11/10/2025
🦠 টনসিল অপারেশন — ভয় নয়, বুঝে নিন কখন প্রয়োজন আর কখন নয়!
👉 অনেক শিশু বারবার গলা ব্যথা, জ্বর, খাওয়ায় কষ্ট বা রাতে নাক ডেকে ঘুমায় — এগুলো টনসিল বড় হয়ে গেলে হয়।
👉 এই সমস্যা বারবার হলে ডাক্তাররা টনসিল অপারেশন (Tonsillectomy) করার পরামর্শ দেন।
✨ টনসিল কী?
#টনসিল হলো গলার দুই পাশে থাকা রোগ প্রতিরোধকারী টিস্যু (lymphoid tissue)।
এগুলো শরীরে জীবাণু ঢুকলে প্রথমে বাধা দেয়, যেন সংক্রমণ (infection) ছড়াতে না পারে
#শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে, কিন্তু অনেক সময় এগুলোতেই ইনফেকশন হয়।
📌 কখন টনসিল অপারেশন দরকার হতে পারে:
😷 বারবার গলা ব্যথা বা জ্বর হয় (টনসিলে ইনফেকশন থেকে)
😴 রাতে শ্বাস নিতে কষ্ট হয়, নাক ডেকে ঘুমায়
🍲 খাওয়া গিলতে কষ্ট হয়
💊 ওষুধে ইনফেকশন ভালো না হয়
✅ অপারেশন করলে যেসব উপকার পাবেন:
✔️ বারবার গলা ব্যথা কমে যাবে
✔️ খাওয়া ও কথা বলা সহজ হবে
✔️ ঘুমের সময় শ্বাস সহজ হবে
✔️ বাচ্চা আরও সুস্থ ও চঞ্চল থাকবে
🩺 টনসিল অপারেশন কীভাবে করা হয়:
✔️ সম্পূর্ণ অজ্ঞান করে নিরাপদভাবে করা হয়
✔️ আধুনিক পদ্ধতিতে ব্যথা ও রক্তপাত খুব কম
✔️ কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চা জেগে ওঠে
🩹 অপারেশনের পর যত্ন:
🥤 ঠান্ডা পানি বা জুস খেতে দিন
🍦 আইসক্রিম খাওয়া যেতে পারে
🚫 গরম বা মশলাযুক্ত খাবার কিছুদিন এড়িয়ে চলুন
💊 ডাক্তার যে ওষুধ দেন, নিয়মমতো খাওয়ান
⚠️ রক্তপাত বা জ্বর হলে দ্রুত হাসপাতালে জানান
🌿 অপারেশনের পর ফলাফল:
👶 বাচ্চা সাধারণত ২ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়
😴 ঘুম ভালো হয়, খাওয়া স্বাভাবিক হয়
🏃♂️ ইনফেকশন ও জ্বর অনেক কমে যায়
⏰ টনসিল সমস্যা বারবার হলে দেরি না করে অভিজ্ঞ ইএনটি (নাক, কান ও গলা) সার্জনের পরামর্শ নিন।
নিরাপদ হাতে টনসিল অপারেশন করালে শিশুর ভবিষ্যৎ হবে আরও সুস্থ ও স্বাভাবিক।
❌ সাধারণত টনসিল অপারেশন প্রয়োজন হয় না:
1. বছরে এক–দু’বার গলা ব্যথা হলে
2. ইনফেকশন হালকা হলে বা অল্প দিন স্থায়ী হলে
3. শিশু ছোট হলে (২–৩ বছরের নিচে)
4. শ্বাস নিতে কষ্ট নেই, শুধু মাঝে মাঝে ব্যথা হয়
🏥 চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
📍 Royal Hospital, Haziganj
📅 শুক্রবার (সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা)
📍 Al-Madina General Hospital, Debidwar
📅 বৃহস্পতিবার (দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৭ টা)
📩 WhatsApp / SMS: 01964413964
👨⚕ ডা. মো: তছলিম উদ্দিন মিয়া
🔹 এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
সিসিডি ( বারডেম), ডিএলও (ইএনটি)
🔹 নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন
✨ সচেতন হোন — আপনার সন্তানের টনসিল সমস্যা যেন না হয় জীবনের কষ্ট!
নিরাপদ ও অভিজ্ঞ হাতে অপারেশন করান।
#গলা_ব্যাথা #টনসিল