Dr Taslim Uddin

Dr Taslim Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Taslim Uddin, Doctor, Department of ENT, Comilla Medical College Hospital, Comilla.

এমবিবিএস (কুমেক), বিসিএস (স্বাস্থ্য)
সিসিডি (বারডেম), ডিএলও (ইএনটি)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (এক্স-পিজি হাসপাতাল)
কনসালট্যান্ট-ইএনটি
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন

28/11/2025

🐟 গলায় কাঁটা বিঁধলে প্রাথমিকভাবে করণীয়:

গলার বেশিরভাগ কাঁটাই টনসিল বা জিহ্বার পেছনে হালকা ভাবে আটকে থাকে। তখন জোর করে গিলতে গেলে কাঁটা আরও ভেতরে মিউকাস ঝিল্লিতে ঢুকে যেতে পারে। তাই শুরুতেই সাবধানতা জরুরি।

যা করবেন—
✔ পানি দিয়ে গড়গড়া করুন।
✔ হালকা কাশি বা গলা খাকারি দিন
—অনেক সময় এতে কাঁটা নড়ে বেরিয়ে আসে।
✔ চাইলে কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন।

যা করবেন না—
✘ ভাত বা অন্য খাবার জোর করে গিলবেন না—এতে কাঁটা আরও গভীরে ঢুকে যেতে পারে।

অধিকাংশ ক্ষেত্রে (৯০–৯৫%) ঘরোয়া পদ্ধতিতেই কাঁটা বের হয়ে যায়। যদি এ ধাপগুলোতে কাঁটা বের না হয়, অবিলম্বে নিকটবর্তী নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন।

🛡 প্রতিরোধ
• তাড়াহুড়ো করে মাছ খাবেন না।
• খাওয়ার আগে ও সময়ে কাঁটা ভালোভাবে বেছে নিন।• শিশু ও বয়স্কদের মাছ খাওয়ানোর সময় বিশেষভাবে সতর্ক থাকুন।

21/11/2025

🩸 নাক থেকে রক্ত পড়ছে?
আতঙ্ক নয়—সঠিক পদক্ষেপ নিন!

Trotter’s Method:
👉 রোগীকে সোজা করে বসাবেন
👉 মাথা সামনের দিকে ঝুঁকে থাকবে
👉 নাকের নরম অংশ ১০ মিনিট চেপে ধরুন
👉 নাকের শক্ত অংশ/হাড়ের উপরে ঠান্ডা বরফের শেক দিন

⏱️ ১৫-২০ মিনিটেও বন্ধ না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

🩸 সঠিক পদ্ধতি মানুন, নিরাপদে থাকুন।

ডা. মো: তছলিম উদ্দিন মিয়া
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিএলও (ইএনটি)
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ
এবং হেড-নেক সার্জন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

নাকের স্প্রে ব্যবহার করার নিয়ম।
04/11/2025

নাকের স্প্রে ব্যবহার করার নিয়ম।

04/11/2025

নাক বন্ধ, অ্যালার্জি বা সর্দিতে অনেকেই নাকের স্প্রে ব্যবহার করেন…
কিন্তু ভুল নিয়মে দিলে উপকার নয়, বরং সময় এবং ঔষুধের অপচয় হতে পারে! ⚠️

👉 অল্প সময়ে জানুন —
✅ নাকের স্প্রে ব্যবহারের সঠিক নিয়ম
✅ কোন ভুলগুলো এড়িয়ে চলবেন
✅ দ্রুত আরাম পাওয়ার সেরা উপায় 👃

#নাকেরস্প্রে #স্বাস্থ্যপরামর্শ

🦻✨ কানের পর্দার ইনফেকশন — চিকিৎসার আগে ও পরে📸 প্রথম ছবিতে দেখা যাচ্ছে 👇🔸 কানের পর্দায় ইনফেকশন ও প্রদাহ রয়েছে।🔸 পর্দা লাল...
17/10/2025

🦻✨ কানের পর্দার ইনফেকশন — চিকিৎসার আগে ও পরে

📸 প্রথম ছবিতে দেখা যাচ্ছে 👇
🔸 কানের পর্দায় ইনফেকশন ও প্রদাহ রয়েছে।
🔸 পর্দা লালচে, ফোলা ও পুঁজজাত পদার্থে আচ্ছাদিত।
🔸 রোগীর কানে ব্যথা, শোঁ–শোঁ শব্দ এবং কম শুনতে পাওয়ার সমস্যা ছিল।

💊 মাত্র ৭ দিনের নিয়মিত চিকিৎসার পর:

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে —
✅ কানের পর্দা সম্পূর্ণ পরিষ্কার ও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
✅ ইনফেকশন পুরোপুরি সেরে গেছে আলহামদুলিল্লাহ।
✅ শ্রবণ ক্ষমতাও উন্নত হয়েছে।

#কান #ইএনটি #স্বাস্থ্যসচেতনতা

🦠 টনসিল অপারেশন — ভয় নয়, বুঝে নিন কখন প্রয়োজন আর কখন নয়!👉 অনেক শিশু বারবার গলা ব্যথা, জ্বর, খাওয়ায় কষ্ট বা রাতে নাক ডেক...
11/10/2025

🦠 টনসিল অপারেশন — ভয় নয়, বুঝে নিন কখন প্রয়োজন আর কখন নয়!

👉 অনেক শিশু বারবার গলা ব্যথা, জ্বর, খাওয়ায় কষ্ট বা রাতে নাক ডেকে ঘুমায় — এগুলো টনসিল বড় হয়ে গেলে হয়।
👉 এই সমস্যা বারবার হলে ডাক্তাররা টনসিল অপারেশন (Tonsillectomy) করার পরামর্শ দেন।

✨ টনসিল কী?

#টনসিল হলো গলার দুই পাশে থাকা রোগ প্রতিরোধকারী টিস্যু (lymphoid tissue)।
এগুলো শরীরে জীবাণু ঢুকলে প্রথমে বাধা দেয়, যেন সংক্রমণ (infection) ছড়াতে না পারে
#শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে, কিন্তু অনেক সময় এগুলোতেই ইনফেকশন হয়।

📌 কখন টনসিল অপারেশন দরকার হতে পারে:
😷 বারবার গলা ব্যথা বা জ্বর হয় (টনসিলে ইনফেকশন থেকে)
😴 রাতে শ্বাস নিতে কষ্ট হয়, নাক ডেকে ঘুমায়
🍲 খাওয়া গিলতে কষ্ট হয়
💊 ওষুধে ইনফেকশন ভালো না হয়

✅ অপারেশন করলে যেসব উপকার পাবেন:
✔️ বারবার গলা ব্যথা কমে যাবে
✔️ খাওয়া ও কথা বলা সহজ হবে
✔️ ঘুমের সময় শ্বাস সহজ হবে
✔️ বাচ্চা আরও সুস্থ ও চঞ্চল থাকবে

🩺 টনসিল অপারেশন কীভাবে করা হয়:
✔️ সম্পূর্ণ অজ্ঞান করে নিরাপদভাবে করা হয়
✔️ আধুনিক পদ্ধতিতে ব্যথা ও রক্তপাত খুব কম
✔️ কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চা জেগে ওঠে

🩹 অপারেশনের পর যত্ন:
🥤 ঠান্ডা পানি বা জুস খেতে দিন
🍦 আইসক্রিম খাওয়া যেতে পারে
🚫 গরম বা মশলাযুক্ত খাবার কিছুদিন এড়িয়ে চলুন
💊 ডাক্তার যে ওষুধ দেন, নিয়মমতো খাওয়ান
⚠️ রক্তপাত বা জ্বর হলে দ্রুত হাসপাতালে জানান

🌿 অপারেশনের পর ফলাফল:
👶 বাচ্চা সাধারণত ২ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়
😴 ঘুম ভালো হয়, খাওয়া স্বাভাবিক হয়
🏃‍♂️ ইনফেকশন ও জ্বর অনেক কমে যায়

⏰ টনসিল সমস্যা বারবার হলে দেরি না করে অভিজ্ঞ ইএনটি (নাক, কান ও গলা) সার্জনের পরামর্শ নিন।
নিরাপদ হাতে টনসিল অপারেশন করালে শিশুর ভবিষ্যৎ হবে আরও সুস্থ ও স্বাভাবিক।

❌ সাধারণত টনসিল অপারেশন প্রয়োজন হয় না:
1. বছরে এক–দু’বার গলা ব্যথা হলে
2. ইনফেকশন হালকা হলে বা অল্প দিন স্থায়ী হলে
3. শিশু ছোট হলে (২–৩ বছরের নিচে)
4. শ্বাস নিতে কষ্ট নেই, শুধু মাঝে মাঝে ব্যথা হয়


🏥 চিকিৎসার জন্য যোগাযোগ করুন:

📍 Royal Hospital, Haziganj
📅 শুক্রবার (সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা)

📍 Al-Madina General Hospital, Debidwar
📅 বৃহস্পতিবার (দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৭ টা)

📩 WhatsApp / SMS: 01964413964

👨‍⚕ ডা. মো: তছলিম উদ্দিন মিয়া
🔹 এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
সিসিডি ( বারডেম), ডিএলও (ইএনটি)
🔹 নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন

✨ সচেতন হোন — আপনার সন্তানের টনসিল সমস্যা যেন না হয় জীবনের কষ্ট!
নিরাপদ ও অভিজ্ঞ হাতে অপারেশন করান।

#গলা_ব্যাথা #টনসিল

🦴গলা থেকে মুরগির হাড় বের করা হলো🦴 এক কিশোরী রোগী গলায় মুরগির হাড় আটকে যাওয়ার সমস্যা নিয়ে আসেন। তার গিলতে, কথা বলতে এবং এ...
10/10/2025

🦴গলা থেকে মুরগির হাড় বের করা হলো🦴

এক কিশোরী রোগী গলায় মুরগির হাড় আটকে যাওয়ার সমস্যা নিয়ে আসেন। তার গিলতে, কথা বলতে এবং এমনকি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

