Md yousuf

Md yousuf I am surgical businesses man.I am seilling this item.

28/01/2022
02/07/2020

Surgical item are available.... 01689740136

02/07/2020

surgical item are available,,,,,r u need inbox me,,,,or 01689740136

17/11/2019

#একনজরে_দেখি_রাখি__

Tomorrow -- আগামীকাল!
Next Day -- পরেরদিন।
Tonight -- আজ রাত।
This morning -- আজ সকালে।
This evening -- আজ সন্ধ্যায়।
Day after day -- দিনের পর দিন।
Per diem -- Day by Day ( দিন দিন)
Every other day/ Every alternate day -- প্রতি
একদিন পর পর।
Someday or other -- কোন না কোন দিন।
As time went by -- সময় যত অতিক্রম হতে
লাগলো।
As day goes -- দিন যত যায়।
At a later date -- পরবর্তী কোন একদিন।
Soon - শীঘ্রই
Shortly - অল্প সময়ের মধ্যে।
By time -- সময়ের আগেই।
Within time -- সময়সীমার মধ্যে।
In due time - যথা সময়ে।
In time - সময় মতো।
In no time - অবিলম্বে।
At no time -- কখনো নয়।
Most of time -- অধিকাংশ সময়।
At times -- মাঝে মাঝে।
From time to time --ক্ষণে ক্ষণে।
Time and Time again -- দীর্ঘদিন ধরে।
At the time -- ঐ সময়ে।
At one time -- অতীতে একদা।
For the time being -- আপাতত।
Take your time -- সময় নিয়ে করো।
At all times -- সদা সর্বদা।
Five times -- পাঁচবার / পাঁচগুণ.. ( কতগুন তা
বুঝায়)
On time - কাটায় কাটায়।
Ahead of time / Behind time -- সময়ের আগে
ভাগে।
a minute - মুহুর্ত কালের জন্য।
In a minute - মুহুর্তের মধ্যে।
Time's up -- সময় শেষ।
Out of time - হাতে সময় নেই।
Arrival time -- পৌছানোর সময়।
Departure time -- ছাড়ার সময়।
Ago - আগে।
Long Ago - অনেক আগে।
Quite Long Ago - বেশ আগে।
How long -- কতক্ষণ (দিন/মাস/বছর)
Later - পরবর্তীতে Now - এখন
Then - তখন
This day two years ago -- দুই বছর আগের এই
দিনে
This time tomorrow -- আগামীকাল এই সময়ে।
At present - বর্তমানে।
At this moment - এই মুহুর্তে।
In the past - অতীতে।
In the future - ভবিষতে।
Of late / Recently - সাম্প্রতিকালে।
Since - সেই থেকে/ সেই হতে।
Henceforth - এখন থেকে।
Henceforward -- এখন থেকে সামনের
দিকে।
For two days - দুই দিন ধরে / যাবৎ।

