12/12/2016
#আসুন #শীতার্ত #মানুষের #পাশে #দাঁড়ায় #
আমাদের চারপাশে পথে প্রান্তরে ছড়িয়ে ছিঁড়িয়ে রয়েছে কত ছিন্নমূল,দুঃস্থ,দরিদ্র,নিঃস্ব,অসহায়,শীতার্ত,মানুৃষ।এই শীতে আমাদের মতো তাদেরও কষ্ট হচ্ছে।আমাদের উচিত সাধ্যমত তাদের পাশে দাঁড়ানো।
এই লক্ষ্যে কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরাম আগামী ৩১ই ডিসেম্বর শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।
আমাদের সাথে যারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আগ্রহী সে সকল মানবতাবাদী সমাজসেবক মানুষদের এগিয়ে আসার জন্য আহবান করছি।
চলুন আর্তমানবতার সেবায় কাজ করি।
যারা সরাসরি যোগাযোগ করতে চান তারা নিমোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগঃ-
প্রধান পরিচালক- 01876-044999
পরিচালক(অপারেশন)-01811-219287
পরিচালক(জনসংযোগ) 01815-055547(পার্সনাল বিকাশ)
প্রচারেঃ-
মোহাম্মদ আবদুস সামাদ আজাদ
পরিচালক(ক্যাম্পেইন)
কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন।