20/10/2025
আলহামদুলিল্লাহ
বিয়ের ২বছর পর মা হতে চলেছেন লাকসামের মিসেস রুমা। আজ আল্ট্রাসাউন্ড করেছেন। যখন জানালাম উনার টুইন (জমজ বাচ্চা )প্রেগন্যান্সি।
;; এতোবেশি খুশি ও অবাক হলেন যে কিছুক্ষণ কথাই বলতে পারেননি'''শুধু বল্লেন যে--নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে টুইন প্রেগন্যান্সি চেয়েছি।।
আল্লাহ উনার মনের ইচ্ছে পূরণ করেছেন দেখে আমাদেরও খুশী বহুগুণে বেড়ে গেল।। তবে টুইন এ রিস্ক বেশী. তাই রুগীদের টুইন প্রেগন্যান্সি হলে আমি টেনশনে পড়ে যাই। আমার কাছে চিকিৎসা নিলে আল্লাহ নাকি বেশির ভাগ ক্ষেত্রেই জমজ বাচ্চা দান করেন"এটা অনেক রুগী বলে।আলহামদুলিল্লাহ।
দোয়া করবেন আল্লাহ যেন তার এই পথচলা সহজ করে দেন।কোন রকম জটিলতা যাতে না হয়।আমিন।