09/02/2025
😭বিপদের জন্ম সিজারের জন্য হয়েছে কিন্তু এখন অফার ব্যবহার হইতেছে 😭
চেম্বারে অনেকে একটি প্রশ্ন করে থাকেন স্যার আমার বাচ্চাটি সিজারে হয়েছে এতে কি ওর শারিরীক ও মানসিক কোন সমস্যা হতে পারে?
অথবা কোন ডেলিভারি বাচ্চারা বেশী সেফ, সিজারিয়ান নাকি নরমাল ডেলিভারির বাচ্চা??
সিজারিয়ান সেকশন বা সি সেকশন একটা সার্জিক্যাল প্রসেডিওর যেখানে কমপ্লিকেশন প্রেগ্ন্যাসি বা গর্ভাবস্থায় জটিলতা পরিলক্ষিত হলে ধাত্রীবিদ্যায় অভিজ্ঞ চিকিৎসক গন মা ও নবজাতকের জীবন সুরক্ষার জন্য এই পদ্ধতি অবলম্বন করে ডেলিভারি করে থাকেন।
মেডিকেল সাইন্সে একটি বাস্তব ফিলোসোফি অবলম্বন করা হয় তা হলো :
যে কোন বড় ক্ষতি করার চেয়ে ছোট ক্ষতি করা ভালো,
যেমন: গর্ভাবস্থায় যদি জটিল অবস্থা তৈরী হয় যেমন: বাচ্চার পজিশন জনিত সমস্যা, এমিনিউটিক ফ্লুইড কমে যাওয়া ( যাকে পানি কমে যাওয়া বলে)
মেম্ব্রেন যদি রাপচার হয়ে যায় ( সময় সম্পূর্ন হবার আগে) গ্রেন্ড বেবি যদি হয় ( বাচ্চার সাইজ যদি তুলনা মূলক বড় হয়ে যায়, মূলত মায়ের ডায়াবেটিস থাকলে এটি দেখা যায়) মায়ের নানা রকম জটিলতা থাকলে, যেমন একলামসিয়া, কার্ডিয়াক প্রব্লেম ইত্যাদি।
এই সব সমস্যা থাকলে নরমাল ডেলিভারিতে অনেক সময় মায়ের জীবন অনেক ঝুকিতে যাকে এমন কি মৃত্যুর ও সম্ভবনা থাকে,
অনেক সময় নবজাতক ও মারা যায়।
ওক্ত ঝুকি এড়ানোর জন্য সি সেকশন এর আশ্রয় নেওয়া হয়।
👉👉👉 সিজারিয়ান সেকশন এর মধ্যে প্রায় ৭৫% অহেতুক হচ্ছে, যেখানে আসলে নরমাল ডেলিভারি পসিবল ছিল সেখানে সিজার করা হচ্ছে 😥😥😥😥 এর পিছনে অনেক অদৃশ্য কারন বিদ্যমান যা সবাই জানেন।
👉👉👉 নরমাল ডেলিভারি বনাম সিজারিয়ান বেবি
নরমাল ডেলিভারীর সময় বেবি তার চেষ্টায় বার্থক্যানেল দিয়ে দুনিয়াতে আসেন এবং এর জন্য তাকে প্রায় ১০-১৪ ঘন্টা সংগ্রাম করা লাগে এর ফলে তার মানসিক ও শারিরীক স্টিমিনা তৈরী হয়, যা তাকে দুনিয়াতে সারভাইব করতে অনেক হেল্প করে।
তা ছাড়া যখন বাচ্চা বার্থক্যানেল দিয়ে আসে তখন মায়ের যৌনীপথে কিছু উপকারি ( বেনিফিশাল) ব্যাক্টেরিয়া থাকে যা বাচ্চার মুখ দিয়ে লাংসে এবং স্টোমাকে প্রবেশ করে একটি ডিফেনসিভ ম্যাকানিজম ডেভেলপ করে এর ফলে নবজাতক নিউমোনিয়া, ডিসেন্ট্রির মত নানা বিধ ইনফেকশাস ডিজিজ থেকে নিজেকে অনেক সেফ রাখতে পারে।
নরমাল ডেলিভারির সময় মা ও বেবি যেই স্ট্রেস এর মধ্যেদিয়ে যায় এর ফলে দুইজনের মধ্যে একটি মানসিক বন্ডিং তৈরী হয় যা ইমোশনাল বন্ডিং তৈরী করে
আরো অনেক উপকারি দিক আছে আরেক দিন আলোচনা হবে ইংশা আল্লাহ
❤️❤️❤️❤️❤️
গর্ভবস্থায় কোন জটিলতা দেখা দিলে দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসক এর পরামর্শ নিতে পারেন এতে হয়তো আপনার অনেক জটিল পরিস্থিতি অনেক ইজি হতে পারে ধন্যবাদ।