21/11/2020
রক্তের গ্রুপ জেনে সচেতন হোন,
নিজে বাচুঁন অন্যকেও বাচাঁতে সহযোগিতা করুন।
এই শীতে মধ্যে যখন সবাই কম্বলে নিয়ে ঘুমিয়ে তখন মানবতার সেবকদের কাছে নাই কোন শীত, নাই কোন বর্ষা, নাই কোন রাত, নাই কোন দিন, খবর পাওয়ার মাত্র ছুটে যায় হাসপাতালে বারান্দায়,তেমনি একজন ব্লাড ডোনেশন গুনবতী BDG পরিবারের সদস্য Md Alamgir ভাই আজ এক রক্ত শুন্যতা রুগিকে এবি+ লাল ভালোবাসা দান করলো,
সবাই রোগী এবং রক্তদাতার জন্য দোয়া করবেন ♥♥♥