প্রত্যয়-Prottoy

প্রত্যয়-Prottoy সামাজিক সংগঠন।
সংকল্প পাশে থাকার।

আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শ্রীকামতা স্পোটিং ক্লাব যুব'সমাজ এর সহ-সভাপতি সোহেল খান গতকাল সন্ধ্যায় ৭ টা ৩০ মিনি...
01/12/2025

আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শ্রীকামতা স্পোটিং ক্লাব যুব'সমাজ এর সহ-সভাপতি সোহেল খান গতকাল সন্ধ্যায় ৭ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল হসপিটাল ইন্তেকাল করেন।

Jummah Mobarak 💙
28/11/2025

Jummah Mobarak 💙

27/11/2025

ঢাকায় আবারও ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প!

রক্তের গ্রুপ জানাতে আগামীকাল মারকাযুস সুন্নাহ কমপ্লেক্সে, ভাতড়ায় থাকছে প্রত্যয় সংগঠনের স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক টিম। গ...
26/11/2025

রক্তের গ্রুপ জানাতে আগামীকাল মারকাযুস সুন্নাহ কমপ্লেক্সে, ভাতড়ায় থাকছে প্রত্যয় সংগঠনের স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক টিম। গ্রামবাসীদের থাকার অনুরোধ রইলো।

🟢সময় : বিকাল ৩ টা (রোজ বৃহস্পতিবার)

রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের ব্যাক্তি জীবনের সচেতনার একটি অংশ। আসুন নিজের রক্তের গ্রুপ জানি, অন্যকে রক্তের গ্রুপ জানাতে উৎসাহ প্রদান করি।

প্রত্যয় সংগঠনের পক্ষ থেকে আপন ব্লাড ডোনেশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীর এতো সুন্দর প্রোগ্রামে ...
26/11/2025

প্রত্যয় সংগঠনের পক্ষ থেকে আপন ব্লাড ডোনেশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীর এতো সুন্দর প্রোগ্রামে প্রত্যয় সংগঠনকে সম্মাননা প্রদান করে সম্মানিত করার জন্য।

প্রত্যয় সংগঠন আপন ব্লাড ডোনেশনের পাশে থেকে কাজ করার জন্য আশা প্রকাশ করছে। প্রত্যয় সংগঠনের কাছে সাংগঠনিক যেকোন সহযোগিতা আমরা দেওয়ার ব্যাপারে আগামীতে সচেষ্ট থাকবো। আমরা এটাও আশা করি যে আপন ব্লাড ডোনেশন আমাদের পাশে থাকবে আগামী দিনগুলোতেও।

প্রত্যয় সংগঠনের পক্ষ থেকে উক্ত প্রোগ্রামে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক Ray Han। রায়হানের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

25/11/2025

অস্ট্রেলিয়ায় পার্লামেন্টে বোরকাকে অবমাননা করায় কট্টর ডানপন্থি সিনেটর পওলিন হ্যানসনকে সাত কর্মদিবসের জন্য বহিষ্কার করা হয়েছে।

আসসালামু আলাইকুম।প্রত্যয় সংগঠনের শীতবস্ত্র বিতরণের তারিখ ডিসেম্বরের যেকোন দিন হতে পারে।আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১ম ...
25/11/2025

আসসালামু আলাইকুম।

প্রত্যয় সংগঠনের শীতবস্ত্র বিতরণের তারিখ ডিসেম্বরের যেকোন দিন হতে পারে।

আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১ম বারের মতো এতিমখানায় হুডি অথবা জ্যাকেট বিতরণ করতে চেয়েছিলাম।
🟢পাশাপাশি কম্বল বিতরণ থাকবে।

🟩আপনার আশেপাশে এমন কোন এতিমখানা থাকলে সরাসরি নিচের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। অথবা আমাকে ম্যাসেজের মাধ্যমে জানাতে পারেন।

যোগাযোগ : 01568249004

Zobaid Rafi
Director, Prottoy

অভিনন্দন!প্রত্যয় সংগঠনের "সদস্য কালেকশন-২০২৫ ইং" এ সদস্য হওয়ার জন্য। আশা করি আপনারা সততা ও নিষ্ঠার সাথে প্রত্যয় সংগঠনের ...
22/11/2025

অভিনন্দন!
প্রত্যয় সংগঠনের "সদস্য কালেকশন-২০২৫ ইং" এ সদস্য হওয়ার জন্য। আশা করি আপনারা সততা ও নিষ্ঠার সাথে প্রত্যয় সংগঠনের পাশে থাকবেন।

