05/12/2025
১৫ দিন আগে পড়ে গিয়ে রুগী পড়ে গিয়ে হাতের বাহুর হাড় ( হিউমেরাস) ভেংগে ফেলে এবং কয়েক টুকরো হয়ে যায়।
পরবর্তীতে কবিরাজ মশাই এর স্মরনাপন্ন হন।
হাতের মাঝে তেল মশলা লাগিয়ে তুলা বাশের কঞ্চি দিয়ে বেধে মশাই বল্লো,
"যা বাবা সব ঠিক হয়ে যাবে!!!!!! আল্লাহ ভরসা। আমার কাজ আমি করে দিলাম। এখন তর কপাল।"
"নাহ কপালের নাম গোপাল। বিধি বাম। হইল না। ব্যাথাও কমলো না। শালার কাপাল টাই খারাপ। না হলে এত্তোগুলা বাশের চটি এত্তো কষ্ট করে বেধে দিল কবিরাজ মশাই!!! জোড়া কেনো লাগবো না।
ল যাই ওহন একখান ডাকতর দেহাই।"
১৪ দিনেও যখন ব্যাথা কমলো না, হাত ফুলে গেলো তখন আমাদের শরনাপন্ন হয়।
পরবর্তীতে ব্রাকিয়াল প্লেক্সাস ব্লকের মাধ্যমে শুধুমাত্র ভাংগা হাত অবশ করে এক্সট্রা আর্টিকুলার লকিং প্লেট দিয়ে ফিক্সেশন করা হয়।
শানে নুজূল:
ভাই সময়ের কাজ সময়ে করেন। সঠিক চিকিতসা, সঠিক জায়গায় করেন।
সবকিছু এত্তো সহজ না। অনেক সময়, অনেক চিন্তা,অনেক কষ্ট, অনেক অধ্যাবসায় লাগে সব কিছু সঠিক ভাবে করতে। সচেতন হন। সুস্থ থাকুন
Trauma Care
নিউ ভিশন মডেল হসপিটাল
ইপিজেড ১ নং গেইট এর উত্তর পাশে,
মন্জুরী স্কয়ার,৫ম তলা(৫৩০ নং রুম)
দক্ষিণ চর্থা,কুমিল্লা মেডিকেল কলেজ রোড, কুমিল্লা।
📞01841989297