্র সরকার, ইউথ লিডার সবুজ ফয়সাল,আবির সহ প্রায় ৪০ জন রোগী ওপরিবারের সদস্য।

11/07/2025
হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের অফিসে সোসাইটির কর্মকর্তাবৃন্দ এবং ফিজিওথেরাপিষ্ট সহ মিটিং এর চিত্র।
11/07/2025

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের অফিসে সোসাইটির কর্মকর্তাবৃন্দ এবং ফিজিওথেরাপিষ্ট সহ মিটিং এর চিত্র।

02/05/2025

হিমোফিলিয়া রোগী এবং সকল রোগীদের কল্যাণে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে একটি অনলাইন ব্লাড ডোনেশন ক্লাব গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
আগহী রক্তদাতাদের এই গ্রুপে নিজের নাম, বর্তমান ঠিকানা, ব্লাড গ্রুপ, দিয়ে নাম অন্তর্ভূত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এই বিষয়ে চূড়ান্ত নীতিমালা সহ বিস্তারিত ক্রমান্বয়ে জানানো হবে।
"রক্ত দিন জীবন বাচান"

আজ আপনাদের একটি গল্প শুনাবো,একজন হিমোফিলিয়া রোগী শাহজাহানের গল্প,এক্সিডেন্টে যার পা থেতলে গিয়ে পচে গিয়েছিল।পরবর্তীতে চট্...
28/04/2025

আজ আপনাদের একটি গল্প শুনাবো,
একজন হিমোফিলিয়া রোগী শাহজাহানের গল্প,এক্সিডেন্টে যার পা থেতলে গিয়ে পচে গিয়েছিল।
পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘসময় চিকিৎসার পরও সে পা পচে পচে উপরে উঠে যায়,যার ফলে একসময় তাকে বাচানোর জন্য চিকিৎসকগন পা কাটার সিদ্ধান্ত নেন।
কিন্তু এটা কি এত সহজ!
যেখানে সামান্য চুরি কাচির খোচা লাগলে রক্ত বন্ধ হয় না, সেখানে পা কাটা অনেক বড় ঝুকিপূর্ণ অপারেশন। যেটি প্রথমে চিকিৎসকগন নিতে চাননি। তারা পংগু হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন।
কিন্ত রোগীর সক্ষমতার কথা বিবেচনা, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের প্রতিশ্রুতিশীল ভোলান্টিয়ারগনের নিবিড় পরিচর্যা অনুরোধ, পর্যাপ্ত ফ্যাক্টর ইঞ্জেকশন সহযোগীতা, সোসাইটি, বিভিন্ন দানশীল ব্যাক্তি,প্রতিষ্ঠানের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে উদাহরণযোগ্য সফল অস্ত্রপচারের মাধ্যমে শাহজাহানের সে পা কেটে বিচ্ছিন্ন করা হয়। এবং সফলতার সাথে রক্তক্ষরণ বন্ধ করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন মারাত্মক রক্তক্ষরণ রোগী শাহজাহান।
কিন্তু নিম্নবিত্ত পরিবারের সন্তান ২৮ বছর বয়সী শাহজাহানের জীবন চলবে কিভাবে?
ছোট ছোট দুটি বাচ্চা নিয়ে সে যেন চোখে সব অন্ধকার দেখছিল।
কিন্তু হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টার আবারো উদ্যোগী হয়ে তার কৃত্তিম পা প্রতিস্থাপনের আয়োজন করে।
তার ফলশ্রুতিতে আজ ২৮ এপ্রিল ২০২৫ ঢাকার শ্যামলীতে সফলভাবে তার কৃত্তিম পা প্রতিস্থাপন করা হয়।
এই জার্নিতে হিমোফিলিয়া সোসাইটি ছাড়া আর যারা শাহজাহানের সহযোগী হয়েছেন বিভিন্ন মানবিক ব্যাক্তিত্ব চিকিৎসকগন সর্বোপরি মহান সৃষ্টিকর্তা।
বেচে থাকুক শাহজাহানদের স্বপ্ন, বেচে থাকুক মানবতা, বেচে থাকুক হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়া।
# এগিয়ে আসুন সবাই হিমোফিলিয়া রোগীদের কল্যানে।

Today I will tell you a story,
The story of a hemophiliac patient, Shahjahan, whose leg was crushed and rotted in an accident.
Later, even after a long treatment at Chittagong Medical College Hospital, his leg rotted and rotted, as a result of which the doctors decided to amputate his leg to save him.
But is it that easy!
Where even a small cut of a knife does not stop the bleeding, amputation is a very risky operation. Which the doctors did not want to do at first. They advised sending him to Pangu Hospital.
But considering the patient's ability, the request for intensive care from the promising volunteers of the Hemophilia Society of Bangladesh Chittagong Chapter, adequate factor injection assistance, the society, various charitable individuals, and the tireless efforts of the institution, Shahjahan's leg was amputated and separated through a successful surgery that is exemplary in Bangladesh. And the bleeding was successfully stopped. Shahjahan, a severe bleeding patient, gradually recovered.
But how will 28-year-old Shahjahan, a child of a low-income family, live?
With two small children, he seemed to be seeing all the darkness in his eyes.
But the Hemophilia Society of Bangladesh Chittagong Chapter took the initiative again and organized his artificial leg transplant.
As a result, today, April 28, 2025, his artificial leg was successfully transplanted in Shyamoli, Dhaka.
Apart from the Hemophilia Society, various humanitarian personalities who have been Shahjahan's collaborators in this journey, doctors, and above all, the great creator.
Long live the dream of Shahjahan, long live humanity, long live the Hemophilia Society of Bangladesh and the World Federation of Hemophilia.
# Let's all come forward for the welfare of hemophilia patients.

26/04/2025

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের পক্ষ থেকে বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ অত্যন্ত সফল ও স্বার্থকভাবে সম্পন্ন করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কতৃপক্ষ, হেমাটোলজি বিভাগ, আই ডি এফ হেলথ সেন্টার, বিভিন্ন দানশীল ব্যাক্তি ও প্রতিষ্ঠান, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,শুভানুধ্যায়ী রোগী ও পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৭ ই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস, এ উপলক্ষে আগামী ১৯ এপ্রিল ২০২৫ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভ...
16/04/2025

১৭ ই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস, এ উপলক্ষে আগামী ১৯ এপ্রিল ২০২৫ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য কর্মসূচী :
> সকাল ৯ টায় কলেজ ক্যাম্পাস প্রাংগনে সম্মানিত অধ্যক্ষ এবং পরিচালক মহোদয় কতৃক বেলুনযুক্ত ফেস্টুন উড়িয়ে উদ্ভোদন ঘোষণা
> র‍্যালী
> লিফলেট বিতরণ
> পরিচালক ভবনের নীচে সংক্ষিপ্ত ব্রিফিং
> মিডিয়া কাভারেজ
> বৈজ্ঞানিক সেমিনার আয়োজন।

আগামী ১৭ এপ্রিল ২০২৫ বিশ্ব হিমোফিলিয়া দিবস।বাংলাদেশ সহ বিশ্বের ১৪০ টি দেশে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হবে। ঢাকা স...
08/04/2025

আগামী ১৭ এপ্রিল ২০২৫ বিশ্ব হিমোফিলিয়া দিবস।বাংলাদেশ সহ বিশ্বের ১৪০ টি দেশে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হবে। ঢাকা সহ বাংলাদেশের সকল বিভাগীয় এবং কিছু কিছু জেলা হাসপাতালের সাথে যৌথ উদ্যোগে HSB দিবসটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
এবারের প্রতিপাদ্য বিষয়: মহিলা এবং মেয়েদের বিলম্বিত রক্তক্ষরণ /হিমোফিলিয়া হয়।
এ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ এবং HSB চট্টগ্রাম চ্যাপ্টার যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের সকল হিমোফিলিয়া রোগী, পরিবার সদস্য এবং শুভাখাংকীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে

বিস্তারিত কর্মসূচি শীগ্রই জানানো হবে।

Address

IDF Health Center, House No. 8c (Ground Floor), Road No. 3 Block A, Chandgaon R/A, Chattogram
Chittagong
4217

Alerts

Be the first to know and let us send you an email when Hemophilia Society of Bangladesh, Chittagong Chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hemophilia Society of Bangladesh, Chittagong Chapter:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram