Surgiscope ENT

Surgiscope ENT চট্টগ্রামে নাক, কান ও গলার রোগের আধুন?

02/08/2014
01/08/2014

যোগাযোগের ঠিকানা ও ফোন :-

সার্জিস্কোপ হাসপাতাল ( ইউনিট - 2),
কাতালগঞ্জ , চট্টগ্রাম |

চেম্বার রুম নং : 104
এপেন্টমেন্ট ফোন নম্বর : 01199140146, 01711208859

অডিওলজি ল্যাব রুম নং : 303
(দুপুর 12 টা থেকে সন্ধে 6 টা )
ফোন নম্বর: 01940144029

স্পিচ থেরাপি রুম নং : 107
ফোন নম্বর: 01712859687, 01673732701

01/08/2014

নাকের এলার্জির ভ্যাকসিন / ইম্মিউনো থেরাপি :-

মানুষের দেহের একটি অতি পরিচিত সমস্যা হলো এলার্জি জনিত সমস্যা | প্রচলিত চিকিত্সা শুধু এলার্জি দমিয়ে রাখে কিন্তু এর থেকে মুক্তি দেয়না | এলার্জির ভেকসিন / ইম্মিউনো থেরাপি একটি নুতন চিকিত্সা পদ্ধতি যা নিদিষ্ট রুগী সঠিক ভাবে গ্রহণ করলে এলার্জি থেকে মুক্তি পাওয়া সম্ভব | সার্জিস্কোপ হাসপাতাল বিদেশ থেকে এই ভাকসিন দেশে আনার ব্যাপারে রুগীকে সাহায্য করে থাকে | এই ভাকসিনের বিশেষ সুবিধা হলো এটি ইনজেকশন ছাড়াই সহজে মুখে সেবন করা যায় |

01/08/2014

স্পিচ থেরাপি :-

যারা তোতলামো, নাকি সুরে কথা বলা, কম শ্রবণ শক্তির কারণে দেরিতে অস্পষ্ট কথা বলা ইত্যাদি কথা বলা সম্পর্কিত রোগে ভূখছেন তাদের জন্য সার্জিস্কোপ হসপিটালে সুদক্ষ স্পিচ থেরাপিস্ট দ্বারা স্পিচ থেরাপির ব্যবস্থ্যা আছে |

01/08/2014

সোয়ালো কেয়ার সার্ভিস :-

স্ট্রোক, বিভিন্ন স্নায়ু জনিত রোগ, বার্ধক্য ইত্যাদি রোগের কারনে খাবার গিলতে অনেকের অসুবিধা হয়ে থাকে | দীর্ঘদিন খাবার গেলার সমস্যার কারনে দেহে অপুষ্টি জনিত সমস্যা দেখা দিতে পারে | মাঝেমাঝে খাবার গেলার সমস্যার কারনে খাবার শ্বাস নালীতে ঢুকে শ্বাস নালীর প্রদাহ সৃষ্টি করতে পারে | সার্জিস্কোপ হসপিটালে বিভিন্ন টেস্ট এর মাধমে এই সকল রুগীর খাবার গেলার সমস্যার কারন নিরুপণ করে রুগীর উপযোগী খাবারের ধরন ও গেলার সঠিক পদ্ধতির পরামর্শ দেওয়া হয়ে থাকে |

01/08/2014

শরীরের ভারসাম্য / মাথা ঘুরানো রোগের চিকিত্সা :-

বেশী ভাগ ক্ষেত্রে মাথা ঘুরানো কানের রোগের কারনে হয়ে থাকে যা নিরূপণের জন্য বিভিন্ন ক্লিনিক্যাল টেষ্টের প্রয়োজন হয় | সার্জিস্কোপ হাসপাতালে এই সকল বিভিন্ন গুরুত্ব পূর্ণ ক্লিনিক্যাল পরীক্ষার মাধমে মাথা ঘুরানোর কারণ নিরূপণ করে এর সঠিক চিকিত্সার ব্যবস্থা করা হয় |

01/08/2014

ভোকাল কর্ডের / স্বরযন্ত্রের মাইক্রো সার্জারি :-

ভোকাল কর্ডের / স্বরযন্ত্রের রোগের কারণে অনেক সময় গলার স্বর খারাপ হয়ে যায় | মাঝেমাঝে এই সকল রোগের চিকিত্সার জন্য সার্জারির প্রয়োজন হয় | ভোকাল কর্ডের সার্জারি অতন্ত সতর্কতার সাথে করা প্রয়োজন যাতে সার্জারির কারনে ভোকাল কর্ডের ভালো অংশে কোনো ক্ষত না হয় | সেই জন্যেই ভোকাল কর্ডের সার্জারি সুক্ষ যন্ত্র দিয়ে বিশেষ মাইক্রোস্কোপের সাহায্যে করা হয়ে থাকে | সার্জিস্কোপ হসপিটালে এই সকল সুক্ষ যন্ত্র ও মাইক্রোস্কোপের সাহায্যে ডাঃ শেখ শওকত কামাল নিয়মিত ভোকাল কর্ডের সার্জারি করছেন |