আলহামদুলিল্লাহ:
🔹 এন্ডোস্কোপ মেশিনের সাহায্যে গলার ভেতর থেকে হাড়টি নিরাপদভাবে বের করা হয়েছে।
🔹 অপারেশন ছাড়াই, কয়েক মিনিটের মধ্যেই রোগী স্বস্তি পান।

স্থান: রয়েল হাসপাতাল, হাজীগঞ্জ

⚠️ সতর্কতা:
গলায় মাছ বা মুরগির হাড় আটকে গেলে নিজে থেকে কলা, ভাত বা পানি গিলার চেষ্টা করবেন না।
এতে হাড় আরও গভীরে ঢুকে যেতে পারে, যা বিপদজনক। দ্রুত নিকটস্থ ইএনটি (নাক, কান ও গলা) বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান।

ডা. মোঃ তছলিম উদ্দিন মিয়া
কান, নাক ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন

👶 শিশুদের কানে ইনফেকশন — অবহেলা নয় ❗অনেক সময় ছোট বাচ্চারা হঠাৎ কান টানে, কান্না করে বা খেতে চায় না। মা-বাবা ভাবেন হয়...
06/10/2025

👶 শিশুদের কানে ইনফেকশন — অবহেলা নয় ❗

অনেক সময় ছোট বাচ্চারা হঠাৎ কান টানে, কান্না করে বা খেতে চায় না। মা-বাবা ভাবেন হয়তো সাধারণ জ্বর বা ঠান্ডা। কিন্তু এটি কানের ইনফেকশন (Otitis Media)-এর লক্ষণও হতে পারে।



🔍 লক্ষণগুলো যেগুলোর দিকে খেয়াল রাখুন:
• বাচ্চা ঘন ঘন কানে হাত দেয় বা কান চুলকায়
• কান থেকে পানি বা পুঁজ পড়ে
• জ্বর ও অস্থিরতা
• ঘুমে অশান্তি, খাওয়া কমে যাওয়া
• কিছু বললে প্রতিক্রিয়া না দেওয়া (শ্রবণশক্তি কমে গেলে)

⚠️ সম্ভাব্য কারণসমূহ:
• ঠান্ডা বা গলার ইনফেকশন থেকে কানে সংক্রমণ ছড়ানো
• নাক বন্ধ থাকা বা সাইনোসাইটিস
• শোয়ানো অবস্থায় দুধ খাওয়ানো/বোতল ফিডিং করানো
• ধুলো, ধোঁয়া বা এলার্জিজনিত সমস্যা

💡 অবহেলা করলে ঝুঁকি:

সময়মত চিকিৎসা না করালে:
👉 কানের পর্দা ফেটে যেতে পারে,
👉 শ্রবণশক্তি স্থায়ীভাবে নষ্ট হতে পারে।
👉 শিশুদের কথা শেখা বা পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে।



🩺 কী করবেন:
• নিজে থেকে কানে তেল বা ড্রপ দেবেন না
• গরম সেঁক বা ধোঁয়া থেকে দূরে রাখুন
• কান থেকে পানি ঢোকা এড়িয়ে চলুন
• যত দ্রুত সম্ভব নাক, কান ও গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন



🌼 শেষ কথা:

বাচ্চার নাক, কান ও গলা খুব সংবেদনশীল।
ছোট সমস্যাও বড় হতে পারে—তাই আগেভাগে সচেতন হোন,
আপনার সন্তানের হাসি ও শ্রবণশক্তি অটুট রাখুন ❤️

ডা. মো. তছলিম উদ্দিন মিয়া
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিএলও (ইএনটি)
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং
হেড-নেক সার্জন



#শিশুস্বাস্থ্য #কানেরইনফেকশন #পিতামাতার_সচেতনতা

ফ্রি মেডিকেল ক্যাম্প!!
07/08/2025

ফ্রি মেডিকেল ক্যাম্প!!

01/03/2025

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা🙂

আল্লাহ তাআলা সবাইকে রমজানের রোজা রাখার জন্য সুস্থতা দান করুক সেই দুআ করছি🤲

একটি ঘোষণা: দুঃখের সাথে জানাতে হচ্ছে এই মাসে গৌরীপুর চেম্বার বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। পরবর্তীতে চেম্বার শুরুর পূর্বে জানানো হবে ইনশাআল্লাহ।

চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে কল করতে পারবেন ০১৭৭৬১৫২৪৯৬ নাম্বারে।

এছাড়া WhatsApp এ যোগাযোগ করতে পারবেন 01964-413964 নাম্বারে (দয়া করে ভয়েস মেসেজ পাঠাবেন না। একটু সময় নিয়ে লিখে জানাবেন)

দুআ রাখবেন🙂

Address

Department Of ENT, Comilla Medical College Hospital
Comilla

Opening Hours

Monday 14:00 - 19:00
Thursday 14:00 - 19:00
Saturday 14:00 - 20:00

Telephone

+8801776152496

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Taslim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Taslim Uddin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category