আপনি প্রত্যয় সংগঠনের সাথে কাজ করতে চান?
তাহলে আসুন প্রত্যয় সংগঠনের সদস্য পদের জন্য আবেদন করুন। সামাজিক কাজ গুলো একতা ও ঐক্যবদ্ধভাবে করলে কাজের গতি ও আকার বড় পরিসরে হয়।

আপনার হয়তো অর্থ আছে কিন্তু জনবল নেই আবার হয়তো শ্রম দেওয়ার সামর্থ্য আছে কিন্তু দান করার মতো যথেষ্ট অর্থ নেই। কিন্তু, প্রত্যয় সংগঠনে উভয়ই আছে। তাহলে আসুন একসাথে কাজ করি। প্রতিজ্ঞা করি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার।

"সংকল্প পাশে থাকার"

সদস্যপদের জন্য আবেদন ফর্ম :
https://docs.google.com/.../1yoQylPuKKRvFvBT.../edit

"উষ্ণতায় ফোটাবো হাসি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত বছর ৭৩ টি কম্বল বিতরণ করেছে প্রত্যয়। এবার শীতবস্ত্র বিতরণে আমাদের ক...
22/11/2025

"উষ্ণতায় ফোটাবো হাসি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত বছর ৭৩ টি কম্বল বিতরণ করেছে প্রত্যয়। এবার শীতবস্ত্র বিতরণে আমাদের কিছু অন্যরকম চিন্তা ভাবনা রয়েছে। যেমন:

১. স্পট ভিত্তিক কম্বল বিতরণ
২. সদস্যদের মাধ্যমে কম্বল পৌঁছে দেওয়া
৩. এতিমখানায় জ্যাকেট বিতরণ
৪. রাজধানী ঢাকা কেন্দ্রীক শীতবস্ত্র বিতরণ

আসুন। আমরা সবাই প্রত্যয় এর এই মহৎ উদ্যোগে এগিয়ে আসি। আপনার চারপাশের মানুষগুলোকে একটু উষ্ণতা দিতে প্রত্যয় সংগঠনে আর্থ ও শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

'সংকল্প পাশে থাকার'

21/11/2025

দেশে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত!

প্রত্যয় সংগঠনের পরিচালকদের সিদ্ধান্তক্রমে নিম্নে উল্লেখিত সদস্যদের প্রবাসী প্রতিনিধি (এম্বাসেডর) হিসাবে ঘোষণা করা হলো:  ...
21/11/2025

প্রত্যয় সংগঠনের পরিচালকদের সিদ্ধান্তক্রমে নিম্নে উল্লেখিত সদস্যদের প্রবাসী প্রতিনিধি (এম্বাসেডর) হিসাবে ঘোষণা করা হলো:

১। শাহরিয়ার ইসলাম রবিন, প্রবাসী প্রতিনিধি (সৌদি আরব)

প্রবাসী প্রতিনিধিদের সাথে খুব শীঘ্রই দায়িত্বশীল পরিচালক যোগাযোগ করে ওনাদের কার্যক্রম সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

প্রত্যয় সংগঠনের পরিচালকদের সিদ্ধান্তক্রমে নিম্নে উল্লেখিত সদস্যদের প্রবাসী প্রতিনিধি (এম্বাসেডর) হিসাবে ঘোষণা করা হলো:  ...
20/11/2025

প্রত্যয় সংগঠনের পরিচালকদের সিদ্ধান্তক্রমে নিম্নে উল্লেখিত সদস্যদের প্রবাসী প্রতিনিধি (এম্বাসেডর) হিসাবে ঘোষণা করা হলো:

১। জামাল হোসেন সুজন, প্রবাসী প্রতিনিধি (বাহরাইন)
২। হুমায়ুন কবির সোহেল, প্রবাসী প্রতিনিধি (সাউথ আফ্রিকা)
৩। উমর ফারুক, প্রবাসী প্রতিনিধি (বাহরাইন)

প্রবাসী প্রতিনিধিদের সাথে খুব শীঘ্রই দায়িত্বশীল পরিচালক যোগাযোগ করে ওনাদের কার্যক্রম সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Address

Nangalkot
Comilla
3582

Telephone

+8801610212399

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যয়-Prottoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to প্রত্যয়-Prottoy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category