30/05/2019

১০০টি ইংরেজি শর্ট ডায়ালগ, কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়
✪ Definitely – অবশ্যই
✪ Let it pass - ছেড়ে দিন।
✪ Obviously – স্পষ্টত, সম্ভবত
✪ I’m off - আমি গেলাম।
✪ As if - যেন, কি যে হতো
✪ My goodness! - একি!
✪ How come - কি ব্যাপার?
✪ Damn it! - চুলায় যাক!
✪ What a surprise!- হটাৎ যে!
✪ Go to the devil! – গোল্লায় যাক!
✪ What about you? – তোমার খবর কি?
✪ What’s up - কি খবর?
✪ Carry on - চালিয়ে যাও
✪ Wow - বাহ, দারুন তো
✪ What a mess! - কি এক ঝামেলা!
✪ Oh s**t - ধ্যাত্তেরি
✪ Yes, go on - হ্যা, বলতে থাক
✪ Oh dear! - বলো কী!
✪ Hi guys - হ্যালো বন্ধুরা
✪ Good job! – সাবাশ!
✪ So what? – তাতে কি?
✪ Oh, no! - এ হতে পারেনা!
✪ Pay attention! - মনোযোগ দিন!
✪ It’s your turn - এবার তোমার পালা
✪ I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা! ✪ Heiya! It is you I see - আরে তুমি যে!
✪ Oh! come on - আহ! একটু বুঝতে চেষ্টা করো
✪ so so - মোটামোটি
✪ So be it - তবে তাই হোক
✪ Who cares! – কার কি যায় আসে!
✪ Excuse me - এই যে শুনুন
✪ Not a bit - একটুও না
✪ That’s fantastic - এটা সত্যি চমৎকার ✪ Next to nothing - বলতে গেলে কিছুই না ✪ Mind your language - ভাষা সংযত করো
✪ Come to the point – আসল কথা বল
✪ That's right - ঠিক বলেছেন
✪ To be frank - খোলাখুলি ভাবে বলতে গেলে।
✪ Really pleased - সত্যি আনন্দিত
✪ I am delighted- আমি আনন্দিত ।
✪ So kind of you! - আপনার দয়া।
✪ Anybody home? - বাড়িতে কেউ আছেন?
✪ Keep quiet - চুপ কর
✪ No entrance - প্রবেশ নিষেধ
✪ It’s enough - যথেষ্ট হয়েছ
✪ What happened - কি হয়েছে
✪ What an idea! - কি বুদ্ধি!
✪ Well done - সাবাশ
✪ Indeed! - সত্যি!
✪ How peaceful! - কি শান্ত!
✪ Get lost - বিদায় হোন।
✪ Let me see - আমাকে দেখতে দাও
✪ Oh sure - ও নিশ্চয়ই
✪ Who knows! – কে জানে!
✪ Bulls**t! – বাজে কথা
✪ But who cares! - কে ধারধারে!
✪ No more buts - আর কোন কিন্তু নয়
✪ How so – তা কি করে হয়?
✪ I think so - আমি তাই মনে করি
✪ Calm down - শান্ত হও
✪ Let’s have a look - চল দেখি
✪ Let’s run away - চলো এক্ষুনি পালাই ✪ I am getting wet - আমি ভিজে যাচ্ছি
✪ I don’t care! – আমার কিছু যায় আসেনা! ✪ How else – আর কিভাবে?
✪ Little by little – ক্রমান্বয়ে।
✪ Is it so! - তাই নাকি!
✪ If you do case - যদি আপনি
©

13/05/2019

জেনে রাখা ভাল ......
১। GPA - এর পূর্ণরূপ—Grade point Average
২। J.S.C - এর পূর্ণরূপ — Junior School Certificate.
৩। J.D.C - এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
৪। S.S.C - এর পূর্ণরূপ — Secondary School Certificate.
৫। H.S.C - এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
৬। A.M - এর পূর্ণরূপ — Ante meridian.
৭। P.M - এর পূর্ণরূপ — Post meridian.
৮। B. A - এর পূর্ণরূপ — Bachelor of Arts.
৯। B.B.S - এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
১০। B.S.S - এর পূর্ণরূপ — Bachelor of Social Science.
---
১১। B.B.A - এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A - এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১৩। B.C.S - এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
১৪ । M.A. - এর পূর্ণরূপ — Master of Arts.
১৫। B.Sc. - এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. - এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. - এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M.B.B.S. - এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
২০। M.D. - এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.
-----
২১। M.S. - এর পূর্ণরূপ — Master of Surgery.
২২। Ph.D./ D.Phil. - এর পূর্ণরূপ — Doctor of
Philosophy (Arts & Science)
২৩। D.Litt./Lit. - এর পূর্ণরূপ — Doctor of
Literature/ Doctor of Letters.
২৪। D.Sc. - এর পূর্ণরূপ — Doctor of Science.
২৫। B.C.O.M - এর পূর্ণরূপ — Bachelor of
Commerce.
২৬। M.C.O.M - এর পূর্ণরূপ — Master of
Commerce.
২৭। B.ed - এর পূর্ণরূপ — Bachelor of education.
২৮। Dr. - এর পূর্ণরূপ — Doctor.
২৯। Mr. - এর পূর্ণরূপ — Mister.
৩০। Mrs. - এর পূর্ণরূপ — Mistress.
-----
৩১। M.P. - এর পূর্ণরূপ — Member of Parliament.
৩২। M.L.A. - এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
৩৩। M.L.C - এর পূর্ণরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. - এর পূর্ণরূপ — Prime Minister.
৩৫। V.P - এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.
৩৯। S.P- এর পূর্ণরূপ — Superintendent of police
৪০। S.I - এর পূর্ণরূপ — Sub Inspector( of Police.)

Collected : YOUSUF

11/05/2019

প্রাইমারী ও বিসিএস প্রস্তুতি- (২০১৯)💥💥 -------------------------------------------------------------------------
♻ ফাইনাল সাজেশন্স। ♻
------------------------------------------------------------------------
🔯 ধারাবাহিক পর্ব ১ম 🔯 ------------------------------------------------------------------------
Fb/Hriyoy.Hasan

১ম থেকে অনেক এ চেয়েছিলে তাদের জন্য।

♥♥ রাতের পড়া এগুলে শেষ করে Done লিখবে♥♥
♠কেননা পড়া শেষ হলেই তবে পরবর্তী সাজেশন দেওয়া হবে♠
প্রশ্ন
-------
বাংলাদেশ বিষয়াবলী ১০০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নঃ যা আপনার চাকরির প্রস্ততি কে নিয়ে যাবে অনেকদুর
প্রতিদিন ৪০ টি করে দেওয়া হবে।

১.★ বাংলাদেশের আইনসভার নাম→ জাতীয় সংসদ।
২.★ ইংরেজি নাম→ House of the Nation.
৩.★ জাতীয় সংসদের প্রতীক→ শাপলা।
৪.★ বর্তমান সর্বমোট আসন সংখ্যা→ ৩৫০টি।
৫.★ সংরক্ষিত মহিলা আসন→ ৫০টি।
৬.★ সরাসরি ভোটে নির্বাচিত আসন→ ৩০০টি।
৭.★ জাতীয় সংসদের মেয়াদ→ ৫ বছর।
৮.★ সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে পারেন→ রাষ্ট্রপতি।
৯.★ জাতীয় সংসদের সভাপতি→ স্পিকার।
১০.★ প্রথম স্পিকার ছিলেন→ মোহাম্মদ উল্ল্যাহ।
১১.★ প্রথম নারী স্পিকার→ ড. শিরীন শারমিন চৌধুরী।
১২.★ মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না→ ৪র্থ সংসদে।
১৩.★ কাস্টিং ভোট→ স্পিকারের ভোট।
১৫.★ অধ্যাদেশ→ রাষ্ট্রপতি নিজে যে আইন
জারি করেন।
১৬.★ সরকারি বিল→ মন্ত্রীরা যে বিল উত্থাপন
করেন।
১৭.★ বেসরকারি বিল→ সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন।
১৮.★ ফ্লোর ক্রসিং→ অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান।
১৯.★ বাংলাদেশের সরকার→ সংসদীয় পদ্ধতির।
২০.★ সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান→ রাষ্ট্রপতি
২১.® সমুদ্র বন্দর = ৩ টি ( চট্টগ্রাম, মংলা ও পায়রা)
২২.© স্হলবন্দর = ২৩ টি
২৩.® আন্তর্জাতিক বিমানবন্দর = ৩ টি ( ঢাকা, চট্টগ্রাম, সিলেট)
২৪.® সরকারী বিশ্ববিদ্যালয় = ৪৩ টি
২৫.© বেসরকারি """ = ৯৫ টি
২৬.® সরকারি মেডিকেল কলেজ= ৩৭ টি
২৭.® ক্যাডেট কলেজ = ১২ টি ( গার্লস ৩ টি)
২৮.® ইন্টারনেট চালু হয় বিশ্বে = ১৯৬৯ (জুন ৪)
২৯.© মোবাইল ফোন অপারেটর = ৬ টি
৩০.® উপগ্রহ ভূ কেন্দ্রের সংখ্যা = ৪ টি (বেতবুনিয়া, তালিয়াবাদ, মহাখালী, ও সিলেট)।।① বাংলাদেশের জাতীয় খেলা → কাবাডি
৩১.② 'পিৎজা' খাবারটির উৎসস্থল → ইটালি
প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় → ১৯৩০ সালে
৩২.④ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম
আরব দেশ → ইরাক
৩৩.⑤ পৃথিবীর তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের নাম → OPEC
৩৪.⑥ জাতীয় শিশু দিবস → ১৭ই মার্চ
৩৫.⑦ বর্তমান বিশ্বের দ্রুততম মানবী → এলেইন থম্পসন
৩৭.⑧ বিশ্বের মোট জনসংখ্যা → ৭৪৩.৩০ কোটি
৩৮.⑨ আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন →
হাইগেন
৩৯.⑩ CIA এর পূর্ণরূপ → Central Intelligence Agency
৪০.★ আড়িয়াল বিল→ মুন্সিগঞ্জে

