15/10/2021
#সতর্কতামূলক পোস্ট 🚨 🚨
weekend emergency তে ডিউটি করার সময় সকাল ৮ টায় , একজন বাবা তার ৩ জন বছরের এক সুস্হ সবল ফুটফুটে কন্যা সন্তান কে Ambulance 🚑 এ করে আমাদের হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে আসার আধা ঘন্টা আগে ই বাচ্চা টা মারা গিয়েছিলো😭😭😭
#বাচ্চা টার কয়েকদিন ধরে এক্টু কাশি, জ্বর ছিলো, তার আগের দিন ডাক্তার এর কাছে নিয়ে গেলে তাকে antibiotics দেওয়া হয়, lungs infection suspect করে।
ভোর চারটায় বাচ্চা টা তার বাবা কে বলে, সে নিশ্বাস নিতে পারছে না, বাবা মনে করে এটা angst symptom এবং তাকে ঘুমায় যেতে বলে নিজে ও ঘুমায়ে যায়, ভোর ৭ টায় ঘুম থেকে উঠে দেখে বাচ্চা আর শ্বাস নিচ্ছে না।
আমরা যখন বাচ্চা টার death declare করি, বাবা টা কান্নায় ভেঙ্গে পড়ে 😭😭( তার কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখা মুশকিল 😩😩)
1: সব বাচ্চাদের ই এক্টু জ্বর, কাশি হতে পারে কিন্তু alarming sign কি?
2: ছোট বাচ্চাদের health condition খুব দ্রুত deteriorate করতে পারে, একবার ডাক্তারের কাছে গেলে ই কি সম্পূর্ন নিশ্চিন্তে থাকা যাবে?
sign :
1.বাচ্চা যদি ঘন ঘন শ্বাস নিতে থাকে , শ্বাস নেওয়ার সময় বুকের মাংসপেশি অতিরিক্ত ব্যবহার করে ( এটাকে indtrækninger বলে), বাঁশির মতন শব্দ হয় শ্বাস নেওয়ার সময় ( astma patient দের এরকম হয়)।
2. বাচ্চা যদি ২৪ ঘন্টায় কমপক্ষে ৩ বার প্রসাব না করে।
3. বাচ্চা যদি থুতনি বুকের সাথে না লাগাতে পারে (এটা কে nakkerygstivhed বলে, এটা meningitis এর লক্ষন)।
4. বাচ্চা র গায়ে যদি এমন rash দেখা যায়, যেটা র উপর আঙ্গুল দিয়ে চাপ দিলে disappear হয়ে যাচ্ছে না ( এটা কে petkkier বলে)।
5. বাচ্চা র সাথে communication (বয়স অনুযায়ী) ঠিক আছে কি না, এটা ও গুরুত্বপূর্ণ ।
#সব বাচ্চা রা তাঁদের বাবা মা এর কাছে নিরাপদ থাকুক, সুস্হ থাকুক, শুভকামনা থাকলো... আল্লাহ্ সবাই কে সুস্হ রাখুন...
বি: দ্র: সব lungs infection এ ই antibiotics এর প্রয়োজন হয় না, শতকরা আশি ভাগ infection হয় virus দিয়ে, যেটা এমনি তে ই ভালো হয়ে যায়। বাচ্চা যদি হাসিখুশি থাকে, পানি পান করে তাহলে চিন্তা র কিছু নাই..
একজন এর ও যদি উপকার হয় এই পোস্ট পড়ে, তাহলে ই স্বার্থক এই লম্বা পোস্ট ♥️♥️♥️
collected