14/08/2025
কতটা নিরাপদ?
ইমারজেন্সি পিলে হরমোনের মাত্রা বেশি। তাই একটি ওষুধ সেবন করলেই একজন নারীর দেহে নানা পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকে।
বমিভাব, বমি, মাথা ঘোরানো, মাথা ভার হয়ে থাকা, ঝিমুনি ভাব হতে পারে।
স্ত/নে বেশ ব্যথা হতে পারে।
মাসিকের চক্রে আসতে পারে পরিবর্তন।
কারও মাসিক হয়ে যেতে পারে সময়ের আগেই, কারও আবার তারিখ পেরিয়ে যাওয়ার বেশ কিছুদিন পর মাসিক হয়।
মাসিকের সময় স্বাভাবিকের চেয়ে বেশি কিংবা কম রক্তক্ষরণ হতে পারে, মাসিক ছাড়াও অন্য সময় অল্প অল্প রক্ত আসতে পারে।
আরও মারাত্মক ব্যাপার হলো, ইমারজেন্সি পিল গ্রহণ সত্ত্বেও যদি গর্ভধারণ হয়ে যায়, সে ক্ষেত্রে এই পিলের প্রভাবে জ/রা/য়ুর বাইরে অন্য কোথাও প্রোথিত হতে পারে ভ্রু/ণ।
জ/রা/য়ুর নালি, ডি/ম্বা/শয় বা পেটের অন্যস্থানে ভ্রু/ণ প্রোথিত হলে তা ওই নারীর জন্য মারাত্মক বিপদ বয়ে আনতে পারে।
সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া এ ধরনের পিল খাওয়া উচিত না।