NOW CURE

NOW CURE A community based Health care and consultancy centre,

Medical Help: 01953324247
Dental Help: 01953324248
Mobile Blood Bank: 01953324249

Now Cure is providing

Weekly Health Camp

Emergency Blood Donation

24 hours emergency mobile health consultancy

Suggestion regarding choice of doctor according to the patients condition

Essential information including contacts, charges and facilities of different

health care providing centres and hospitals in Chittagong

All types of support for organizing and maintenance of any type of health

related or social campaign in Chittagong

12/06/2018

Congratulations to Dr Najmul Alam Shohag for becoming Cadre at 37th bcs

09/10/2017

দয়া করে পড়ে বিশ্বাস করবেন :

সাবধান...!! সাবধান...!!
ব্লু হোয়েল ( Blue whale ) গেম , যেই ভিডিও গেম খেললেই নিশ্চিত মৃত্যু

ওয়েট , আমি ব্যাখ্যা দিচ্ছি ।
' ব্লু হোয়েল ' বা Blue whale এর অর্থ নীল তিমি । নীল তিমিরা মৃত্যুর আগে সাগরের তীরে উঠে আসে - তারা আত্মহত্যা করে বলে অনেকের ধারণা ! একারণেই গেমের নাম রাখা হয়েছে ' Blue whale ' বা নীল তিমি । মনে রাখবেন - গেমটি বাধ্য করে তার ইনস্টলকারীকে সবগুলো স্তর খেলার জন্য ।
' ব্লু হোয়েল ' গেমটি ৫০ টি লেভেলে বিভক্ত । F57 নামক রাশিয়ান হ্যাকার টিম গেমটি তৈরি করে । ২০১৩ সালে তৈরি হয়েছিলো গেমটি , কিন্তু ২০১৫ সালে VK. com নামক সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পায় এবং প্রচুর ডাউনলোড হয় গেমটি । ফিলিপ বুদেকিন নামক রুশ হ্যাকার যে কিনা সাইকোলজির ছাত্র ছিলো এবং ভার্সিটি থেকে বহিষ্কার হয়েছিলো - তার মাথার বুদ্ধি থেকেই জন্ম নেয় এই গেমটি । রাশিয়ান আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের পর সে জানায় হতাশাগ্রস্হদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্যই সে গেমটি বানিয়েছে । হতাশা গ্রস্হদের পৃথিবীত বেঁচে থাকার কোনো অধিকার নেই ।
রাশিয়ায় এ গেম খেলে মৃতের সংখ্যা ১৫১ জন , এবং রাশিয়ার বাইরে মারা গেছে ৫০ জন । জুলিয়া ওভা ও ভের্নিকা ওভা নামক দুই বোন প্রথম এই গেইমের শিকার । গেমটির ৫০ তম লেভেলে গিয়ে ছাদ থেকে লাফিয়ে ওরা সুইসাইড করেছিলো । জুলিয়া ওভা মৃত্যুর ঠিক আগে সোশাল নেটওয়ার্কে নীল তিমির ছবি আপলোড দিয়ে লিখেছিলো - ' The end ! '

গেমটি মূলত একটি ডার্ক ওয়েভের ( dark wave ) গেম । ডার্ক ওয়েভ হলো ইন্টারনেটের অন্ধকার জগৎ । মনে রাখবেন - গেমটি আপনি একবার ডাউনলোড করলে আর কখনোই আনইনস্টল করতে পারবেন না । গেমটি আপনার ফোনের সিস্টেমে ঢুকে আপনার আপনার আই পি এড্রেস , মেইলের পাসওয়ার্ড , ফেসবুক পাসওয়ার্ড , কনট্যাক্ট লিস্ট , গ্যালারী ফটো এমনকি আপনার ব্যাংক ইনফর্মেশান ! আপনার লোকেশান ও তারা জেনে নিচ্ছে !
' ব্লু হোয়েল ' গেম ওপেন করা মাত্র আপনাকে একজন এডমিন পরিচালনা শুরু করবে । আপনাকে জিজ্ঞেস করবে - ' গেমটি খেলা শুরু করলে আপনি কোনোভাবেই এর থেকে বেরিয়ে আসতে পারবেন না , আপনি সর্বশেষে মৃত্যু বরণও করতে পারেন , আপনি কি চ্যালেন্জ গ্রহন করতে আগ্রহী ? '
আপনি ইয়েস বা নো অপশনের মধ্যে ' ইয়েস ' অপশন ক্লিক করা মাত্রই পা দিয়ে দেবেন মৃত্যু ফাঁদে ।

গেমটির প্রথম দশটা লেভেল খুবই আকর্ষনীয় । ইউজার এডমিন কিছু মজার মজার নির্দেশনা দেন - যেমন রাত তিনটায় ঘুম থেকে উঠে হরর ছবি দেখা , চিল্লাচিল্লি করা , উঁচু ছাদের কিনারায় হাঁটাহাঁটি করা , পছন্দের খাবার খাওয়া ইত্যাদি নির্দেশনা দিতে দিতে এডমিন হাতিয়ে নেবেন আপনার পার্সোনাল ইনফরমেশন । প্রথম দশ টা লেভেল পার করার পর আপনাকে তৈরি করা হবে পরবর্তী দশটি লেভেলের জন্য । পনেরো লেভেল পর্যন্ত চলবে আপনার ইনফরমেশান হাতানোর কাজ ! পনেরো লেভেলের পর আপনাকে কঠিন মিশন দেয়া শুরু হবে ! যেমন অ্যাডমিন আপনাকে বলতে পারে আপনার হাতে ব্লেড দিয়ে নীল তিমির ছবি আঁকুন !

প্রথম বিশটা চ্যালেন্জ অতিক্রম করার পর অ্যাডমিন তার কৌশল পরিবর্তন করতে শুরু করে ।
আপনি টেরই পাবেন না প্রথম বিশ ধাপে সংগ্রহ করে ফেলা আপনার তথ্যের উপর ভিত্তি করে আপনাকে মোহাক্রান্ত বা হিপনোসিস পদ্ধতি প্রয়োগ শুরু করা হবে ।
আপনি তখন ভাববেন এই গেম ছাড়া আপনার বেঁচে থাকা অসম্ভব । আপনাকে শীতের দিনে খালি গায়ে ঘুরতে বলা হবে , বাবার পকেট থেকে টাকা চুরি করা , বন্ধুর মোবাইল চুরি করা , আপনার সবচেয়ে প্রিয় বন্ধুটার সাথে দুর্ব্যবহারের মিশন দেয়া হবে আপনাকে ! আবার এসবের প্রমাণের ছবি বা ফটো এডমিনকে পাঠাতে হবে আপনার ! এভাবেই কৌশলে বন্ধু ও পরিবারের সদস্যদের থেকে কৌশলে আলাদা করে ফেলা হবে আপনাকে এবং আপনি পৌঁছে যাবেন পঁচিশ লেভেলে !
পঁচিশ লেভেলের পর নির্দেশনা আসবে মাদক বা ড্রাগ নেবার ! এভাবেই সম্মোহিত করে করে আপনাকে তিরিশ লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে ।
তিরিশ তম লেভেল আপনি অতিক্রম করার পর গেম এডমিন হঠাৎ আপনার সাথে একটু চিট শুরু করবে !একত্রিশ তম লেভেল আনলক করবে না , এদিকে আপনি হয়ে উঠবেন ক্রেজী !

তারপর কিছুদিন আপনাকে সারপ্রাইজ দিয়ে হঠাৎ এডমিন - বলবে একত্রিশ তম লেভেল আনলকড ! আপনার নগ্ন ছবি চাওয়া হবে এই স্তরে ! আপনি হিপনোসিস ও মাদকের কারণে নিজের নগ্ন ছবি পাঠাতেও চিন্তা করবেন না , ড্রাগ নেবার র মাত্রা বাড়াতে থাকবেন আপনি ! এরপর নির্দেশনা আসবে আপনার ভালোবাসার মানুষের সাথে সেক্স করে গোপনে ছবি তুলে আপলোড করতে বা নিজের শরীরে একাধারে শ খানেক সুঁই ফোটাতে এবং ফটো আপলোড করে পাঠাতে ।
এভাবেই চলে যাবেন আপনি চল্লিশ তম লেভেলে !

এবার আপনি ভীত হয়ে গেমার টিমকে অনুরোধ করবেন আপনাকে মুক্তি দেবার জন্য ! আপনি কাঁদবেন , হাতজোড় করবেন , চাইবেন গেমটি আনইনস্টল করার জন্য !
তখন শুরু হবে ব্ল্যাকমেইলিং ! গেমার টিম বা এডমিন তখন আপনারই পাঠানো সকল তথ্য ফাঁস করে দেবার হুমকি দেবে , আপনি বাধ্য হয়ে প্রবেশ করবেন একচল্লিশ তম স্তরে !

একচল্লিশ থেকে ঊনপন্চাশ তম লেভেলে আপনি প্রচন্ড হতাশ আর মাদকাসক্ত হবেন ....... পন্চাশ তম স্তরে আপনাকে মুক্তির শর্ত দেয়া হবে ! বলা হবে আপনাকে করেদিতে শেষ করেদিতে।

Collected....

28/09/2017

জরুরী
========
যদি কারো পরিচিত কেউ থাকে যে তার হাটূর উপরে অথবা নিচে দিকে পা কাটা আছে,তাকে অবশ্যই #পংগু #হাস্পাতালের, #৩য় #তলায় ( #শ্যামলি,, #ঢাকা)এসে যোগাযোগ করতে বলবেন।সেখানে #কৃত্রিম #পা লাগানো হবে।বিদেশ থেকে এক্সপার্টরা আসছেন।তারা #১৫ #দিনের মত মতো থাকবে।।যদি কারো পরিচিত জনের এই সমস্যা থাকে আজকেই চলে আসুন।যা #সম্পুর্ন #বিনামূল্য সেবা প্রদান করা হবে।
#অক্টোবর এর #১৫ তারিখ পর্যন্ত থাকতে পারেন উনারা।
যোগাযোগ করুন যত দ্রুত সম্ভব।
একজন শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষ কে সহযোগীতা করতে এটা আপনাকে "
#শেয়ার" করতেই হবে (কপি পেস্ট করলে সবচে ভাল হয়) আপনি অন্তত সঠিক ব্যাক্তির কাছে পৌঁছাতে সবাইকে জানিয়ে দেয়ার কাজটি করুন....!

04/09/2017

েটিভ_ডোনারগন_এগিয়ে_আসুন

আজ(০৪/০৯/১৭) রাত ১১টার মধ্যে ১জন এক্সিডেন্ট করা রোগীর জন্য #ইমার্জেন্সী ১ব্যাগ েটিভ রক্তের প্রয়োজন
স্থান:চট্রগ্রাম মেডিকেল কলেজ
(রোগী ইমার্জেন্সী বিভাগে আছে)
যোগাযোগ:01636694283(রোগীর ভাই)
রেফারেন্স: Sayeed Mahmud Shakib

13/07/2017

(১৪/০৭/১৭) সকাল ১০ টার মধ্যে ১ ব্যাগ দুর্লভ #এনেগেটিভ (A-) রক্তের প্রয়োজন রক্তস্বল্পতা রোগীর জন্য?

হিমোগ্লুবিনঃ ৩.২
#চট্টগ্রাম_মেডিকেল_কলেজ
ওয়ার্ডঃ ১৬ বেডঃ ৪৪
01814332856 (রোগীর ছেলে)

Ref: Ctg Blood Bank

03/07/2017

Congratulations to our member
Dr. Faheem Ul Hasan for being appointed as lecturer in Department of Community medicine, Chattagram Maa O Shishu Hospital medical college
and
Dr. Adnan Shafee for being appointed as Lecturer in Department of Pathology Chattagram International Medical College

We hope for their success in every aspect of life

All praises to the Almighty ,We lay down the foundation of our dreams.. On the very first night of Ramadan we officially...
28/05/2017

All praises to the Almighty ,

We lay down the foundation of our dreams.. On the very first night of Ramadan we officially open our very first center in Chittagong,
, Keari Khan....

Keep us in your prayers...

12/12/2016

হঠাৎ শীতের সকালে বা স্নিগ্ধ বিকালে আও করে চিৎকার দিয়ে উঠলেন আপনি বা আপনার পাশে কেউ ঠাণ্ডা পানি বা গরম চা খাওয়ার সময়। শীতকালে এ সমস্যা আরে বেড়ে যায়। এ অবস্থায় একটি দুটি দাঁত বা অনেকগুলো দাঁত হঠাৎ কখনো শির শির করতে পারে। এরকম দাঁত শির শির করার অভিজ্ঞতা অনেকেরই আছে...
যেমন অনেকেই আমাদের কাছে এসে বলেন-
আমার দাঁতটি শির শির করে, পানি খেতে পারি না, কেউবা বলেন চা খেতে পারি না, কেউবা আবার আইসক্রিম না খেতে পারার জন্য চোখের পানি ফেলেন। আবার কেউ বলেন, ঠাণ্ডা-গরম কিছুই খেতে পারি না, দাঁতে ধরে। অনেকে আবার বলেন, দাঁতের ব্যথা মাথা পর্যন্ত ধরে যায়, কষ্টের সীমা নাই।
কারন :
দাঁতের এই শির শির করার কারণ হচ্ছে দাঁতের উপরের সবচেয়ে শক্ত আবরন এনামেল ক্ষয় হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। আমরা জানি, একটি দাঁতের গঠন প্রক্রিয়ায় প্রথম আবরনটিই হচ্ছে এনামেল, এই এনামেল আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশ অথচ এই এনামেল পর্যন্ত ক্ষয় হয়ে যায়। যখনই কোনো কারণে এনামেল ক্ষয়প্রাপ্ত হয় তখন দাঁতের পরবর্তী অংশ ডেন্টিন বেরিয়ে আসে, যেহেতু ডেন্টিনের নিচের অংশেই নার্ভ, আর্টারি, ভেসেলস ইত্যাদি থাকে, সেহেতু দাঁতটি খুবই সংবেদনশীল বা স্পর্শকাতর হয়ে পড়ে এবং তখনই ঠাণ্ডা বা গরম কিছু তরল পদার্থ লাগার সঙ্গে সঙ্গেই দাঁতটি শির শির করে এবং শীতকালে তা আবার দ্বিগুণ হতে দেখা যায়।
এই এনামেল ক্ষয় হয়ে যাওয়ায় প্রধান কারণগুলোর মধ্যে আছে-
*দাঁত ভেঙে যাওয়া
*অতিরিক্ত দাঁত ব্রাশের ঘর্ষণে এনামেল ডেন্টিন ক্ষয় হয়ে যাওয়া।
*ডেন্টাল ক্যারিজের কারণে দাঁতের ক্ষয় হয়ে যাওয়া। * দাঁত থেকে মাড়ি সরে যাওয়া।
*নকল দাঁত বা ডেনচারের ক্রমাগত ঘর্ষণ লাগা। *ক্রাউন/ ক্যাাপ/ব্রিজ করার ক্ষেত্রে দাঁত কেটে ফেলা।
চিকিৎসা :
আজকাল এ ধরনের সমস্যার অতি দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।
প্রথমত: চিকিৎসা ব্যবস্থার মধ্যে প্রথমেই মাড়ি ও দাঁতের সংযোগস্থল থেকে সমস্ত পাথর বা ডেন্টাল প্লাক পরিষ্কার করা প্রয়োজন। এ ধরনের কাজে সাধারণত : ডেন্টাল স্কেলিংয়ের মাধ্যমে করা হয় যেমন আলট্রাসনিক স্কেলিংয়ের মাধ্যমে সমস্ত দাঁতের গোড়া ও মাড়ি থেকে খাদ্য কণা পরিষ্কার করা। কারণ ডেন্টাল প্লাক জমা থাকলে ধীরে ধীরে দাঁত ও মাড়ি ক্ষয়প্রাপ্ত হয়।
দ্বিতীয়ত : ক্ষয়ে যাওয়া অংশটুকু বা ভেঙে যাওয়া অংশটুকু আজকাল খুবই আধুনিক পদ্ধতি লাইট কিউর ফিলিং দিয়ে ভর্তি করে দেওয়া যাতে ক্ষয়ে যাওয়া এনামেল এবং ডেন্টিন আবার পূরণ হয়ে যায়। এ ক্ষেত্রে গ্লাস আইনোমার ফিলিং দিয়েও দাঁতটি ভর্তি করা যায়।তবে অতিরিক্ত ক্ষয়ে যাওয়া বা গর্ত হয়ে যাওয়া দাঁতটিকে (পালপাইটিস বা দন্তমজ্জা আক্রান্ত হলে) রুট ক্যানেল চিকিৎসার পর ক্রাউন(ক্যাপ) পরানো বর্তমানে একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা।
দাঁতের টুথপেস্ট :
সেনসিটিভ দাঁতের জন্য বিশেষভাবে কিছু পেস্ট তৈরী হয়, যেমন : মেডি প্লাস DS, SENSODYNE, PEPSODENT PRO SENSITIVE,