05/03/2019

IQ
যদি মানুষ=২,কুকুর=৪,
পিঁপড়া=৬,মাকড়শা =৮হয়,
তাহলে সাপ= কত?

04/03/2019

B C S আপনার কাছে ১০ টি ডিম আছে !
আপনি ৩ টি ডিম ভেঙেছেন,৩ টি ডিম ভেজেছেন,
৩ টি ডিম খেয়েছেন!
আপনার কাছে ডিম থাকবে কয়টি???

18/02/2019

বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

1) অনন্ত বড়ুর ছদ্মনাম কি ? ➫ বড়ু চন্ডিদাস

2) অচিন্তকুমার সেনগুপ্তের ছদ্মনাম কি ? ➫ নীহারিকা দেবী

3) আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম কি ? ➫ অশোক সৈয়দ

4) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি ? ➫ কস্যচিত্ উপযুক্ত ভাইপো

5) অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি ? ➫ লীলাময় রায়

6) কালিকানন্দের ছদ্মনাম কি ? ➫ অবধূত

7) কাজেম আল কোরেশীর ছদ্মনাম কি ? ➫ কায়কোবাদ

8) কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ? ➫ হুতোম পেঁচা

9) চারুচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ জরাসন্ধ

10) জসীম উদ্দীনের ছদ্মনাম কি ? ➫ জমীরউদ্দীন মোল্লা

11) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ সুনন্দ

12) নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম কি ? ➫ বানভট্র

13) প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ? ➫ টেকচাঁদ ঠাকুর

14) বিমল ঘোষের ছদ্মনাম কি ? ➫ মৌমাছি

15) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের ছদ্মনাম কি ? ➫ কমলাকান্ত

16) মধুসূদন দত্তের ছদ্মনাম কি ? ➫ এ নেটিভ

17) মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি ? ➫ গাজী মিয়া

18) রাজশেখর বসুর ছদ্মনাম কি ? ➫ পরশুরাম

19) রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ? ➫ ভানুসিংহ

20) শেখ আজিজুর রহমানের ছদ্মনাম কি ? ➫ শওকত ওসমান

21) শরত্ চন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ অনিলা দেবী

22) সমরেশ বসুর ছদ্মনাম কি ? ➫ কালকূট

23) সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ নীললোহিত

24) মধুসূদন মজুমদারের ছদ্মনাম কি ? ➫ দৃষ্টিহীন

25) অনুপা দেবীর ছদ্মনাম কি ? ➫ অনুপমা দেবী

26) অহিদুর রেজার ছদ্মনাম কি ? ➫ হাসন রেজা

27) আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর ছদ্মনাম কি ? ➫ শহীদুল্লা কায়সার

28) মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি ? ➫ সুমিত্রা দেবী

29) মনীশ ঘটকের ছদ্মনাম কি ? ➫ যুবনাশ্ব

30) আবুল ফজলের ছদ্মনাম কি ? ➫ শমসের উল আজাদ

31) আবুল হোসেন মিয়ার ছদ্মনাম কি ? ➫ আবুল হাসান

32) এম ওবায়দুল্লাহর ছদ্মনাম কি ? ➫ আসকার ইবনে শাইখ

33) চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম কি ? ➫ জরাসন্ধ

34) তারাশঙ্কর বন্দোপাধ্যয়ের ছদ্মনাম কি ? ➫ হাবু শর্মা

35) প্রবোধকুমার বন্দোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ মানিক বন্দোপাধ্যয়

36) প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ? ➫ বীরবল

37) প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি ? ➫ কৃত্তিবাস ভন্দ্র

38) বিভূতিভূষণ বন্দোপাধ্যয়ের ছদ্মনাম কি ? ➫ ক্বচিতপ্রৌঢ়

39) বিমল মিত্রের ছদ্মনাম কি ? ➫ জাবালি

40) মঈনুদ্দিন আহমেদের ছদ্মনাম কি ? ➫ সেলিম আল দীন

41) মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি ? ➫ কৃত্তিবাস ওঝা , সত্যসুন্দর দাস

42) রোকনুজ্জামান খানের ছদ্মনাম কি ? ➫ দাদা ভাই

43) সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কি ? ➫ চিত্র গুপ্ত

44) সোমেন চন্দ্রের ছদ্মনাম কি ? ➫ ইন্দ্রকুমার সোম

45) হরিনাথ মজুমদারের ছদ্মনাম কি ? ➫ কাঙাল হরিনাথ

46) সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি ? ➫ সত্যপীর , মুসাফির

47) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ যাযাবর

# বাংলা সাহিত্যের আদিকবি – লুইপা॥

# ইংরেজি সাহিত্যের আদিকবি- ক্যাডমন (caedmon).

# বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি – কাজী নজরুল॥

# ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি-লর্ড বাইরন(Lord Byron).

‪ #‎বাংলা‬ সাহিত্যের আদি নিদর্শন-চর্যাপদ॥

‪ #‎ইংরেজি‬ সাহিত্যের আদি নিদর্শন-বিউলফ(Beowulf).

#বাংলা সাহিত্যে কবিদের কবি-নির্মলেন্দু গুণ॥

#ইংরেজি সাহিত্যে কবিদের কবি-এডমন্ড স্পেনসার(Edmund Spanser).

#বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি-যতীন্দ্রমোহন বাগচী॥

#ইংরেজি সাহিত্যে দুঃখবাদী কবি-মেথিউ আরনল্ড(Mathew Arnold).

# বাংলাদেশের জাতীয় কবি-কাজী নজরুল ॥

# ইংল্যান্ডের জতীয় কবি- শেক্সপীয়র॥

# রাশিয়ার জাতীয় কবি- আলেকজান্ডার পুসকিন( Alexander Puskin).

# আমেরিকার জাতীয় কবি- Walt whitman,Robert frost, Emity

29/01/2019

*****CV লেখার নিয়ম: যেভাবে সি.ভি. তৈরি করলে সহজে চাকরিদাতাকে আকৃষ্ট করতে পারবেন-
(BCS Preliminary Analysis)

জীবনের প্রয়োজনেই আমাদেরকে CV, Resume এবং Bio Data তৈরি করতে হয়। আমরা অনেকেই জানিনা এই তিনটা ব্যাসিক কি পার্থক্য। অথবা কোনটা কি কিভাবে লিখতে হয়।

CV যার পুরো অর্থ Curriculum Vitae. CV তৈরি করতে অনেকেই পারেন না। আসুন জেনে নেই একটি স্ট্যান্ডার্ড CV কিভাবে তৈরি করবেন। আমাদের বাংলাদেশ বিভিন্ন অর্গানাইজেশন চাকুরী নিয়োগের ক্ষেত্রে CVএকটি বহুল চলিত ফরম্যাট। CV সাধারণ ৩-৪ পৃষ্টার বেশি হওয়া উচিত নয়। CV তে যত কম পেইজে স্পেসিফিক তথ্য দেওয়া যায় তত ভালো। তবে একটি Standard CV এর ১৫ টি গুরুত্বপূর্ন অংশ আছে। নিম্নে তা আলোচনা করা হল।

একটি CV তে কয়কেটি মূল বিষয়গুলো আসবে তা হলঃ

1) Curriculum Vita
2) Brief Information
3) Photograph
4) Objective of Career
5) Educational Qualification
6) Job Experience
7) Internship
8) Training
9) Language Proficiency
10) Computer Skill
11) Scholarship / Award
12) Personal Information
13) Reference
14) Declaration
15) Signature & Date
একটি আধুনিক CV তে উপরের সবগুলি পয়েন্ট থাকা জরুরি ।

নিচে সবগুলো পয়েন্ট আলোচনা করা হল:-

Curriculum Vitae:

CV এর সর্ব উপরে বোল্ড ফন্টে লিখতে হবে Curriculum Vitae. কারণ আপনার দেওয়া তথ্য সমৃদ্ব এটা CV নাকি Resume নাকি Bio Data তা বুঝা যাবে না। যদিও ৩ টা ভিন্ন ভিন্ন কিন্তু লেখাটা আবশ্যক।

Brief Information:

CV এর শুরুতে ডান পার্শ্বে আপনার নাম, লাস্ট ডিগ্রী, ঠিকানা [ঠিকানা বলতে এখানে বর্তমান ঠিকানা; যে ঠিকানায় Employer আপনাকে ডাক যোগাযোগ করবেন], টেলিফোন/ মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস। এই তথ্যগুলো শুরুতেই দেওয়া প্রয়োজন কারণ অনেক সময় আপনাকে সিলেক্ট করা হল কিন্তু Employer যেন at a glance আপনার সাথে ডাকে/ মোবাইলে কিংবা ই-মেইলে যোগাযোগ করতে পারে সেইজন্য এই তথ্যগুলো শুরুতে দেওয়া প্রয়োজন।

Md. Khairul Islam
MBA from National university
Dighapatia Natore.
Mobile: +88-01773515775
E-mail:khairulnatore1@gmail.com

Photograph:

Brief Information এর ডানপাশে ছবি লাগানো জন্য জায়গা রাখতে হবে। অনেকেই ছবিটির স্ক্যান কপি সহ CV তে প্রিন্ট দেন। এইটা একদমই করা উচিত নয়। তবে ই-মেইল করার সময় তা করা যেতে পারে। সাধারণত এই জায়গা ফাকা রাখতে হয়। কোথাও আবেদনের সময় ছবি স্ট্যাপল করা উচিত।

Objective of Career:

এই অংশটা অনেকেই বিভিন্ন জন থেকে কপি করে থাকেন বা ইন্টারনেট থেকে সাধারণত কপি করে থাকেন। কিন্তু আপনি একবার গভীরভাবে চিন্তা করুন আপনার ক্যারিয়ারের লক্ষ্য ও উদ্দেশ্য কি। আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী কিভাবে আপনার ক্যারিয়ার কে সমৃদ্ব করবেন তা নিয়ে লিখুন। অবজেক্টিভ ১/২ বাক্যের বেশি হবে না। বাহুল্য কথা না বলাই ভালো। চিন্তা ভাবনা করে লিখা উচিত।

Educational Qualification:

শিক্ষগত যোগ্যতা এই অংশে সর্বদাই Chronological Order অনুসরন করা উচিত। অর্থাৎ সর্বশেষ ডিগ্রী থেকে এস,এস,সি এইভাবে সাজানো উচিত। সবচেয়ে ভালো হয় টেবুলার ফরম্যাটে কয়েকটি সারি কলামে তথ্যগুলো উল্লেখ করলে। কলাম বরাবার যা যা থাকবে। Name of the degree, Name of the Board / University, Name of the Educational Institute, Passing Year, Result, Name of Degree Board / University Institute Name Passing Year Result

Job Experience:

যারা চাকুরীক্ষেত্রে নতুন / Fresh তাদের ক্ষেত্রে এই সেকশন লিখতে হবে না। কিন্তু যাদের চাকুরী ক্ষেত্রের অভিজ্ঞতা আছে তাদের উচিত খুব গুছিয়ে এই সেকশন টা লিখা। এইক্ষেত্রেও Chronological Order অনুসরন করতে হবে। এখানে যা যা উল্লেখ করতে হবে; Employer / Company Name, Company Address, Designation, Job Responsibility, Duration.

Employer 01: Mutual Trust Bank Ltd.
• Designation: Management Trainee.
• Department / Division: Loan
• Job Responsibility:
[এই অংশে job responsibility উল্লেখ করুন]
• Duration: April, 2010 to Date. (About 1 Year 6 months)

Internship:

বিশেষ করে বিবিএ, এমবিএ, মার্কেটিং, কিছু প্রকৌশল বিদ্যা, এপ্লাইড সাইন্স সহ আরো কিছু হাতেকলমে বিদ্যার ছাত্রছাত্রীদের গ্রাজুয়েশন এর পূর্বেই Internship করতে হয়। বিভিন্ন অর্গানাইজেশনে এই Internship গুলো করা হয়। এইখানে যা যা উল্লেখ করা আবশ্যক; Name of the Organization, Department, Project Title / Section, Job Responsibility, Duration.

Language Proficiency:

এ ক্ষেত্রে ভাষার দক্ষতা টেবুলার ফরম্যাটে দিলে সবচেয়ে ভালো হয়। আমরা সবাই কমবেশি বাংলা এবং ইংরেজী এই দুইটা ভাষা দিয়ে থাকি। এই টেবিল ফরম্যাটে উল্লেখ করবেন আপনি সেই ভাষায় কেমন দক্ষ তা লিখবেন [Moderate, Good, Well] ভিন্ন ভিন্ন কলামে Verbal এবং Writing এর জন্য.

Computer Skill:

এই অংশটি আজকাল যেকোনো চাকুরীর ক্ষেত্রে Employer রা মনযোগ সহকারে দেখেন। আজকাল সব চাকুরীর ক্ষেত্রে Computer Skill টি অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়। আপনার Computer এর কোন কোন বিভাগে কি কি বিষয়ে বিশদ দক্ষতা আছে, কোর্স করেছেন, সফটওয়্যারে ট্রেইনিং নিয়েছেন তা উল্লেখ করুন এই অংশে। সাধারণ বাহুল্য কথা বলার দরকার নেই যেমন ই-মেইল করতে পারি, ব্রাউজিং করতে পারি এইগুলো। Software গুলোকে নিচের দেওয়া বিন্যাস আকারে সাজাতে পারেন।

Operating System : Windows 95, 98, 2000,
Word Processor : Microsoft Word
Spreadsheet Analysis : Excel, Access
Presentation Graphics : Microsoft PowerPoint.
Graphics Software : Corel draw, Photoshop,
CAD Software : Auto CAD.
Project : Microsoft Project.
Programming Language : C/C++

Scholarship / Award:

এইটা একজন ব্যক্তি তার পড়ালেখা বা ছাত্রজীবনে কেমন ছিল তার একটা চিত্র তুলে ধরে। বিশ্ববিদ্যালয়ে বা পড়াশুনা জীবনে আপনি কি কি বৃত্তি পেয়েছে বা পুরস্কৃত হয়েছেন তা উল্লেখ করুন। আর যদি আপনার না থাকে তাহলে সিভি তে এই অংশ উল্লেখ করার দরকার নেই।

Personal Information:
আপনার ব্যক্তিগত তথ্যের অংশে নিচের দেওয়া তথ্য আকারে অবশ্যই সাজিয়ে গুছিয়ে লিখে ফেলুন। মনে রাখবেন এই বিভাগের একটি অংশ যেন ভুল, অসত্য না হয়।

Date of Birth :
Father :
Mother :
Religion :
Nationality :
Gender :
Marital Status :
Blood group :
Permanent Address :

Reference:

এই অংশটি একটি CV তে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি রেফারেন্স হিসেবে কাকে কাকে ব্যবহার করতে পারবেন আর কাদেরকে ব্যবহার করতে পারবেন না তা আপনাকে জানতে হবে। আপনার পরিবারের কাউকে ব্যবহার করতে পারবেন না যেমন রেফারেন্স হিসেবে আপনার বাবা, ভাই বা আত্নীয় স্বজনকে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে, ব্যবহার করতে পারবেন আপনার পূর্বের অফিসের কলিগ বা Employer কে, ব্যবহার করতে পারেন আপনার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কোনও ভাই কে। Reference এ যা যা উল্লেখ করবেন তা হল Name of the Referee, Name of his Job organization, Post / designation, E-mail, Phone no.

এইখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। যাকে আপনি রেফারেন্সে ব্যবহার করছেন তার কাছ থেকে আগে অবশ্যই অনুমতি নিবেন। তিনি অনুমতি দিলেই তার নাম আপনার সিভির রেফারেন্স সেকশনে ব্যবহার করবেন। আপনার CV এর একটি কপি তাকে মেইল করে দিন। আর কোথাও আবেদন করলে তাকে ফোনে বা ই-মেইল করে জানিয়ে দিন। হয়তো অনেক সময় আপনার আবেদন কৃত অর্গানাইজেশন এই রেফারেন্সকৃত ব্যক্তিকে ই-মেইল / ফোন করে আপনার সম্পর্কে জানতে চাইতে পারে। সেক্ষেত্রে আপনার সম্পর্কে তিনি না বলতে পারলে আপনার জন্য তা নেগেটিভ হবে। রেফারেন্সেকৃত ব্যক্তির ই-মেইল সর্বদাই তার অর্গানাইজেরশনের ব্যবহার করলে ভালো হয়। পার্সোনাল ই-মেইল ব্যবহার করা উচিত নয়। এবং একই সাথে অন্তঃত ২জন বা সর্বোচ্চ ৩ জনকে রেফারেন্সে ব্যবহার করা উচিত।

যেমনঃ
Name : Gazi Mizanur Rahman
Organization : Luxmipur Govt. Mohila College, Luxmipur.
Designation : Lecturer, 35th BCS (General Education) Cadre
E-mail : mizan35bcs@gmail.com
Cell : 01515....

Declaration:

এই অংশটিতে উল্লেখ করতে হবে যে উপরে আমার দেওয়া সকল তথ্য নির্ভুল ও সঠিক। কোনও তথ্য ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট কোম্পানি তার প্রয়োজনমূলক ব্যবস্থা নিতে পারেন।

Signature & Date:

অনেকেই CV তে স্বাক্ষর করতে ভুলে যান। এমনকি স্বাক্ষর করাটাকে গুরুত্বপূর্ণ ও মনে করেন না। আপনার প্রদত্ত কোনও CV তে যদি আপনার স্বাক্ষর না থাকে তাহলে সেই CV কার্যত একজন Employer এর কাছে মূল্যহীন মনে হতে পারে। অবশ্যই আপনার CV এর শেষাংশে নীচে ডান পাশে আপনার নাম লিখে স্বাক্ষর ও তারিখ লিখতে ভুল করবেন না।

আপনী উপকৃত হলে তবেই আমার সার্থকতা ।।
*N:B: পোস্টি শেয়ার করে না রাখলে প্রয়োজনের সময় আর পাবেন না।
Like, Share, Comment for more....

Address

Chittagong

Telephone

+8801689740136

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md yousuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram