জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম- JNST

জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম- JNST "স্বেচ্ছায় করলে মানব সেবা,পরিতৃপ্তি প?

22/11/2025
22/11/2025

Humanity for Blind

22/11/2025

জোয়ারিয়ানালায় বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্পে ৩২৮ রোগীর সেবা প্রদান..

22/11/2025

কক্সবাজারের জোয়ারিয়ানালা উচ্চ বিদ্যালয়ে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার খাইরুল আমিন শামিমের (চে.....

22/11/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সকলের আন্তরিক সহযোগিতায় ০৬ বছরের পথচলা।
🔴❤️❤️❤️❤️🔴

‎🌿 মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ! 🌿‎‎💉 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 💉‎“আমার রক্ত যদি সহযোগিতা করে মুমূর্ষু রো...
14/11/2025

‎🌿 মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ! 🌿

‎💉 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 💉
‎“আমার রক্ত যদি সহযোগিতা করে মুমূর্ষু রোগীর প্রাণ, তাহলে আমি কেন করবো না স্বেচ্ছায় রক্তদান?” ❤️

‎📅 তারিখ: ১৫ নভেম্বর ২০২৫, শনিবার
‎🕙 সময়: সকাল ১০টা
‎📍 স্থান: চা-বাগান স্টেশন, জোয়ারিয়ানালা, রামু, কক্সবাজার

‎✨ সার্বিক সহযোগিতায়:
‎ইঞ্জি. মোহাম্মদ খাইরুল আমিন শামীম (বিএসসি)
‎সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ।


‎🤝 সহযোগিতায়:
‎👉 কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি (একটি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন)

‎🎯 আয়োজনে:
‎👉 জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম (একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন)

‎🌟 তুমি-আমি সবাই একসাথে এগিয়ে আসি মানবতার সেবায়।
‎এক ফোঁটা রক্ত হতে পারে কারো নতুন জীবনের আশা! ❤️

‎“আপনার রক্তদান, আগামী দিনের স্লোগান”‎‎মানবতার মহতী উদ্যোগ —‎বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 💉‎‎📅 তারিখ: ১৪ নভে...
13/11/2025

‎“আপনার রক্তদান, আগামী দিনের স্লোগান”

‎মানবতার মহতী উদ্যোগ —
‎বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি 💉

‎📅 তারিখ: ১৪ নভেম্বর ২০২৫ই, জুমাবার
‎⏰ সময়: দুপুর ২টা
‎📍 স্থান: চরপাড়া জামে মসজিদের সামনে, জোয়ারিয়ানালা, রামু, কক্সবাজার

‎👉 আয়োজনেঃ চরপাড়া তাক্বওয়া ফাউন্ডেশন
‎👉 সহযোগিতায়ঃ জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম।
‎🌿 আসুন, মানবতার সেবায় এগিয়ে আসি।
‎নিজের রক্তের গ্রুপ জেনে নিন, অন্যের প্রয়োজনে নিজেকে প্রস্তুত রাখুন! ❤️

‎📢 আপনার অংশগ্রহণই হতে পারে কারো নতুন জীবনের সূচনা।
‎চলুন, সবাই মিলে মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করি! 🤝

‎🩸 স্বেচ্ছায় রক্তদান করুন, মুমূর্ষ রোগীর মুখে হাসি ফোটান 🩸‎‎👉 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি‎আসছে ২৫ অক্টোবর ...
23/10/2025

‎🩸 স্বেচ্ছায় রক্তদান করুন, মুমূর্ষ রোগীর মুখে হাসি ফোটান 🩸

‎👉 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
‎আসছে ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার),
‎📍 স্থান: নন্দাখালী রাস্তার মাথা, জোয়ারিয়ানালা, রামু
‎⏰ সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত

‎আয়োজনে — জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম
‎সহযোগিতায় — কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি

‎🎯 বিশেষ সহযোগিতায়:
‎মোঃ রহিম উদ্দিন সোহেল, সৌদি প্রবাসী
‎(প্রতিষ্ঠাতা এডমিন, জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম)

‎এসো, মানবতার হাত বাড়িয়ে দেই ❤️
‎একফোঁটা রক্ত — এক টুকরো জীবন 🌺

‎ #রক্তদিন_জীবনবাঁচান #জোয়ারিয়ানালা_স্বেচ্ছাসেবক_টিম #কক্সবাজার_ব্লাড_ডোনারস_সোসাইটি

 #নতুন_ভোটার_হওয়ার_জন্যে-----★ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইংসারা দেশব্যপী আগামী ২০/০১/২০২৫ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ। বাড়ি...
13/01/2025

#নতুন_ভোটার_হওয়ার_জন্যে-----
★ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং
সারা দেশব্যপী আগামী ২০/০১/২০২৫ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ।
বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
=====================
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট প্রয়োজন

০১। অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)
০২। শিক্ষাগত যোগ্যতা সনদ (যদি থাকে)
০৩। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
০৪। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র (আবশ্যক)
০৫। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশান/পারিবারিক সনদ (আবশ্যক)
০৬। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক
০৭। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়)
০৮। ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩জনের জাতীয় পরিচয়পত্র (আবশ্যক)
০৯। দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
১০ । বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
১১। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
১২। খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
১৩। রক্তের গ্রুপের রিপোর্ট (আবশ্যক)
১৪। জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক

বিঃদ্রঃ শেয়ার করে সকল কে সহযোগিতা করুন।

সুখবর.....আগামীকাল জুমাবার দুপুর ২ টা হতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।স্থানঃ নন্দাখালী সরকারি প...
12/12/2024

সুখবর.....

আগামীকাল জুমাবার দুপুর ২ টা হতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

স্থানঃ নন্দাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, নন্দাখালী, জোয়ারিয়ানালা, রামু, কক্সবাজার।
আয়োজনেঃ জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম।
সহযোগিতায়ঃ কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি।
সার্বিক সহযোগিতায়ঃ রাইফা কনভেনশন হল, চা-বাগান রামু।

Address

Joarianala
Cox's Bazar
4700

Telephone

+8801831782174

Alerts

Be the first to know and let us send you an email when জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম- JNST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম- JNST:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category