এগুলো ব্যবহার করা যায়। সামান্য শিরশিরানি থাকলে ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট( MEDI PLUS FLURIDE GEL নামে পাওয়া যায় বাজারে) দাঁতের ফাঁকে আঙ্গুল দিয়ে লাগিয়ে ৩০ সেকেন্ড থেকে এক মিনিট রাখতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে। এভাবে করতে থাকবেন নিয়মিত।
দাঁতের ফ্রেকচার : যদি একটি দাঁতের অল্প পরিমাণ অংশ ভেঙে গিয়ে থাকে তবে সেই অংশ ফেলে দিয়ে সুন্দর লাইট কিউর ফিলিং দিয়ে পূরণ করা অথবা রুট ক্যানেল চিকিৎসার পর ক্রাউন(ক্যাপ) পরানো হবে নিশ্চিত ব্যবস্থা।
প্রতিকার :
• নিয়মিত দাঁত ব্রাশ করলে দাঁতের ফাঁকে কোনো জীবাণু তৈরি হতে পারবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাশতা করার পরে দাঁত ব্রাশ করুন।
• ব্রাশ করবেন আস্তে আস্তে। দাঁতের ওপর বেশি চাপ দেবেন না। মনে রাখবেন আমরা দাঁত সাদা করার জন্য ব্রাশ করিনা, করি জমে থাকা খাবার বের করার জন্য। ৯০%, ৪০+ রোগীর শিরশির করার কারন জোরে ব্রাশ বা মাজন ব্যবহারের কারনে দাঁতের গোড়া ক্ষয়ে যাওয়া।
• হালকা কোমল শলাকার ব্রাশ ব্যবহার করবেন। মাজন বা পাউডার জাতীয় কিছু ব্যবহার করলে আজকেই ফেলে দিন, ওগুলো ঘষে এনামেল ক্ষয় করে দাঁত পরিষ্কার করবে ঠিক, সাথে আপনাকে দিয়ে যাবে মজাদার শিরশিরে অনুভূতি।।। 😜
• যেকোনো অ্যাসিডজাতীয় খাবার খাওয়ার সময় সচেতন হোন। যেমন- ফলের জুস, ভিনেগার, কোমল পানীয়—এসব দাঁতের এনামেল নষ্ট করে। তাই এসব খাবার পরই দাঁত পরিষ্কার করে ফেলুন।
• দাঁতে দাঁত ঘষা বা দাঁত চেপে রাখার অভ্যাস ত্যাগ করুন। এতেও এনামেলের ক্ষতি হয়।
• অনেকেই দাঁতের যে অংশ শিরশির করে, সে অংশটি ব্রাশ করতে চান না। কিন্তু এতে সমস্যা আরও বাড়ে।
তবে এসব কিছুর আগে রোগীর সমপূর্ণ ইতিহাস যেমন নেয়া জরুরী তেমনি পরীক্ষা নীরিক্ষাও অপরিহার্য। শুধুমাত্র ঔষধ দিয়ে বা টুথপেষ্ট পরিবর্তন করলেই যে রোগীর দাঁতের শিরশির কমে যাবে তেমন নয়। তাই প্রয়োজন মত তাকে যেমন মাড়ির শৈল চিকিত্সা দিয়ে মাড়িকে সুস্থ করা
Courtesy: dr tahmid.

 ্ষ_থেকে
12/12/2016

্ষ_থেকে

30/10/2016

"আপনার রিলেটিভদের" মধ্যে গর্ভবতী কেউ আছে কি?
থাকলে, ওনার জন্য ২ জন রক্তদাতা প্রস্তুত আছে কি?

Jar foundation এর ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীকে চাঁদেরহাট ও NowCure এর স্বাস্থ্য সচেতনতামুলক কর্মসুচী।উক্ত কর্মসুচীত...
29/10/2016

Jar foundation এর ব্যবস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীকে চাঁদেরহাট ও NowCure এর স্বাস্থ্য সচেতনতামুলক কর্মসুচী।উক্ত কর্মসুচীতে প্রান্তিক জনগোষ্ঠীকে ডায়াবেটিকস রোগের উপর সচেতনতামুলক আলোচনা করেন চাঁদেরহাট- NowCure এর doctors panel এর সদস্য ডা. মোঃ বেলাল উদ্দিন, মেডিকেল অফিসার Chittagong international medical college.. উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদেরহাট চট্টগ্রামের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার -উল-করিম।

Address

Chittagong

Telephone

+8801953324248

Website

Alerts

Be the first to know and let us send you an email when NOW CURE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NOW CURE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram