14/09/2025
চট্টগ্রাম সংবাদের সাথে একান্ত সাক্ষাৎকারে শিক্ষাবিদ-নজরুল গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক, মীরসরাইয়ের কৃতি সন্তান শিক্ষাবিদ-নজরুল গবেষক ডক্টর মুহাম্মদ কামালউদ্দিনের কাছে জানতে চাই, মীরসরাইয়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।
তিনি বলেন, চট্টগ্রাম-১ সংসদীয় আসন মীরসরাই। ভৌগোলিক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কারণে নানাদিক থেকে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইতিমধ্যে সরকার থেকে ঘোষণা করা হয়েছে। নির্বাচন নিয়ে নানামুখী তৎপরতা রয়েছে প্রার্থীদের।
তিনি আরো বলেন, মনে রাখতে হবে আগামী নির্বাচনে আমাদের তরুণদের অংশগ্রহণ থাকবে। তরুণরা যেমন তেমন করে ভোটদিবে না, প্রার্থী বাচাইয়ে প্রতিটি দলকে চমক দেখাতে হবে। তরুণ, সৎ, মেধাবী, মানুষের মনের ভাষা বুঝবে এমন প্রার্থী বাচাইয়ে ভুল করলে সকল দলকে মূল্য দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
আগামী নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। মনে রাখবেন দল যাকে প্রার্থী করবে আমি তার পক্ষে কথা বলব, কাজ করব। দলকে অনুরোধ করব প্রার্থী নির্বাচনে যেন চমক দেখান। আমি কাজ করছি, আপনি জানেন যে, ইতিমধ্যে শত কিলোমিটারেরও বেশি রাস্তাঘাট, শয়ের উপর নানা শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারের অর্থ বরাদ্দের বিষয়ে দপ্তরে দপ্তরে ঘুরে অনুদান এনেছি। মানুষের জন্য কাজ করতে পারার আনন্দ আছে। সুযোগ আছে কাজ করছি, আরো বড় পরিসরে দল সুযোগ দিলে এলাকার জন্য কাজ করব। প্রিয় এলাকাটিকে সাজাতে সকলের সমর্থনে এগিয়ে যাব, সকলের দোয়া চাই, সমর্থন চাই। আপনারাও পাশে থাকবেন। উল্লেখ্য যে, তিনি বছরেরও বেশি সময় ধরে এলাকায় নানাপ্রকার কর্মকান্ডে তৎপর রয়েছেন।