22/05/2017
প্যানকেক ব্যবহারের কিছু টিপস ও ট্রিকস –
------------------------------
১। প্যানকেক ব্যবহারের জন্য ভালো মানের স্পঞ্জ নিন। এতে প্যানকেক মুখে ভেসে থাকবে না।
-
২। প্যানকেক লাগানোর আগে ভালো করে ফেস ওয়াশ করে বরফ ঘসবেন এবং ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন এতে করে বেস নিখুঁত ভাবে ত্বকে বসবে।
-
৩। কখনই প্যানকেকে সরাসরি পানি দিবেন না।স্পঞ্জ পানিতে ভিজিয়ে ভালো করে চিপে বাড়তি পানি ফেলে তারপর সেটাতে প্যানকেক নিয়ে মুখে লাগান। অনেক সময় দেখা যায় মুখের মেকাপটা একটু বেশি হলদেটে হয়েছে। এটার কারণ হল হলুদ প্যানকেক পরে লাগানো। সবসময় ২/৩ টি প্যানকেক মিক্স করে লাগানোর সময় স্পঞ্জে হলুদ রঙের প্যানকেকটি প্রথমে লাগানো উচিত।
-
৪। নাকের দুপাশ, গালের হাড়, থুঁতনি, ডাবল চিন ইত্যাদি কনট্যুর করার জন্য গাঢ় শেড ব্যবহার করতে হবে। তবে সরাসরি না নির্দিষ্ট শেডের সাথে মিলিয়ে লাগাবেন।
কীভাবে বুঝবেন কোন শেডটি আপনার ত্বকের জন্য!
★ যদি আপনার গায়ের রঙ খুবই ফর্সা হয়, তাহলে আপনি ২১ নম্বর প্যানকেক এবং হলুদ এই দুই শেড মিক্স করে লাগাবেন। স্পঞ্জে আগে হলুদ প্যানকেক ২ বার তারপর ২১ নাম্বার ২ বার এভাবে করে মুখে লাগাতে হবে।
★ যদি আপনি ফর্সা হন তবে ২২, ২৩ বা ২৪ এবং হলুদ এই তিনটি শেড মিশিয়ে ব্যবহার করুন।
★ উজ্জ্বল শ্যাম বর্ণের অধিকারীরা ২৫ নাম্বার এবং হলুদ রঙের প্যানকেকের সাথে ২৩ নাম্বার অল্প পরিমাণে মিশিয়ে ব্যবহার করবেন।
★ যাদের শ্যাম বর্ণ তারা উপরোক্ত নাম্বারগুলো ট্রাই করতে পারেন তবে, কেউ যদি একদম নিউট্রাল বেস চান তবে তাকে ২৮ নাম্বার এবং হলুদ শেড মিশিয়ে ব্যবহার করতে হবে।
★ যাদের গায়ের রঙ কালো তারা ২৮, ৩০ এবং হলুদ এই তিনটি শেড মিশিয়ে মুখে লাগাবেন।