N medicine point

N medicine point All kinds of domestic and foreign medicines are sold here at wholesale and retail prices.

ওষুধটি কখন যে দরকার হতে পারে আপনার,আপনি নিজেই বুঝতে পারবেন না, হঠাৎ কোন দু-র্ঘট-নায় অথবা কারনে অকারণে শরীরের বিভিন্ন স্...
18/09/2025

ওষুধটি কখন যে দরকার হতে পারে আপনার,আপনি নিজেই বুঝতে পারবেন না, হঠাৎ কোন দু-র্ঘট-নায় অথবা কারনে অকারণে শরীরের বিভিন্ন স্থানের র-ক্ত পড়লে বন্ধ করে দেবে,অতিরিক্ত মা-সি-ক হলে বন্ধ করে দেবে।
আর্টিকেলটির তথ্যমূলক অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবে।

চুলকানি,চোখের চুলকানি এবং জ্বালাপোড়া,অ্যালার্জিক রাইনাইটিস যেমন হাচি, নাক দিয়ে স্রাব/ঘন পানি, নাক এবং চোখের লক্ষণ এবং উ...
06/09/2025

চুলকানি,চোখের চুলকানি এবং জ্বালাপোড়া,অ্যালার্জিক রাইনাইটিস যেমন হাচি, নাক দিয়ে স্রাব/ঘন পানি, নাক এবং চোখের লক্ষণ এবং উপসর্গ দ্রুত উপশম করে।
☞খাবার নিয়ম :- রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন।
☞ব্রান্ড নেম:- ওরাডিন
☞কোম্পানি :- এস কে + এফ
☞দাম:- ৪ টাকা পিস।
⚠️ ঔষধ সম্পর্কে বেসিক ধারনা পেতে আমাদের মেইন পেইজে চলুন ⇨ এখানে ক্লিক করুন N medicine point
⚠️ রেজিস্ট্রার চিকিৎসক ছাড়া ঔষুধ সেবন নিষেধ।

PPI গ্যাসের ওষুধের সাথে Calcium Carbonate দেওয়া যাবে না, দুটি একসাথে দিলে calcium এর absorption কমে যাবে। তাই PPI সকালে ...
03/09/2025

PPI গ্যাসের ওষুধের সাথে Calcium Carbonate দেওয়া যাবে না, দুটি একসাথে দিলে calcium এর absorption কমে যাবে। তাই PPI সকালে দিলে ক্যালসিয়াম দুপুরে দিতে হবে।

‎উদাহরণঃ
‎𝐓𝐚𝐛. 𝐂𝐚𝐥𝐛𝐨-𝐃 ০+১+০
‎𝐂𝐚𝐩. 𝐒𝐞𝐫𝐠𝐞𝐥 𝟐𝟎𝐦𝐠 ১+০+১

03/09/2025

ওষুধ নিয়ে জানতে ফলো দিয়ে পাশে থাকবেন💊

গভীর রাত পর্যন্ত হাত-পা জ্বালা-পোড়া কামরানি চিবানির জন্য,হাত পা অ-বশ হয়ে যায় ঝিম ঝিম করে ভাল করে তুলুন।Tab. Myolax 50 ...
20/08/2025

গভীর রাত পর্যন্ত হাত-পা জ্বালা-পোড়া কামরানি চিবানির জন্য,হাত পা অ-বশ হয়ে যায় ঝিম ঝিম করে ভাল করে তুলুন।

Tab. Myolax 50 1+0+1
Tab. Coralcal dx 1+0+1
৩মাস খেতে হবে।

যে কোন ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

19/08/2025

ডিসকাউন্ট ছাড়া ওষুধ কিনুন

নকল ওষুধ হতে বিরত থাকুন

কেন বাসায় রাখা জরুরি ১২টি প্রয়োজনীয় ওষুধ ?মুহূর্তের মধ্যে যেকোনো হঠাৎ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার জন্য এগুলো কাজে লাগ...
16/08/2025

কেন বাসায় রাখা জরুরি ১২টি প্রয়োজনীয় ওষুধ ?

মুহূর্তের মধ্যে যেকোনো হঠাৎ অসুস্থতার প্রাথমিক চিকিৎসার জন্য এগুলো কাজে লাগতে পারে।

1. Sergel 20 mg – গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে সেবন করুন।

2. Viset 50 mg – যেকোনো পেটব্যথা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথা হলে ভরা পেটে খাবেন।

3. Napa Extend – জ্বর বা ব্যথা হলে সেবন করুন। (প্রেগন্যান্ট হলে কেবল Napa খাবেন)

4. Ecosprin 75 mg – বুকে চাপ বা তীব্র ব্যথা হলে একসাথে ৪টি ট্যাবলেট খাবেন।

5. Flazyl 400 mg – পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।

6. Tufnil 200 mg – প্রচণ্ড মাথাব্যথা হলে খাবেন, ইমার্জেন্সিতে কার্যকর।

7. Tory 120 mg – দাঁতের ব্যথা হলে খাবেন।

8. Rupa 10 mg বা Fexo 120 mg – সর্দি, ঠান্ডা, কাশি বা অ্যালার্জিতে খাবেন।

9. Emistat 8 mg – বমি বা বমি বমি ভাব হলে খাবেন।

10. Tenoloc 50 mg বা Amdocal 5 mg – হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে খাবেন।

11. Viodin 10% – কাঁটা-ছেঁড়া, রক্তপাত বন্ধ ও জীবাণুমুক্ত করার জন্য।

12. Burna Cream – আগুনে বা গরম পানিতে ছ্যাঁকা লাগলে ত্বক শুকাতে ও ঠান্ডা রাখতে সাহায্য করে।

💡 সতর্কতা:

যেকোনো ব্যথার ওষুধ খাবার আগে অবশ্যই ভরা পেটে খাবেন।
এগুলো প্রাথমিক চিকিৎসার জন্য; প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে।
#ফার্মেসি

যাদের গরমে ২ রা'নের চি'পায় চু''লকায় জ্ব'লে ভালো হবে মাএ ১ দিনে। এছাড়াও যে কোন ধরনের চু'ল'কানি ভালো করে। সকালে ও রাতে ব্য...
15/08/2025

যাদের গরমে ২ রা'নের চি'পায় চু''লকায় জ্ব'লে ভালো হবে মাএ ১ দিনে। এছাড়াও যে কোন ধরনের চু'ল'কানি ভালো করে। সকালে ও রাতে ব্যবহার করবেন।

কতটা নিরাপদ?ইমারজেন্সি পিলে হরমোনের মাত্রা বেশি। তাই একটি ওষুধ সেবন করলেই একজন নারীর দেহে নানা পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি...
14/08/2025

কতটা নিরাপদ?
ইমারজেন্সি পিলে হরমোনের মাত্রা বেশি। তাই একটি ওষুধ সেবন করলেই একজন নারীর দেহে নানা পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকে।

বমিভাব, বমি, মাথা ঘোরানো, মাথা ভার হয়ে থাকা, ঝিমুনি ভাব হতে পারে।

স্ত/নে বেশ ব্যথা হতে পারে।

মাসিকের চক্রে আসতে পারে পরিবর্তন।

কারও মাসিক হয়ে যেতে পারে সময়ের আগেই, কারও আবার তারিখ পেরিয়ে যাওয়ার বেশ কিছুদিন পর মাসিক হয়।

মাসিকের সময় স্বাভাবিকের চেয়ে বেশি কিংবা কম রক্তক্ষরণ হতে পারে, মাসিক ছাড়াও অন্য সময় অল্প অল্প রক্ত আসতে পারে।

আরও মারাত্মক ব্যাপার হলো, ইমারজেন্সি পিল গ্রহণ সত্ত্বেও যদি গর্ভধারণ হয়ে যায়, সে ক্ষেত্রে এই পিলের প্রভাবে জ/রা/য়ুর বাইরে অন্য কোথাও প্রোথিত হতে পারে ভ্রু/ণ।
জ/রা/য়ুর নালি, ডি/ম্বা/শয় বা পেটের অন্যস্থানে ভ্রু/ণ প্রোথিত হলে তা ওই নারীর জন্য মারাত্মক বিপদ বয়ে আনতে পারে।
সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া এ ধরনের পিল খাওয়া উচিত না।

14/08/2025

মুখের আলসার (Mouth Ulcer)
মুখের ভেতরের জিহ্বা, ঠোঁটের ভিতরের দিক, মাড়ি বা গালের ভেতরে ছোট ছোট ক্ষত বা ঘা-কে মুখের আলসার বলা হয়।

মূল কারণ👇👇

ভিটামিনের অভাব (বিশেষত B12, ফোলিক অ্যাসিড, আয়রন)

Rx- tab. B50 forte or
Tab. Xinc B
Cream. Apsol paste

সাথে tab. Hemofix fz

👉 স্ট্রেস ও ঘুমের অভাব
👉 গরম ও মশলাদার খাবার
👉 মুখে আঘাত বা কামড়ে কেটে যাওয়া
👉 অ্যালার্জি বা সংক্রমণ
👉 বিভিন্ন ঔষুধের রিয়াকশন থেকে ও হয়

লক্ষণ👇👇

👉 ছোট গোল বা ডিম্বাকার ক্ষত
👉 লাল প্রান্ত ও মাঝখানে সাদা/হলদে অংশ
👉 খাওয়া বা কথা বলার সময় ব্যথা
👉 প্রতিরোধ ও যত্নপর্যাপ্ত ভিটামিন ও মিনারেল গ্রহণ

👉 মুখ পরিষ্কার রাখা
👉 ঝাল ও অতিগরম খাবার এড়ানো
👉 প্রচুর পানি পান

সাধারণত ৭-১৪ দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়, তবে খুব বড় বা দীর্ঘস্থায়ী হলে ডাক্তার দেখানো জরুরি।

মুহুর্তের মধ্যে এলার্জি চুলকানি সর্দি হাঁচি কাশি নাক দিয়ে পানি পড়া বন্ধ করে
10/08/2025

মুহুর্তের মধ্যে এলার্জি চুলকানি সর্দি হাঁচি কাশি নাক দিয়ে পানি পড়া বন্ধ করে

Address

Chittagong

Telephone

+8801887029952

Website

Alerts

Be the first to know and let us send you an email when N medicine point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to N medicine point:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram