Dr.Sharmin Jahan-Sonia

Dr.Sharmin Jahan-Sonia This is Dr. Sharmin Jahan Sonia. I'm a gynecologist.

একটার পর একটা নিউরাল টিউব ডিফেক্টের বাচ্চা পাচ্ছি। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ফলিক এসিড না খাওয়া। মাত্র ৩৪ পয়সা দামের এই...
01/11/2025

একটার পর একটা নিউরাল টিউব ডিফেক্টের বাচ্চা পাচ্ছি। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ফলিক এসিড না খাওয়া। মাত্র ৩৪ পয়সা দামের এই ঔষধটা খেতে কিছু মহিলার কিসের এতো অনিহা বুঝিনা আমি।
অনেকে আবার দু'লাইন বাড়িয়ে বলতেছে, "আল্লাহ যারে এমন বাচ্চা দেবে, তারে এম্নেও দেবে, অম্নেও দেবে। ঔষধ টৌষধ খেয়ে লাভ নাই।"

এইটারে তাওয়াক্কুল বলেনা বইন। নিজের দিক থেকে সবরকম প্রস্তুতি গ্রহণ করার পর ফলাফলের জন্য আল্লাহ পাকের উপর নির্ভর করার নাম তাওয়াক্কুল।

কনসিভ করার ৪ সপ্তাহ আগে থেকে কনসিভ করার ৩ মাস পর পর্যন্ত প্রতিদিন ফলিক এসিডের ট্যাবলেট খাবেন।
©
Collected...

15/10/2025
29/08/2025

গর্ভাবস্থা মোট ৯ মাস ১০ দিনের এক অসাধারণ যাত্রা। এই সময়টিকে হিসাব করলে দাঁড়ায়: ৪০ সপ্তাহ, ২৮০ দিন, ৬,৭২০ ঘণ্টা, ৪,০৩,২০০ মিনিট এবং ২ কোটি ৪১ লাখ ৯২ হাজার সেকেন্ড। মায়ের জীবনের প্রতিটি মুহূর্তই সুন্দরতম।

29/09/2024

শিশুদের ডায়পার পরিবর্তন করে আরেকটি ডায়পার পরানোর সময় অন্তত আধা ঘন্টার একটা বিরতি দিবেন। অর্থাৎ আধা ঘন্টা আলো বাতাস লাগাবেন। এতে করে ত্বক ভালো থাকবে।

24/09/2024

স্বামী স্ত্রী দুইজনেই সুস্থ..বিয়ে হয়েছে বেশ কয়েকদিন..বেবী নেওয়ার চেষ্টা করছেন তবুও হচ্ছে না?

করণীয়ঃ
১)বেবী কনসিভ করার আগে গাইনী ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করিয়ে আসবেন যে আপনি গর্ভধারণের জন্য ফিট কিনা এবং আপনাকে ডাক্তার কাউন্সিলিং করবেন প্রেগন্যান্সি সর্ম্পকে।

২)যাদের ওজন বেশি তারা বেবী নেওয়ার আগে অবশ্যই উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে আনবেন।

৩)ডায়াবেটিস,থাইরয়েড,প্রেসারের অসুবিধা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগগুলো কন্ট্রোলে এনে বাবু নেওয়ার চেষ্টা করতে হবে।

৪)সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন কনসিভ করার চেষ্টা করবেন স্বামী স্ত্রীকে অবশ্যই একসাথে থাকতে হবে কেননা প্রতি মাসে মাত্র একটা করে ডিম পরিপক্ব হয় মেয়েদের এবং সেটাও জীবিত থাকে মাত্র ২৪ ঘন্টা।তাই অবশ্যই ফার্টাইল টাইম অর্থাৎ মা-সিক শুরুর দিন থেকে গণনা করে ১০ থেকে ২০ তম দিন পর্যন্ত প্রতিদিন চেষ্টা করবেন।এসময়ের মধ্যেই ডিম পরিপক্ব হয়।
ইন শা আল্লাহ এগুলো মেনে চললে কন্সিভ হবে।

19/09/2024

“আমি ব'দদোয়া দিবো না, যদি মনে করেন আপনি আমার সাথে “ঠিক”করেছেন, তাহলে এমন অনেক “ঠিক” যেনো আপনার সাথেও হয়”

16/09/2024

যখন কারো শয়তানি বুদ্ধিতে
পেরে উঠবেন না,
তখন তাকে খাস নিয়তে আল্লাহর কাছে বিচার দিয়ে ছেড়ে দিবেন!
আল্লাহর শাস্তি আপনার কল্পনার চেয়েও ভয়াবহ!

13/09/2024

নবজাতকরা কাঁদলে চোখ দিয়ে তেমন পানি ঝরে না! কেননা জন্মের পর প্রায় তিন সপ্তাহ লেগে যায় কান্নার গ্রন্থি তৈরি হতে। তাই তারা কাঁদে না, তবে চিৎকার করে। কিছু কিছু শিশু প্রায় চার থেকে পাঁচ মাস পরে কাঁদে।

09/09/2024

যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না,আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না।
বানীতে- এ পি জে আবদুল কালাম

09/09/2024

মায়েদেরকে গর্ভাবস্থায় মানসিক ভাবে শান্তিতে রাখবেন,এটি গর্ভের শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।মা মানসিক ভাবে সুখী না থাকলে এর বিরূপ প্রভাব সন্তানের উপর পড়বেই! তাই মায়েদের ভালো রাখুন।

08/09/2024

আপনি স্বামী হিসেবে যদি আপনার স্ত্রীর প্রাপ্য মর্যাদা না দেন,তাকে মুল্যায়ণ না করেন এবং তাকে, তার পরিবারকে সম্মান না করেন তাহলে আপনার পরিবার অর্থাৎ আপনার স্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন তাকে মুল্যায়ণ করবে,সম্মান করবে এটা আশা করা বোকামী ছাড়া আর কিছুই নয়!

আপনি যদি আপনার স্ত্রীকে মাথায় করে রাখেন তবে দুনিয়ার কে তাকে মুল্যায়ণ করলো কি করলো না এতে তার বিন্দুমাত্র যায় আসবে না।যায় আসবে কখন? যখন স্বয়ং আপনিই তাকে অসম্মান করবেন প্রতিনিয়িত এবং আপনিই বাইরের মানুষকে সুযোগ করে দিবেন তখন!!

আবার নিজেদের ব্যক্তিগত সব বিষয়ের পরামর্শ যদি আপনার পরিবারের লোক থেকেই নিতে হয় তাহলে স্বামী হিসেবে লজ্জিত হওয়া উচিত আপনার! স্বামী হবেন স্বামীর মতো,ব্যক্তিত্ববান,
ধৈর্য্যশীল,অভিভাবক। কিন্তু নিজেরই যদি অন্যের পরামর্শে চলা লাগে এবং পরামর্শ করতে গিয়ে ঝামেলা,ঝগড়া-ফাসাদ লেগে যায় তাহলে সেই পরামর্শ দাতার কি দরকার!!!

যে পরিবার (হতে পারে স্বামী,স্ত্রী,বাবা-মা,ভাই,বোন,যেকেউ) আপনার বিপদমুহূর্তেও আপনার দোষ চর্চা করতে ব্যস্ত থাকে সে আর যাই হোক নামে নামেই সে আপনার পরিবার হতে পেরেছে কিন্তু পরিবার হওয়ার ন্যূনতম যোগ্যতা তার মধ্যে নেই!!

একটা জিনিস মাথায় রাখবেন স্বামী-স্ত্রীর সম্পর্কই একমাত্র সম্পর্ক যেটা রক্তের না হওয়া সত্ত্বেও আল্লাহই স্বয়ং এর ফয়সালা দেন যে আপনার জীবনসঙ্গী কে হবে এবং জন্মেরও ৫০ হাজার বছর আগে তা লিখিত ছিলো যে কে হবে আপনার জীবনসঙ্গী!! শুধু তাই নয় জান্নাতে এই একটি সম্পর্কই পূণ্যের পাল্লা ভারী হলে দুজনেই একসঙ্গে থাকতে পারবেন অসীম কালের জন্য জান্নাতে!অন্য কোন সম্পর্কের কথা এতো জোর দিয়ে বলা হয়নি!! তবে জান্নাতে আল্লাহ সবার ইচ্ছাই পূরণ করবেন।মোদ্দাকথা স্বামী-স্ত্রীর সম্পর্ক কতোটা মূল্যবান এই কথাগুলো বুঝলেই কিছুটা অনুধাবন করা যায়।

আর যারা এই জান্নাতী সর্ম্পকে ফাটল ধরাতে চায় তারা কতোটা নিকৃষ্ট মানুষ সেটা অনুমান করাই যায়।ইবলিশ সবথেকে বেশি খুশি হয় স্বামী-স্ত্রীর সম্পর্কে ফাটল ধরাতে পারলে,ঝগড়া লাগিয়ে দিতে পারলে!!আর যেসব মানুষও ইবলিশের এসব কাজে সাহায্য করে তারাও নিঃসন্দেহে মানুষ শয়তান।আর মানুষ শয়তানও যে আমাদের মধ্যেই বিদ্যমান সেকথা কুরআন থেকে প্রমাণিত।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sharmin Jahan-Sonia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category