01/08/2014

নাক ও সাইনাস এর এন্ডস্কপিক সার্জারি:-

নাকের ছিদ্র দিয়ে ভিডিও এন্ডস্কোপের সাহায্যে নাক ও সাইনাসের বিভিন্ন সমস্যা সঠিক ভাবে নির্ধারণ করে কম কাটাছেড়ার মাধ্যমে বিভিন্ন সার্জিকাল চিকিত্সা দেওয়া হয় | আমাদের বিশেষজ্ঞ সার্জনগণ এন্ডস্কোপের সাহায্যে নাক, সাইনাস এবং বিশেষ কিছু ব্রেইন টিউমারের অপারেশন সফলতার সাথে করছেন |

01/08/2014

কানের এন্ডস্কপিক সার্জারি :-

কান না কেটে কানের ছিদ্র দিয়ে ভিডিও এন্ডস্কোপের সাহায্যে কানের বিভিন্ন অপারেশন যেমন কানের ফুটো পর্দা জোড়া দেওয়া (myringoplasty), কানের পঁচা হাড় কেটে ফেলা (mastoidectomy), কানের শ্রবণ শক্তি বাড়ানো (tympanoplasty) ইত্যাদি সার্জারি সম্পন্ন করা হয় |

কানের এন্ডস্কপিক সার্জারির সুবিধা হলো :-
মাইক্রোস্কোপের চেয়েও ভালো ভাবে কানের সমস্যা গুলো দেখা যায় |
কম কাটাছেড়া করতে হয় |
সার্জারির ক্ষত দ্রুত সেরে যায় |
হসপিটালে কম সময় থাকতে হয় |

বাংলাদেশের পাইনিয়ার কানের এন্ডস্কপিক সার্জন ডাঃ শেখ শওকত কামাল গত সাত বছরে তিন শতকের অধিক কানের বিভিন্ন এন্ডস্কপিক অপারেশন সার্জিস্কোপ হাসপাতালে সফলতার সাথে সম্পন্ন করেছেন |

31/07/2014

আমাদের বিশেষজ্ঞগণ :-

ডাঃ শেখ শওকত কামাল
এম বি বি এস , এফ সি পি এস
নাক , কান ও গলা বিশেষজ্ঞ

ডাঃ সুমন তালুকদার
এম বি বি এস, ডি এল ও
নাক , কান ও গলা বিশেষজ্ঞ

মোহাম্মদ আজাদ উদ্দিন
এম এস সি
স্পিচ থেরাপিস্ট

ইসতিয়াক মোহাম্মদ আতিক
অডিও লজিস্ট

রাশেদুল ইসলাম
অডিও মেট্রিসিয়ান

31/07/2014

আমাদের বিশেষ সেবা সমূহ :-

মাইক্রোস্কোপ ও এন্ডস্কোপ সুবিধা সমন্নীত রুগী দেখার আধুনিক চেম্বার |

কানের এন্ডস্কপিক মাইক্রো সার্জারি |

নাক ও সাইনাস এর এন্ডস্কপিক সার্জারি |

ভোকাল কর্ডের / স্বরযন্ত্রের মাইক্রো সার্জারি |

থাইরয়েড সার্জারি |

টন্সিল ও গলার সার্জারি |

শরীরের ভারসাম্য / মাথা ঘুরানো রোগের চিকিত্সা |

শিশু ও বড়দের শ্রবণ শক্তি নির্ণয় এর আধুনিক ল্যাব |

ডিজিটাল হিয়ারিং এইড বিক্রয় |

সোয়ালো কেয়ার সার্ভিস |

স্পিচ থেরাপি |

নাকের এলার্জির স্কীন টেস্ট |

নাকের এলার্জির ভ্যাকসিন / ইম্মিউনো থেরাপি |

নাক / কানের নরম মোল্ড তৈরী

জরুরী রুগীর জন্য সার্বক্ষণিক ব্যবস্থ্যা |

Address

Katalgonj
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surgiscope ENT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Surgiscope ENT:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category